আমি কিংবদন্তির কথা বলছি

HSC আমি কিংবদন্তির কথা বলছি কবিতার ব্যাখ্যা ২০২৫ |জ্ঞানমূলক ও সৃজনশীল প্রশ্নের উত্তর PDF

Advertisements

এইচএসসি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার নোটটি এমন ভাবে সাজানো হয়েছে যার মাধ্যমে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে ।এই লেকচারে অন্তর্ভুক্ত আছে কবিতার ব্যাখ্যা, সৃজনশীল প্রশ্ন ও উত্তর, কবিতার মূলভাব, জ্ঞানমূলক ও mcq pdf । তাই আর দেরি না করে আমাদের আমি কিংবদন্তির কথা বলছি কবিতার লেকচার শীটটি পড়ে ফেলুন ।।

আমি কিংবদন্তির কথা বলছি

আবু জাফর ওবায়দুল্লাহ

কবি পরিচিতি ও সাহিত্যকর্ম

জন্ম পরিচয়:

৮ ফেব্রুয়ারি ১৯৩৪ সাল। বহেরচর ক্ষুদ্রকাঠি গ্রাম, বাবুগঞ্জ, বরিশাল।পিতা: আবদুল জব্বার খান।

শিক্ষাজীবন:

Advertisements

ম্যাট্রিক (১৯৪৮), ময়মনসিংহ জিলা স্কুল। ইন্টারমিডিয়েট (১৯৫০), ঢাকা কলেজ।বি.এ অনার্স (১৯৫৩), এম.এ (১৯৫৪), ইংরেজি, ঢাকা বিশ্ববিদ্যালয়। কর্মজীবন/পেশা: লেকচারার ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সচিবালয়। কৃষি ও পানিসম্পদ মন্ত্রণালয়। রাষ্ট্রদূত – ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। মহাপরিচালক – FAO. এশিয়া প্যাসিফিক অঞ্চল। চেয়ারম্যান – বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ। ফেলো- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং জন এফ কেনেডি স্কুল অব গভর্নমেন্ট ।

পুরস্কার:

একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৯)।

মৃত্যুবরণ:

১৯ মার্চ ২০০১ সালে।

কাব্যগ্রন্থ:

সাতনরী হার (১৯৫৫), কখনো রং কখনো সুর (১৯৭০), কমলের চোখ (১৯৭৪), আমি কিংবদন্তির কথা বলছি (১৯৮১), বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়, সহিষ্ণু প্রতীক্ষা, খাঁচার ভিতর অচিন পাখি, নির্বাচিত কবিতা, মসৃণ কৃষ্ণগোলাপ ।

কবি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

★ তিনি ইংরেজি সাহিত্যে বি.এ. (অনার্স) সহ এম.এ. পাস করে কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

★ আবু জাফর ওবায়দুল্লাদের কবিতার বিষয়ে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ।

★ আবু জাফর ওবায়দুল্লাহর দুটি বিখ্যাত কবিতার নাম – ‘আমি কিংবদন্তির কথা বলছি’ ও ‘কোন এক মাকে’।

★ আবু জাফর ওবায়দুল্লাহর পুরো নাম আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ খান ।

★ আবু জাফর ওবায়দুল্লাহ ছিলেন মূলত – বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকের মৌলিক কবি ।

★ তিনি কার আমলে মন্ত্রী ছিলেন স্বৈরাচার এরশাদ সরকারের আমলে ।

★ তার জীবিত থাকা অবস্থায় সর্বশেষ কাব্যগ্রন্থ মসৃণ কৃষ্ণগোলাপ ।

★ ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কাব্যগ্রন্থে কবিতা আছে – ৩৯টি ।

★ তিনি পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৯৫৭ সালে।

আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতা সম্পর্কিত তথ্যাবলি

★ ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কাব্যগ্রন্থের নাম কবিতা।

★ ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি গদ্যছন্দে রচিত।

★ কবি পূর্বপুরুষের কথা বলছেন।

# কবির পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল ।

★ কবিব পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল।

★ পলিমাটির সৌরভ দ্বারা বোঝায় উর্বর মৃত্তিকা।

★ কবির পূর্বপুরুষেরা অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন ।

★ কবির পূর্বপুরুষেরা পতিত জমি আবাদের কথা বলতেন- তারা সংগ্রামী ছিলেন বলে।

★ জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা ।

★ যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে।

★ যে কবিতা শুনতে জানে না – সে দিগন্তের অধিকার হতে বঞ্চিত হবে।

আরো পড়ুন :

★ উজ্জ্বল জানালা উনোনের আগুনে আলোকিত।

★ কবির মা প্রবহমান নদীর কথা বলতেন।

★ যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না।

★ যে কবিতা শুনতে জানে না সে মাছের সাথে খেলা করতে পারে না।

★ কৰি গৰ্ভবতী বোনের মৃত্যুর কথা বলতেন।

★ ভালোবাসা দিলে মা মারা যায়।

★ যুদ্ধ আসে ভালোবেসে।

* মায়ের ছেলেরা ভালোবেসে যুদ্ধে যায়।

★ যে কবিতা শুনতে জানে না, সে হৃৎপিণ্ডে সূর্যকে ধারণ করতে পারে না ।

★ কবির পূর্বপুরুষ ক্রীতদাস ছিলেন।

★ শস্যের সম্ভার সমুদ্ধ করবে যে কর্ষণ করবে।

★ প্রবহমান নদী পুরস্কৃত করবে যে মৎস্য লালন করে।

★ জননীর আর্শীবাদ দীর্ঘায়ু করবে যে গাভীর পরিচর্যা করবে।

★ ইস্পাতের তরবারি সশস্ত্র করবে যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে।

★ সুপুরুষ ভালোবাসার সুকন্ঠ সংগীত – কবিতা ।

★ সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান – কবিতা ।

★ ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় দীর্ঘদেহ – পুত্রগণ ।

★ ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘যে কবিতা শুনতে জানে না’ লাইনটি ৯ বার ব্যবহৃত হয়েছে।

★ ‘কিংবদন্তি’ অর্থ- জনশ্রুতি।

★ ‘শ্বাপদ’ অর্থ- হিংস্র মাংসাশী জন্তু।

★ ‘আমি আমার পূর্বপুরুষের কথা বলছি’ লাইনটি ৩ বার ব্যবহৃত হয়েছে। নূরলদীনের কথা মনে পড়ে যায়

আমাদের লেকচার শীটটি ডাউনলোড করুন :

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top