এইচএসসি বাংলা ১ম পত্র প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন PDF ফাইলে প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে আমাদের প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।
প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
প্রশ্ন ১। ‘প্রতিদান’ কবিতায় স্তবক কয়টি? [উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]
উত্তর : ‘প্রতিদান’ কবিতায় স্তবক রয়েছে তিনটি।
প্রশ্ন ২। ‘বালুচর’ কাব্যগ্রন্থটি কার লেখা? [পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম]
উত্তর : ‘বালুচর’ কাব্যগ্রন্থটি জসীমউদ্দীনের লেখা।
প্রশ্ন ৩। ‘প্রতিদান’ কবিতায় কার ঘর ভাঙার কথা বলা হয়েছে?
উত্তর : ‘প্রতিদান’ কবিতায় কবির ঘর ভাঙার কথা বলা হয়েছে।
প্রশ্ন ৪। কবিকে যে পথের বিরাগী করেছে কবি তার জন্য কী করেন?
উত্তর : যে কবিকে পথের বিরাগী করেছে কবি তার জন্য পথে পথে ঘোরেন।
প্রশ্ন ৫। কবি কাকে আপন করার জন্য কেঁদে বেড়ান?
উত্তর : কবিকে যে পর করেছে কবি তাকে আপন করার জন্য কেঁদে বেড়ান।
প্রশ্ন ৬। কবি কার মুখ নিরন্তর সাজান?
উত্তর : যে নিঠুরিয়া বাণী উচ্চারণ করে কবি তার মুখ নিরন্তর সাজান ।
প্রশ্ন ৭। জসীমউদ্দীন কোন কলেজ থেকে বিএ পাস করেন?
উত্তর : ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে জসীমউদ্দীন বিএ পাস করেন।
প্রশ্ন ৮। জসীমউদ্দীনকে ডিলিট প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জসীমউদ্দীনকে ডিলিট প্রদান করে।
আরো পড়ুন :
প্রশ্ন ৯। জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : জসীমউদ্দীন ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।
প্রশ্ন ১০। ‘প্রতিদান’ কবিতা অনুসারে কে পথের বিরাগী?
উত্তর : ‘প্রতিদান’ কবিতা অনুসারে কবি পথের বিরাগী ।
প্রশ্ন ১১। জসীমউদ্দীনের পিতার নাম কী?
উত্তর : জসীমউদ্দীনের পিতার নাম আনসারউদ্দীন মোল্লা।
প্রশ্ন ১২। জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর : জসীমউদ্দীন ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন
প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF
প্রশ্ন ১৩। ‘প্রতিদান’ কবিতার রচয়িতা কে?
উত্তর : ‘প্রতিদান’ কবিতার রচয়িতা জসীমউদ্দীন।
প্রশ্ন ১৪। ‘প্রতিদান’ কবিতায় কোন ধরনের ফুলের উল্লেখ আছে?
উত্তর : ‘প্রতিদান’ কবিতায় রঙিন ফুলের উল্লেখ আছে।
প্রশ্ন ১৫। ‘প্রতিদান’ কবিতায় কবির কোথায় আঘাত করার কথা বলা হয়েছে?
উত্তর : ‘প্রতিদান’ কবিতায় কবির বুকে আঘাত করার কথা বলা হয়েছে।
প্রশ্ন ১৬। ‘বাণ’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘বাণ’ শব্দের অর্থ তীর বা শর।
প্রশ্ন ১৭। ‘মালঞ্চ’ শব্দের অর্থ কী
উত্তর : ‘মালঞ্জ’ শব্দের অর্থ হলো ফুলের বাগান।
প্রশ্ন ১৮। ‘বিরাগী’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘বিরাগী’ শব্দের অর্থ উদাসীন।
প্রশ্ন ১৯। ‘বাণী’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘বাণী’ শব্দের অর্থ হলো ভাষণ বা কথা।
প্রশ্ন ২০। ‘রজনী’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘রজনী’ শব্দের অর্থ হলো রাত।
এইচএসসি বাংলা ১ম পত্র প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download