বায়ান্নর দিনগুলো গল্পটি এমন ভাবে সাজানো হয়েছে যার মাধ্যমে আপনি বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন।তাই আর দেরি না করে আমাদের বায়ান্নর দিনগুলো গল্প লেকচার শীটটি ডাউনলোড করুন।
বায়ান্নর দিনগুলো
শেখ মুজিবুর রহমান
লেখক পরিচিতি ও এইচএসসি বায়ান্নর দিনগুলো গল্প
জন্ম পরিচয়:
১৭মার্চ ১৯২০ খ্রিস্টাব্দ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। পিতা: শেখ লুৎফর রহমান। মাতা: সায়েরা খাতুন।
শিক্ষাজীবন:
ম্যাট্রিক, গোপালগঞ্জ মিশনারি স্কুল। আই.এ. কলকাতা ইসলামিয়া কলেজ বি.এ. কলকাতা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়ন করেন।
গ্রন্থ:
অসমাপ্ত আত্মজীবনী (২০১২), আমার দেখা নয়াচীন (২০২০), কারাগারের রোজনামচা (২০১৭), আমার কিছু কথা (গল্পগ্রন্থ)।
মৃত্যুবরণ:
১৫ আগস্ট ১৯৭৫ সালে।
লেখক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি : শেখ মুজিবুর রহমান
★ ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালে তিনি যুগ্ম সম্পাদক মনোনীত হন।
★ ১৯৫৩ সালের ৯ জুলাই তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
★ ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।
★ ১৯৫৬ সালে কোয়ালিশন সরকারের শিল্প-বাণিজ্য, শ্রম, দুর্নীতিদমন ও ভিলেজ এইড দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
★ ১৯৫৫ সালের ২১ অক্টোবর আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল নাম থেকে ‘মুসলিম’ শব্দটি প্রত্যাহার করেন। তখন বঙ্গবন্ধু পুনরায় দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
★ ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোর সম্মেলনে বাঙালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা দাবি পেশ করেন।
★ ১৯৬৬ সালের ১ মার্চ আওয়ামী লিগের সভাপতি নির্বাচিত হন।
★ ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে তার নেতৃত্বে আওয়ামী লীগ নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
★ ১৯৭১ সালের ১৭ এপ্রিল বঙ্গবন্ধুর অবর্তমানে তাকে রাষ্ট্রপতি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়।
★ ১৯৭২ সালের ১২ জানুয়ারি স্বাধীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
★ ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশেরর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
★ শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ উপাধিতে ভূষিত করা হয় – ৩ মার্চ ১৯৭১ সালে।
★ প্রথম বাঙালি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে)।
★ বঙ্গবন্ধু জেলে ছিলেন- ২৭/২৮ মাস।
★ বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান পেশায় ছিলেন নাজির (গোপালগঞ্জ আদালতের)।
★ চার বোন দুই ভাইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান তৃতীয়।
★ ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের ভূমিকা লেখেন শেখ হাসিনা।
★ ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থের ভূমিকা লেখেন শেখ হাসিনা।
★ ১০ জানুয়ারি পালিত হয় – বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
★ বিবিসি’র জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
★ তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনূদিত হয় – ১৩টি ভাষায়। যথা: ইংরেজি, জাপানি, চীনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্প্যানিশ, অসমিয়া,উর্দু,রুশ,ইতালি ।
“বায়ান্নর দিনগুলো” রচনা সম্পর্কিত তথ্যাবলি : এইচএসসি বায়ান্নর দিনগুলো গল্প
★ শেখ মুজিবুর রহমানকে ১৫ ফেব্রুয়ারি সকালে জেলগেটে নেওয়া হয়।
★ শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছে – আমড পুলিশ ও আইবি অফিসার।
* শেখ মুজিবুর রহমান দশ বছর বয়সে তিন বছর বয়স্কা জ্ঞাতিভগ্নী ফজিলাতুন্নেসার সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন।
★ শেখ মুজিবুরকে ঢাকা থেকে ফরিদপুর জেলে পাঠানো হয়।
★ নারায়ণগঞ্জ থেকে রাত ১১টায় জাহাজে শেখ মুজিবুর রহমানের যাওয়ার কথা ছিল।
★ পাকিস্তান হওয়ার সময় সুবেদার ছিল – গোপালগঞ্জে। সুবেদারের বাড়ি – বেলুচিস্তান।
★ ইয়ে কেয়া বাত হ্যায়, আপ জেলখানা মে। কথাটি সুবেদারের।
★ কিসমত শব্দের অর্থ – ভাগ্য।
★ শেখ মুজিবুর রহমানকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ নেওয়া হয় – ট্যাক্সিতে।
★ ঢাকা কারাগার থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে নেওয়া হয়েছিল – বন্ধ ঘোড়ার গাড়ি নিয়ে।
* শেখ মুজিবুর রহমানকে নারায়ণগঞ্জ থেকে গোয়ালন্দ ঘাটে আনা হয়েছিল।
★ গোয়ালন্দ থেকে ফরিদপুর শেখ মুজিবুর রহমান ট্রেনে আসেন ।
★ বঙ্গবন্ধু ও মহিউদ্দিনকে হাসপাতালে নেওয়া হয় – দুইদিন পরে।
* শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন রাত চারটায় গোয়ালন্দ ঘাট থেকে ট্রেনে করে ফরিদপুর পৌঁছালেন ।
★ অনশনের চার দিন পর শেখ মুজিবুর রহমানকে নাকে নল দিয়ে খাওয়ানো হয়।
★ অনশন পালনকালে শেখ মুজিবুর রহমান কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি পান করতেন।
★ শেখ মুজিবুর রহমানকে অনশন করতে নিষেধ করেছিলেন – সিভিল সার্জন সাহেব।
★ ২১ ফেব্রুয়ারিতে মানুষ আন্দোলন করেছিল – মাতৃভাষা রক্ষায় ।
★ ২২ ফেব্রুয়ারি ফরিদপুরে শোভাযাত্রা চলে ।
★ খান সাহেব ওসমান আলীর বাড়ি – নারায়ণগঞ্জ।
★ ২৭ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের অবস্থা খারাপ হয়ে পড়ল।
* শেখ মুজিবুর রহমানের মুক্তির আদেশ এনেছিল – ডেপুটি জেলার।
★ শেখ মুজিবুর রহমানের মুক্তির আদেশ এসেছিল ২৭ ফেব্রুয়ারি রাত আটটায়।
* শেখ মুজিবুর রহমানের অনশন মহিউদ্দিন ভাঙলেন দুই চামচ ডাবের পানি পান করিয়ে ।
★ শেখ মুজিবুর রহমানকে নিতে এসেছিল – তার বাবা, ২৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায়।
★ শেখ মুজিবুর রহমানের মুক্তির অর্ডার এসেছে – রেডিওগ্রামে।
★ নূরুল আমিন ছিলেন তদানীন্তন মুখ্যমন্ত্রী।
★ শেখ মুজিবুর রহমানকে হত্যার জন্য নিন্দিত – খোন্দকার মোশতাক আহমেদ।
★ ‘জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। উক্তিটি – বঙ্গবন্ধুর।
★ বঙ্গবন্ধু নারায়ণগঞ্জ ঘাটে পৌঁছে খবর পেলেন জাহাজ ছেড়ে চলে গেছে।
* মহির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কথা বলতে বাধা দিলেন – আইবি।
★ শেখ মুজিবুর রহমান হাসপাতালে কয়েদিকে দিয়ে টুকরো টুকরো কাগজ আনিয়েছিলেন।
★ “বায়ান্নর দিনগুলো রচনায় উল্লেখকৃত জেলার নাম ফরিদপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ঢাকা, খুলনা, বরিশাল।
★ মানুষ কি শুধু খাওয়া পরা নিয়েই বেঁচে থাকতে চায়?’ উক্তিটি – শেখ ফজিলাতুন্নেসার মুজিবের।
★ শেখ মুজিবুর রহমানকে দেখতে তার সহকর্মীরা এসেছিল গোপালগঞ্জ, খুলনা, বরিশাল থেকে।
★ জ্যেষ্ঠ পুত্র কামাল বঙ্গবন্ধুর গলা জড়িয়ে পড়ে রইল।
আরো পড়ুন :
★ কোনো ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে একটানা আহার বর্জন কর্মসূচিকে বলে – অনশন ধর্মঘট।
★ বঙ্গবন্ধুকে ফরিদপুর জেলগেটে নিয়ে যাওয়া হলো- স্ট্রেচারে করে।
★ ‘উৎকণ্ঠা’ অর্থ ব্যাকুলতা।
★ ‘তোমার অর্ডার এসেছে’ উক্তিটি মহিউদ্দিনের।
★ “আমরা জেলের দিকে রওয়ানা করছি। উক্তিটি শেখ মুজিবুর রহমানের।
★ ২১ ফেব্রুয়ারি গুলি চলেছিল ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে।
★ ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় উল্লেখকৃত যানবাহনের নাম ট্যাক্সি, ঘোড়ার গাড়ি, ট্রেন, নৌকা, জাহাজ।
★ বায়ান্নর দিনগুলো গল্পে উল্লেখকৃত স্থানের নাম – ভিক্টোরিয়া পার্ক, মেডিকেল কলেজ এরিয়া, গোয়ালন্দ ঘাট, পাকিস্তান, বেলুচিস্তান।
★ ‘আজ যেন কথার বাঁধ ভেঙে গেছে। ‘এখানে রেণুর কথা বলা হয়েছে।
★ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লোককে বলে বেলুচি।
আরো পড়ুন :
★ ‘প্রকোষ্ঠ’ অর্থ- কুঠরি।
★ অনশনকালে মহিউদ্দিন ভুগছিলেন পুরিসিস রোগে।
★ দিন দশেক পরে বঙ্গবন্ধুকে ডাক্তার হাঁটতে হুকুম দিলেন শুধু বিকেলবেলা।
★ বাংলা ভাষার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন মাওলানা সাহেব।
★ বায়ান্নর দিনগুলো গল্পে উল্লেখকৃত ব্যক্তিদের নাম শেখ মুজিবুর রহমান, মহিউদ্দিন, আমীর হোসেন সাহেব, মোখলেসুর রহমান, কামাল, হাসিনা, শহীদসাহেব, ভাসানী সাহেব, শামসুল হক, নাসের, রেণু, নূরুল আমিন, মাওলানা আব্দুল রশীদ তর্কবাগীশ এমএলএ, খয়রাত হোসেন এমএলএ, ওসমান আলী এমএলএ, মোহাম্মদ আবুল হোসেন, খোন্দকার মোশতাক আহমেদ।
★ বায়ান্নর দিনগুলো গল্পে উল্লেখকৃত রোগের নাম প্লুরিসিস, নাকের ব্যারাম, ঘা, প্যালপিটিশন।
★ বায়ান্নর দিনগুলো গল্পে উল্লেখকৃত ফলের নাম কাগজি লেবু ও ডাব।
* ‘মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। উক্তিটি – শেখ মুজিবুর
বায়ান্নর দিনগুলো গল্প লেকচার শীটটি ডাউনলোড করুন :