Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » এইচএসসি বাংলা ১ম পত্র অপরিচিতা গল্পের mcq প্রশ্নের উত্তর pdf download
    এইচএসসি বাংলা নোট

    এইচএসসি বাংলা ১ম পত্র অপরিচিতা গল্পের mcq প্রশ্নের উত্তর pdf download

    EduQuest24By EduQuest24October 23, 2024No Comments17 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    অপরিচিতা গল্পের MCQ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এইচএসসি বাংলা ১ম পত্র অপরিচিতা গল্পের MCQ PDF প্রশ্নের উত্তর pdf download । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ অপরিচিতা গল্পের MCQ প্রশ্নের উত্তর সহ দেওয়া হলো । তাই আর দেরি না করে আমাদের অপরিচিতা গল্পের MCQ ২০২৫ লেকচার শীটটি ডাউনলোড করুন ।।

    • অপরিচিতা গল্পের MCQ প্রশ্নের উত্তর সহ
      • অপরিচিতা গল্পের MCQ part 01
      • অপরিচিতা গল্পের MCQ part 02

    অপরিচিতা গল্পের MCQ প্রশ্নের উত্তর সহ

    অপরিচিতা গল্পের MCQ part 01

    ১. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

    ক) ১৮৩৮

    গ) ১৮৬১

    খ) ১৮৪১

    ঘ) ১৮৯৯

    সঠিক উত্তরঃ গ) ১৮৬১

    ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ই মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৪১ খ্রিষ্টাব্দের ৭ই আগস্ট (১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ) জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন।

    ২. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

    ক) ১৮৯১

    গ) ১৯৪১

    খ) ১৮৯৪

    ঘ) ১৯৪৬

    সঠিক উত্তরঃ গ) ১৯৪১

    ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ই মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৪১ খ্রিষ্টাব্দের ৭ই আগস্ট (১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ) জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন।

    3.কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন?

    ক) মামা

    খ) বিনুদা

    গ) পন্ডিতমশাই

    ঘ) হরিশ

    সঠিক উত্তরঃ গ) পন্ডিতমশাই

    ব্যাখ্যাঃ সুদর্শন হয়েও নির্গুণ হওয়ার কারণে পণ্ডিতমশায় বিদ্রূপ করে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন। কারণ শিমুল ফুল দেখতে সুন্দর হলেও তার সুগন্ধ নাই। উল্লেখ্য, পণ্ডিতমশায় অনুপমকে মাকাল ফলের সঙ্গেও তুলনা করেছেন, যা দেখতে সুন্দর অথচ ভেতরে দুর্গন্ধ ও শাঁসযুক্ত খাওয়ার অনুপযোগী ফল। বিশেষ অর্থে গুণহীন।

    ৪. গজানন-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

    ক) গজ ও আনন

    গ) গজ আনন যার

    খ) গঞ্জের আমন

    ঘ) যে গজ সে আনন

    সঠিক উত্তরঃ গ) গজ আনন যার

    ব্যাখ্যাঃ গজানন এর সঠিক ব্যাসবাক্য হলো গজ আনন যার। দেবী দুর্গার দুই পুত্র গণেশ ও ছোট পুত্র কার্তিক। গণেশের মুখাবয়ব হাতির মতো হওয়ায় তার অপর নাম গজানন। ‘মজ’ অর্থ হাতি। ‘আনন’ অর্থ মুখ।

    ৫. ‘অপরিচিতা’ গল্পে গল্প বলায় পটু কে? অপরিচিতা গল্পের MCQ

    ক) অনুপম

    খ) মামা

    গ) বিনুদা

    ঘ) হরিশ

    সঠিক উত্তরঃ ঘ) হরিশ

    ব্যাখ্যাঃ আসর জমাতে অদ্বিতীয় হলেন হরিশ। সে কারো সাথে কথা বলা শুরু করলে বেশ জমিয়ে ফেলতো। তাই সর্বত্রই হরিশের খাতির ছিল। হরিশের পরিচয়: হরিশ অনুপমের বন্ধু। সে-ই কল্যাণীর কথা বলে অনুপমকে উতলা করে তোলে। তার যেকোনো বিষয় রসাত্মকভাবে উপস্থাপনের গুণ ছিল, আর এ কারণে সে গল্প বা আসর জমাতেও বেশ পটু ছিল।

    ৬. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় –

    ক) হরিশ

    খ) মামা

    গ) বিনু

    ঘ) মা

    সঠিক উত্তরঃ গ) বিনু

    ব্যাখ্যাঃ ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় বিনু।

    বিনুর পরিচয়: অনুপমের পিসতুতো ভাই হলো বিনু কন্যাকে আশীর্বাদ করার জন্য বিলুকে পাঠানো হয়েছিল। কারণ তার রুচি ও দক্ষতা ভালো।

    ৭. “তিনি কোনোমতেই কারো কাছে ঠকিবেন না।”- ‘তিনি’ বলতে ‘অপরিচিতা’ গল্পে কাকে বোঝানো হয়েছে?

    ক) মামা

    খ) শম্ভুনাথ

    গ) হরিশ

    ঘ) অনুপম

    সঠিক উত্তরঃ ক) মামা

    ব্যাখ্যাঃ তিনি কোনোমতেই কারো কাছে ঠকিবেন না।” তিনি বলতে ‘অপরিচিতা’ গল্পে মামাকে বোঝানো হয়েছে। এটা তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল। অর্থাৎ অনুপমের মামা নিজের স্বার্থের ব্যাপারে অতিরিক্ত সচেতন ছিলেন। অপরিচিতা গল্পের MCQ

    ৮. ‘অপরিচিতা’ গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে?

    অথবা, ‘অপরিচিতা’ গল্পে বিয়ে অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে?

    ক) কপটতা

    খ) অবিশ্বাস

    গ) অপমান

    ঘ) হীনম্মন্যতা

    সঠিক উত্তরঃ ঘ) হীনম্মন্যতা

    ব্যাখ্যাঃ অনুপমের মামা ছিলেন যৌতুকলোভী। বিশ্বাসের অভাব থাকায় তিনি কনেপক্ষের দেওয়া গয়না যাচাই করে নিতে চেয়েছিলেন। তাই বিয়ের অনুষ্ঠানে সাথে করে সেকরা নিয়ে গিয়েছিলেন। মূলত, এই আচরণের মধ্যদিয়ে তিনি হীনম্মন্যতার পরিচয় দিয়েছিলেন।

    ৯. অনুপমের মামার সাথে করে সেকরা নিয়ে যাওয়ার কারণ

    ক) মায়ের অনুরোধ

    খ) লোকবল বৃদ্ধি

    গ) বন্ধুত্বের খাতি

    ঘ) বিশ্বাসের অভাব

    সঠিক উত্তরঃ ঘ) বিশ্বাসের অভাব

    ব্যাখ্যাঃ অনুপমের মামা ছিলেন যৌতুকলোভী। বিশ্বাসের অভাব থাকায় তিনি কনেপক্ষের দেওয়া গয়না যাচাই করে নিতে চেয়েছিলেন। তাই বিয়ের অনুষ্ঠানে সাথে করে সেকরা নিয়ে গিয়েছিলেন। মূলত, এই আচরণের মধ্যদিয়ে তিনি হীনম্মন্যতার পরিচয় দিয়েছিলেন।

    ১০. শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কী?

    ক) শ্বশুরের ব্যবহারে

    খ) লজ্জায়

    গ) বিয়ের আয়োজন দেখে

    ঘ) মামার গহনা পরীক্ষার কারণে

    সঠিক উত্তরঃ ঘ) মামার গহনা পরীক্ষার কারণে

    ব্যাখ্যাঃ মামার গহনা পরীক্ষা করার কারণে অনুপম শ্বশুরের সামনে মাথা হেঁট করে রাখে। কনের বাবা শম্ভুনাথবাবু অনুপমকে বললেন, “তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কী বল?” এ কথা শুনে অনুপম মাথা হেঁট করে রইল। কারণ তার বলার কিছুই নেই, মামা যা বলবেন তাই হবে। অপরিচিতা গল্পের MCQ

    ১১. “তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই”—উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর

    ক) ভদ্রতা

    খ) দায়িত্ব

    গ) প্রত্যাখ্যান

    ঘ) প্রতিরোধ

    সঠিক উত্তরঃ গ) প্ৰত্যাখ্যান

    ব্যাখ্যাঃ উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথের প্রত্যাখ্যান। অনুপমের মামার রূঢ় আচরণের কারণে শম্ভুনাথ সেন প্রশ্নোক্ত মন্তব্য করতে বাধ্য হন। যৌতুকলোভী অভিভাবকের পরিবারে কন্যা পাত্রস্থ না করার সিদ্ধান্ত থেকেই তিনি এমন কথা বলেন।

    ১২. ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই’- এই উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

    ক) দুর্বলতা

    খ) বদান্যতা

    গ) বলিষ্ঠতা

    ঘ) হীনম্মন্যতা

    সঠিক উত্তরঃ গ) বলিষ্ঠতা

    ব্যাখ্যাঃ ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই’- এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে বলিষ্ঠতা। প্রশ্নোক্ত উক্তির অন্তর্নিহিত অর্থ ইঙ্গিতে ইতি টানা। পাশাপাশি এই কথার মাধ্যমে বরপক্ষকে দ্রুত প্রস্থান করারও ইঙ্গিত দেন শম্ভুনাথ সেন। যা শম্ভুনাথ সেনের বলিষ্ঠতাকেই নির্দেশ করে।

    ১৩. কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কী?

    ক) অভিমান

    খ) আত্মসম্মানবোধ

    গ) অহংকার

    ঘ) রাগ

    সঠিক উত্তরঃ খ) আত্মসম্মানবোধ

    অপরিচিতা গল্পের MCQ

    ব্যাখ্যাঃ অপরিচিতা গল্পের কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ হলো- আত্মমর্যাদা বা শম্ভুনাথ সেনের আত্মসম্মানবোধ। “আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।”- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর ‘আত্মমর্যাদাবোধ। আর এই আত্মমর্যাদাবোধ থেকেই তিনি মেয়ের বিয়ে ভেঙে দেন। অপরিচিতা গল্পের MCQ

    ১৪. “আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।”- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর-

    ক) ক্ষোভ

    খ) অভিমান

    গ) একগুঁয়েমি

    ঘ) আত্মমর্যাদাবোধ

    সঠিক উত্তরঃ ঘ) আত্মমর্যাদাবোধ

    ১৫. অপরিচিতা’ গল্পে ‘কল্যাণী’ বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে?

    ক) হলুদ

    খ) বেগুনি

    গ) নীল

    ঘ) লাল

    সঠিক উত্তরঃ ঘ) লাল

    ব্যাখ্যাঃ ‘অপরিচিতা’ গল্পে ‘কল্যাণী’ বিয়েতে লাল রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে। অনুপম কল্যাণীকে নববধূর সাজে কল্পনা করে হৃদয়ে পুলক অনুভব করে। তার ভাষায়কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা হৃদয়ের ভিতরে কী যে তা কেমন করিয়া বলিব। তার স্নিগ্ধ-কোমল মুখ, হালকা গড়নের শারীরিক অবয়ব ইত্যাদির কথা মনে করে অনুপম বিমোহিত হয়ে পড়ে।

    ১৬. কোন ঘটনায় অনুপমের মন ‘পুলকের আবেশে ভরে গিয়েছিল?

    ক) বিনুদা কর্তৃক মেয়ে পছন্দ হওয়া

    খ) বিবাহের দিন-ক্ষণ ধার্য হওয়া

    গ) বিবাহ না করতে কল্যাণীর পণ

    ঘ) গাড়িতে কল্যাণীর সাথে সাক্ষাৎ

    সঠিক উত্তরঃ গ) বিবাহ না করতে কল্যাণীর পণ

    ব্যাখ্যাঃ বিবাহ না করতে কল্যাণীর পণ অনুপমের মনে পুলকের আবেশে ভরে গিয়েছিলো অনুপমের সাথে বিয়ে ভেঙে যাওয়ার পর কল্যাণীর জন্য অন্য একজন ভালো পাত্রের ব্যাপারে কথা এসেছিল। কিন্তু কল্যাণী পণ করেছে যে, সে আর বিবাহ করবে না। কল্যাণীর এ প্রতিজ্ঞার কথা শুনে অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল

    ১৭. “সে নিজের চারদিকের সকলের চেয়ে অধিক –রজনীগন্ধার শুভ্র মঞ্জুরীর মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া, যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একবারে অতিক্রম করিয়া উঠিয়াছে”– কে? [ঢা.বো: ২২]

    ক) বিলাসী

    খ) আহ্লাদি

    গ) জমিলা

    ঘ) কল্যাণী

    সঠিক উত্তরঃ ঘ) কল্যাণী

    ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত বাক্যটিতে ‘অপরিচিতা’ গল্পের অন্যতম চরিত্র ‘কল্যাণী’-কে নির্দেশ করা হয়েছে। প্রশ্নে আলোচিত কথাটি গল্পের আরেক চরিত্র অনুপম কল্যাণীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে অবতারণা করেছেন।

    ১৮. “যে গাছে সে ফুটিয়াছে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে।”- এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে?

    ক.সাজসজ্জা

    খ) মার্জিত সুরুচি

    গ) সৌন্দর্য

    ঘ) উদাসীনতা

    সঠিক উত্তরঃ খ) মার্জিত সুরুচি

    অপরিচিতা গল্পের MCQ pdf download 2025

    ১৯. ‘জড়িমা’ শব্দের অর্থ কী?

    ক) জড়িয়ে থাকা

    গ) চাকচিক্য

    খ) আড়ষ্টতা

    ঘ) জং ধরা

    সঠিক উত্তরঃ খ) আড়ষ্টতা

    ব্যাখ্যাঃ ‘জড়িমা’ শব্দের অর্থ হলো আড়ষ্টতা বা জড়ত্ব।

    আরো পড়ুন :

    • এইচএসসি সিরাজউদ্দৌলা নাটকের নোট
    • এইচএসসি লালসালু উপন্যাসের গুরুত্বপূর্ণ নোট
    • এইচএসসি ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার গুরুত্বপূর্ণ তথ্য
    • HSC তাহারেই পড়ে মনে কবিতার গুরুত্বপূর্ণ নোট

    ২০. অপরিচিতা’ গল্পে রেলকর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল?

    ক) একটি

    খ) দুইটি

    গ) তিনটি

    ঘ) চারটি

    সঠিক উত্তরঃ খ) দুইটি

    ব্যাখ্যাঃ রেল কর্মচারী দুইটি, টিকিট বেঞ্চে ঝুলিয়েছিলেন। এক স্টেশন থেকে গাড়ি ছাড়িবার কিছুক্ষণ পূর্বে রেলওয়ে কর্মচারী দুইটি টিকেট বেঞ্চে ঝুলিয়ে অনুপমকে অন্য গাড়িতে যেতে বলে। অনুপমও যাওয়ার জন্য উদ্যত হয়।

    অপরিচিতা গল্পের MCQ part 02

    ২১. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কী ছিল?

    ক) লোকলজ্জা

    খ) পিতৃ আদেশ

    গ) আত্মমর্যাদা

    ঘ) অপবাদ

    সঠিক উত্তরঃ গ) আত্মমর্যাদা

    ব্যাখ্যাঃ ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ হলো- আত্মমর্যাদাবোধ। যৌতুকপ্রথার নির্মম বলি হয়ে কল্যাণীর বিয়ে ভেঙে গেলে ভালো পাত্র জুটা সত্ত্বেও নিজের আত্মমর্যাদাবোধ থেকে সে আর বিয়ে করবে না বলে পণ করে। দীর্ঘ ঘটনা পরিক্রমায় কল্যাণীর সাথে দেখা করতে অনুপম মামার নিষেধ অমান্য করে কানপুর আসে। কানপুরে এসে হাত জোড় করে, মাথা হেঁট করে সে শম্ভুনাথকে বিবাহের ব্যাপারে রাজি করাতে পারলেও কল্যাণীকে রাজি করাতে পারেনি। কল্যাণী বলে, “আমি বিবাহ করিব না।” কল্যাণীর বিয়ে না করার কারণ হলো বিয়ে ভাঙার পর থেকে সে মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে। উল্লেখ্য, “আমি বিবাহ করিব না” কথাটির মাধ্যমে কল্যাণীর প্রতিবাদ প্রকাশিত হয়েছে।

    ২২. ‘অপরিচিতা’ গল্পের শীর্ষ-মুহূর্ত (গ্রন্থিবন্ধন) কোনটি?

    ক) শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির ক্ষল

    খ) ট্রেনে কল্যাণীর সাক্ষাৎলাভ মুহূর্ত

    গ) সেকরা কর্তৃক গহনা পরীক্ষার মুহূর্ত

    ঘ) গায়ে-হলুদ মুহূর্ত

    সঠিক উত্তরঃ ক) শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির ক্ষল

    ব্যাখ্যাঃ শম্ভুনাথ কর্তৃক কন্যা-সম্প্রদানে অসম্মতিকে ‘অপরিচিতা’ গল্পের শীর্ষমুহূর্ত বলা যায়। কারণ এরূপ অন্যায়ের প্রতিবাদ বিরল।

    ২৩. কোন ঘটনাকে ‘অপরিচিতা’ গল্পের শীর্ষমুহূর্ত বলা যায়?

    ক) রেলগাড়িতে কল্যাণীর সাথে অনুপমের সাক্ষাৎ

    খ) কল্যাণী কর্তৃক বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান

    গ) শম্ভুনাথ কর্তৃক কন্যা সম্প্রদানে অসম্মতি

    ঘ) অনুপমের মহাসমারোহে বিবাহ যাত্র সঠিক

    উত্তরঃ গ) শম্ভুনাথ কর্তৃক কন্যা সম্প্রদানে অসম্মতি

    ২৪. ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীর বিয়ে না করার কারণ কী ছিল?

    ক) লোকলজ্জা

    খ) অপবাদ

    গ) পিতার আদেশ

    ঘ) আত্মমর্যাদা

    সঠিক উত্তরঃ ঘ) আত্মমর্যাদা

    ব্যাখ্যাঃ ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীর বিয়ে না করার কারণ ছিল আত্মমর্যাদা। অনুপম দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব নিয়ে কানপুরে যায়। অনুপমের প্রস্তাবে শম্ভুনাথের মন গলে, কিন্তু মন গলে না আত্মমর্যাদাবোধ সম্পন্ন কল্যাণীর I অপরিচিতা গল্পের MCQ

    ২৫. ‘অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ চরিত্রের জন্য প্রযোজ্য-

    i) চুলকাচা, গোঁফপাকা, সুপুরুষ

    ii) চুপচাপ, চুলকাঁচা, ভাষাআঁট

    iii) সুপুরুষ, চুপচাপ, চুলপাকা

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) ii ও iii

    গ) i ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ক) i ও ii

    ব্যাখ্যাঃ ‘অপরিচিতা’ গল্পে চুলকাচা, ‘গোঁফপাকা, সুপুরুষ, চুপচাপ, ভাষাআঁর্ট ইত্যাদি শম্ভুনাথ চরিত্রের জন্য প্রযোজ্য। উল্লেখ্য, শম্ভুনাথ সেন ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীর পিতা। তিনি কানপুরে থাকতেন এবং পেশায় চিকিৎসক ছিলেন।

    ২৬. “আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। অনুপমের এই উক্তির মধ্যনিয়ে কী প্রকাশ পেয়েছে?

    i) অনুশোচনা

    ii) অসহায়ত্ব

    iii) ক্ষোভ

    নিচের কোনটি সঠিক

    ক) i ও i

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ গ) ii ও iii

    ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত উক্তির মাধ্যমে অনুপমের অনুশোচনা অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। মায়ের সাথে তীর্থ যাত্রায় অনুপমকে ট্রেন পরিবর্তন করতে হয়। কিন্তু প্রথম শ্রেণির টিকেট থাকা সত্ত্বেও সে ট্রেনে জায়গা পায় না। যা তার মাঝে ক্ষোভের জন্য দেয়। আবার, সব মালপত্র আর মাকে নিয়ে প্রথম শ্রেণির টিকেট থাকা সত্ত্বেও প্রশাসনের লোকের কারণে অন্য ট্রেনে উঠতে বাধ্য হওয়ায় তার মাঝে অসহায়ত্ব ফুটে উঠে। |

    ২৭. অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার পরে মামা মামলা করার পরিকল্পনা করেছিলেন কীসের জন্য?

    i) বিবাহের চুক্তিভঙ্গে

    ii) আর্থিক ক্ষতি পোষাতে

    iii) মানহানির দাবিতে

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    গ) ii ও iii

    খ) i ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ খ) i ও iii

    ব্যাখ্যাঃ অনুপমের বিয়ে ভেঙে যাওয়া পরে বিবাহের চুক্তিভঙ্গের কারণে মানহানির দাবিতে মামা মামলা করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার শুভাকাঙ্ক্ষীরা তাকে বুঝালো যে, এরূপ করলে মানুষ আরো বেশি উপহাস করবে, ফলে মামা মামলা করা থেকে বিরত হলেন।

    নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও: অপরিচিতা গল্পের MCQ pdf free download

    আদিব ও শাফিক দুই বন্ধু। আদিব অহংকারী, নির্জীব, পৌরুষশূন্য। অন্যদিকে শাফিক উচ্ছল, রসিক। শাফিক যেকোনো পরিবেশে দ্রুত নিজেকে মানিয়ে নেয়। সে হয়ে ওঠে আলোচনার মধ্যমণি।

    ২৮. উদ্দীপকের শাফিক ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব?

    ক) অনুপম

    খ) বিন

    গ) হরিশ

    ঘ) শম্ভুনাথ

    সঠিক উত্তরঃ গ) হরিশ

    ব্যাখ্যাঃ উদ্দীপকের শফিক ‘অপরিচিতা’ গল্পের হরিশ চরিত্রের প্রতিনিধি । কারণ শাফিক এবং হরিশ উভয়ই উল, রসিক এবং যেকোনো পরিবেশে দ্রুত নিজেকে মানিয়ে নেয়। দুজনই হয়ে ওঠে আলোচনার সপ্তমণি। অর্থাৎ তারা উভয়ে অসর জমাতে অদ্বিতীয়।

    ২৯. কোন কারণে উদ্দীপকের আদিব ও ‘অপরিচিতা’ গল্পে অনুপম সাদৃশ্যপূর্ণ?

    ii)অহমিকায়

    ii) নিস্পৃহতায়

    iii) মেরুদণ্ডহীনতায়

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ গ) ii ও iii

    ব্যাখ্যাঃ নিস্পৃহতা এবং মেরুনীনতায় উদ্দীপকের আদিব এবং অপরিচিতা গল্পের অনুপম সাদৃশ্যপূর্ণ। কেননা, ‘অপরিচিতা’ গল্পের অনুপমও শিল্প, চোখে মেয়ে দেখার কথা বলতে পারেনি। কিংবা মামার অন্যায় সিদ্ধান্তের কোনো প্রতিবাদ করতে পারেনি ।

    নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও: hsc অপরিচিতা গল্পের MCQ test

    “শাওনের বিয়ে চূড়ান্ত হয় অন্যার সাথে। যৌতুকের দাবি পূরণ না হওয়ায় মোতালেব সাহেব ছেলের বিয়ে ভেঙে দিতে চান। বাবার অন্যায় আবদার শাওন মানতে নারাজ। সে যুক্তি দিয়ে বাবাকে বুঝিয়ে যৌতুক না নিয়েই অন্যাকে বিয়ে করে।

    ৩০. মোতালেব সাহেব ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের ইঙ্গিতবহ?

    ক) হরিশ

    খ) বিনুদা

    গ) মামা

    ঘ) শম্ভুনাথ

    সঠিক উত্তরঃ গ) মামা

    ব্যাখ্যাঃ মোতালেব সাহেব ‘অপরিচিতা’ গল্পের ‘মামা’ চরিত্রের ইঙ্গিতবহ। কারণ উদ্দীপকের মোতালেব এবং গল্পের মামা উভয়ই যৌতুকের দাবিদার।

    ৩১. শাওনের কোন কোন বৈশিষ্ট্য অনুপমের মধ্যে থাকলে অনুপমের বিয়েটা টিকে যেত?

    i) সাহসিকতা

    ii) ব্যক্তিত্ব

    iii) গভীর ভালোবাসা

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ক) i ও ii

    ব্যাখ্যাঃ শাওনের সাহসিকতা ও ব্যক্তিত্ব এই দুটি বৈশিষ্ট্য অনুপমের মধ্যে থাকলে অনুপম ও কল্যাণীর বিয়েটা ভাঙতো না। সাহস না থাকা এবং ব্যক্তিত্বহীন হওয়ার কারণেই অনুপতম তার মামার অন্যায় সিদ্ধান্তের কোনো প্রতিবাদ করতে পারেনি। এবং তার বিয়েও হয়নি।

    নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: অপরিচিতা গল্পের MCQ pdf download

    শাকিল সাহেব শিক্ষিত মানুষ, তার আত্মসম্মানবোধ প্রখর। মেয়ে শিরিনের বিয়েতে নিজের অনিচ্ছাসত্ত্বেও সাধ্যানুসারে বরপক্ষের যৌতুকের দাবি পূরণ করতে রাজি হন। কিন্তু উচ্চ শিক্ষিত শিরিন যৌতুকে অসম্মতি জানিয়ে এ বিয়ে প্রত্যাখ্যান করে।

    ৩২. উদ্দীপকের শাকিল সাহেব ‘অপরিচিতা’ গল্পের কার সাথে তুলনীয়?

    ক) অনুপমের মামা

    খ) অনুপমের মা

    গ) শম্ভুনাথ বাবু

    ঘ) হরিশ

    সঠিক উত্তরঃ গ) শম্ভুনাথ বাবু

    ব্যাখ্যাঃ উদ্দীপকের শাকিল সাহেব ‘অপরিচিতা’ গল্পের শম্ভুনাথ বাবুর সাথে তুলনীয়। তবে গল্পে যৌতুক নিয়ে বরপক্ষের অতি বাড়াবাড়ির কারণে কল্যাণীর বাবা তথা শিক্ষিত ও আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তি শম্ভুনাথ সেন উক্ত বিয়ে ভেঙে দেন। কিন্তু উদ্দীপকের চিত্র কিছুটা ভিন্ন। আত্মসম্মানবোধসম্পন্ন শাকিল সাহেব মেয়ের বিয়েতে অনিচ্ছাসত্ত্বেও সাধ্যমতো বরপক্ষের যৌতুকের দাবি পূরণ করতে রাজি হওয়া সত্ত্বেও উচ্চ শিক্ষিত মেয়ে শিরিন যৌতুকের বিয়েতে অসম্মতি জানিয়ে উ বিয়ে প্রত্যাখ্যান করেন। এক্ষেত্রে উদ্দীপকের শিরিন ও অপরিচিতা গল্পের কল্যাণীর মধ্যে কিছু মিল লক্ষ করা যায়। তাহলো- উত্তরাই শিক্ষিত ও ব্যক্তিত্বসম্পন্ন ।

    ৩৩. শিরিনের সাথে কল্যাণীর মিল কোথায়?

    i) উভয়ই শিক্ষিত

    ii) ব্যক্তিত্বসম্পন্ন

    iii) বাবার আজ্ঞাবাহী

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    গ) ii ও iii

    খ) i ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ক) i ও ii

    ব্যাখ্যাঃ উদ্দীপকের শাকিল সাহেব ‘অপরিচিতা’ গল্পের শম্ভুনাথ বাবুর সাথে তুলনীয়। তবে গল্পে যৌতুক নিয়ে বরপক্ষের অতি বাড়াবাড়ির কারণে কল্যাণীর বাবা তথা শিক্ষিত ও আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তি শম্ভুনাথ সেন উক্ত বিয়ে ভেঙে দেন। কিন্তু উদ্দীপকের চিত্র কিছুটা ভিন্ন। আত্মসম্মানবোধসম্পন্ন শাকিল সাহেব মেয়ের বিয়েতে অনিচ্ছাসত্ত্বেও সাধ্যমতো বরপক্ষের যৌতুকের দাবি পূরণ করতে রাজি হওয়া সত্ত্বেও উচ্চ শিক্ষিত মেয়ে শিরিন যৌতুকের বিয়েতে অসম্মতি জানিয়ে উ বিয়ে প্রত্যাখ্যান করেন। এক্ষেত্রে উদ্দীপকের শিরিন ও অপরিচিতা গল্পের কল্যাণীর মধ্যে কিছু মিল লক্ষ করা যায়। তাহলো- উত্তরাই শিক্ষিত ও ব্যক্তিত্বসম্পন্ন

    নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও: hsc অপরিচিতা গল্পের MCQ

    রামসুন্দর বাবু বনেদি ঘর পেয়ে মেয়ে বিয়ে দিতে উদ্যত হন। এক্ষেত্রে তিনি বরপক্ষ থেকে দাবিকৃত দেনাপাওনা ঢুকিয়ে দিয়ে মহাসাড়ম্বরে মেয়ের বিয়ে সম্পন্ন করেন।

    ৩৪. উদ্দীপকের রামসুন্দর বাবুর সাথে ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে?

    ক) হরিশ

    খ) বিন

    গ) মামা

    ঘ) শম্ভুনাথ

    সঠিক উত্তরঃ ঘ) শম্ভুনাথ

    ব্যাখ্যাঃ উদ্দীপকের রামসুন্দর বাবুর সাথে ‘অপরিচিতা’ গল্পের ‘শম্ভুনাথ চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে।

    ‘অপরিচিতা’ গল্পের কনের বাবা শম্ভুনাথ সেন বরপক্ষের যৌতুক নিয়ে বাড়াবাড়ির প্রতিবাদ করে বিয়ে ভেঙে দেন। কিন্তু উদ্দীপকের রামসুন্দর বাবু যৌতুকের দেনা পাওনা ঢুকিয়ে দিয়ে মেয়ের বিয়ে সম্পন্ন করেন। অর্থাৎ রামসুন্দর বাবুর সাথে শম্ভুনাথ সেনের বৈসাদৃশ্য রয়েছে। উল্লেখ্য, উদ্দীপকে ও ‘অপরিচিতা’ গল্পে যৌতুকপ্রথা নামক কুসংস্কারের চিত্র ফুটে উঠেছে।

    ৩৫. উদ্দীপকে ও ‘অপরিচিতা’ গল্পে ফুটে উঠেছে-

    i) কুসংস্কার

    ii) যৌতুকপ্রথা

    iii) প্রতিবাদী চেতনা

    নিচের কোনটি সঠিক

    ক) i

    খ) i ও ii

    গ) i ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ খ) i ও ii

    নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও: অপরিচিতা গল্পের MCQ প্রশ্নের উত্তর pdf download

    একদল শ্রমজীবী নারী-পুরুষ লঞ্চে করে গ্রামে যাচ্ছিল ঈদের ছুটিতে। বিত্তবান মোহিত সাহেব স্ত্রীসন্তান এবং আত্মীয়-পরিজন নিয়ে লঞ্চে উঠলে লঞ্চকর্মীরা শ্রমজীবীদের সিটগুলো ছেড়ে দিতে বলে। অনেকই ছেড়ে দিলেও প্রতিবাদ জানিয়ে নিজের সিটে দৃঢ়ভাবে বসে থাকে গৃহকর্মী হালিমা।

    ৩৬. উদ্দীপকের হালিমা ‘অপরিচিতা’ গল্পের কাকে প্রতিনিধিত্ব করে?

    ক) উকিল

    খ) কল্যাণী

    গ) অনুপম

    ঘ) শম্ভুনাথ

    সঠিক উত্তরঃ খ) কল্যাণী

    ব্যাখ্যাঃ উদ্দীপকের হালিমা অপরিচিতা’ গল্পের কল্যাণীর প্রতিনিধিত্ব করে। ‘অপরিচিতা’ গল্পের রেলওয়ের কর্মচারী এবং স্টেশন মাস্টার অনুপমের মা ও অনুপম এবং কল্যাণীকে সিট ছেড়ে দিতে বলছো কল্যাণী তা না ছেড়ে বরং প্রতিবাদ করে। উদ্দীপকের হালিমাও শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে . প্রতিবাদ করে নিজ সিটে বসে থাকে। অর্থাৎ তারা দুজনই অন্যায়ের প্রতিবাদ করে।

    ৩৭. ‘উদ্দীপকে উঠে আসা ‘অপরিচিতা’ গল্পের প্রসঙ্গ হলো-

    i) প্ৰতিবাদ

    ii) শ্রেণিবৈষম্য

    iii) ধৰ্মীয় উৎসৰ যাত্ৰা

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ক) i ও ii

    নিচের উদ্দীপকটি পড়ে ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও: অপরিচিতা গল্পের MCQ pdf download

    স্বাতী সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল নারী। বিয়ের পর শ্বশুর ও শাশুড়ির চাপে চাকরি ছাড়তে বাধ্য হয়। শ্বশুর-শাশুড়ির ধারণা চাকরিজীবী বউ অহংকারী হয়। তারা সংসারের প্রতি দায়িত্বশীল নয় ।

    ৩৮. ‘অপরিচিতা’ গল্পের সঙ্গে উদ্দীপকের স্বাতীর বৈসাদৃশ্য কোথায়?

    ক) নারীর প্রতি বৈষম্যে

    খ) আপসহীনতায়

    গ) আপসকামিতায়

    ঘ) সার্থসিদ্ধিতে

    সঠিক উত্তরঃ গ) আপসকামিতায়

    ব্যাখ্যাঃ ‘অপরাচিতা’ গল্পের সঙ্গে উদ্দীপকের স্বাতীর বৈসাদৃশ্য হলো আপসকামিতায়। উদ্দীপকের স্বাতীর শশুর-শাশুড়ির চাপে চাকরি ছেড়ে দেওয়ার মাধ্যমে অন্যায়ের সাথে আপসকামিতা প্রকাশ প্রায়। কিন্তু ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীকে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চরিত্র হিসেবে দেখতে পাই

    ৩৯. উদ্দীপকের শ্বশুর-শাশুড়ির মানসিকতার সাথে ‘অপরিচিতা’ গল্পের কোন “উক্তিটির মিল রয়েছে?

    ক) আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেঁট করিয়াই আসিবে

    খ) বেহাই সম্প্রদায়ের আর যাই থাক তেজ থাকাটা দোষের

    গ) অপর পক্ষকে যে নাকল হইতে হইবে, সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন

    ঘ) ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই

    সঠিক উত্তরঃ ক) আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেঁট করিয়াই আসিবে

    ব্যাখ্যাঃ উদ্দীপকের শ্বশুর-শাশুড়ির মানসিকতার সাথে অপরিচিতা’ গল্পের যে উক্তিটির মিল রয়েছে তা হলো “আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেঁট করিয়াই আনিবে।” অনুপমের মামা তার ভাগনের বউ সম্পর্কে মিলকৃত ধারণাটিই পোষণ করতেন। তার মন্তব্যে পুরুষতান্ত্রিক অহংকার এবং নারীর প্রতি উপেক্ষার দিকটি প্রকাশিত হয়েছে।

    নিচের উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও: অপরিচিতা গল্পের MCQ প্রশ্ন উত্তর

    বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে সবুজের বিয়ে ভেঙে যেতে বসল। পিতার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও সবুজ শেষ পর্যন্ত বিনা যৌতুকে রথীকে বিয়ে করে আনল।

    ৪০. উদ্দীপকের সবুজের বাবার আচরণ ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রকে স্মরণ করায়? অপরিচিতা গল্পের MCQ

    ক) মা

    খ) মামা

    গ) শম্ভুনাথ

    ঘ) উকিল

    সঠিক উত্তরঃ খ) মামা

    ব্যাখ্যাঃ উদ্দীপকের সবুজের বাবার আচরণ ‘অপরিচিতা’ গল্পের ‘মামা’ চরিত্রকে স্মরণ করায়। কারণ উদ্দীপকের বাবা এবং গল্পের মামা উভয়ই যৌতুকের দাবিদার।

    ৪১. উদ্দীপকের সবুজের কোন বৈশিষ্ট্য ‘অপরিচিতা’ গল্পের অনুপমের চরিত্রে থাকলে তার বিয়ে ভাঙত না?

    ক) দৃঢ়তা

    খ) বলিষ্ঠতা

    গ) সাহসিকতা

    ঘ) ব্যক্তিত্ববোধ

    সঠিক উত্তরঃ ঘ) ব্যক্তিত্ববোধ

    নিচের উদ্দীপকটি পড়ে ৪২ ও ৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: অপরিচিতা গল্পের MCQ

    আমি তোমার সামনে আবার নতজানু হয়েছি, নারী

    না, প্রেমে নয়, আশ্লেষে নয়

    ক্ষমা চেয়ে

    ***

    কেনাবেচা চলছে তোমাকে নিয়ে যেনো তুমি শাকশব্জি

    আলু পটল

    খাসীর মাংস।

    ৪২. উদ্দীপকের ভাবের সাথে নিচের কোন গল্পের মিল রয়েছে?

    ক) মাসি-পিসি

    খ) অপরিচিতা

    গ) আহ্বান

    ঘ) নেকলেস

    সঠিক উত্তরঃ খ) অপরিচিতা

    ব্যাখ্যাঃ উদ্দীপকের ভাবের সাথে ‘অপরিচিতা’ গল্পের মিল রয়েছে। উদ্দীপকের নারী অবমূল্যায়নের দিকটি ‘অপরিচিতা’ গল্পের নায়িকা কল্যাণীর মাধ্যমে ফুটে উঠেছে। উদ্দীপকে যেমন নারী অবমাননায় কবির দুঃখবোধ প্রকাশিত হয়েছে, তেমনি ‘অপরিচিতা’ গল্পেও কল্যাণীদের সাথে হওয়া দুর্ব্যবহার নিয়ে অনুপম লজ্জিত ও অনুতপ্ত হয়েছিল।

    ৪৩. উদ্দীপকে বর্ণিত অবমূল্যায়নের শিকার হয়েছে কোন চরিত্র?

    ক) আহ্লাদি

    খ) আসমা

    গ) কল্যাণী

    ঘ) মাদাম লোইসেন্স

    সঠিক উত্তরঃ গ) কল্যাণী

    ব্যাখ্যাঃ উদ্দীপকের ভাবের সাথে ‘অপরিচিতা’ গল্পের মিল রয়েছে। উদ্দীপকের নারী অবমূল্যায়নের দিকটি ‘অপরিচিতা’ গল্পের নায়িকা কল্যাণীর মাধ্যমে ফুটে উঠেছে। উদ্দীপকে যেমন নারী অবমাননায় কবির দুঃখবোধ প্রকাশিত হয়েছে, তেমনি ‘অপরিচিতা’ গল্পেও কল্যাণীদের সাথে হওয়া দুর্ব্যবহার নিয়ে অনুপম লজ্জিত ও অনুতপ্ত হয়েছিল।

    অপরিচিতা গল্পের MCQ প্রশ্নের উত্তর pdf download

    অপরিচিতা গল্পের MCQ Download
    bangla oporichita mcq অপরাচিতা গল্পের MCQ অপরিচিতা গল্পের mcq প্রশ্নের উত্তর অপরিচিতা গল্পের mcq প্রশ্নের উত্তর pdf download
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    বাংলা ২য় পত্র রচনার পয়েন্ট (রচনা সমগ্র) PDF

    April 10, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধপ্রয়োগ (PDF)

    March 12, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি

    March 11, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাক্যতত্ত্ব (বাক্য রূপান্তর) ২০২৫ PDF

    March 10, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা বানানের নিয়ম ২০২৫ (PDF)

    March 9, 2025

    এইচএসসি বাংলা সহপাঠ সিরাজউদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্নোত্তর (PDF)

    February 22, 2025
    Leave A Reply Cancel Reply

    © 2025 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.