আঠারো বছর বয়স

এইচএসসি আঠারো বছর বয়স কবিতার নোট ২০২৫ | জ্ঞানমূলক প্রশ্ন | pdf notes download

Advertisements

আঠারো বছর বয়স

সুকান্ত ভট্টাচার্য

কবি পরিচিতি সাহিত্যকর্ম

জন্ম পরিচয়:

১৫ আগস্ট ১৯২৬ খ্রিস্টাব্দ (৩০ শ্রাবণ ১৩৩৩ বঙ্গাব্দ), কালীঘাট, কলকাতা পিতা: নিবারণচন্দ্র ভট্টাচার্য । মাতা: সুনীতি দেবী। পৈতৃক নিবাস: কোটালিপাড়া, গোপালগঞ্জ ।

শিক্ষাজীবন:

Advertisements

বেলেঘাটা দেশবন্ধু স্কুল থেকে ১৯৪৫ সালে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন।

মৃত্যুবরণঃ

মাত্র ২১ বছর বয়সে ১৩ মে ১৯৪৭ খ্রিস্টাব্দ (২৯ বৈশাখ ১৩৫৪ বঙ্গাব্দ) মারা যান।

কাব্য:

ছাড়পত্র (১৯৪৮), ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ আকাল (১৩৫১) ফ্যাসিবাদ বিরোধী লেখক ও শিল্পী সংঘের পক্ষে ‘আকাল’ নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন।

‘আঠারো বছর বয়স’ কবিতা সম্পর্কিত তথ্যাবলি

★ সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতাটি ১৯৪৮ সালে প্রকাশিত তার “ছাড়পত্র’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।

★ ‘আঠারো বছর বয়স’ কবিতাটি মোট চরণ সংখ্যা ৩২টি।

★ ‘আঠারো বছর বয়স’ কবিতাটি আটটি স্তবকের সমন্বয়ে ৬ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত। প্রতি চরণে পর্ব তিনটি।

★ আঠারো বছর বয়স জানে না কাঁদা।

# কবির কাছে আঠারো বছরে ছুটে চলাকে মনে হয়েছে বাষ্পের বেগে স্টিমারের মতো।

★ ‘আঠারো বছর বয়স জানে না কাঁদা- কারণ এ বয়সে মানুষ হয় আত্মপ্রত্যয়ী ও আত্মনির্ভরশীল।

★ আঠারো বছর বয়স মাথা নোয়াবার নয়।

★ দুঃসাহসী হওয়ার সূচনা আঠারো বছর বয়সে শুরু হয়।

আরো পড়ুন :

★ ‘তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা সামাজিক অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন দেখে প্রাণবন্ত তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে।

★ আঠারো বছর বয়স লক্ষ দীর্ঘশ্বাসে কালো রং হয়।

★ আঠারো বছর বয়স পথে প্রান্তরে তুফান ছোটায়।

★ আঠারো বছর বয়সে অবিশ্রান্ত রূপে আঘাত আসে।

★ ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘বয়স’ শব্দটি ১৯ বার ব্যবহৃত হয়েছে।

★ ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘আঠারো’ শব্দটি ৯ বার ব্যবহৃত হয়েছে।

★ ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘এ বয়স’ শব্দটি ১২ বার ব্যবহৃত হয়েছে। ফেব্রুয়ারি ১৯৬৯

★ ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘আঠারো বছর’ শব্দটি ৭ বার ব্যবহৃত হয়েছে।

★ ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘আঠারো বছর বয়স’ শব্দটি ৭বার ব্যবহৃত হয়েছে।

★ ‘আঠারো বছর কবিতার মূল বৈশিষ্ট্য – যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি।

আমাদের লেকচার শীটটি ডাউনলোড করুন :

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top