এইচএসসি বাংলা ১ম পত্র আঠারো বছর বয়স কবিতার MCQ প্রশ্ন ও উত্তর PDF Download । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষায় আসা প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ আঠারো বছর বয়স কবিতার MCQ answer দেওয়া হলো। তাই আর দেরি না করে আমাদের আঠারো বছর বয়স কবিতার MCQ প্রশ্ন ও উত্তর লেকচার শীটটি পড়ে ফেলুন ।।
আঠারো বছর বয়স কবিতার MCQ pdf
আঠারো বছর বয়স কবিতার MCQ part 01
১. কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন জেলায়?
ক) গোপালগঞ্জ
খ) বরিশাল
গ) ব্রাহ্মণবাড়িয়া
ঘ) কুড়িগ্রাম
সঠিক উত্তরঃ ক) গোপালগঞ্জ
ব্যাখ্যাঃ প্রশ্নটি ত্রুটিপূর্ণ। সঠিক উত্তর প্রদত্ত অপশনগুলোতে নেই। সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ই আগস্ট কলকাতার কালীঘাটে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায়। তাঁর পিতার নাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য এবং মায়ের নাম সুনীতি দেবী।
বি.দ্র.: সুকান্ত ভট্টাচার্যের জন্ম কলকাতায় মাতুলালয়ে
২. সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কী কাব্যগ্রন্থ সম্পাদনা করেন?
ক) মিঠেকড়া
খ) হরতাল
গ) অভিযান
ঘ) আকাল
সঠিক উত্তরঃ ঘ) আকাল
ব্যাখ্যাঃ সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে ‘আকাল’ নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন।
৩. ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণের সাথে উদ্দীপকের ভাবগত মিল রয়েছে?
ক) পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা
খ) শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দ আর রৌদ্রের ছায়ায়
গ) কাছ থেকে দূরে যারা তাহাদের বাণী যেনো শুনি
ঘ) অভাগা মানুষ যেনো আবার জেগে ওঠে এই আশায়
সঠিক উত্তরঃ ক) পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা
ব্যাখ্যাঃ উদ্দীপকের সাথে ‘পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা’ চরণটির ভাবগত মিল রয়েছে। উদ্দীপকে যৌবনের বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে। যৌবন যুদ্ধ করার শ্রেষ্ঠ সময়। অন্যদিকে উল্লিখিত চরণে তারুণ্যের বৈশিষ্ট্যের কথা বলা । আঠারো বছর বয়স কবিতার MCQ
৪. তাজা তাজা প্রাণে অসহ্য কী-?
ক) কল্পনা
খ) মন্ত্ৰণা
গ) বন্দনা
ঘ) যন্ত্রণা
সঠিক উত্তরঃ ঘ) যন্ত্রণা
ব্যাখ্যাঃ আঠারো বছর বয়সে তাজা প্রাণে অসহ্য যন্ত্রণার সৃষ্টি হয়। চারপাশের অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন, সামাজিক বৈষম্য ও ভেদাভেদ ইত্যাদি দেখে প্রাণবন্ত তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
৫. আঠারো বছর বয়সিদের তাজা প্রাণে কেমন যন্ত্রণার সৃষ্টি হয়?
ক) সামান্য
খ) বীভৎস
গ) সহনীয়
ঘ) অসহা
সঠিক উত্তরঃ ঘ) অসহা
ব্যাখ্যাঃ আঠারো বছর বয়সে তাজা প্রাণে অসহ্য যন্ত্রণার সৃষ্টি হয়। চারপাশের অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন, সামাজিক বৈষম্য ও ভেদাভেদ ইত্যাদি দেখে প্রাণবন্ত তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
৬. ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি সঁপে আত্মাকে শপথের ‘কোলাহলে’ বলতে বুঝিয়েছেন—
ক) রক্তদানের পুণ্য
খ) কথা ও কাজের ঐক্য
গ) আত্মত্যাগের মহিমা
ঘ) যৌবনের দুঃসাহসিকতা
সঠিক উত্তরঃ গ) আত্মত্যাগের মহিমা
ব্যাখ্যাঃ সঁপে আত্মাকে শপথের কোলাহলে’ বলতে তরুণদের আত্মত্যাগের মহিমাকে বুঝানো হয়েছে। তারুণ্য স্বপ্ন দেখে নতুন জীবনের, নব নব অগ্রগতি সাধনের। তাই সেইসব স্বপ্ন বাস্তবায়নে, নিত্য-নতুন করণীয় সম্পাদনের জন্য নব নব শপথে বলীয়ান হয়ে তরুণ প্রাণ এগিয়ে যায় শপথের কোলাহলে তথা দৃঢ় পদক্ষেপে। আঠারো বছর বয়স কবিতার MCQ
৮. নিচের কোনটিতে আঠারো বছর বয়সের ইতিবাচক দিকের প্রতিফলন ঘটেছে?
ক) এ বয়সে কানে আসে কত মন্ত্রণা
খ) এ বয়স কাঁপে বেদনায় থরো থরো
গ) সঁপে আত্মাকে শপথের কোলাহলে
ঘ) দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার
সঠিক উত্তরঃ গ) সঁপে আত্মাকে শপথের কোলাহলে
ব্যাখ্যাঃ তরুণরা আত্মাকে শপথের কোলাহলে সমর্পণ করে।’শপথের কোলাহল’ বলতে কবি নতুন কাজের জন্য নতুন শপথে আবদ্ধ হওয়াকে বুঝিয়েছেন। তারুণ্য স্বপ্ন দেখে নতুন জীবনের, নব নব অগ্রগতি সাধনের। তাই সেইসব স্বপ্ন বাস্তবায়নে, নিত্য-নতুন করণীয় সম্পাদনের জন্য নব নব শপথে বলীয়ান হয়ে তরুণ প্রাণ এগিয়ে যায় শপথের কোলাহলে তথা দৃঢ় পদক্ষেপে।
৯. আঠারো বছর বয়স দুঃসহ কেন?
ক) পাথর বাধা ভাঙতে চায় বলে
খ) বাষ্পের বেগে স্টিমারের মত চলে বলে
গ) প্রাণে অসহ্য যন্ত্রণার কারণে
ঘ) স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকির কারণে
সঠিক উত্তরঃ ঘ) স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকির কারণে
ব্যাখ্যাঃ আঠারো বছর বয়স দুঃসহ কারণ এই বয়সে মানুষ স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকি নেয়। এ বয়স মানবজীবনের এক উত্তরণকালীন পর্যায়। কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে মানুষ এ বয়সে। অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে মাথা উঁচু করে স্বাধীনভাবে চলার ঝুঁকি আঠারো বছর বয়সেই মানুষ নিয়ে থাকে। এসময় থেকে তাকে এক কঠিন ও দুঃসহ অবস্থায় পড়তে হয়।
১০. স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি’ ‘আঠারো বছর বয়স’ কবিতার চরণটিতে প্রকাশ পেয়েছে তরুণদের—
ক) দৃঢ়তা
খ) ঔদ্ধত্য
গ) সাহসিকতা
ঘ) আত্মনির্ভরতা
সঠিক উত্তরঃ ঘ) আত্মনির্ভরতা
১১. আঠারো বছর বয়সের নেতিবাচক দিক হচ্ছে, এ বয়স—
ক) অসুন্দর
খ) পদস্খলনের শঙ্কাপূর্ণ
গ) ত্যাগের
ঘ) কোলাহলপূর্ণ
সঠিক উত্তরঃ খ) পদস্খলনের শঙ্কাপূর্ণ
ব্যাখ্যাঃ আঠারো বছর বয়সে জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে সহস্র প্রাণক্ষত-বিক্ষত হয়। জীবনের এই সন্ধিক্ষণে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়।
১২. সহস্ৰ প্ৰাণ ক্ষত-বিক্ষত হয়–
ক) জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে
খ) সমাজের অনাচার প্রতিকারে অপারগ বলে
গ) নেতিবাচক বিষয়ের প্রতি বেশি ঝোঁকে বলে
ঘ) অজস্র আঘাত প্রতিরোধে অক্ষম বলে সঠিক
উত্তরঃ ক) জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে
১৩. আঠারো বছর বয়স’ কবিতায় ‘এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর বলতে বোঝানো হয়েছে–
ক) বিদ্রোহ ও জটিলতা
খ) তীব্রতা ও সংবেদনশীলতা
গ) প্রগতি ও সংগ্রামশীলতা
ঘ) দুঃসাহস ও স্নেহমমতা
সঠিক উত্তরঃ খ) তীব্রতা ও সংবেদনশীলতা
ব্যাখ্যাঃ আঠারো বছর বয়স’ ভয়ংর কারণ এ বয়স তীব্র আর প্রখর । এ বয়সে অনুভূতির তীব্রতা এবং সুগভীর সংবেদনশীলতা মানুষের জীবনে বিশেষ তীব্র হয়ে দেখা দেয় এবং মনোজগতের প্রতিক্রিয়াও হয় গভীর। পাশাপাশি সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিযাতে হয়ে উঠতে পারে এরা ভয়ংকর। আঠারো বছর বয়স কবিতার MCQ
১৪. বিপদের মুখে ‘আঠারো বছর বয়স’ কেমন?
ক) সাহসী
খ) ত্যাগী
গ) অগ্রণী
ঘ) উদ্যোমী
সঠিক উত্তরঃ গ) অগ্ৰণী
ব্যাখ্যাঃ বিপদের মুখে ‘আঠারো বছর বয়স অগ্রণী। আঠারো বছর বয়সীরা বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, বিপদের মধ্যে রক্তশপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া
১৫. এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে- এ পক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) প্রাণ বিসর্জন
খ) ব্যর্থতার দীর্ঘশ্বাস
গ) জীবনের ঝুঁকি
ঘ) ভীতির বার্তা
সঠিক উত্তরঃ খ) ব্যর্থতার দীর্ঘশ্বাস
ব্যাখ্যাঃ সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারার অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে এ বয়স নেতিবাচক কালো অধ্যায় হয়ে উঠতে পারে।
আঠারো বছর বয়স কবিতার MCQ part 02
১৬. ‘বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে- তারুণ্যের এ বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে-
ক) সাম্যবাদী কবিতায়
খ) আঠারো বছর বয়স কবিতায়
গ) ঐকতান কবিতায়
ঘ) সেই অস্ত্র কবিতায়
সঠিক উত্তরঃ খ) আঠারো বছর বয়স কবিতায়
ব্যাখ্যাঃ উদ্দীপকে তারুণ্যের যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তা ‘আঠারো বছর বয়স’ কবিতায় প্রকাশ পেয়েছে।
আলোচ্য কবিতায় তারুণ্যের জয়গান গাওয়া হয়েছে। আঠারো বছর বয়স মাথা তোলবার ঝুঁকি নেয় বলে তা দুঃসহ। এ বয়সে দুঃসাহসেরা উঁকি দেয়। নির্ভীক এ বয়সে মানুষ পদাঘাতে ভাঙতে চায় পাথর সম বাধা।এ বয়সে মানুষ ভালোর জন্য রক্ত দিতে এমনকি প্রাণ দিতেও কুণ্ঠিত হয় না। আঠারো বছর তাজা প্রাণে থাকে অসহ্য যন্ত্রণা । ‘আঠারো বছর বয়স’ কবিতায় তারুণ্যের এই বৈশিষ্ট্যগুলো উদ্দীপকে বর্ণিত বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ।
১৭. আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকাশক্তি হয়ে দাঁড়াক।”–
এ প্রত্যাশার প্রতিফলন ‘আঠারো বছর বয়স’ কবিতার কোন চরণটিতে ঘটেছে?
ক) আঠারো বছর বয়স জানে না কাঁদা
খ) এ বয়স কাঁপে বেদনায় থরোথরো
গ) এ বয়স তবু নতুন কিছু তো করে
ঘ) এ দেশের বুকে আঠারো আসুক নেমে
সঠিক উত্তরঃ ঘ) এ দেশের বুকে আঠারো আসুক নেমে
ব্যাখ্যাঃ কবি বহু ইতিবাচক বৈশিষ্ট্যের কারণে আঠারোর প্রত্যাশা করেছেন। আঠারো জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পেছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ ও সেবাব্রত, উদ্দীপনা, সাহসিকতা, চলার দুর্বার গতি এসবই আঠারো বছর বয়সের ইতিবাচক বৈশিষ্ট্য। তাই কবির প্রার্থনা, এসব বৈশিষ্ট্য তথা তারুণ্যধর্ম যেন জাতীয় জীবনে চালিকাশক্তি হয়ে দাঁড়ায়। আঠারো বছর বয়স কবিতার MCQ
১৮. এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে।
ক) তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা
খ) তারুণ্য শক্তির অপচয়ে হতাশা
গ) আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য
ঘ) দুর্বার গতিতে এগিয়ে চলা
সঠিক উত্তরঃ ক) তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা
ব্যাখ্যাঃ যত নেতিবাচক দিকই থাকুক না কেন আঠারো বছর বয়সি তরুণ- তরুণীদের মধ্যে ইতিবাচক দিকটিই বেশি দেখা যায়। যুগে যুগে দেশে দেশে যেকোনো জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল শক্তি হিসেবে তরুণ- তরুণীরাই মুখ্য ভূমিকা পালন করেছে। তাই জাতীয় আকাঙ্ক্ষার ধারক ও বাহক হিসেবে কবিরও আকাঙ্ক্ষা এদেশের বুকে আঠারো বছর বয়সি তরুণ-তরুণীদের ব্যাপক উত্থান ঘটুক। জাতীয় জীবনের প্রধান চালিকাশক্তি হিসেবে তারাই হয়ে উঠুক অগ্রগণ্য। তারুণ্য শক্তি দিয়ে পরিচালিত হোক এদেশ। প্রশ্নোক্ত পঙক্তিটির মাধ্যমে দেশের কল্যাণের জন্য এই তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা করেছেন কবি। উল্লেখ্য, কবিতায় আঠারো বলতে তারুণ্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
১৯. এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণের সাথে উদ্দীপকের ভাবগত মিল রয়েছে?
ক) পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা
খ) শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দ আর রৌদ্রের ছায়ায়
গ) কাছ থেকে দূরে যারা তাহাদের বাণী যেনো শুনি
ঘ) অভাগা মানুষ যেনো আবার জেগে ওঠে এই আশায়
সঠিক উত্তরঃ ক) পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা
ব্যাখ্যাঃ উদ্দীপকের সাথে ‘পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা’ চরণটির ভাবগত মিল রয়েছে। উদ্দীপকে যৌবনের বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে। যৌবন যুদ্ধ করার শ্রেষ্ঠ সময়। অন্যদিকে উল্লিখিত চরণে তারুণ্যের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। উদ্দীপকের যৌবনের বৈশিষ্ট্য এবং আলোচ্য চরণের তারুণ্যের বৈশিষ্ট্যের মধ্যে ভাবগত মিল রয়েছে। উভয়ের মধ্যেই সংগ্রামশীলতার বৈশিষ্ট্য বিদ্যমান।
২০. আঠারো বছর বয়স কোন ছন্দে রচিত?
অক্ষরবৃত্ত
খ) স্বরবৃত্ত
গ) গদ্য ছন্দ
ঘ) মাত্রাবৃত্ত সঠিক
উত্তরঃ ঘ) মাত্রাবৃত্ত
ব্যাখ্যাঃ আঠারো বছর বয়স মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দ ধ্বনির লঘু গুরু উচ্চারণের ওপর নির্ভরশীল পদ্যের ছন্দবিশেষ। অন্যান্য বাংলা ছন্দের তুলনায় মাত্রাবৃত্ত একটি দুর্বল ছন্দ; কেননা পর্বদৈর্ঘ্য অনুযায়ী চার, পাঁচ, ছয় বা সাত মাত্রার এ ছন্দে স্বাভাবিকভাবেই দুর্বল উচ্চারণভঙ্গি ফুটে ওঠে এবং এতে শক্তি বা সুরের স্বাভাবিক প্রকাশ না হয়ে কেবল মাত্রারই প্রাধান্য প্রতিফলিত হয়। এজন্যই এ ছন্দকে মাত্রাবৃত্ত ছন্দ বলা হয়। বাংলা সাহিত্যে এ ছন্দকে ধ্বনিপ্রধান, বিস্তার প্রধান, সরল কলামাত্রিক ইত্যাদি নামেও অভিহিত করা হয়।
২১. সুকান্ত ভট্টাচার্য তাঁর কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন-
ক) সশস্ত্র সংগ্রামের পক্ষে
খ) ধর্মের পক্ষে
গ) বিপ্লব ও মুক্তির পক্ষে
ঘ) উগ্রবাদিতার পক্ষে
সঠিক উত্তরঃ গ) বিপ্লব ও মুক্তির পক্ষে
ব্যাখ্যাঃ সুকান্ত ভট্টাচার্য তাঁর কাব্যে অন্যায়-অবিচার শোষণ-বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ বিপ্লব ও মুক্তির আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে তাঁর কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছে।
আরো পড়ুন :
২২. আঠারো বছর বয়স ভয়ংকর কারণ, এ বয়সে–
i) আঘাত আসে
ii) প্রাণে অসহ্য যন্ত্ৰণা
iii) প্রাণ তীব্র আর প্রখর
নিচের কোনটি সঠিক
ক) i ও ii
গ) i ও iii
খ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ খ) ii ও iii
ব্যাখ্যাঃ আঠারো বছর বয়স ভয়ংকর কারণ এ বয়সে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র ও প্রখর এবং এ বয়সে কানে আসে নানা মন্ত্রণা।
২৩. “এ দেশের বুকে আঠারো আসুক নেমে”- ‘আঠারো বছর বয়স কবিতার চরণটিতে কবির কোন মানসিকতা প্ৰকাশিত?
i) প্রথাবদ্ধ জীবনের
ii) উদ্দীপনা ও সাহসিকতার
iii) চলার দুর্বার গতির
নিচের কোনটি সঠিক
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ গ) ii ও iii
ব্যাখ্যাঃ এদেশের বুকে আঠারো আসুক নেমে’কারণ আঠারো জড়তা দূর করবে এবং ন্যায় প্রতিষ্ঠা করবে। আঠারো বছর বয়স বহু ইতিবাচক বৈশিষ্ট্যে চিহ্নিত। জড় নিশ্চল,,,,,,জীবনকে পেছনে ফেলে নতুন জীবন রচনা স্বপ্ন, কল্যাণ ও সেবাব্রত, উদ্দীপনা, সাহসিকতা, চলার দুর্বার গতি—এসবই আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য। কবি প্রার্থনা করেন এসব বৈশিষ্ট্য যেন জাতীয় জীবনে তালিকা শক্তি হয়ে দাঁড়ায়।
২৪. নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু-অভিযানে, পক্ষ বাঁধিয়া উড়িয়া চলেছে যাহারা ঊর্ধ্বপানে । উদ্দীপকটিতে ‘আঠারো বছর বয়স’ কবিতায় তারুণ্যের যে দিকটি প্রকাশিত হয়েছে—
i)তারুণ্যের আবেগ
ii) তারুণ্যের দুর্নিবার রূপ
iii) তারুণ্যের আত্মোৎসর্গকারী রূপ
নিচের কোনটি সঠিক
ক) i ও ii
গ) ii ও iii
খ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ ক) i ও ii
ব্যাখ্যাঃ তারুণ্য নতুনকে জানতে চায়। তারুণ্যের আবেগমাখা জীবন ছুটে যায় মেরু অভিযানে। পথের কোনো বাধাই তারুণ্যের দুর্নিবার রূপকে রুখে দিতে পারে না। উদ্দীপকে বর্ণিত তারুণ্যের আবেগ, তারুণ্যের দুর্নিবার রূপ ‘আঠারো বছর বয়স’ কবিতাতেও আলোচিত হয়েছে।
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
একুশ মানে চেতনায় শাণিত ধারা একুশ মানে মাথা নত না করা।
২৫. উদ্দীপকের ভাবের মিল পাওয়া যায় নিচের কোন চরণে?
আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা ।
খ) আঠারো বছর বয়স যেন দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান ।
গ) আঠারো বছর বয়স কী দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি।
ঘ) আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা।
সঠিক উত্তরঃ গ) আঠারো বছর বয়স কী দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি।
ব্যাখ্যাঃ উদ্দীপকের ভাবের সাথে মিল রয়েছে প্রশ্নোক্ত ‘গ’ এর চরণ দুটির। কেননা, উদ্দীপকের একুশের যেমন চেতনা রয়েছে মাথা নত না করার তেমনি কবিতার আঠারো বছর বয়সের তরুণরাও স্পর্ধায় মাথা তুলবার ঝুঁকি নেয়। এরা প্রতিবাদ করে অন্যায়ের, প্রতিরোধ গড়ে তোলে সমস্ত অবিচারের বিরুদ্ধে।
২৬. উপর্যুক্ত উত্তরে তারুণ্যের যে বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা হলো-
i) সাহস
ii) প্ৰতিবাদ
iii) প্রতিরোধ
নিচের কোনটি সঠিক
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ গ) ii ও iii
ব্যাখ্যাঃ উদ্দীপকের ভাবের সাথে মিল রয়েছে প্রশ্নোক্ত ‘গ’ এর চরণ দুটির। কেননা, উদ্দীপকের একুশের যেমন চেতনা রয়েছে মাথা নত না করার তেমনি কবিতার আঠারো বছর বয়সের তরুণরাও স্পর্ধায় মাথা তুলবার ঝুঁকি নেয়। এরা প্রতিবাদ করে অন্যায়ের, প্রতিরোধ গড়ে তোলে সমস্ত অবিচারের বিরুদ্ধে।
নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও: আঠারো বছর বয়স কবিতার MCQ
রাশেদ গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি তোলায় শ্রমিক নেতা জামালকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। দারুণ অর্থকষ্টে পতিত হলেও জামাল হাল ছাড়ে না। দৃঢ় আত্মপ্রত্যয়ের সাথে শ্রমিকদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে।
২৭. উদ্দীপকের জামাল চরিত্রে আঠারো বছর বয়স” কবিতার কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?
ক) প্রখরতা
খ) অসহিষ্ণুতা
গ) উদ্যম
ঘ) স্পর্ধা
সঠিক উত্তরঃ গ) উদ্যম
ব্যাখ্যাঃ উদ্দীপকের জামাল শ্রমিকদের ন্যায্য মজুরির অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন গড়ে তোলে। এ কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। কিন্তু অর্থকষ্টে থেকেও সে দমে যাওয়ার পাত্র নয়, সে অদম্য, তাইতো সে মাথা নিচু না করে অন্য শ্রমিকদের সঙ্গে নিয়ে দৃঢ় প্রত্যয়ে আন্দোলন চালিয়ে যায়।
২৮. উদ্দীপকের শেষ লাইনের সঙ্গে নিচের কোন লাইনটির ভাবগত সাদৃশ্য রয়েছে?
আঠারো বছর বয়সে আঘাত আসে
খ) বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।
গ) এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
ঘ) এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়-
সঠিক উত্তরঃ ঘ) এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়-
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও: আঠারো বছর বয়স কবিতার MCQ
ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নতুন সৃজন বেদন। আসছে নবীন
জীবন হারা অসুন্দরের করতে ছেদন।
২৯. আঠারো বছর বয়স’ কবিতায় উল্লিখিত আঠারো বছর বয়সের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে?
ক) আত্মপ্রত্যয়
খ) উদ্যম
গ) ঔদ্ধত্য
ঘ) সহনশীলতা
সঠিক উত্তরঃ ক) আত্মপ্রত্যয়
ব্যাখ্যাঃ উদ্দীপকে ‘আঠারো বছর বয়স’ কবিতায় উল্লিখিত তরুণদের আত্মপ্রত্যয়ের দিকটি তুলে ধরা হয়েছে। নিজেদের জীবনের গতি, স্বপ্ন- সাধনা এবং নতুন দিগন্তে পদার্পণের ব্যাপারে তরুণরা আত্মপ্রত্যয়ী। তাই তাদের নিজের উপর আস্থা নিয়ে কোনো সংশয় নেই ৷
৩০. নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে?
ক) এ বয়স যেন ভীরু, কাপুরুষ নয়
খ) আঠারো বছর বয়স ভয়ংকর
গ) এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
ঘ) এ বয়সে তাই নেই কোনো সংশয়
সঠিক উত্তরঃ ঘ) এ বয়সে তাই নেই কোনো সংশয়
নিচের উদ্দীপকটি পড়ে ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও: আঠারো বছর বয়স কবিতার MCQ
আমরা করি ভুল
অগাধ জলে ঝাঁপ দিয়ে
যুঝিয়ে পাই কূল।
যেখানে ডাক পড়ে
জীবন মরণ ঝড়ে
আমরা প্রস্তুত।
৩১. উদ্দীপকের সঙ্গে অধিকতর সাদৃশ্যপূর্ণ চরণ হলো-
i) ক্ষত-বিক্ষত হয় সহস্ৰ প্ৰাণ
ii) আঠারো বছর বয়স জানে না কাঁদা
iii) বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি
নিচের কোনটি সঠিক
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii
ব্যাখ্যাঃ তরুণরা ভুল করে। ভুলের কারণে তারা ক্ষত-বিক্ষত হয়। আবার তারাই বুক ভরা সাহস নিয়ে অসাধ্যকে সাধণ করে, তারা কানতে জানে না । সুতরাং উদ্দীপকের সাথে অপশন তিনটিই সাদৃশ্যপূর্ণ।
এইচএসসি বাংলা ১ম পত্র আঠারো বছর বয়স কবিতার MCQ PDF Download