Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » এইচএসসি বাংলা ১ম পত্র আমি কিংবদন্তির কথা বলছি কবিতার MCQ PDF Download
    এইচএসসি বাংলা নোট

    এইচএসসি বাংলা ১ম পত্র আমি কিংবদন্তির কথা বলছি কবিতার MCQ PDF Download

    EduQuest24By EduQuest24October 25, 2024No Comments15 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    আমি কিংবদন্তির কথা বলছি MCQ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এইচএসসি বাংলা ১ম পত্র আমি কিংবদন্তির কথা বলছি MCQ pdf file download। বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ আমি কিংবদন্তির কথা বলছি MCQ pdf উত্তর দেওয়া হলো। তাই আর দেরি না করে আমাদের আমি কিংবদন্তির কথা বলছি MCQ উত্তর লেকচার শীটটি ডাউনলোড করুন।

    • এইচএসসি আমি কিংবদন্তির কথা বলছি MCQ PDF Download
      • আমি কিংবদন্তির কথা বলছি MCQ part 01
      • আমি কিংবদন্তির কথা বলছি MCQ part 02

    এইচএসসি আমি কিংবদন্তির কথা বলছি MCQ PDF Download

    আমি কিংবদন্তির কথা বলছি MCQ part 01

    ১. তাঁর পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিলো- এ চরণটিতে কার পিঠের অনুকে নির্দেশ করা হয়েছে?

    ক) কবির পূর্বপুরুষের

    খ) বাংলার কৃষক

    গ) মুক্তিযোদ্ধাদের

    ঘ) কবির পিতার

    সঠিক উত্তরঃ ক) কবির পূর্বপুরুষের

    ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত চরণটিতে কবির পূর্বপুরুষের পিঠের ক্ষতকে নির্দেশ করা হয়েছে যারা ছিলেন কৃতদাস। প্রশ্নোক্ত চরণটিতে কবির পূর্বপুরুষের প্রতি অত্যাচারের ইঙ্গিত করা হয়েছে। এই ক্ষত অতীতে হলেও এখনও তা তাজা আছে, যা রক্তজবা শব্দটি দ্বারা বুঝিয়েছেন। শত্রুরা পেছন থেকে হামলা করে কিংবা যদি ক্রীতদাসের ওপর বাঁপিয়ে পড়েছে, মুক্ত মানুষের সাথে সম্মুখ লড়াইয়ের বীরোচিত সাহস তারা দেখায়নি।

    ২. পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল। কারণ তিনি-

    ক) ক্রীতদাস ছিলেন

    খ) শিকারি ছিলেন

    গ) পশুর দ্বারা আক্রান্ত হয়েছিলেন

    ঘ) অস্ত্রের আঘাতপ্রাপ্ত হয়েছিলেন

    সঠিক উত্তরঃ ক) ক্রীতদাস ছিলেন

    ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত চরণটিতে কবির পূর্বপুরুষের পিঠের ক্ষতকে নির্দেশ করা হয়েছে যারা ছিলেন কৃতদাস। প্রশ্নোক্ত চরণটিতে কবির পূর্বপুরুষের প্রতি অত্যাচারের ইঙ্গিত করা হয়েছে। এই ক্ষত অতীতে হলেও এখনও তা তাজা আছে, যা রক্তজবা শব্দটি দ্বারা বুঝিয়েছেন। শত্রুরা পেছন থেকে হামলা করে কিংবা যদি ক্রীতদাসের ওপর বাঁপিয়ে পড়েছে, মুক্ত মানুষের সাথে সম্মুখ লড়াইয়ের বীরোচিত সাহস তারা দেখায়নি।

    ৩. তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল”- ‘আমি কিংবদন্তির কথা বলছি কবিতার চরণটিতে বোঝানো হয়েছে পূর্বপুরুষদের-

    ক) দাসত্ব

    খ) শ্রমনিষ্ঠা

    গ) ভূমিনির্ভরতা

    ঘ) মৃত্তিকা সংলগ্নতা

    সঠিক উত্তরঃ ঘ) মৃত্তিকা সংলগ্নতা

    প্রশ্নোক্ত চরণটিতে বোঝানো হয়েছে পূর্বপুরুষদের মৃত্তিকা সংলগ্নতা। এই মন্তব্যটি দ্বারা বোঝা যায়, কবির পূর্বপুরুষগণ কৃষিকাজের সাথে জড়িত ছিলেন তথ্য তাদের সমাজ ছিল কৃষি নির্ভর। কারণ নদীমাতৃক এদেশে নদীবিধৌত পলিমাটি কৃষিকাজের জন্য উপযোগী। কৃষিকাজ করতে গেলে পলিমাটির সংস্পর্শে আসতে হয় কৃষকদের। আর সেজন্য কৃষকের হাতে লাগে পলিমাটির সৌরভ। কবিতার ভাষায়- ‘তাঁর শরতলে পলিমাটির সৌরভ ছিল।

    ৪. চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বোনে, জেলে ফেলে জাল- উদ্দীপকটিতে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার যে চরণের মিল রয়েছে-

    ক) তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল

    খ) পতিত জমি আবাদের কথা বলতেন

    গ) অরণ্য ও শ্বাপদের কথা বলতেন

    ঘ) কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা

    সঠিক উত্তরঃ ক) তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল

    ৫. ‘কবিতা’কে কবি কী বলে অভিহিত করেছেন?

    অতিক্রান্ত পাহাড়

    খ) উনোনের আগুন

    গ) কর্ষিত জমির শস্যদানা

    ঘ) পলিমাটির সৌরভ

    সঠিক উত্তরঃ গ) কর্ষিত জমির শস্যদানা

    ব্যাখ্যাঃ কবিতাকে কবি কর্ষিত জমির শস্যদানা বলে অভিহিত করেছেন। জমি চাষ করে যেমন কষ্ট করে ফসল ফলাতে হয়, তেমনি সত্যের সাধনার মাধ্যমে কবিতা রচনা করতে হয়। দুটিই কষ্টের ফসল।

    ৬. যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?

    অথবা, ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে

    ক) বজ্রের আর্তনাদ

    খ) মেঘের গর্জন

    গ) ঝড়ের আর্তনাদ

    ঘ) বৃষ্টির শব্দ

    সঠিক উত্তরঃ গ) ঝড়ের আর্তনাদ

    ব্যাখ্যাঃ

    যে কবিতা শুনতে জানে না

    সে ঝড়ের আর্তনাদ শুনবে।

    কবিতা মানুষের কোমল মনের ভাব বহন করে। কবিতা যেমন কোমল ভাববহন করে, তা যে শুনতে চায় তার হৃদয়ও তেমনি কোমল হওয়া লাগে, তাই কর্কশ ও কঠিন হৃদয়ের মানুষ কবিতা শুনতে জানে না। তার হৃদয় ঝড়ের আর্তনাদের মতো হৃদয়হীন ও অপ্রীতিকর শব্দ শোনার উপযুক্ত।

    ৭. ভাষা-আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবির কবিতায় বিষয় হিসেবে বিশেষ প্রাধান্য পেরেছে?

    ক) কাজী নজরুল ইসলাম

    খ) আবু জাফর ওবায়দুল্লাহ্

    গ) জীবনানন্দ দাশ

    ঘ) সুফিয়া কামাল

    সঠিক উত্তরঃ খ) আবু জাফর ওবায়দুল্লাহ্

    ব্যাখ্যাঃ কবি আবু জাফর ওবায়দুল্লাহর কবিতার বিষয়ে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। রাষ্ট্রভাষা আন্দোলন এবং এই বিষয়ক সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি একুশে পদকে ভূষিত হন। বাংলা সাহিত্যে অবদানের জন্য তাঁকে ১৯৭৯ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়।

    আমি কিংবদন্তির কথা বলছি mcq pdf download

    ৮. আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় “ভালোবাসা দিলে মা মরে যায়”- চরণটির তাৎপর্য কী?

    ক) মায়ের ছেলেদের চলে যাওয়া

    খ) মায়ের গল্প শুনতে না পারা

    গ) ছেলেদের জন্য মায়ের উৎকণ্ঠা

    ঘ) দেশের জন্য সন্তানের মায়াত্যাগ

    সঠিক উত্তরঃ ঘ) দেশের জন্য সন্তানের মায়াত্যাগ

    ব্যাখ্যাঃ আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘ভালোবাসা দিলে যা মারা যায় পঙ্ক্তিটি দ্বারা বোঝানো হয়েছে দেশের জন্য অথবা, দেশমাতৃকার প্রয়োজনে সন্তানের মায়াত্যাগকে।মুক্তি বা স্বাধীনতার প্রয়োজনে কখনো আত্মোৎসর্গ অনিবার্য হয়ে ওঠে, দেশমাতৃকার মুক্তির জন্য ছেড়ে যেতে হয় যাকে। মা, পরিবারকে ছাপিয়ে দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসাকেই এখানে বোঝানো হয়েছে।

    ৯. আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবির মা কীসের কথা বলতেন?

    ক) সাগরের

    খ) নদীর

    গ) পাহাড়ের

    ঘ) গাছপালার

    সঠিক উত্তরঃ খ) নদীর

    ব্যাখ্যাঃ কবি তার মায়ের কথা বলতেন। আর তার মা বলতেন প্রবহমান নদীর কথা, যে সাঁতার জানে না তাঁকেও ঐ নদী ভাসিয়ে রাখে।

    ১০. আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবিতায় কবি কার যুদ্ধের কথা বলেছেন?

    ক) ভাইয়ের

    খ) বোনের

    গ) মায়ের

    ঘ) পূর্ব পুরুষদের

    সঠিক উত্তরঃ ক) ভাইয়ের

    ব্যাখ্যাঃ আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি তার বোনের মৃত্যুর আর ভাইয়ের যুদ্ধের কথা বলেছেন ৷

    ১১. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে ওঠেছে?

    ক) পূর্বপুরুষ

    খ) ক্রীতদাস

    গ) কিংবদন্তি

    ঘ) কবিতা

    সঠিক উত্তরঃ গ) কিংবদন্তি

    ব্যাখ্যাঃ ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘কিংবদন্তি’ শব্দবন্ধটি হয়ে উঠেছে ঐতিহ্যের প্রতীক।

    আমি কিংবদন্তির কথা বলছি mcq

    ১২. আমরা কি তাঁর মতো কবিতার কথা বলতে পারবো?’- এ অংশে কবির কোন আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে?

    ক) প্রতিবাদী চেতনার

    খ) সৌন্দর্যবোধ প্রকাশের

    গ) ভাষার প্রগাঢ়তার

    ঘ) স্বদেশপ্রীতির

    সঠিক উত্তরঃ ক) প্রতিবাদী চেতনার

    ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত চরণে প্রতিবাদী চেতনার আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। সকল শুভবোধের দ্যোতক হচ্ছে কবিতা। আমাদের পূর্বপুরুষরা শুভবোধকে পাথেয় করে মুক্তিপ্রত্যাশায় বারংবার প্রতিবাদী চেতনায় উজ্জীবিত হয়েছেন। কবির আকাঙ্ক্ষা আমরাও যেন তাদের সে প্রতিবাদের আদর্শকে গ্রহণ করি।

    ১৩. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘জননীর আশীর্বাদ’ কাকে দীর্ঘায়ু করবে?

    ক) যে গাভীর পরিচর্যা করে

    খ) যে মৎস্য লালন করে

    গ) যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে

    ঘ) যে কর্ষণ করে

    সঠিক উত্তরঃ ক) যে গাভীর পরিচর্যা করে

    ব্যাখ্যাঃ যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদে সে দীর্ঘায়ু হবে। গাভী পালন অত্যন্ত লাভজনক ও শুভলক্ষণযুক্ত কাজ। গাভী একদিকে যেমন বাচ্চা দিয়ে সংসারে সমৃদ্ধি আনে অন্যদিকে গাভীর দুগ্ধ পানে মানুষ তাদের আমিষের অভাব পূরণ করে। এজন্য কবি মনে করেন গাভীর পরিচর্যাকারীকে জননীর আশীর্বাদ দীর্ঘায়ু করবে।

    ১৪. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি কেন তাঁর পূর্ব পুরুষের কথা বলেছেন?

    ক) সাহসী ছিল বলে

    খ) নিপীড়িত হয়েছে বলে

    গ) গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বলে

    ঘ) জমিদার ছিল বলে

    সঠিক উত্তরঃ গ) গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বলে

    ব্যাখ্যাঃ বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বলে ‘আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি তাঁর পূর্বপুরুষদের কথা বলছেন। কবিতায় কবি আমাদের অনার্য পূর্বপুরুষদের ক্রীতদাস জীবনের অত্যাচার ও নির্যাতনের কথা তুলে ধরেছেন। কবি বাঙালির কৃষিনির্ভর অর্থনীতির কথা তুলে ধরেছেন। কবি স্বাধীনচেতা বাঙালির ইতিহাস বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয়েও কথা বলেন। অর্থাৎ কবিতায় কবি বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেছেন।

    ১৫. আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বিচলিত স্নেহ’ বলতে কবি কী বুঝিয়েছেন?

    ক) কপট মায়া

    খ) লোক দেখানো আদর

    গ) আপনজনের উৎকণ্ঠা

    ঘ) সমস্ত ভালোবাসা

    সঠিক উত্তরঃ গ) আপনজনের উৎকণ্ঠা

    ব্যাখ্যাঃ কৰি বিচলিত স্নেহ’ বলতে আপনজনের উৎকণ্ঠাকে বুঝিয়েছেন। মুক্তিপ্রত্যাশী মানুষের আসন্ন বিপদের আশঙ্কায় তাদের স্বজনরা উদ্বিগ্ন হন। ভালোবাসা আর শঙ্কা একসঙ্গে মিশে যায়।

    আমি কিংবদন্তির কথা বলছি mcq

    ১৬. আমি যেখানেই থাকি, যেমনি থাকি, সর্বদা মনে বাংলাদেশকেই লালন করি- উল্লিখিত অংশ ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন মনোভাবকে উপস্থাপন করে?

    ক) শেকড়সন্ধানী

    খ) দেশদরদি

    গ) প্রকৃতি চেতনা

    ঘ) স্বাধীনতার

    সঠিক উত্তরঃ ক) শেকড়সন্ধানী

    ব্যাখ্যাঃ উল্লিখিত অংশ আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার শেকড়সন্ধানী মনোভাবকে উপস্থাপন করে। “আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি ইতিহাস ও ঐতিহ্যানুসন্ধানের আড়ালে আসলে নিজের শেকড়েরই সন্ধান করেছেন। আমাদের পূর্বপুরুষের সাথে আমাদের যোগসূত্র সন্ধান করেছেন কবি। প্রশ্নে উল্লিখিত অংশে লেখকের বাংলাদেশের প্রতি আন্তরিক টানের বিষয়টি ফুটে উঠেছে, যা আলোচ্য কবিতায় কবির শেকড়সন্ধানী মনোভাবের সাথে সাদৃশ্যপূর্ণ।

    আমি কিংবদন্তির কথা বলছি MCQ part 02

    ১৭. একটি উজ্জ্বল জানালার কথা বলছি- এখানে উজ্জ্বল জানালা’ কীসের প্রতীক?

    ক) স্বাধীনতার সূর্য

    খ) জ্ঞানের পূর্ণ বিকাশ

    গ) চিন্তার স্বাধীনতা

    ঘ) মুক্ত জীবনের প্রত্যাশা

    সঠিক উত্তরঃ ঘ) মুক্ত জীবনের প্রত্যাশা

    ব্যাখ্যাঃ একটি উজ্জ্বল জানালার কথা বলছি, এখানে উজ্জ্বল জানালা প্রতীকটি হলো মুক্ত জীবনের প্রত্যাশা।

    ১৮. কোন পক্তিটি ‘চিত্রকল্প’ বা ‘ইমেজ’-এর প্রকৃষ্ট উদাহরণ?

    ক) তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।

    খ) মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে।

    গ) কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা ।

    ঘ) আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে—

    সঠিক উত্তরঃ গ) কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা

    ব্যাখ্যাঃ চিত্রকল্প হলো এমন শব্দছবি যা কবি গড়ে তোলেন এক ইন্দ্রিয়ের কাজ কিন্তু এর সঙ্গে যখন কবিতাকে অভেদ কল্পনা করা হয় তখন কেবল অন্য ইন্দ্রিয়ের সাহায্যে করিয়ে কিংবা একাধিক ইন্দ্রিয়ের সম্মিলিত আশ্রয়ে; আর তা পাঠক-হৃদয়ে সংবেদনা জাগায় ইন্দ্রিয়াতীত বোধের প্রকাশসূত্রে। চিত্রকল্প নির্মাণের আরেকটি শর্ত হলো অভিবনত্ব। এ সকল মৌল শর্ত পূরণ করেই আলোচ্য কবিতায় চিত্রকল্পসমূহ নির্মিত হয়েছে।

    ১৯. কবি আবু জাফর ওবায়দুল্লাহর মতে, কবিতা হলো-

    i) সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান

    ii) মায়ের কোলে শুয়ে গল্প শোনা

    iii) কর্ষিত জমির প্রতিটি শস্যদানা

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ খ) i ও iii

    ব্যাখ্যাঃ কবি আবু জাফর ওবায়দুল্লাহর মতে, কবিতা হলো-সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান, এবং কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্যদানা । এছাড়াও কবির মতে, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা এবং রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা ।

    ২০. আমি কিংবদন্তির কথা বলছি’ বলতে কবি বোঝাতে চেয়েছেন –

    i) বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য

    ii) বাঙালির সুদীর্ঘকালের শোষণ-বঞ্চনার ইতিকথা

    iii) অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাশ্বত প্রতিবাদী সত্তা

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii

    ব্যাখ্যাঃ আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবিতা বলতে বোঝানো হয়েছে ঐতিহ্যকে, জাতীয়তাকে এবং ইতিহাসকে। আলোচ্য কবিতায় কবিতা’র স্বরূপ বোঝাতে কবি বিচিত্র অনুষঙ্গের অবতারণা করেছেন। তবে সেগুলো সবই আমাদের ঐতিহ্য, জাতীয়তা ও ইতিহাসের অংশ।

    ২১. বিচলিত স্নেহ বলতে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কী বোঝানো হয়েছে

    i) আপনজনের উৎকণ্ঠা

    ii) ভালোবাসা আর শঙ্কা

    iii) বিফল স্নেহ

    নিচের কোনটি সঠিক

     i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ক) i ও ii

    ব্যাখ্যাঃ বিচলিত স্নেহ বলতে, আপনজনের উৎকণ্ঠা এবং ভালোবাসা আর শঙ্কার মিশ্রণকে বোঝানো হয়েছে। আপনজনের উৎকণ্ঠা তথা মুক্তিপ্রত্যাশী মানুষের আসন্ন বিপদের আশঙ্কায় তাদের স্বজনরা উদ্বিগ্ন হন। তখন ভালোবাসা আর শঙ্কা একসঙ্গে মিশে যায়।

    নিচের উদ্দীপকটি পড়ে ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও: আমি কিংবদন্তির কথা বলছি mcq pdf download

    ইদানীং সম্ভ্রান্ত পরিবারগুলো গৃহকর্মীর উপর অমানবিক পাশবিক নির্যাতন করে থাকে।

    ২২. উদ্দীপকটিতে ফুটে ওঠা ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?

    ক) তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল

    খ) তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল

    গ) সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা

    ঘ) কারণ তিনি ক্রীতদাস ছিলেন।

    সঠিক উত্তরঃ খ) তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল

    ২৩. উদ্দীপকে বর্ণিত বিষয়ের সঙ্গে ‘আমি কিংবদন্তির কথা বলছি কবিতার নিম্নোক্ত সাদৃশ্যপূর্ণ পক্তি কোনটি?

    ক) আমি কবি এবং কবিতার কথা বলছি

    খ) আমরা কি তাঁর মতো কবিতার কথা বলতে পারবো

    গ) সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা

    ঘ) জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা

    সঠিক উত্তরঃ ক) আমি কবি এবং কবিতার কথা বলছি

    ব্যাখ্যাঃ আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সাদৃশ্যপূর্ণ লাইন হলো- আমি কবি এবং কবিতার কথা বলছি।

    নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: আমি কিংবদন্তির কথা বলছি mcq pdf download

    কে কবি-কবে কে মোরে? ঘটকালি করি শবদে শবদে বিয়া দেয় যেই জন,

    ২৪. আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় উল্লিখিত কবির কাজ উদ্দীপকের কবির তুলনায় ভিন্নতর। নিচের কোনটিতে তা প্রকাশ পেয়েছে?

    ক) কবিসৃষ্ট শব্দবন্ধ কবিতা

    খ) স্বপ্নস্রষ্টা কবির কবিতা স্বপ্নদ্রষ্টা

    গ) কবি অনিবার্য অভ্যুত্থানের কথা বলেন

    ঘ) কবি স্বাধীনতার কথা বলেন

    সঠিক উত্তরঃ খ) স্বপ্নস্রষ্টা কবির কবিতা স্বপ্নদ্রষ্টা

    আরো পড়ুন :

    • এইচএসসি বাংলা ১ম পত্র আমার পথ গল্পের MCQ
    • এইচএসসি বাংলা ১ম পত্র আঠারো বছর বয়স কবিতার MCQ
    • এইচএসসি বাংলা ১ম পত্র অপরিচিতা গল্পের mcq
    • এইচএসসি সিরাজউদ্দৌলা নাটকের নোট

    ব্যাখ্যাঃ আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় উল্লিখিত কবির কাজ উদ্দীপকের কবির তুলনায় যে ভিন্নতর তা ‘স্বপ্নস্রষ্টা কবির কবিতা স্বপ্নদ্রষ্টা’ লাইনে প্রকাশ পেয়েছে।

    নিচের কবিতাংশটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও: আমি কিংবদন্তির কথা বলছি mcq

    আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি,

    আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি।

    চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।

    তেরোশত নদী শুধায় আমাকে, ‘কোথা থেকে তুমি এলে?

    ২৫. কবিতাংশের ‘বাংলার আলপথ’ এর সাথে আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব কোনটি?

    ক) ইতিহাস ও ঐতিহ্য

    খ) বাংলার সৌন্দর্য

    গ) সংগ্রাম ও বিপ্লব

    ঘ) শাসন ও নিপীড়ন

    সঠিক উত্তরঃ ক) ইতিহাস ও ঐতিহ্য

    ব্যাখ্যাঃ আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, এখানে বাংলার আলপথ এদেশের ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। আর ইতিহাস ও ঐতিহ্যের ভাব ফুটে উঠেছে কবিতার- আমি কিংবদন্তির কথা বলছি এই চরণে।

    ২৬. উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে?

    কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা

    খ) আমি কবি এবং কবিতার কথা বলছি

    গ) আমি কিংবদন্তির কথা বলছি

    ঘ) তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল

    সঠিক উত্তরঃ গ) আমি কিংবদন্তির কথা বলছি

    ব্যাখ্যাঃ আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, এখানে বাংলার আলপথ এদেশের ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। আর ইতিহাস ও ঐতিহ্যের ভাব ফুটে উঠেছে কবিতার- আমি কিংবদন্তির কথা বলছি এই চরণে ।

    নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও: আমি কিংবদন্তির কথা বলছি mcq

    সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘আমিই সে ছোট্ট উপন্যাসটিতে বিধৃত হয়েছে মানব সভ্যতার আদিম ইতিহাস আর সভ্যতার অগ্রগতি। কীভাবে আদিম মানুষ সভ্য মানুষে পরিণত হয়েছে, তারই প্রকাশ ঘটেছে উপন্যাসটিতে।

    ২৭. উদ্দীপকের সাথে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সাদৃশ্য রয়েছে–

    i) ঐতিহ্য চেতনায়

    ii) মুক্তির চেতনায়

    iii) সংগ্রামী চেতনায়

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ খ) i ও iii

    ব্যাখ্যাঃ উদ্দীপকের সাথে ‘আমি কিংবদতির কথা বলছি’ কবিতার সাদৃশ্য রয়েছে ঐতিহ্য চেতনায় ও সংগ্রামী চেতনায়। উদ্দীপকে আদিম মানুষ হতে সভ্য মানুষ হওয়ার বিষয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসে বিধৃত কাহিনি সম্পর্কে বলা হয়েছে। এই পরিক্রমাটি একটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে সংঘটিত হয়েছে। অন্যদিকে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি পূর্বপুরুষের সূত্র ধরে সে সময়কার ঐতিহ্য ও মানুষের সংগ্রামী চেতনার প্রতিফলন ঘটিয়েছেন।

    ২৮. উদ্দীপক ও ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার বৈসাদৃশ্য লক্ষ করা যায়-

    ক) সভ্যতা বিকাশে

    খ) ইতিহাস চেতনায়

    গ) ভাবগাম্ভীর্যে

    ঘ) সংগ্রামশীলতায়

    সঠিক উত্তরঃ গ) ভাবগাম্ভীর্যে

    ব্যাখ্যাঃ উদ্দীপক ও ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ভাবগাম্ভীর্যে বৈসাদৃশ্য রয়েছে।

    নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও: আমি কিংবদন্তির কথা বলছি mcq pdf

    আমি তো এসেছি তিতুমীর আর হাজী শরিয়ত থেকে।

    আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে ।

    এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে।

    এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে।

    এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে ।

    ২৯. উদ্দীপকের চেতনার সঙ্গে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার যে চরণের মিল রয়েছে–

    ক) আমি আমার ভালোবাসার কথা বলছি

    খ) আমরা কি তাঁর মতো স্বাধীনতার কথা বলতে পারবো

    গ) সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা

    ঘ) আমি কবি এবং কবিতার কথা বলছি

    সঠিক উত্তরঃ ঘ) আমি কবি এবং কবিতার কথা বলছি

    ব্যাখ্যাঃ উদ্দীপকের চেতনার সঙ্গে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার ‘আমি, কবি ও কবিতার কথা বলছি চরণের মিল রয়েছে। উদ্দীপকে বাঙালির ঐতিহ্যপ্রীতি এবং মুক্তির আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে অন্যদিকে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি ‘কবি ও কবিতার প্রতীকে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও প্রতিবাদমনস্কতা তুলে ধরেছেন ।

    ৩০. উদ্দীপক ও ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় প্রকাশিত মূলভাব —

    ক) ঐতিহ্যপ্রীতি ও মুক্তির আকাঙ্ক্ষা

    খ) ভালোবাসা আর শঙ্কা

    গ) মানবিক উদ্ভাসনের স্বপ্ন

    ঘ) কবিতার সত্য অনুধাবন

    সঠিক উত্তরঃ ক) ঐতিহ্যপ্রীতি ও মুক্তির আকাঙ্ক্ষা

    ব্যাখ্যাঃ উদ্দীপকের চেতনার সঙ্গে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার ‘আমি, কবি ও কবিতার কথা বলছি চরণের মিল রয়েছে। উদ্দীপকে বাঙালির ঐতিহ্যপ্রীতি এবং মুক্তির আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে অন্যদিকে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি ‘কবি ও কবিতার প্রতীকে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও প্রতিবাদমনস্কতা তুলে ধরেছেন।

    নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও: আমি কিংবদন্তির কথা বলছি mcq উত্তর

    অজয় রায় তাঁর “আদি বাঙালি: নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বইয়ে বাঙালিজনের নৃতাত্ত্বিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।

    ৩১. উদ্দীপকটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন বিষয়কে উপস্থাপন করে

    ক) বাঙালির সংগ্রাম

    খ) বাঙালির গৌরব

    গ) বাঙালির বিজয়

    ঘ) বাঙালির ঐতিহ্য

    সঠিক উত্তরঃ ঘ) বাঙালির ঐতিহ্য

    ব্যাখ্যাঃ উদ্দীপকটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বাঙালির ঐতিহ্যের দিকটি উপস্থাপন করে। উদ্দীপকে অজয় রায়ের ‘আদি বাঙালি: নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ” বইয়ের বিষয়বস্তু নিয়ে বলা হয়েছে। এই বইয়ে বাঙালির নৃতাত্ত্বিক সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় ঐতিহ্যের অনুষঙ্গ। অন্যদিকে আবু জাফর ওবায়দুল্লাহ তাঁর ‘আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় পূর্বপুরুষের কথা বলতে গিয়ে কৃষিনির্ভর আমাদের পূর্বপুরুষের ঐতিহ্যের প্রসঙ্গ তুলে এনেছেন। তাই উদ্দীপকটি আলোচ্য কবিতায় ঐতিহ্যের দিকটি উপস্থাপন করেছে। এই ঐতিহ্য সচেতনতার জন্য ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাকে আত্মপরিচয় ও আত্মসচেতনতার কবিতা বলা যায়।

    ৩২. উক্ত বিষয়ের প্রেক্ষিতে আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাকে বলা যায়

    i) আত্মপরিচয়ের কবিতা

    ii) আত্মসমালোচনার কবিতা

    iii) আত্মচেতনার কবিতা

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ খ) i ও iii

    নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: আমি কিংবদন্তির কথা বলছি mcq প্রশ্ন ও উত্তর

    আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।

    ৩৩. উদ্দীপকের সঙ্গে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার বৈসাদৃশ্য হলো-

    i) শব্দ প্রয়োগে

    ii) ছন্দ ব্যবহারে

    iii) চিত্রকল্প ব্যবহারে

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii

    ব্যাখ্যাঃ উদ্দীপকের সাথে আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার বৈসাদৃশ্য হলো শব্দ প্রয়োগে, ছন্দ ব্যবহারে এবং চিত্রকল্প ব্যবহারে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় গদ্যছন্দের ব্যবহার রয়েছে। কবি চিত্রকল্প নির্মাণে ও শব্দ ব্যবহারে অভিনবত্ব অর্জন করেছেন, যা উদ্দীপক থেকে বৈসাদৃশ্যপূর্ণ। তবে উভয় কবিতায়ই জীবনের প্রকাশে সাদৃশ্য রয়েছে। দুজন কবিই মাতৃভূমির প্রতি তাদের অঙ্গীকারকে মনে রেখেছেন।

    ৩৪. বৈসাদৃশ্য থাকলেও উভয়ের যোগসূত্র কোনটি?

    ক) ঐতিহ্য নির্মাণে

    খ) আত্মস্বীকারোক্তিতে

    গ) জীবনের প্রকাশে

    ঘ) গভীরতা সঞ্চারে

    সঠিক উত্তরঃ গ) জীবনের প্রকাশে

    ব্যাখ্যাঃ,উদ্দীপকের সাথে আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার বৈসাদৃশ্য হলো শব্দ প্রয়োগে, ছন্দ ব্যবহারে এবং চিত্রকল্প ব্যবহারে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় গদ্যছন্দের ব্যবহার রয়েছে। কবি চিত্রকল্প নির্মাণে ও শব্দ ব্যবহারে অভিনবত্ব অর্জন করেছেন, যা উদ্দীপক থেকে বৈসাদৃশ্যপূর্ণ। তবে উভয় কবিতায়ই জীবনের প্রকাশে সাদৃশ্য রয়েছে। দুজন কবিই মাতৃভূমির প্রতি তাদের অঙ্গীকারকে মনে রেখেছেন।

    এইচএসসি বাংলা ১ম পত্র আমি কিংবদন্তির কথা বলছি mcq pdf download

    আমি কিংবদন্তির কথা বলছি mcq pdf
    আমি কিংবদন্তির কথা বলছি mcq আমি কিংবদন্তির কথা বলছি mcq pdf আমি কিংবদন্তির কথা বলছি mcq উত্তর আমি কিংবদন্তির কথা বলছি mcq উত্তর pdf
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    বাংলা ২য় পত্র রচনার পয়েন্ট (রচনা সমগ্র) PDF

    April 10, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধপ্রয়োগ (PDF)

    March 12, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি

    March 11, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাক্যতত্ত্ব (বাক্য রূপান্তর) ২০২৫ PDF

    March 10, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা বানানের নিয়ম ২০২৫ (PDF)

    March 9, 2025

    এইচএসসি বাংলা সহপাঠ সিরাজউদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্নোত্তর (PDF)

    February 22, 2025
    Leave A Reply Cancel Reply

    © 2025 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.