এইচএসসি আমার পথ গল্প লেকচার শীটটি এমন ভাবে প্রস্তুত করা হয়েছে , যেগুলো পড়লে আর কোনো কোচিং করতে হবে না । তাই আর দেরি না করে আমাদের এইচএসসি আমার পথ গল্পের লেকচার শীটটি পড়ে ফেলুন ।।
এইচএসসি আমার পথ গল্প কন্টেন্ট টেবিল
আমার পথ
কাজী নজরুল ইসলাম
লেখক পরিচিতি ও এইচএসসি আমার পথ গল্প
জন্ম পরিচয়:
২৫ মে ১৮৯৯ খ্রিস্টাব্দ (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ), বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম। পিতা: কাজী ফকির আহমেদ। মাতা: জাহেদা খাতুন।
শিক্ষাজীবন:
গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষালাভ । মাধ্যমিক: প্রথমে রানীগঞ্জের শিয়ারশোল রাজ স্কুল,পরে মারখুন উচ্চ ইংরেজি স্কুল, সর্বশেষ ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন।
কর্মজীবন/পেশা:
মসজিদের ইমামতি, লেটোর দলে যোগদান, ১৯১৭ সালে সেনাবাহিনীর ৪৯ নম্বর বাঙালি পল্টনে যোগদান, রাজনীতি, পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রেরর সঙ্গে যুক্ত হওয়াসহ বহু বিচিত্র অভিজ্ঞতায় তার জীবন ছিল পূর্ণ ।
পুরস্কার/সম্মাননা:
কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘জগত্তারিণী স্বর্ণপদক’ (১৯৪৫), ভারত সরকার প্রদত্ত ‘পদ্মভূষণ (১৯৬০), উপাধি লাভ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি.লিট (১৯৬৯) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে ডি.লিট. (১৯৭৪) ডিগ্রি প্রদান করেন ৷ তাছাড়া ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক কবিকে ‘একুশে পদক’ প্রদান করেন।
মৃত্যুবরণ :
১৯৭৬ সালে ২৯ আগস্ট। ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ ।
কাব্যগ্রন্থ:
অগ্নি-বীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, ফণি-মনসা, জিঞ্জির, সন্ধ্যা, দোলনচাঁপা, ছায়ানট, চক্রবাক, পুবের হাওয়া, ঝিঙেফুল।
উপন্যাস:
বাঁধন-হারা, মৃত্যু-ক্ষুধা, কুহেলিকা।
আরো পড়ুন :
গল্পগ্রন্থ :
ব্যথার দান,রিক্তের বেদন, শিউলিমালা, পদ্মগোখরা, জিনের বাদশা।
নাটক:
ঝিলিমিলি,আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা ।
প্রবন্ধগ্রন্থ:
যুগবাণী,দুর্দিনের যাত্রী, রাজবন্দীর জবানবন্দী, ধূমকেতু।
গানের সংকলন:
চোখের চাতক, নজরুল গীতি গানের মালা, নজরুল স্বরলিপি, গীতিশতদল সুর-মুকুর।
পত্রিকা:
ধূমকেতু,লাঙ্গল, দৈনিক নবযুগ তার সম্পাদিত পত্রিকা।
‘আমার পথ’ প্রবন্ধের গুরুত্বপূর্ণ তথ্যাবলি : এইচএসসি আমার পথ গল্প
★ কর্ণধার অর্থ – নেতৃত্বদানকারী ব্যক্তি।
★ বুড়ি লেখকের জন্য সর্বপ্রথম এনেছিল – আম।
★ ‘আমার পথ দেখাবে আমার সত্য’ বাক্যটি আমার পথ প্রবন্ধের।
★ সত্যের বিরোধী পথ কবির কাছে বিপথের।
★ রাজভয়-লোকভয় কবিকে বিপথে নিয়ে যাবে না।
★ যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়।
★ নিজকে চিনলে মানুষের মনে আপনা-আপনি একটা জোর আসে।
★ আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি – নিজকে চেনা, নিজের সত্যকে গুরু ও পথপ্রদর্শক কাণ্ডারি বলে জানা।
★ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। উক্তিটি আমার পথ প্রবন্ধের।
★ কবি নিজেকে অভিশাপ রথের সারথি হিসেবে আখ্যায়িত করেছেন।
★ ‘সম্মার্জনা’ অর্থ- ঘষে-মেজে পরিস্কার করা।
এইচএসসি আমার পথ গল্প নোটস PDF Download :