এই পৃথিবীতে এক স্থান আছে

HSC এই পৃথিবীতে এক স্থান আছে কবিতার নোট ২০২৫। কবিতার ব্যাখ্যা ও গুরুত্বপূর্ণ তথ্য pdf

Advertisements

এইচএসসি এই পৃথিবীতে এক স্থান আছে কবিতার নোটটি এমন ভাবে সাজানো হয়েছে যার মাধ্যমে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে ।এই লেকচারে অন্তর্ভুক্ত আছে কবিতার ব্যাখ্যা, সৃজনশীল প্রশ্ন ও উত্তর, কবিতার মূলভাব, জ্ঞানমূলক ও mcq pdf । তাই আর দেরি না করে আমাদের এই পৃথিবীতে এক স্থান আছে কবিতার লেকচার শীটটি পড়ে ফেলুন ।।

এই পৃথিবীতে এক স্থান আছে

জীবনানন্দ দাশ

কবি পরিচিত সাহিত্যকর্ম

জন্ম পরিচয়:

১৭ ফেব্রুয়ারি ১৮৯৯ খ্রিস্টাব্দ, বরিশাল । পিতা: সত্যানন্দ দাশ । মাতা: কুসুমকুমারী দাশ।

শিক্ষাজীবন:

Advertisements

 ম্যাট্রিক (১৯১৫) ব্রজমোহন স্কুল, বরিশাল। আই.এ. (১৯১৭) ব্রজমোহন কলেজ, বরিশাল। বি.এ. অনার্স (১৯১৯) কলকাতা প্রেসিডেন্সি কলেজ। এম. এ. ইংরেজি (১৯২১) কলকাতা বিশ্ববিদ্যালয়।

পেশা/কর্মজীবন:

অধ্যাপনা। কলকাতা সিটি কলেজ, বাগেরহাট কলেজ, দিল্লির রামযশ কলেজ, ব্রজমোহন কলেজ, খড়গপুর কলেজ, বড়িষা কলেজ, হাওড়া গার্লস কলেজ। উপাধি: রূপসী বাংলা, নির্জনতার, তিমির হননের ও ধূসরতার কবি।

মৃত্যুবরণ:

১৯৫৪ সালে ২২ অক্টোবর।

কাব্যগ্রন্থ:

ঝরা পালক(১৯২৮), ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬), বনলতা সেন (১৯৪২), মহাপৃথিবী (১৯৪৪), সাতটি তারার তিমির (১৯৪৮), রূপসী বাংলা (১৯৫৭), বেলা অবেলা কালবেলা (১৯৬১)।

উপন্যাস:

মাল্যবান (১৯৭৩), সুতীর্থ (১৯৭৪), কল্যাণী (১৯৩১), মৃণাল (১৯৩৩), কারুবাসনা (১৯৩৩), বিরাজ (১৯৩৩), বাসমতির উপাখ্যান। প্রবন্ধগ্রন্থ: কবিতার কথা (১৯৫৬)।

কবি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

★ আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ ।

★ জীবনানন্দ দাশের আদি নিবাস – গাওপাড়া গ্রাম, বিক্রমপুর।

★ তার গল্প সংকলন ‘জীবনানন্দ দাশের গল্প’ যাদের সম্পাদনায় প্রকাশিত হয় সুকুমার ঘোষ, সুবিনয় মুস্তাফীর সম্পাদনায়।

★ রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতাগ্রন্থ পাঠ করে জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় কবিতা বলেছেন ধূসর পাণ্ডলিপি।

★ পিতা সত্যানন্দ দাশ ছিলেন বরিশাল ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক।

★ তিনি জীবন অতিবাহিত করেন- ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে।

★ জীবনানন্দ দাশের মৃত্যুর পর তার যে দুটি কাব্য প্রকাশিত হয় – রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা।

★ বাংলা সাহিত্যে ‘রূপসী বাংলার কবি’ হিসেবে খ্যাত জীবনানন্দ দাশ।

★ কবির ‘হায় চিল’ কবিতার সঙ্গে WB Yeats এর যে কবিতার মিল আছে- ‘He reproves the curlow’ কবিতার।

* জীবনানন্দ দাশের মৃত্যু হয় কলকাতায় ট্রামের নিচে পড়ে আহত হন এবং পরে হাসপাতালে মারা যায়।

* জীবনানন্দ দাশের ওপর গবেষণা করেন- ক্লিনটন বি-সীলি। ।

★ বাংলা ভাষায় তাকে ‘শুদ্ধতম কবি’ বলে আখ্যায়িত করা হয়

‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতা সম্পর্কিত তথ্যাবলি

★ ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতাটি জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।

★ ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত।

★ এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় ২টি পাখির নাম উল্লেখ আছে। যথা: শঙ্খচিল, লক্ষ্মীপেঁচা।

* ‘সুদর্শন’ শব্দের অর্থ – এক ধরনের পোকা।

★ ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় উল্লেখকৃত দেব-দেবীর নাম – বরুণ, বারুণী, বিশালাক্ষী।

★ ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় উল্লেখকৃত নদীর নাম – কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা।

★ কবিতায় শঙ্খচিলের চঞ্চল রূপটি লক্ষণীয়।

* বারুণী গঙ্গাসাগরের বুকে থাকে জলের দেবী বলে ।

আরো পড়ুন :

★ ভোরের মেঘে জেগে ওঠা অরুণ – নাটা বা করমচা ফুলের রং।

★ এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় উল্লেখকৃত বনের নাম পানের বল (পানের বরজ)।

★ লক্ষ্মীপেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ।

★ সুদর্শন তার ঘরে উড়ে যায়।

★ কবিতায় উল্লেখকৃত রঙের নাম সবুজ, হলুদ, নীল।

★ রূপসী শঙ্খমালা বিশালাক্ষীর বরে নীল বাংলায় জন্ম নিয়েছে।

★ অন্ধকারে ঘাসের উপর লেবুর শাখা নুয়ে থাকে।

★ কবিতায় ‘হলুদ শাড়ি বলতে বোঝায় সরিষা / পাকা ধানের খেত।

★ গ্রামবাংলার নিসর্গের ছবি এঁকে জীবনানন্দ দাশ অমর হয়ে আছেন।

★ ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় উল্লেখকৃত গাছের নাম- কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল।

★ ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় ‘সেখানে’ শব্দটি ৭ বার ব্যবহৃত হয়েছে।

★ ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতাটি  ১৪ চরণ বিশিষ্ট।

আমাদের লেকচার শীটটি ডাউনলোড করুন :

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top