Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » বাংলার কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি: এক নজরে
    Bangla Preparation

    বাংলার কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি: এক নজরে

    EduQuest24By EduQuest24March 28, 2025No Comments6 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি
    কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি: বাংলা সাহিত্যে কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি তাঁদের সাহিত্যিক পরিচয় গোপন রাখতে কিংবা বিশেষ এক ধরনের বৈচিত্র্য আনতে ছদ্মনাম গ্রহণ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের “বিশ্বকবি”, কাজী নজরুল ইসলামের “বিদ্রোহী” এবং সেলিনা হোসেনের “গবেষক” উপাধি আমাদের সাহিত্যের রত্নভান্ডারকে আরও সমৃদ্ধ করেছে। তাহলে চলো, শুরু করি।


    কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি: এক নজরে

    গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর (কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি)

    প্রশ্ন ক: অনন্ত বড়ু এর ছদ্ম নাম কি ?
    উ: বড়ু চন্ডিদাস

    প্রশ্ন: অচিন্তকুমার সেনগুপ্ত এর ছদ্ম নাম কি?
    উ: নীহারিকা দেবী

    প্রশ্ন: আব্দুল কাদির এর উপাধি কি ?
    উ: ছান্দসিক কবি

    প্রশ্ন: আলাওল এর উপাধি কি ?
    উ: মহাকবি

    প্রশ্ন: আব্দুল করিম এর উপাধি কি ?
    উ: সাহিত্য বিশারদ

    প্রশ্ন: ঈশ্বর গুপ্ত এর উপাধি কি ?
    উ: যুগসন্ধিক্ষণের কবি।

    প্রশ্ন:ঈশ্বরচন্দ্র এর উপাধি কি ?
    উ: বিদ্যাসাগর

    প্রশ্ন: কাজেম আল কোরায়েশী এর ছদ্মনাম কি ?
    উ: কায়কোবাদ

    প্রশ্ন: কাজী নজরুল ইসলাম এর উপাধি কি ?
    উ: বিদ্রোহী কবি

    প্রশ্ন: কালি প্রসন্ন সিংহ এর ছদ্মনাম কি ?
    উ: হুতোম পেঁচা

    প্রশ্ন: গোবিন্দ্র দাস এর উপাধি কি ?
    উ: স্বভাব কবি

    প্রশ্ন: গোলাম মোস্তফা এর উপাধি কি ?
    উ: কাব্য সুধাকর

    প্রশ্ন: চারুচন্দ্র মুখোপাধ্যায় এর ছদ্মনাম কি ?
    উ: জরাসন্ধ

    প্রশ্ন: জসীম উদ্দিন এর উপাধি কি ?
    উ: পল্লী কবি

    প্রশ্ন: জীবনানন্দ দাশ এর উপাধি কি ?
    উ: রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, ধুসর পান্ডুলিপির কবি

    প্রশ্ন: ডঃ মনিরুজ্জামান এর ছদ্মনাম কি ?
    উ: হায়াৎ মামুদ

    প্রশ্ন: ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ এর উপাধি কি ?
    উ: ভাষা বিজ্ঞানী

    প্রশ্ন: নারায়ণ গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম কি ?
    উ: সুনন্দ

    প্রশ্ন: নজিবর রহমান এর উপাধি কি ?
    উ: সাহিত্যরত্ন

    প্রশ্ন: নীহাররঞ্জন গুপ্ত এর ছদ্মনাম কি ?
    উ: বানভট্ট

    প্রশ্ন: নূরন্নেসা খাতুন এর উপাধি কি ?
    উ: সাহিত্য স্বরসতী, বিদ্যাবিনোদিনী

    প্রশ্ন: প্যারীচাঁদ মিত্র এর ছদ্মনাম কি ?
    উ: টেকচাঁদ ঠাকুর

    প্রশ্ন: ফররুখ আহমদ এর উপাধি কি ?
    উ: মুসলিম রেনেসাঁর কবি

    প্রশ্ন: বলাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্মনাম কি ?
    উ: বনফুল

    প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় এর উপাধি কি ?
    উ: সাহিত্য সম্রাট

    প্রশ্ন: বাহরাম খান এর উপাধি কি ?
    উ: দৌলত উজীর

    প্রশ্ন: বিমল ঘোষ এর ছদ্মনাম কি ?
    উ: মৌমাছি

    কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি

    প্রশ্ন: বিহারীলাল চক্রবর্তী এর উপাধি কি ?
    উ: ভোরের পাখি

    প্রশ্ন: বিদ্যাপতি এর উপাধি কি ?
    উ: পদাবলীর কবি

    প্রশ্ন: বিষ্ণু দে এর উপাধি কি ?
    উ: মার্কসবাদী কবি

    প্রশ্ন: প্রমথ চৌধুরী এর ছদ্মনাম কি ?
    উ: বীরবল

    প্রশ্ন: ভারতচন্দ্র এর উপাধি কি ?
    উ: রায় গুনাকর

    প্রশ্ন: মধুসূদন দত্ত এর উপাধি কি ?
    উ: মাইকেল

    প্রশ্ন: মালাধর বসু এর উপাধি কি ?
    উ: গুণরাজ খান

    প্রশ্ন: মুকুন্দরাম এর উপাধি কি ?
    উ: কবিকঙ্কন

    প্রশ্ন: মুকুন্দ দাস এর উপাধি কি ?
    উ: চারণ কবি

    প্রশ্ন: মীর মশাররফ হোসেন এর ছদ্মনাম কি ?
    উ: গাজী মিয়া

    প্রশ্ন: মধুসূদন মজুমদার এর ছদ্মনাম কি ?
    উ: দৃষ্টিহীন

    প্রশ্ন: মোহিত লাল মজুমদার এর ছদ্মনাম কি ?
    উ: সত্য সুন্দর দাস

    প্রশ্ন: মোজাম্মেল হক এর উপাধি কি ?
    উ: শান্তিপুরের কবি

    প্রশ্ন: যতীন্দ্রনাথ বাগচী এর উপাধি কি ?
    উ: দুঃখবাদের কবি

    প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর এর উপাধি কি ?
    উ: বিশ্বকবি, নাইট

    প্রশ্ন: রাজশেখর বসু এর ছদ্মনাম কি ?
    উ: পরশুরাম

    প্রশ্ন: রামনারায়ণ এর উপাধি কি ?
    উ: তর্করত্ন

    প্রশ্ন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপাধি কি ?
    উ: অপরাজেয় কথাশিল্পী

    প্রশ্ন: শেখ ফজলুল করিম এর উপাধি কি? (কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি)
    উ: সাহিত্য বিশারদ, রত্নকর

    প্রশ্ন: শেখ আজিজুর রহমান এর ছদ্মনাম কি ??
    উ: শওকত ওসমান

    প্রশ্ন: শ্রীকর নন্দী এর উপাধি কি ?
    উ: কবিন্দ্র পরমেশ্বর

    প্রশ্ন: সমর সেন এর উপাধি কি ?
    উ: নাগরিক কবি

    প্রশ্ন: সমরেশ বসু এর ছদ্মনাম কি ?
    উ: কালকূট

    প্রশ্ন: সত্যেন্দ্রনাথ দত্ত এর উপাধি কি ?
    উ: ছন্দের যাদুকর

    প্রশ্ন: সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম কি ?
    উ: নীল লোহিত

    প্রশ্ন: সুধীন্দ্রনাথ দত্ত এর উপাধি কি ?
    উ: ক্লাসিক কবি

    প্রশ্ন: সুকান্ত ভট্টাচার্য এর উপাধি কি ?
    উ: কিশোর কবি

    প্রশ্ন: সুভাষ মুখোপাধ্যায় এর উপাধি কি ?
    উ: পদাতিকের কবি

    প্রশ্ন: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী এর উপাধি কি?
    উ: স্বপ্নাতুর কবি

    প্রশ্ন: হেমচন্দ্র এর উপাধি কি ?
    উ: বাংলার মিল্টন


    আরো পড়ুন:

    • বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যকর্ম
    • বাংলা সাহিত্যের যুগবিভাগের মধ্যযুগের ইতিহাস
    • বাংলা সাহিত্যের যুগবিভাগের আধুনিক যুগ
    • বাংলা সাহিত্যের যুগবিভাগ প্রাচীন যুগ

    আরো কিছু কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি:

    ১। সুনীল গঙ্গোপাধ্যায় – নীললোহিত
    ২। সমরেশ বসু – কালকূট
    ৩। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – হাবু শর্মা
    ৪। অমিতাভ চৌধুরী – চাণক্য
    ৫। রাজশেখর বসু – পরশুরাম
    ৬। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় – রসিক মল্লা
    ৭। সত্যেন্দ্রনাথ দত্ত – নবকুমার, কবিরত্ন
    ৮। বলাইচাঁদ মুখোপাধ্যায় – বনফুল
    ৯। বিনয় মুখোপাধ্যায় – যাযাবর
    ১০। সুজিত কুমার নাগ – দিলদার
    ১১। কাজী নজরুল ইসলাম – ব্যাঙাচি
    ১২। নীহার রঞ্জন গুপ্ত – বাণভট্ট
    ১৩। নারায়ণ গঙ্গোপাধ্যায় – বিকর্ণ
    ১৪। প্রতুল চন্দ্র সরকার – পি. সি. সরকার
    ১৫। প্রবোধকুমার সান্যাল – কীর্তনিয়া
    ১৬। ঈশ্বরচন্দ্র গুপ্ত – গুপ্ত কবি
    ১৭। কালীপ্রসন্ন সিংহ – হুতুম পেঁচা
    ১৮। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – অনিলা দেবী
    ১৯। প্রফুল্ল লাহিড়ী – কাফি খাঁ
    ২০। ভবানী মুখোপাধ্যায় – অভয়ঙ্কর
    ২১। প্রমথনাথ চৌধুরী – বীরবল (কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি)
    ২২। মহাশ্বেতা দেবী – সুমিত্রা দেবী
    ২৩। রবীন্দ্রনাথ ঠাকুর – ভানুসিংহ, আন্নাকালী, পাকড়াশী
    ২৪। রামানন্দ চট্টোপাধ্যায় – পীরু, ডমরুধর
    ২৫। প্রবোধ চন্দ্র বসু – প্রবুদ্ধ
    ২৬। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – কমলাকান্ত
    ২৭। দীপ্তেন্দ্র কুমার সান্যাল – নীলকণ্ঠ
    ২৮। অবনীন্দ্রনাথ ঠাকুর – রসুন আলি
    ২৯। জ্যোতির্ময় ঘোষ – ভাস্কর
    ৩০। ভবানী সেনগুপ্ত – চাণক্য সেন
    ৩১। তারাপদ রায় – গ্রন্থকী, নক্ষত্র রাই
    ৩২। দীনবন্ধু মিত্র – সি. এফ. এন্ড্রু
    ৩৩। রাধারানী দেবী – অপরাজিতা দেবী
    ৩৪। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র – বিরূপাক্ষ
    ৩৫। প্রভাত কিরণ বসু – কাকাবাবু
    ৩৬। সমরেশ মজুমদার – যীশু দাসগুপ্ত
    ৩৭। কালিদাস নাগ – কলহন
    ৩৮। শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় – শ্রীসাংবাদিক
    ৩৯। আনসার উল হক – নেফারতিতি বেগম
    ৪০। মণিশঙ্কর মুখোপাধ্যায় – শংকর
    ৪১। মাইকেল মধুসূদন দত্ত – এ. নেটিভ
    ৪২। পূর্ণেন্দু চক্রবর্তী – সার্থক চক্রবর্তী
    ৪৩। কালিদাস রায় – বেতাল ভট্ট
    ৪৪। ভবানী মুখোপাধ্যায় – গগন হরকরা
    ৪৫। রাজা রামমোহন রায় – শিবপ্রসাদ দাস
    ৪৬। সুনীল গঙ্গোপাধ্যায় – নীল উপাধ্যায়
    ৪৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর – কস্যচিৎ উপযুক্ত
    ৪৮। সমরেশ বসু – কালকূট ভ্রমর
    ৪৯। আনন্দ বাগচী – হর্ষবর্ধন
    ৫০। জীবনানন্দ দাস – শ্রী
    ৫১। সুকুমার রায় – শ্যাম রায়
    ৫২। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর – বঙ্গের রঙ্গদর্শক
    ৫৩। জসীমউদ্দীন – তুজম্বর আলি
    ৫৪। বিমল ঘোষ – মৌমাছি
    ৫৫। বিনয় কৃষ্ণ – যাযাবর
    ৫৬। বিমল মিত্র – জাবালি (কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি)
    ৫৭। মণীশ ঘটক – যুবনাশ্ব
    ৫৮। জহির রায়হান – মোহাম্মদ জহিরুল্লাহ
    ৫৯। সোমেন চন্দ্র – ইন্দ্রকুমার সোম
    ৬০। হরিনাথ মজুমদার – কাঙাল হরিনাথ
    ৬১। সৈয়দ মুজতবা আলী – ওমদ খৈয়াম, মুসাফির
    ৬২। আবুল ফজল – শমসের উল আজাদ
    ৬৩। ড মনিরুজ্জামান – হায়াৎ মাহমুদ
    ৬৪। কাজেম আল কোরায়েশী – কায়কোবাদ

    বহুনির্বাচনী প্রশ্ন: কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি (নিজে কর)

    ১) প্যরিচাদ মিত্রের ছদ্ম নাম?

    ক) যাযাবর
    খ) হুতোম পেচা
    গ) টেকচাঁদ ঠাকুর
    ঘ) বনফুল

    ২) সুনীলের ছদ্মনাম?

    ক) নীলকণ্ঠ
    খ) নীললোহিত
    গ) ধুমকেতু
    ঘ) অবধূত

    ৩) কালকূট কার ছদ্ম নাম?

    ক) সমরেশ বসু
    খ) কাজী নজরুল
    গ) বিনয় ঘোষ
    ঘ) বিমল সেন

    ৪) শরৎ চন্দ্রের ছদ্ম নাম?

    ক) যাযাবর
    খ) ভিমরুল
    গ) ভানুসিংহ
    ঘ) অনিলাদেবী
    ৫) সমরেশ বসুর ছদ্ম নাম?

    ক) যুবনাশ্ব
    খ) জরাসন্ধ
    গ) বনফুল
    ঘ) কালকূট

    ৬) ভানুসিংহ কার ছদ্ম নাম?

    ক) নজরুল ইসলাম
    খ) রবীন্দ্রনাথ
    গ) প্রমথ চৌধুরী
    ঘ) শরৎ চন্দ্র

    ৭) গাজী মিয়া কার ছদ্ম নাম?

    ক) মীর মোশারফ হোসেন
    খ) মোতাহার হোসেন
    গ) শামসুর রহমান
    ঘ) আবুল হাসান

    ৮) কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি?

    ক) কালকুট
    খ) ভ্রমর
    গ) রায়গুণাকর
    ঘ) মাগন ঠাকুর

    ৯) জরাসন্ধ কার ছদ্ম নাম?

    ক) সুকুমার রায়
    খ) চারুচন্দ্র চক্রবর্তী
    গ) আব্দুল কাদির
    ঘ) কায়কোবাদ

    ১০) প্রাগৈতিহাসিক রচনার লেখকের নাম কী?

    ক) বিনয় মজুমদার
    খ) সমর সেন
    গ) মানিক বন্দ্যোপাধ্যায়
    ঘ) অমলকান্তি


    কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি | বাংলার কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি: এক নজরে লেকচার শীট পিডিএফ ডাউনলোড

    Download Lecture Sheet
    কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি কবিদের উপাধি ও ছদ্মনাম কবিদের ছদ্মনাম মনে রাখার টেকনিক ছদ্মনাম ও প্রকৃত নাম ছদ্মনামের তালিকা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    বাংলা বিপরীত শব্দ MCQ: বিসিএস, এমসিকিউ প্রশ্ন ও উত্তর

    June 14, 2025

    ৫০ টি গুরুত্বপূর্ণ সন্ধি MCQ প্রশ্ন উত্তর (PDF)

    June 9, 2025

    বাংলা ব্যাকরণ গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ MCQ | PDF Download

    June 3, 2025

    বাংলা ব্যাকরণ সমাস থেকে গুরুত্বপূর্ণ 30 টি MCQ (PDF)

    June 1, 2025

    দ্বিরুক্ত শব্দ কাকে বলে? কত প্রকার ও কী কী? (PDF)

    May 1, 2025

    বাক্য কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণসহ (PDF)

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    © 2025 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.