Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » এইচএসসি বাংলা ১ম পত্র তাহারেই পড়ে মনে কবিতার MCQ PDF Download
    এইচএসসি বাংলা নোট

    এইচএসসি বাংলা ১ম পত্র তাহারেই পড়ে মনে কবিতার MCQ PDF Download

    EduQuest24By EduQuest24October 25, 2024No Comments17 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    তাহারেই পড়ে মনে কবিতার MCQ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এইচএসসি বাংলা ১ম পত্র তাহারেই পড়ে মনে কবিতার MCQ প্রশ্নের উত্তর PDF Download।বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ তাহারেই পড়ে মনে কবিতার MCQ প্রশ্ন ও উত্তর pdf ফাইল দেওয়া হলো।তাই আর দেরি না করে আমাদের তাহারেই পড়ে মনে কবিতার MCQ লেকচার শীটটি ডাউনলোড করুন।

    • এইচএসসি তাহারেই পড়ে মনে কবিতার MCQ PDF Download
      • তাহারেই পড়ে মনে কবিতার MCQ part 01
      • তাহারেই পড়ে মনে কবিতার MCQ part 02

    এইচএসসি তাহারেই পড়ে মনে কবিতার MCQ PDF Download

    তাহারেই পড়ে মনে কবিতার MCQ part 01

    ১. বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পথিকৃত কে?

    ক) কুসুমকুমারী দাশ

    খ) কামিনী রায়

    ঘ) সুফিয়া কামাল

    গ) রোকেয়া সাখাওয়াত

    সঠিক উত্তরঃ ঘ) সুফিয়া কামাল

    ২. সুফিয়া কামালের জন্ম কত খ্রিষ্টাব্দে?

    ক) ১৯১১

    গ) ১৯২৯

    খ) ১৯২৩

    ঘ) ১৯৩৬

    সঠিক উত্তরঃ ক) ১৯১১

    ব্যাখ্যাঃ সুফিয়া কামালের জন্ম ১৯১১ খ্রিষ্টাব্দের ২০ এ জুন বরিশালে। ১৯৯৯ খ্রিষ্টাব্দের ২০এ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লায়। তাঁর পিতার নাম সৈয়দ আবদুল বারী এবংমায়ের নাম সাবেরা বেগম।

    ৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?

    ক) কবিভক্ত কবিকে

    খ) কবি বসন্তকে

    গ) কবির স্বামী কবিকে

    ঘ) কবি তাঁর স্বামীকে

    সঠিক উত্তরঃ ক) কবিভক্ত কবিকে

    ব্যাখ্যাঃ ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবিভক্ত কবিকে প্রশ্ন করেছে। প্রকৃতিতে বসন্ত আসলেও কবির তাকে বরণ করে নিচ্ছেন না দেখে কবিভক্ত ঋতুরাজের প্রতি কবির এই উদাসীনতার কারণ জানতে চাইছে।

    ৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কার সাথে অভিমান করেছেন?

    ক) স্বামীর

    খ) প্রকৃতির

    গ) বসন্তের

    ঘ) শীতের

    সঠিক উত্তরঃ গ) বসন্তের

    ব্যাখ্যাঃ ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি বসন্তের সাথে অভিমান করেছেন। আর তাইতো বসন্ত এলেও কবির সেদিকে খেয়াল নাই ।

    ৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন ঋতুর বন্দনা করেছেন?

    ক) গ্রীষ্ম

    খ) বর্ষা

    গ) শীত

    ঘ) বসন্ত

    সঠিক উত্তরঃ ঘ) বসন্ত

    ৬. “তরী তার এসেছে কি?” “তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘তরী’ – কীসের প্রতীক?

    ক) প্রিয়জনের

    খ) কবিতার

    গ) মানবজীবনের

    ঘ) বসন্তের

    সঠিক উত্তরঃ গ) বসন্তের

    ব্যাখ্যাঃ কবি উন্মনা। কবি পুষ্পসাজেও সাজেন নি। কারণ, তিনি স্মৃতিকাতর হয়েছেন তার প্রথম স্বামীর কথা মনে করে। তাই তরী তথা বসন্ত এসেছে কি-না, বসন্তের আগমনী গান বেজেছে কি-না, কবি এর কোনো সন্ধান রাখেন নি ।

    ৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে?

    আমের মুকুল

    খ) দখিনা সমীর

    গ) দক্ষিণ দুয়ার

    ঘ) বাতাবি লেবুর ফুল

    সঠিক উত্তরঃ খ) দখিনা সমীর

    ব্যাখ্যাঃ ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় দখিনা সমীর আমের গন্ধে অধীর আকুল হয়েছে কিনা তা জানতে চাওয়া হয়েছে। কবি নিজের ব্যক্তিগত জীবনের বেদনাময় অভিজ্ঞতার কারণে প্রকৃতিতে শীতের পর বসন্তের আগমনের খবর রাখেননি। কবির ভক্তকুল কবিকে বসন্তের প্রতি এমন উদাসীনতার কারণ সম্পর্কে জানতে চান। কবি প্রকৃতিতে বসন্তের প্রভাব শুরু হয়েছে কিনা, দখিনা বাতাসে আমের মুকুলের গন্ধ পাওয়া যাচ্ছে কিনা তা জানতে চান ভক্তদের কাছে।

    ৮. ‘বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি- এ মোর মিনতি’— এ মিনতি করে

    ক) কবিভক্ত

    খ) কবি

    গ) প্রিয়জন

    ঘ) দখিনা সমীর

    সঠিক উত্তরঃ গ) কবিভক্ত

    ব্যাখ্যাঃ ‘বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি’– এ মিনতিটি করেছে কবিভক্ত কবি ব্যক্তিগত জীবনের দুঃখময় পরিণতির কারণে শীতের শুষ্কতার পর প্রকৃতিতে বসন্তের আত্মপ্রকাশকে লক্ষ করেননি। কবির ভক্তরা কবিকে বসন্তের বন্দনা করার জন্য মিনতি বা অনুরোধ করছে। তাহারেই পড়ে মনে কবিতার MCQ

    ৯. বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে বলে কবি উল্লেখ করেছেন?

    ক) কবিকে

    খ) প্রকৃতিকে

    গ) ফাল্গুনকে

    ঘ) প্রিয়জনকে

    সঠিক উত্তরঃ খ) ফাল্গুনকে

    ব্যাখ্যাঃ বসন্ত ফাগুনকে স্মরণ করে পৃথিবীতে এসেছে বলে কবি উল্লেখ করেছেন । মাঘ মাসের পরের মাস ফাল্গুন বা ফাগুন। ফাল্গুন মাস হলো বসন্তের শুরুর মাস। ফাল্গুন মাসে প্রকৃতিতে বসন্তের প্রভাব লক্ষ করা যায়। তাই কবি মনে করেন ফাগুনকে স্মরণ করেই বসন্ত এসেছে।

    ১০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?

    ক) শিউলি

    খ) বাতাবি নেবুর ফুল

    গ) গোলাপ

    ঘ) অপরাজিত

    সঠিক উত্তরঃ খ) বাতাবি নেবুর ফুল

    ব্যাখ্যাঃ ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বাতাবি নেবু ফুলের উল্লেখ আছে। বসন্তকালে বাতাবি লেবুর ফুল ফোটে

    ১১. ‘অলখের পাথার বাহিয়া তরী তার এসেছে কি?’- এর তাৎপর্য কী?

    অদেখা সমুদ্র থেকে নৌকা বেয়ে বসন্ত আসে

    খ) মৌসুমি বায়ুর প্রভাবে বসন্তের আগমন ঘটে

    গ) ঋতুরাজ বসন্ত আসে অদেখা জগৎ থেকে

    ঘ) মাঘের সন্ন্যাসীর বিদায়ের পর বসন্তের আগমন ঘটে

    সঠিক উত্তরঃ গ) ঋতুরাজ বসন্ত আসে অদেখা জগৎ থেকে

    ব্যাখ্যাঃ অলখের পাথার বাহিয়া তরী তার এসেছে কি?’- এর তাৎপর্য হলো ঋতুরাজ বসন্ত আসে অদেখা জগৎ থেকে। কাল পরিক্রমায় শীতের পর বসন্ত আসে। যেন অজানা জগৎ থেকে হঠাৎ বসন্ত এসে হাজির হয়। চারপাশে প্রাকৃতিক পরিবর্তনগুলো বসন্তের আগমন বার্তা ঘোষণা করে। বসন্তের এই আকস্মিক আগমন বোঝানোর জন্যে কবি প্রশ্নোক্ত প্রশ্নটি করেছেন।

    ১২. পুষ্পশূন্য দিগন্তের পথে’-এর প্রতীকী তাৎপর্য কোনটি?

    ক) শীত প্রকৃতির রিক্ততা

    খ) বসন্তের বিপরীত রূপ

    গ) পত্রপুষ্পহীন আদিগন্ত পথ

    ঘ) কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানোর বেদনা

    সঠিক উত্তরঃ ঘ) কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানোর বেদনা

    ব্যাখ্যাঃ শীত প্রকৃতিতে দেয় রিক্ততার রূপ। গাছের পাতা যায় ঝরে। গাছ হয় ফুলহীন। শীতের এ রূপকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। প্রকৃতি বসন্তের আগমনে ফুলের সাজে সাজলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ততার ছবি তথা প্রিয়জন হারানোর বেদনা ।

    তাহারেই পড়ে মনে কবিতার MCQ

    ১৩. ফুল কি ফোটেনি শাখে?’ কবি সুফিয়া কামাল এ রকম প্রশ্ন করেছেন কেন?

    ক) মনের আনন্দে

    খ) বন্দনাগীতি রচনার লক্ষ্যে

    গ) উদাসীনতার জন্য

    ঘ) জানার আগ্রহে

    সঠিক উত্তরঃ গ) উদাসীনতার জন্য

    ব্যাখ্যাঃ কবি তার প্রথম স্বামীর মৃত্যুতে শোকাতুর। কোনো কিছুতেই তার মন নেই, সে উদাসীন। এই উদাসীনতার কারণের বসন্তের ফুল ফুটল কি ফুটল না কবির কোনো খবর নেই।

    ১৪. “হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়”- এ চরণটিতে “নীরব কেন’ বলতে কবির কেমন অবস্থা বোঝায়?

    ক) জীবন সম্পর্কে উদাসীনতা

    খ) ঘুমিয়ে থাকা

    গ) কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া

    ঘ) শীতের চাদর মুড়ি দিয়ে থাকা

    সঠিক উত্তরঃ গ) কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া

    ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত চরণে ‘নীরব কেন বলতে বোঝায় কবির কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া। পৃথিবীতে বসন্তকাল এসেছে। তবে কবি সুফিয়া কামাল বসন্তের আগমনের পরও শীতের শুষ্কতাকে ভুলতে পারছেন না। কারণ কবি তাঁর প্রিয়জন হারানোর বেদনায় বেদনার্ত। প্রিয়জনের স্মৃতিকাতরতার কারণে প্রকৃতির পরিবর্তন কবির কাছে গুরুত্ব পাচ্ছে না। মনের দুঃখকে কবি শীতের চাদর বলে মনে করেন।

    ১৫. “বাতাবি নেবুর ফুল ফুটেছে কি?”- ‘তাহারেই পড়ে মনে’ কবিতার এই চরণ দ্বারা প্রকাশিত হয়েছে— [কু.বো: ১৯]

    ক) প্রকৃতির বর্ণনা

    খ) গাছের বর্ণনা

    গ) কবির হাহাকার

    ঘ) কবির ব্যক্তিগত উচ্ছ্বাস

    সঠিক উত্তরঃ গ) কবির হাহাকার

    ‘বাতাবি লেবুর ফুল ফুটেছে কি?’ এই চরণ দ্বারা কবির হাহাকার প্রকাশিত হয়েছে। কবি প্রিয়জন হারানোয় এতটাই শোকার্ত যে প্রকৃতির পরিবর্তন তার কাছে আবেদন সৃষ্টি করতে পারছে না। এমনকি প্রকৃতিতে বসন্তের প্রভাব শুরু হয়েছে কিনা কবি সেই খবরও রাখেন না। তিনি ভক্তের কাছে বাাবি লেবুর ফুল ফুটেছে কিনা তা জানতে চান।

    ১৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় পুষ্পশূন্য দিগন্ধের পথে চলে গেছে কে ?

    ক) কুহেলি উত্তরী

    খ) মাঘের সন্ন্যাসী

    গ) ঋতুর রাজন

    ঘ) দখিনা সমীর

    সঠিক উত্তরঃ খ) মাঘের সন্ন্যাসী

    ব্যাখ্যাঃ ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় মাঘের সন্ন্যাসী চলে গেছে পুষ্পশূন্য দিগন্তের পথে। প্রকৃতিতে শীতের পর আসে বসন্ত। মাঘের প্রচণ্ড শীতের প্রভাব দিগন্তে বিলীন হয়ে যায়। মাঘের শীতের কৃচ্ছ্রতাকে কবি সন্ন্যাসী বলে অভিহিত করেন।

    ১৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘কোথা তব নব পুষ্পসাজ’- উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে?

    ক) বসন্তের

    খ) ভক্তের

    গ) কবির

    ঘ) শীতের

    সঠিক উত্তরঃ গ) কবির

    ব্যাখ্যাঃ ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘কোথা তব নব পুষ্পসাজ’ উক্তিটি কবির উদ্দেশ্যে বলা হয়েছে। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটিতে নাটকীয় ভঙ্গিতে বক্তব্য উপস্থাপিত হয়েছে। একজন কবি ও তাঁর ভক্তদের মধ্যে সংলাপাকারে কবিতাটিতে বক্তব্য উপস্থাপিত হয়েছে।

    ১৮. নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে?

    ক) কহিল সে কাছে সরে আসি

    খ) কহিল সে মৃদু মধু-স্বরে

    গ) কহিল সে সুদূরে চাহিয়া

    ঘ) কহিল সে পরম হেলায়

    সঠিক উত্তরঃ ঘ) কহিল সে পরম হেলায়

    তাহারেই পড়ে মনে কবিতার MCQ

    ব্যাখ্যাঃ “কহিল সে পরম হেলায়’ পঙ্ক্তিটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে। কবি সুফিয়া, কামাল প্রিয়জন হারানোর বেদনায় বেদনার্ত। ব্যক্তিগত বেদনাবোধের কারণে কবি প্রকৃতিতে বসন্তের আগমন লক্ষ করেননি। ভক্তকুল মনে করে কবির অবহেলার জন্য ঋতুরাজের আগমন ব্যর্থ হয়েছে। কবি আলোচ্য পক্তিটিতে অভিমানের সুরে ভক্তের প্রশ্নের জবাব দেন।

    ১৯. ‘কহিল সে কাছে সরে আসি’ – পরের পংক্তি কোনটি? –

    ক) কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী

    খ) বাতাবি নেবুর ফুল ফুটেছে কি

    গ) মাই হলো, না হোক এবারে

    ঘ) শুনি নাই, রাখিনি সন্ধান

    সঠিক উত্তরঃ ক) কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী

    ব্যাখ্যাঃ কহিল সে কাছে সরে আসি’ এর পরের পক্তিটি হলো: ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী’ এবং আগের পক্তিটি হলো: কহিলাম, “উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?”।

    ২০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন?

    ক) ফাল্গুন

    খ) প্ৰকৃতি

    গ) পাঠক

    ঘ) ঋতুরাজ

    সঠিক উত্তরঃ ঘ) ঋতুরাজ

    ব্যাখ্যাঃ ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি ঋতুরাজকে ব্যথা দিয়েছেন। কবি ঋতুরাজ বসন্তের আগমনে কোনো বন্দনা গীতি রচনা করেননি। ঋতুরাজের প্রতি নিদারুণ এই উদাসীনতায় ঋতুরাজকে ব্যথা দেওয়া হয়েছে বলে কবিমন কল্পনা করে।

    আরো পড়ুন :

    • এইচএসসি বাংলা ১ম পত্র আমি কিংবদন্তির কথা বলছি কবিতার MCQ
    • এইচএসসি বাংলা ১ম পত্র আমার পথ গল্পের MCQ
    • এইচএসসি বাংলা ১ম পত্র আঠারো বছর বয়স কবিতার MCQ
    • এইচএসসি বাংলা ১ম পত্র অপরিচিতা গল্পের mcq

    ২১. দক্ষিণ দুয়ারে গেছে খুলি- প্রশ্নটিতে কী বোঝানো হয়েছে?

    ক) দখিনা বাতাস

    খ) কবির উদাসীনতা

    গ) বসন্তের আগমন

    ঘ) কবির অভিমান

    সঠিক উত্তরঃ খ) কবির উদাসীনতা

    ব্যাখ্যাঃ ‘দক্ষিণ দুয়ার গেছে খুলি?’ প্রশ্নটিতে কবির উদাসীনতাকে বোঝানো হয়েছে। কবি সুফিয়া কামাল তাঁর স্বামী নেহাল হোসেনের মৃত্যুতে শোকাচ্ছন্ন। তিনি প্রকৃতিতে বসন্তের আগমনের ফলে সংঘটিত পরিবর্তন সম্পর্কে উদাসীন।

    ২২. “ফুল কি ফোটেনি শাখে?’- কবি কেন এ প্রশ্ন করেছেন?

    ক) উদাসীনতার কারণে

    খ) অভিমান ও বিদ্রুপ করে

    গ) জানার আগ্রহ থেকে

    ঘ) বন্দনাগীত রচনার জন্য

    সঠিক উত্তরঃ খ) অভিমান ও বিদ্রুপ করে

    ব্যাখ্যাঃ ‘ফুল কি ফোটেনি শাখে?’ কবি অভিমান ও বিদ্রুপ করে প্রশ্নটি করেছে। কবিভক্ত কবিকে বসন্ত বরণ না করে বসন্তের আগমন বৃথা হয়েছে বলে জানায়, কবি তখন অভিমান ও বিদ্রুপের স্বরে প্রশ্নোক্ত প্রশ্নটি করে। কবি বোঝাতে চাইছেন তিনি বরণ না করলেও বসন্ততো ঠিকই প্রকৃতির মধ্যে আত্মপ্রকাশ ঘটিয়েছে। প্রকৃতিতে ফুল ফুটেছে, বসন্তের প্রভাব চরিদিকে লক্ষ করা যাচ্ছে।

    ২৩. ‘বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?’ – এখানে বন্দনা বলতে কী বোঝানো হয়েছে?

    ক) বরণ করা

    খ) স্তুতি বর্ণনা

    গ) শোক গীতি

    ঘ) পালা-কীর্তন

    সঠিক উত্তরঃ খ) স্তুতি বর্ণনা

    ব্যাখ্যাঃ ‘বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?’- এখানে ‘বন্দনা’ বলতে বোঝানো হয়েছ স্তুতি বর্ণনা বন্দনা শব্দের অর্থ স্তুতি, পূজা, প্রণাম, অৰ্চনা I

    তাহারেই পড়ে মনে কবিতার MCQ part 02

    ২৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘অর্ঘ্য বিরচন’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

    ক) ঋতুরাজ বসন্তকে বরণ

    খ) ফুলের বন্দনাগীত

    গ) বসন্তের আগমনী গান

    ঘ) অঞ্জলি বা উপহার রচনা

    সঠিক উত্তরঃ ঘ) অঞ্জলি বা উপহার রচনা

    ব্যাখ্যাঃ ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘অর্ঘ্য বিরচন’ শব্দটি অঞ্জলি বা উপহার রচনা অর্থে ব্যবহৃত হয়েছে। ‘অর্ঘ্য’ শব্দের অর্থ মালা, অঞ্জলি বা উপহার এবং ‘বিরচন’ অর্থ রচনা, সৃষ্টি বা লিখন । |

    ২৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ব্যবহৃত ‘কুহেলি উত্তরী’ শব্দটি কী অর্থ বহন করে?

    ক) মাঘের কুয়াশা

    খ) উত্তরের কুয়াশা

    গ) কুয়াশার চাদর

    ঘ) পৌষের কুয়াশা

    সঠিক উত্তরঃ গ) কুয়াশার চাদর

    ব্যাখ্যাঃ ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ব্যবহৃত ‘কুহেলি উত্তরী’ শব্দটি কুয়াশার চাদর অর্থ বহন করে। ‘কুহেলি’ শব্দের অর্থ ‘কুয়াশা’ এবং ‘উত্তরী’ শব্দের অর্থ ওড়না বা চাদর। কবি মাঘের কুয়াশাকে কুয়াশার চাদর উপমায় উপস্থাপন করেছেন ।

    তাহারেই পড়ে মনে কবিতার MCQ

    ২৬. ‘কুহেলী’ শব্দের অর্থ কী?

    ক) কুয়াশা

    খ) চাদর

    গ) উত্তরীয়

    ঘ) সন্ন্যাস

    সঠিক উত্তরঃ ক) কুয়াশা

    ২৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় উত্তরী’ শব্দের অর্থ কী?

    ক) কুয়াশা

    খ) উত্তর দিক

    গ) চাদর

    ঘ) শীতের তীব্রতা

    সঠিক উত্তরঃ গ) চাদর

    ২৮. ‘পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?’

    ক) বন্দনা

    খ) আরতি

    গ) বসন্ত

    ঘ) মাঘের সন্ন্যাসী

    সঠিক উত্তরঃ গ) বসন্ত

    ব্যাখ্যাঃ ‘পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?- এখানে ঋতুর রাজন বলতে বসন্তকে বোঝানো হয়েছে। বাংলাদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত নামক ছয়টি ঋতু রয়েছে। এই ছয়টি ঋতুর মধ্যে বসন্ত সেরা বৈশিষ্ট্যমণ্ডিত। বসন্তকালে শীতের শুষ্কতার প্রভাব কেটে গিয়ে সবুজের সমারোহে ভরে ওঠে দেশ। সারাদেশ ফুলে ফুলে সুশোভিত হয়ে ওঠে।

    ২৯. তোমার পঠিত কোন কবিতাটি সংলাপনির্ভর?

    ক) সুচেতনা

    খ) তাহারেই পড়ে মনে

    গ) বিদ্রোহী

    ঘ) প্রতিদান

    সঠিক উত্তরঃ খ) তাহারেই পড়ে মনে

    ব্যাখ্যাঃ ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটির বৈশিষ্ট্য হচ্ছে, এর নাটকীয়তা; গঠনরীতি হলো সংলাপধর্মী । ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটিতে কবি নাট্যধর্মী পদ্ধতি ব্যবহার করেছেন। নাটক যেমন সংলাপধর্মী এই কবিতাও সংলাপধর্মী । কবিতাটিতে একজন কবি ও তাঁর ভক্তের সংলাপের মধ্য দিয়ে বক্তব্য উপস্থাপিত হয়েছে।

    ৩০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রকাশিত হয়-

    ক) ১৯৩২ খ্রিষ্টাব্দে

    খ) ১৯৩৩ খ্রিষ্টাব্দে

    গ) ১৯৩৫ খ্রিষ্টাব্দে

    ঘ) ১৯৩৬ খ্রিষ্টাব্দে

    সঠিক উত্তরঃ গ) ১৯৩৫ খ্রিষ্টাব্দে

    ব্যাখ্যাঃ ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ১৯৩৫ খ্রিষ্টাব্দে মাসিক মোহাম্মদী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।

    ৩১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার প্রধান গুণ কী?

    ক) প্রকৃতি ও মানবমনের সম্পর্ক

    খ) ঋতুবৈচিত্র্যে তুলনা

    গ) অতীত স্মৃতি ও উদাসীনতা

    ঘ) নাটকীয়তা ও সংলাপরীতি

    সঠিক উত্তরঃ ঘ) নাটকীয়তা ও সংলাপরীতি

    ব্যাখ্যাঃ ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটির প্রধান গুণ নাটকীয়তা ও সংলাপরীতি। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি নাটকীয় গুণসম্পন্ন। এই কবিতাটিতে একজন “কবি ও তাঁর ভক্তের মধ্যে সংলাপের মাধ্যমে বক্তব্য উপস্থাপিত হয়েছে।

    তাহারেই পড়ে মনে কবিতার MCQ

    ৩২. তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘নীরব কেন’ বলতে বোঝায় –

    i) কবি উদাসীন হয়ে আছেন কেন?

    ii) কবি কেন বসন্তকে সম্বোধন করছেন না?

    iii) কবি কেন কাব্য রচনায় সক্রিয় হচ্ছেন না?

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ খ) i ও iii

    ব্যাখ্যাঃ ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘নীরব কেন’ বলতে বুঝানো হয়েছে যে, কবি উদাসীন হয়ে আছেন কেন? কবি কেন কাব্য রচনায় সক্রিয় হচ্ছে না?

    ৩৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘পুষ্পারতি’ বলতে বোঝানো হয়েছে—

    i) ফুলের বন্দনা

    ii) ফুলের নিবেদন

    iii) ফুলের সৌরভ

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    ঘ) i, ii ও iii

    গ) ii ও iii

    সঠিক উত্তরঃ ক) i ও ii

    ব্যাখ্যাঃ ‘পুষ্পারতি’ শব্দের অর্থ ফুলের বন্দনা বা নিবেদন। পুষ্পারতি = পুষ্প + আরতি। ‘পুষ্প’ শব্দের অর্থ ফুল।

    নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও: তাহারেই পড়ে মনে কবিতার MCQ

    “হিম কুহেলির অন্তর তলে আজিকে পুলক জাগে রাঙিয়া উঠেছে পলাশ কলিকা মধুর রঙিন রাগে।

    ৩৬. উদ্দীপকটি নিচের কোনটির ইঙ্গিত করে?

    ক) প্রাকৃতিক সৌন্দর্য

    খ) শীতের বিদায়

    গ) বসন্তের আগমন

    ঘ) প্রিয়জন হারানোর বেদনা

    সঠিক উত্তরঃ গ) বসন্তের আগমন

    ব্যাখ্যাঃ বসন্তের আগমনে কুয়াশার চাদরে ঢাকা শীত চলে গেছে। আর প্রকৃতির এই রূপ দেখে মানবমন পুলকিত হয়ে উঠেছে। অর্থাৎ উদ্দীপকে প্রকৃতি ও মানবমনের সম্পর্ককে তুলে ধরা হয়েছে।

    তাহারেই পড়ে মনে কবিতার MCQ

    ৩৭. উদ্দীপকটিতে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন সুর ধ্বনিত হয়েছে?

    ক) প্রকৃতি ও মানব মনের সম্পর্কের

    খ) প্রাকৃতিক পরিবর্তনের

    গ) প্রকৃতিক পরিপূর্ণতার

    ঘ) জীবন প্রবাহের

    সঠিক উত্তরঃ ক) প্রকৃতি ও মানব মনের সম্পর্কের

    নিচের উদ্দীপকটি পড়ে ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও: তাহারেই পড়ে মনে কবিতার MCQ EXAM

    চারদিকে উৎসবের রঙ। নতুন বছরকে বরণ করার প্রাণান্ত প্রয়াস। সপ্তাহ দুয়েক আগে মাকে হারানো মেয়েটিকে শোক ভোলাতেই নিয়ে এসেছে বান্ধবীরা। মায়ের স্মৃতি বুকে নিয়েও ধীরে ধীরে মেয়েটি সহজ হয়ে উঠছে উপভোগ করছে বর্ষবরণ।

    ৩৮. উদ্দীপকের ‘বর্ষবরণ” ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ?

    ক) ফাল্গুন বরণ

    খ) বসন্ত বরণ

    গ) ফাল্গুন বন্দনা

    ঘ) বসন্ত বন্দনা

    সঠিক উত্তরঃ ঘ) বসন্ত বন্দনা

    ব্যাখ্যাঃ উদ্দীপকের ‘বর্ষবরণ’ ‘তাহারেই পড়ে মনে’ কবিতার বসন্ত বরণের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে বর্ষবরণ উৎসবের প্রসঙ্গটি এসেছে। এটি প্রকৃতির আবর্তনকে কেন্দ্র করে পালিত উৎসব

    অন্যদিকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতায়ও প্রকৃতির আবর্তনকে কেন্দ্র করে পালিত উৎসবের উল্লেখ আছে। উৎসবটি হলো বসন্তবরণ। তাই উদ্দীপকের বর্ষবরণের সাথে ‘তাহারেই পড়ে ‘মনে’ কবিতার বসন্ত বরণ সাদৃশ্যপূর্ণ।

    ৩৯. উদ্দীপকে মেয়েটির সহজ হয়ে ওঠা আর ‘তাহারেই পড়ে মনে কবিতায় কবির আচরণে প্রকাশ পেয়েছে?

    i) বৈপরীত্য

    ii) স্মৃতিমুগ্ধতা

    iii) মানব মনের রহস্যময়তা

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ খ) i ও iii

    ব্যাখ্যাঃ উদ্দীপকে মেয়েটির সহজ হয়ে ওঠা আর ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় | কবির আচরণে প্রকাশ পেয়েছে বৈপরীত্য ও মানবমনের রহস্যময়তা। উদ্দীপকে উৎসবে যোগ দিয়ে মেয়েটি সহজ হয়ে উঠে কিন্তু ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি উৎসবের ব্যাপারে জানার পরও সহজ হতে পারেন না। দুটি ঘটনায়ই মানবমনের রহস্য উন্মোচিত হয়েছে।

    নিচের উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও:HSC তাহারেই পড়ে মনে কবিতার MCQ

    সাধারণত ঈদের দিন প্রচণ্ড আনন্দে মেতে উঠে নীলিমা। সালামী নেয়া, ঘোরাঘুরি করা এসব নিয়েই দিন কাটে তার। কিন্তু আজ মাকে মনে পড়ায় সে সবের কোনটিই করতে ইচ্ছে হলো না তার।

    ৪০. উদ্দীপকের নীলিমা ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবি দুজনেই—

    ক) প্রকৃতির প্রভাবে প্রভাবিত

    খ) প্রকৃতি সম্পর্কে অনাগ্রহী

    গ) প্রকৃতির প্রভাবে বিরক্ত

    ঘ) ব্যক্তিগত দুঃখে কাতর

    সঠিক উত্তরঃ ঘ) ব্যক্তিগত দুঃখে কাতর

    ব্যাখ্যাঃ উদ্দীপকের নীলিমার মা তার কাছে নেই, তাই ঈদের দিনের আনন্দঘন মুহূর্তের মাঝে ও তার মাঝে মনে পড়ে। ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবিও তার প্রথম স্বামীকে হারিয়ে স্মৃতিকাতর। অর্থাৎ নীলিমা এবং কবিতার কবি দুজনেই ব্যক্তিগত দুঃখে কাতর। নীলিমার এই বেদনাটুকুই কবিতায় প্রকাশিত হয়েছে শীতের রিক্ততার বেদনায়।

    ৪১. নীলিমার কষ্টটুকু ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কীভাবে প্রকাশিত হয়েছে?

    ক) গভীর ক্রন্দনে

    খ) শীতের রিক্ততার বেদনায়

    গ) দীর্ঘ শ্বাসে

    ঘ) বসন্ত বন্দনায়

    সঠিক উত্তরঃ খ) শীতের রিক্ততার বেদনায়

    ব্যাখ্যাঃ উদ্দীপকের নীলিমার মা তার কাছে নেই, তাই ঈদের দিনের আনন্দঘন মুহূর্তের মাঝে ও তার মাঝে মনে পড়ে। ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবিও তার প্রথম স্বামীকে হারিয়ে স্মৃতিকাতর। অর্থাৎ নীলিমা এবং কবিতার কবি দুজনেই ব্যক্তিগত দুঃখে কাতর। নীলিমার এই বেদনাটুকুই কবিতায় প্রকাশিত হয়েছে শীতের রিক্ততার বেদনায়।

    নিচের উদ্দীপকটি পড়ে ৪২ ও ৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: তাহারেই পড়ে মনে কবিতার MCQ

    জীবনের সবক্ষেত্রে সফল আকাশ কিন্তু তার সাফল্য তার মাকে আলোড়িত করে না। মায়ের সমস্ত অন্তর জুড়ে অকালে হারিয়ে যাওয়া আবির।

    ৪২. উদ্দীপকের আবির ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কীসের প্রতিনিধিত্ব করে?

    ক) বসন্তের

    খ) কবির

    গ) শীতের

    ঘ) প্রকৃতির

    সঠিক উত্তরঃ গ) শীতের

    ব্যাখ্যাঃ উদ্দীপকের আবির ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় শীতের প্রতিনিধিত্ব করে।‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ঋতুরাজ বসন্তের আগমন ঘটলেও কবি শীতের রিক্ততাকে ভুলতে পারেননি। অন্যদিকে উদ্দীপকে আকাশের সাফল্য সত্ত্বেও তার মা অকালে হারিয়ে যাওয়া ছেলে আবিরকে ভুলতে পারেন নি। তাই আবির তাহারেই পড়ে মনে’ কবিতার শীতের প্রতিনিধিত্ব করে।

    তাহারেই পড়ে মনে কবিতার MCQ

    ৪৩. উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতা উভয় ক্ষেত্রেই প্রকাশিত

    i) প্রিয়জন হারানোর বেদনা

    ii) ব্যক্তিজীবনের রিক্ততা

    iii) সাফল্যের প্রতি উদাসীনতা

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ক) i ও ii

    ব্যাখ্যাঃ উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতা উভয় ক্ষেত্রেই প্রকাশিত হয়েছে প্রিয়জন হারানোর বেদনা এবং ব্যক্তিজীবনের রিক্ততা।

    নিচের উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫নম্বর প্রশ্নের উত্তর দাও: তাহারেই পড়ে মনে কবিতার MCQ pdf

    আমি এখন রিক্ত শূন্য/মন পড়ে রয়েছে তার জন্য ।

    ৪৪. উদ্দীপকের আবির ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কীসের প্রতিনিধিত্ব করে?

    খ) শীত

    গ) বসন্ত

    ঘ) সন্ন্যাসী

    সঠিক উত্তরঃ খ) শীত

    ব্যাখ্যাঃ উদ্দীপকের তার শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার শীতকে স্মরণ করায়। উদ্দীপকে লেখকের শূন্যতার অনুভূতি ও পিছুটান ‘তার’ জন্য। অন্যদিকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির শূন্যতার অনুভূতি ও পিছুটান শীতের জন্য। তাই উদ্দীপকের ‘তার’ শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় শীতকে স্মরণ করায়। উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে কবিতার রিক্ততার হাহাকার, দুঃসহ বিষণ্ণতা এবং উদাসীনতার ভাবের মিল পাওয়া যায়।

    ৪৫. উদ্দীপকের সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন ভাবের মিল পাওয়া যায়?

    i) রিক্ততার হাহাকার

    ii) দুঃসহ বিষণ্ণতা

    iii) উদাসীনতা

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii

    ব্যাখ্যাঃ উদ্দীপকের তার শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার শীতকে স্মরণ করায়। উদ্দীপকে লেখকের শূন্যতার অনুভূতি ও পিছুটান ‘তার’ জন্য। অন্যদিকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির শূন্যতার অনুভূতি ও পিছুটান শীতের জন্য। তাই উদ্দীপকের ‘তার’ শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় শীতকে স্মরণ করায়। উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে কবিতার রিক্ততার হাহাকার, দুঃসহ বিষণ্ণতা এবং উদাসীনতার ভাবের মিল পাওয়া যায়।

    নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭নম্বর প্রশ্নের উত্তর দাও: তাহারেই পড়ে মনে কবিতার MCQ প্রশ্নের উত্তর

    আবদুর রহমান তার বিবাহের দিন তার ছোটভাই আবদুল করিমের কথা মনে করে মন খারাপ করে। তার মনে হয় ছোটভাই আবদুল করিমের মৃত্যু তার জীবনের সকল উৎসবকে অর্থহীন করে তুলেছে।

    ৪৬. উদ্দীপকের সঙ্গে নিম্নের কোন কবিতাটি সাদৃশ্যপূর্ণ

    ক) নূরলদীনের কথা মনে পড়ে যায়

    খ) তাহারেই পড়ে মনে

    গ) প্রতিদান

    ঘ) সুচেতনা

    সঠিক উত্তরঃ খ) তাহারেই পড়ে মনে

    ব্যাখ্যাঃ উদ্দীপকের সঙ্গে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে আবদুর রহমান তার ছোটভাই আবদুল করিমের জন্য শোককাতর হয়েছে। ‘তাহারেই পড়ে মনে কবিতায় কবি তাঁর স্বামীর জন্য শোককাতর হয়েছেন। তাই উদ্দীপকের সাথে কবিতাটি সাদৃশ্যপূর্ণ ‘তাহারেই পড়ে মনে ভুলিতে পারিনা কোনো মতে’ পঙ্ক্তিটিতে কবির প্রিয়জনের জন্য স্মৃতিকাতরতা প্রকাশ করেছে।

    ৪৭. নিচের কোন পক্তিটিতে কবির প্রিয়জনের জন্য স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে?

    ‘ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখিনি সন্ধান ।

    খ) ‘রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া’

    গ) গিয়াছে চলিয়া ধীরে পুষ্পহীন দিগন্তের পথে রিক্ত হস্তে!

    ঘ) ‘তাহারেই পড়ে মনে ভুলিতে পারিনা কোনো মতে।’

    সঠিক উত্তরঃ ঘ) ‘তাহারেই পড়ে মনে ভুলিতে পারিনা কোনো মতে।’

    HSC তাহারেই পড়ে মনে কবিতার MCQ pdf file download

    তাহারেই পড়ে মনে কবিতার MCQ pdf
    তাহারেই পড়ে মনে কবিতার mcq তাহারেই পড়ে মনে কবিতার mcq answer তাহারেই পড়ে মনে কবিতার mcq pdf তাহারেই পড়ে মনে কবিতার mcq প্রশ্ন ও উত্তর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    বাংলা ২য় পত্র রচনার পয়েন্ট (রচনা সমগ্র) PDF

    April 10, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধপ্রয়োগ (PDF)

    March 12, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি

    March 11, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাক্যতত্ত্ব (বাক্য রূপান্তর) ২০২৫ PDF

    March 10, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা বানানের নিয়ম ২০২৫ (PDF)

    March 9, 2025

    এইচএসসি বাংলা সহপাঠ সিরাজউদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্নোত্তর (PDF)

    February 22, 2025
    Leave A Reply Cancel Reply

    © 2025 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.