এইচএসসি বাংলা ১ম পত্র প্রতিদান কবিতার MCQ PDF ফাইলে প্রতিটি MCQ প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ কারে দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ প্রতিদান কবিতার MCQ PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে আমাদের প্রতিদান কবিতার MCQ answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।
এইচএসসি প্রতিদান কবিতার MCQ pdf প্রশ্ন ও উত্তর
প্রতিদান কবিতার MCQ part 01
১. জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক) রংপুর
গ) গাজীপুর
খ) ফরিদপুর
ঘ) নাটোর
সঠিক উত্তরঃ খ) ফরিদপুর
ব্যাখ্যাঃ জসীমউদ্দীন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে ১লা জানুয়ারি, ১৯০৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আনসারউদ্দীন মোল্লা এবং মায়ের নাম আমিনা খাতুন। তাঁর পৈত্রিক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে।
2.জসীমউদ্দীন বিএ পাশ করেন কোন কলেজ থেকে?
ক) ফরিদপুর রাজেন্দ্র কলেজ
গ) খুলনার বিএল কলেজ
খ) কলকাতা ইসলামিয়া কলেজ
ঘ) মিরপুর বাঙলা কলেজ
সঠিক উত্তরঃ ক) ফরিদপুর রাজেন্দ্র কলেজ
ব্যাখ্যাঃ জসীমউদ্দীন ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে বিএ পাশ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। কলেজে অধ্যয়নকালে ‘কবর’ কবিতাটি রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন এবং ছাত্রাবস্থায়ই কবিতাটি স্কুল পাঠ্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়।
৩. ‘পল্লিকবি’ হিসেবে সমধিক পরিচিত কে?
ক) আহসান হাবীব
খ) সুভাষ মুখোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) জসীমউদ্দীন
সঠিক উত্তরঃ ঘ) জসীমউদ্দীন
ব্যাখ্যাঃ জসীমউদ্দীন পল্লিকবি হিসেবে সমধিক পরিচিত। পল্লিজীবন জসীমউদ্দীনের কবিতার প্রধান উপজীব্য। বাংলার গ্রামীণ জীবনের আবহ, সহজ-সরল প্রাকৃতিক রূপ উপযুক্ত শব্দ, উপমা ও চিত্রের মাধ্যমে তাঁর কাব্যে এক অনন্য সাধারণ মাত্রায় মূর্ত হয়ে উঠেছে।
৪. কোন কবি সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চপদে আসীন হয়েছিলেন?
ক) সুকান্ত ভট্টাচার্য
খ) জীবনানন্দ দাশ
গ) জসীমউদ্দীন
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তরঃ গ) জসীমউদ্দীন
ব্যাখ্যাঃ জসীমউদ্দীন সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগের উচ্চপদে আসীন হয়েছিলেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন।
৫. জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে?
ক) ধানখেত
খ) রাখালি
গ) নকসী কাঁথার মাঠ
ঘ) বালুচর
সঠিক উত্তরঃ গ) নকসী কাঁথার মাঠ
ব্যাখ্যাঃ জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘নকসী কাঁথার মাঠ’ বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। জসীমউদ্দীনের আরও কয়েকটি জনপ্রিয় ও সমাদৃত কাব্যগ্রন্থ হলো: ‘সোজন বাদিয়ার ঘাট’, ‘বালুচর’, ‘ধানখেত’, ‘রঙিলা নায়ের মাঝি’।
৬. জসীমউদ্দীন ১৯৭৬ খ্রিষ্টাব্দের কত তারিখে মারা যান?
ক) ১৬ই মার্চ
খ) ১৪ই মার্চ
গ) ১৫ই জুন
ঘ) ১৬ই জুন
সঠিক উত্তরঃ খ) ১৪ই মার্চ
ব্যাখ্যাঃ জসীম উদ্দীন ১৯৭৬ খ্রিষ্টাব্দের ১৪ই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করে।
৭. নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি কী বেঁধে দিতে চান?
ক) কুল
খ) ঘর
গ) বাড়ি
ঘ) প্রাসাদ
সঠিক উত্তরঃ খ) ঘর
ব্যাখ্যাঃ নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি অন্যের ঘর বেঁধে দিতে চান। কবি একটি সুন্দর পৃথিবী বিনির্মাণের জন্য অনিষ্টকারীকে ক্ষমা করে এবং তার উপকারের মাধ্যমে প্রতিদান দিতে চান। তাই যে তাঁর ঘর ভাঙে, তিনি তার ঘর বাঁধেন, যে তাকে পর করে তিনি তাকে আপন করতে চান । ,
৮. কবি পথে পথে ফিরছেন কেন?
ক) অনিষ্টকারীর উপকারের জন্য
খ) প্রতিশোধ গ্রহণের জন্য
গ) ক্ষমা প্রার্থনার জন্য
ঘ) আত্মগ্লানির কারণে
সঠিক উত্তরঃ ক) অনিষ্টকারীর উপকারের জন্য
ব্যাখ্যাঃ কবি অনিষ্টকারীর উপকারের জন্য পথে পথে ফিরছেন।কবিকে যে পথের বিরাগী করেছে, তার জন্য কবি পথে পথে ফিরছেন। কবি শত্রুতা বা প্রতিহিংসা পছন্দ করেন না। কবি পরোপকারের মাধ্যমে জীবনে প্রকৃত সাফল্য ও সার্থকতা খোঁজেন।
৯. ‘প্রতিদান’ কবিতায় কে পথের বিরাগী হয়েছেন?
ক) কবি স্বয়ং
খ) কবির আপনজন
গ) কবির পিতা
ঘ) কবির প্রতিবেশী
সঠিক উত্তরঃ ক) কবি স্বয়ং
ব্যাখ্যাঃ ‘প্রতিদান’ কবিতায় কবি স্বয়ং পথের বিরাগী হয়েছেন। এখানে ‘বিরাগী’ শব্দের অর্থ উদাসীন, নিস্পৃহ। যারা কবিকে পথের বিরাগী করেছেন কবি তাদের জন্যই পথে পথে ঘুরে বেড়ান।
১০. যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?
ক) মৃত্যুফাঁদ তৈরি করেন
খ) কণ্টকশয্যা তৈরি করেন
গ) দীঘল রজনী জাগেন
ঘ) ঘর বাঁধেন
সঠিক উত্তরঃ গ) দীঘল রজনী জাগেন
ব্যাখ্যাঃ যে কবির ঘুম কেড়েছে তার জন্য কবি দীঘল রজনী গভীর রাত জাগেন। কবি প্রতিশোধের আগুনে পোড়েন না, কবি আঘাতের পরিবর্তে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চান। কবি মহৎ বলেই তাঁর ঘুম নষ্টকারীর জন্য তিনি দীঘল রজনী জেগে থাকেন।
১১. প্রতিদান’ কবিতায় কবি কী কী বেঁধে দিতে চেয়েছেন?
ক) কূল ও নৌকা
খ) ঘর ও বাড়ি
গ) ঘর ও কূল
ঘ) বাগান ও কূল
সঠিক উত্তরঃ গ) ঘর ও কূল
ব্যাখ্যাঃ কবি ঘর ও কূল বেঁধে দিতে চেয়েছেন। – ‘প্রতিদান’ কবিতায় মহানুভব কবির পরিচয় পাওয়া যায়। কবি অনিষ্টকারীর অনিষ্ট করতে চান না বরং উপকারের মাধ্যমে তাদের ভালোবাসা অর্জন করতে চান। যে কবির ঘর ভেঙেছে, কবি তার ঘর বেঁধে দেন। যে কবির কূল ভেঙেছে, কবি তার কূল বেঁধে দেন।
১২. কবি কার জন্য কাঁদেন?
ক) যে কবিকে আঘাত করেছে
খ) যে কবির কূল ভেঙেছে
গ) যে কবির ঘর ভেঙেছে
ঘ) যে বিষে-ভরা বাণ দিয়েছে
সঠিক উত্তরঃ ক) যে কবিকে আঘাত করেছে
ব্যাখ্যাঃ যে কবির বুকে আঘাত করেছে, কবি তার-ই জন্য কাঁদেন। কবি প্রতিশোধপরায়ণ নন। তিনি ক্ষমাশীল ও পরোপকারী। কেউ কবির অনিষ্টের চেষ্টা করলে বা তাঁকে বিষে-ভরা বাণ দিলে কবি তার অনিষ্টের চেষ্টা না করে বরং তার উপকার কারার চেষ্টা করেন, তাঁর জন্য বুকভরা গান রচনা করেন। তাই যে তার বুকে আঘাত করে গেছে কবি তার জন্য ভালোবাসা অনুভব করে কাঁদেন। কবির এই ব্যবহারের মধ্য দিয়ে তাঁর মানবপ্রেম প্রকাশিত হয়েছে।
১৩. কবি কাঁটার বিনিময়ে কী দান করেছেন?
ক) কাঁটা
খ) টাকা
গ) বাণ
ঘ) ফুল
সঠিক উত্তরঃ ঘ) ফুল
ব্যাখ্যাঃ কবি কাঁটার বিনিময়ে ফুল দিতে চান। কবি সমাজে প্রচলিত হিংসা-বিদ্বেষ-হানাহানির মধ্যে বেড়ে উঠলেও তিনি মানুষের মধ্যে সৌহার্দ্য গড়ে তুলতে চান। তাঁকে যারা আঘাত দেন তিনি তাদের প্রত্যাঘাত দিতে চান না। তিনি তাদেরকে ভালোবাসার মাধ্যমে জয় করে নিতে চান। তাই তিনি সারা জীবন কাঁটার বিনিময়ে ফুল দেন।
১৪. কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?
ক) বুকে
খ) ঘরের পাশে
গ) বাগানে
ঘ) হৃদয়ে
সঠিক উত্তরঃ ক) বুকে
ব্যাখ্যাঃ কবির বুকে কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে। অনিষ্টকারী কবির বুকে কবর বেঁধেছে কিন্তু কবি রঙিন ফুলের সোহাগ। জড়ানো মালঞ্চে অনিষ্টকারীর বুক বেঁধে দেন। কবি বোঝাতে চেয়েছেন তাঁর বুকে যারা কবর বেঁধেছে বা তাঁকে যারা আঘাত করেছে, তিনি তাদের বুক ভালোবাসা দিয়ে ভরে দিবেন।
১৫. ‘প্রতিদান’ কবিতায় মোট কয়টি পঙক্তি রয়েছে?
ক) ১৮ টি
খ) ১৯ টি
গ) ২০ টি
ঘ) ২১টি
সঠিক উত্তরঃ ক) ১৮ টি
ব্যাখ্যাঃ ‘প্রতিদান’ কবিতার পঙক্তি সংখ্যা ১৮।
১৬. আঘাতকারীর জন্য কান্নার মধ্য দিয়ে কবির মাঝে কী প্রকাশ পেয়েছে?
ক) অসহায়ত্ব
খ) প্ৰতিহিংসা
গ) শোক
ঘ) মানবপ্রেম
সঠিক উত্তরঃ ঘ) মানবপ্রেম
ব্যাখ্যাঃ যে কবির বুকে আঘাত করেছে, কবি তার-ই জন্য কাঁদেন। কবি প্রতিশোধপরায়ণ নন। তিনি ক্ষমাশীল ও পরোপকারী। কেউ কবির অনিষ্টের চেষ্টা করলে কবি তার অনিষ্টের চেষ্টা না করে বরং তার উপকার কারার চেষ্টা করেন। তাই যে তার বুকে আঘাত করে গেছে কবি তার জন্য ভালোবাসা অনুভব করে কাঁদেন। কবির এই ব্যবহারের মধ্য দিয়ে তাঁর মানবপ্রেম প্রকাশিত হয়েছে।
প্রতিদান কবিতার MCQ part 02
১৭. যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান, এখানে ‘বিষেভরা বাণ’ কী অর্থ জ্ঞাপন করেছে?
ক) কটুকথা
খ) তীর
গ) মন্ত্ৰ
ঘ) শর
সঠিক উত্তরঃ ক) কটুকথা
ব্যাখ্যাঃ কবি প্রতিশোধপরায়ণ নন। তিনি ক্ষমাশীল ও পরোপকারী। কেউ কবির অনিষ্টের চেষ্টা করলে বা তাঁকে বিষে-ভরা বাণ দিলে কবি তার অনিষ্টের চেষ্টা না করে বরং তার উপকার করার চেষ্টা করেন, তাঁর জন্য বুকভরা গান রচনা করেন। কবির এমন মনোভাব আত্মত্যাগের অনুভূতিকে প্রকাশ করে। যা পারস্পরিক সৌহার্দ্য রক্ষায় ভূমিকা রাখবে। উল্লেখ্য, বাণ শব্দের অর্থ – তির/শব্দ; ধ্বনি ইত্যাদি।
১৮. ‘আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।– পঙক্তিতে কী বোঝানো হয়েছে?
ক) ক্ষমাশীলতা
খ) মানবপ্রীতি
গ) আন্তরিকতা
ঘ) আত্মতুষ্টি
সঠিক উত্তরঃ খ) মানবপ্রীতি
ব্যাখ্যাঃ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে পরের ভালো করেন। কবি তাকেই আপন করতে কেঁদে বেড়ান যে কবিকে পর করেছে। কবির এমন মানসিকতা মানবপ্রীতিকে প্রকাশ করে।
১৯. কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন?
ক) প্রতিদান পাওয়ার জন্য
খ) সুন্দর পৃথিবী নির্মাণের মানসে
গ) নিজের অভ্যাসগত কারণে
ঘ) অর্থলাভের বাসনায়
সঠিক উত্তরঃ খ) সুন্দর পৃথিবী নির্মাণের মানসে
ব্যাখ্যাঃ নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি অন্যের ঘর বেঁধে দিতে চান। কবি একটি সুন্দর পৃথিবী বিনির্মাণের জন্য অনিষ্টকারীকে ক্ষমা করে এবং তার উপকারের মাধ্যমে প্রতিদান দিতে চান। তাই যে তাঁর ঘর ভাঙে, তিনি তার ঘর বাঁধেন, যে তাকে পর করে তিনি তাকে আপন করতে চান ।
২০. মাসুদ সেই লোকটির জন্য টাকা ব্যয় করল যে মাসুদকে অপমান করেছিল। মাসুদের কোন গুণ ‘প্রতিদান’ কবিতার ‘আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি – চরণে খুঁজে পাওয়া যায়- –
ক) ক্ষমাশীল ও পরোপকারী মানসিকতা
খ) ক্ষমাশীলতা
গ) কৃতজ্ঞতা
ঘ) দানশীলতা
সঠিক উত্তরঃ ক) ক্ষমাশীল ও পরোপকারী মানসিকতা
ব্যাখ্যাঃ প্রশ্নে উল্লিখিত মাসুদের ক্ষমাশীল ও পরোপকারিতার গুণটি ‘প্রতিদান’ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। ‘প্রতিদান’ কবিতায় আগামীর জন্য একটি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে কবি ক্ষমাশীলতা ও পরোপকারের মহত্ত্ব ধারণ করেছেন। কবি অনিষ্টকারীকে শুধু ক্ষমাই করেননি বরং তাকে শান্তির বদলে উপকার করে প্রতিদান দেন। উদ্দীপকে মাসুদের মধ্যে কবির এই গুণ পাওয়া যায়।
আরো পড়ুন :
২১. ‘বিরাগী’ শব্দের অর্থ কি?
ক) নিষ্ঠুর
খ) উদসীন
গ) অনুরাগ
ঘ) করুণা
সঠিক উত্তরঃ খ) উদসীন
ব্যাখ্যাঃ বিরাগী শব্দের অর্থ উদাসীন, গৃহহারা।
২২. ‘দীঘল রজনী’ বলতে কী বোঝায়?
ক) দীর্ঘ রাত
খ) সল্পদৈর্ঘ্য রাত
গ) নির্জন রাত
ঘ) নির্ঘুম রাত
সঠিক উত্তরঃ ক) দীর্ঘ রাত
ব্যাখ্যাঃ ‘দীঘল রজনী’ বলতে গভীর রাতকে বোঝায়।
২৩. ‘মালঞ্চ’ অর্থ কী?
ক) ভালোবাসা
খ) ক্ষমা
গ) ফুলের বাগান
ঘ) মঞ্চ
সঠিক উত্তরঃ গ) ফুলের বাগান
ব্যাখ্যাঃ ‘মালঞ্চ’ শব্দের অর্থ ফুলের বাগান।
২৪. ‘প্রতিদান’ কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক) ধানখেত
খ) বালুচর
গ) রাখালি
ঘ) মাটির কান্না
সঠিক উত্তরঃ খ) বালুচর
ব্যাখ্যাঃ ‘প্রতিদান’ কবিতাটি ‘বালুচর’ নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
প্রতিদান কবিতার MCQ
২৫. ‘প্রতিদান কবিতায় কবি কেন ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে বলেছেন?
ক) জীবনকে স্বার্থক করতে
খ) প্রীতিময় পৃথিবী পড়তে
গ) প্রতিহিংসা থেকে
ঘ) অর্থের জন্য
সঠিক উত্তরঃ ক) জীবনকে স্বার্থক করতে
ব্যাখ্যাঃ প্রতিদান কবিতার ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে বলা হয়েছে কারণ ব্যক্তিস্বার্থ বিসর্জন নিয়ে পরার্থপরতার মধ্যেই ব্যক্তির প্রকৃত সুখ ও সার্থকতা নিহিত। সমাজ-সংসারে বিদ্যমান বিভেদ-হিংসা-হানাহানি দ্বারা আক্রান্ত হওয়ার পরও কবি প্রতিশোধ প্রতিহিংসায় বিশ্বাস করেন না। কারণ তার লক্ষ্য একটি প্রীতিময় পরিবেশ সৃষ্টি। আর এই ভালোবাসাপূর্ণ মানুষই পারে সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণ করতে।
২৬. ‘প্রতিদান’ কবিতার মূল প্রতিপাদ্য কোনটি?
ক) ক্ষমা
খ) সংকীর্ণতা
গ) ক্ষমা ও পরোপকার
ঘ) পরোপকার
সঠিক উত্তরঃ গ) ক্ষমা ও পরোপকার
ব্যাখ্যাঃ ‘প্রতিদান’ কবিতার মূল প্রতিপাদ্য ক্ষমা ও পরোপকার। ‘প্রতিদান’ কবিতায় কবি জসীমউদ্দীন একটি প্রীতিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করতে চান। আর এর জন্য তিনি ক্ষমা ও পরোপকারের গুণে গুণান্বিত।
২৭. সুন্দর ও নিরাপদ পৃথিবীর জন্য কেমন মানুষ দরকার?
ক) বিত্তবান
খ) ভালোবাসাপূর্ণ
গ) জ্ঞানী
ঘ) দক্ষ
সঠিক উত্তরঃ খ) ভালোবাসাপূর্ণ
ব্যাখ্যাঃ সমাজ-সংসারে বিদ্যমান বিভেদ- হিংসা-হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিরোধ-প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। কেননা, ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর-নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করতে চেয়েছেন।
Protidan kobita mcq pdf
২৮. ‘প্রতিদান’ কবিতায় কবি অনিষ্টকারীকে কী দিয়েছেন?
ক) ক্ষমা
খ) শাস্তি
গ) দয়া
ঘ) অভিশাপ
সঠিক উত্তরঃ ক) ক্ষমা
২৯. কবি নিজের ক্ষতি মেনে নিয়ে অনিষ্টকারীর ঘর বেঁধে দিয়েছেন, কারণ তিনি-
i. ক্ষমাশীল
ii. পরোপকারী
iii. মহৎ
নিচের কোনটি সঠিক
i ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii
ব্যাখ্যাঃ কবি নিজের ক্ষতি মেনে নিয়ে অনিষ্টকারীর ঘর বেঁধে দিয়েছেন কারণ তিনি ক্ষমাশীল, পরোপকারী এবং মহৎ। কবি অনিষ্টকারীকে শুধু ক্ষমা করেই নয় বরং অনিষ্টকারীর উপকার করে প্রতিদান দেন। কেননা এর মধ্যেই জীবনের প্রকৃত সফলতা ও সার্থকতা নির্ভর করে।
৩০. ‘আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি – বলতে বোঝানো হয়েছে- –
i. ক্ষমাশীলতা
ii. স্বার্থপরতা
iii. সহনশীলতা
নিচের কোনটি সঠিক
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ গ) i ও iii
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত পঙক্তি দ্বারা ক্ষমাশীলতা এবং পরার্থপরতার দিকটি প্রতিফলিত হয়েছে।
৩১. কবি আঘাতের পরিবর্তে দিতে চেয়েছেন –
i. ভালোবাসা
ii. ক্ষমা
iii. প্রত্যাঘাত
নিচের কোনটি সঠিক
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ ক) i ও ii
ব্যাখ্যাঃ কবি অনিষ্টকারীর আঘাতের পরিবর্তে তাকে ক্ষমা ও ভালোবাসা দিতে চান । কবি জানেন ক্ষুদ্রস্বার্থের কথা চিন্তা করে বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দেওয়া যায় না। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশোধের বদলে ভালোবাসা এবং ক্ষমার দৃষ্টান্তে কবি বিশ্বাস করেন। তাই তিনি আঘাতের পরিবর্তে প্রত্যাঘাত না করে বরং ক্ষমা ও ভালোবাসা দিয়ে অনিষ্টকারীর মন জয় করতে চান।
৩২. ‘যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান বলতে কবি বুঝিয়েছে—
i. মহত্ব
ii. করুণা
iii. ভালোবাসা
নিচের কোনটি সঠিক
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ গ) i ও iii
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত পক্তিটি দ্বারা কবির মানুষের প্রতি ভালোবাসা এবং মহত্ত্ব প্রকাশিত হয়েছে। কবি অনিষ্টকারীর, অনিষ্টের বদলা নিতে চান না। তিনি অনিষ্টকারীর অনিষ্টের বদলে তাঁকে ক্ষমা ও ভালোবাসা দিয়ে আপন করতে চান। কবিকে যে বিষাক্ত বাক্যবাণে জর্জরিত করেছে কবি তাকে বুকভরা গান তথা মধুর কথা শুনিয়ে মন ভরে দেন। এতে কবির অনিষ্টকারীর প্রতি ভালোবাসাকে প্রকাশ করেছে, যা কবির মহত্ত্বের পরিচায়ক।
৩৩. কাঁটার বিনিময়ে ফুল দেওয়ার কারণ-
i. মহানুভবতা
ii. আত্মত্যাগ
iii. ভালোবাসাপূর্ণ পৃথিবী গড়ার প্রত্যাশা
নিচের কোনটি সঠিক
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii
ব্যাখ্যাঃ কবি কাঁটার বিনিময়ে ফুল দিতে চান কারণ তিনি মহানুভব ও আত্মত্যাগী। শান্তিপূর্ণ একটি সুন্দর ভবিষ্যতের পৃথিবী গড়ার জন্য তিনি কষ্টদানকারীকে ক্ষমা করে দেন। তাই তিনি কাঁটার বিনিময়ে ফুল দান করেন।
৩৪. আফিফ রাকিবের ল্যাপটপ নষ্ট করেছে বলে রাকিব আফিফের নতুন ফোনটি ভেঙে ফেলল ‘প্রতিদান’ কবিতা অনুসারে রাকিবের সিদ্ধান্ত-
i. অনুচিত
ii. প্রতিশোধপরায়ন
iii. স্বাভাবিক
নিচের কোনটি সঠিক
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ ক) i ও ii
ব্যাখ্যাঃ ‘প্রতিদান’ কবিতানুসারে রাকিবের সিদ্ধান্ত অনুচিত এবং তা কবির মনোভাবের পরিপন্থি। ‘প্রতিদান’ কবিতায় কবি প্রতিহিংসায় বিশ্বাস করেন না। কবি মানবতাবাদে উদ্বুদ্ধ হয়ে নিজের ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ ভুলে বৃহত্তর স্বার্থে ক্ষমাশীলতা এবং পরোপকারিতাকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেন। ফলে প্রশ্নোক্ত রাকিব যা করেছে তা ‘প্রতিদান’ কবিতা অনুসারে অনুচিত এবং তার প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ণতা কবির মনোভাবের পরিপন্থি।
নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও: প্রতিদান কবিতার MCQ প্রশ্ন ও উত্তর pdf
মনি ও মুক্তা দুই বোন। মুক্তা মনিকে অনেক ভালোবাসে। মনি মুক্তাকে হিংসা করে, অন্যরা মুক্তার প্রশংসা করলে রেগে যায়। মুক্তা মনির এসব বিষয় জেনেও তাকে মনে মনে ক্ষমা করে দেয়। তার মঙ্গল কামনা করে।
৩৫. উদ্দীপকের সাথে কোন কবিতাটির সাদৃশ্য রয়েছে?
ক) সুচেতনা
খ) পদ্মা
গ) প্রতিদান
ঘ) ছবি
সঠিক উত্তরঃ গ) প্রতিদান
ব্যাখ্যাঃ উদ্দীপকটির সাথে ‘প্রতিদান’ কবিতাটির সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে মুক্তার ক্ষমাশীলতা, উদারতা ও মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। প্রতিদান কবিতায় কবির মধ্যে এই গুণগুলো পাওয়া যায়।
৩৬. উদ্দীপকে ‘প্রতিদান’ কবিতার যে দিকগুলো প্রকাশ পেয়েছে-
i. প্রতিহিংসা
ii. উদারতা
iii. ক্ষমাশীলতা
নিচের কোনটি সঠিক
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii
ব্যাখ্যাঃ উদ্দীপকটির সাথে ‘প্রতিদান’ কবিতাটির সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে মুক্তার ক্ষমাশীলতা, উদারতা ও মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। প্রতিদান কবিতায় কবির মধ্যে এই গুণগুলো পাওয়া যায়।
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও: প্রতিদান কবিতার MCQ pdf download
মা-মরা মেয়ে রহিমাকে সত্মা অনেক অত্যাচার করে। সারাদিন খাটিয়ে সমস্ত কাজ করিয়ে নেয় । সামান্য ভুল করলেই সে রহিমাকে নির্যাতন করে। রহিমা তবুও সম্মাকে নিজের মায়ের মতোই ভালোবাসে। [
৩৭. উদ্দীপকের সৎ মায়ের সাথে ‘প্রতিদান’ কবিতার সাদৃশ্য কোথায়?
ক) উদারতায়
খ) ক্ষমাশীলতায়
গ) কর্মনিপূণতায়
ঘ) প্রতিহিংসায়
সঠিক উত্তরঃ ঘ) প্রতিহিংসায়
ব্যাখ্যাঃ ‘প্রতিদান’ কবিতায় কবি স্বার্থপর আর অনিষ্টকারীদের কথা বলেছেন। যারা প্রতিহিংসার বশবর্তী হয়ে কবির ঘর ভেঙে দেন। উদ্দীপকের সং মা ও কবিতায় উল্লিখিত অনিষ্টকারীদের মতোই। কেননা, তিনিও সং মেয়ে রহিমাকে দিয়ে বেশি কাজ করান, রহিমাকে নির্যাতন করেন। কিন্তু রহিমা কবিতার কবি চেতনার মতো উদার ও ক্ষমাশীল। সে সৎ মাকে নিজের মায়ের মতোই ভালোবাসে
৩৮. রহিমার মধ্যে কবি চেতনার প্রতিফলিত দিকটি হলো—
i. কর্মনিপূণতা
ii. উদারতা
iii. ক্ষমাশীলতা
নিচের কোনটি সঠিক
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ গ) ii ও iii
এইচএসসি বাংলা ১ম পত্র প্রতিদান কবিতার MCQ PDF Download