বিভীষণের প্রতি মেঘনাদ

এইচএসসি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার নোট ২০২৫| কবিতার গুরুত্বপূর্ণ নোট pdf download

Advertisements

এইচএসসি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার নোটটি এমন ভাবে সাজানো হয়েছে যার মাধ্যমে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে ।এই লেকচারে অন্তর্ভুক্ত আছে কবিতার ব্যাখ্যা, সৃজনশীল প্রশ্ন ও উত্তর, কবিতার মূলভাব, জ্ঞানমূলক ও mcq pdf । তাই আর দেরি না করে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার লেকচার শীটটি পড়ে ফেলুন ।।

বিভীষণের প্রতি মেঘনাদ

মাইকেল মধুসুদন দত্ত

কবি পরিচিতি সাহিত্যকর্ম

জন্ম পরিচয়:

১৮২৪ খ্রিস্টাব্দের ২৫ জানুয়ারি, যশোর জেলার কেশবপুর থানাধীন সাগরদাঁড়ি গ্রাম। পিতা: রাজনারায়ণ দত্ত। মাতা: জাহ্নবী দেবী।

শিক্ষাজীবন:

Advertisements

কলকাতায় লালবাজার গ্রামার স্কুল, হিন্দু কলেজ এবং পরবর্তীকালে বিশপস কলেজে ভর্তি হন। তিনি ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে গিয়েছিলেন।

 খ্রিস্টধর্ম গ্রহণ:

১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি (১৯ বছর বয়সে) খ্রিস্টধর্মে দীক্ষিত হন।

মৃত্যুবরণ: ১৮৭৩ সালে ২৯ জুন। সমাধিস্থান: কলকাতার লেয়ার সার্কুলার রোড।

নাটক:

শর্মিষ্ঠা (১৮৫৯), পদ্মাবর্তী (১৮৬০), কৃষ্ণকুমারী (১৯৬১), মায়াকানন (১৮৭৪), কীর্তিবিলাস (১৮৫২), Rizia (অসমাপ্ত নাট্য-কাব্য), শুভদ্রা, বিষ না মধুগুণ।

কাব্য:

The Captive Ladie (১৯৪৯), ব্রজাঙ্গনা কাব্য (১৯৬১), চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৬), তিলোত্তমাসম্ভর কাকা (১৮৬০), বীরাঙ্গনা কাব্য (১৮৬২)।

প্ৰহসন:

একেই কি বলে সভ্যতা? (১৮৬০), বুড় সালিকের ঘাড়ে রোঁ (১৮৬০)।

মহাকাব্য: মেঘনাদবধ কাব্য (১৮৬১)।

কবি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

★ মধুসূদন দত্ত নিজের নামের শুরুতে মাইকেল যোগ করেন ১৮৪৩ সালে।

★ কৰি ছাড়াও তিনি অন্য যে পরিচয়ে স্বনামধন্য ছিলেন নাট্যকার।

★ মধুসূদন দত্তের রাধা-কৃষ্ণ বিষয়ক গীতিকাব্যের নাম – ব্রজাঙ্গনা ।

★ মধুসূদন দত্তের বন্ধুর নাম রাজনারায়ণ বসু।

★ পেত্রার্ক যে দেশের কবি ছিলেন ইতালিয়ান ।

★ বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্যের নাম মেঘনাদবধ কাব্য।

★ মাইকেল মধুসূদন দত্ত বিভিন্ন ভাষায় শিক্ষা লাভ করেন শিবপুরের বিশপস কলেজে অবস্থানকালে।

★ অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য – তিলোত্তমাসম্ভর কাব্য।

★ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক – কৃষ্ণকুমারী।

★ ‘মেঘনাদবধ কাব্য’ গ্রন্থে সর্গ সংখ্যা ৯টি।

★ মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ প্রকৃতপক্ষে – বীর রসের কাব্য।

★ মাইকেল মধুসূদন দত্ত মূলত – উনিশ শতকের কবি।

★ মধুসূদন দত্তকে বলা হয়- বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। কারণ তিনিই প্রথম সাহিত্যের মাধ্যমে সামাজিক বিদ্রোহ করেন।

★ মহাভারতের দেবযানী যযাতি উপাখ্যান অবলম্বনে লেখা নাটক – শর্মিষ্ঠা।

★ গ্রিক পুরাণ থেকে কাহিনি সংগ্রহ করে লেখা নাটক পদ্মাবতী।

★ বাংলা সাহিত্যে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন পদ্মাবতী নাটকে (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)।

★ তিনি হোমারের ইলিয়াড’ এর উপাখ্যান অবলম্বন করে বাংলা গদ্যের রচনা করেন হেক্টরধ (১৮৭১)।

★ রাতপুত ইতিহাসের বিয়োগান্তক আখ্যান অবলম্বনে লেখা নাটক – কৃষ্ণকুমারী।

* আচারনিষ্ঠ প্রাচীনপন্থী রক্ষণশীল হিন্দু সমাজের গোপন লাম্পট্যকে পরিহাস করে লেখা প্রহসন বুড় সালিকের ঘাড়ে রোঁ।

* তিনি মাদ্রাজের উদ্দেশে কলকাতা ত্যাগ করেন ২৪ বছর বয়সে।

★ মধুসূদন যেসব ভাষায় দক্ষ ছিলেন- বাংলা, ইংরেজি, গ্রিক, ল্যাটিন, সংস্কৃত, হিব্রু, পার্সি, জার্মান, ইটালিয়ান, তামিল ও তেলেগু ভাষায় ।

‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতা সম্পর্কিত তথ্যাবলি

★ “বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তরে ‘মেঘনাদবধ কাব্য’র “বধো’ (বধ) নামক ষষ্ঠ সর্গ থেকে সংকলিত।

★ “বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশটি ১৪ মাত্রার অমিল প্রবহমান যতিস্বাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত ।

★ নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষঃশ্রেষ্ঠ? এখানে ‘সহোদর’ হলো বিভীষণের ভাই রাবণ ।

★ রামানুজকে মেঘনাদ শমন-ভবনে পাঠাতে চেয়েছে।

★ কেমনে ও মুখে আনিলে এ কথা, তাত, কহ তা দাসেরে!’ এখানে ‘দাসেরে’ হলো মেঘনাদ ।

আরো পড়ুন :

★ কুম্ভকর্ণের মায়ের নাম- নিকষা।

★ ইন্দ্রের অপর নাম- বাসব।

★ ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ মেঘনাদ মহারথী’ বলে সম্বোধন করেছে – বিভীষণকে।

★ ‘প্রফুল্ল কমলে কীটবাস’ উক্তিটি মেঘনাদের।

★ লক্ষ্মণের মায়ের নাম সুমিত্রা।

★ মেঘনাদ ‘দুরাচার দৈত্য’ বলে অভিহিত করেছে – লক্ষ্মণকে

★ ‘বীরেন্দ্র বলী’ বলা হয়েছে মেঘনাদকে।

★ “নির্গুণ স্বজন শ্রেয়ঃ,পরঃপরঃ সদা!’ উক্তিটি – মেঘনাদের।

★ জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি – এ সকলে দিলা জলাগুলি? জলাঞ্জলি দিয়েছে – . বিভীষণ

★ ‘অরিন্দম’ অর্থ- অরি বা শত্রুকে দমন করে যে।

★ ‘শূলিশম্ভুনিভ’ অর্থ – শূলপাণি মহাদেবের মতো।

★ ‘তস্কর’ অর্থ- চোর।

★ ‘ধীমান’ অর্থ- ধীসম্পন্ন বা জ্ঞানী।

★ ‘বিধু’ অর্থ – চাঁদ।

★ ‘প্রগলভে’ অর্থ – নির্ভীক চিত্তে।

★ রুষিলা অর্থ – রাগান্বিত হলো।

★ মন্ত্র অর্থ – শব্দ ।

★ ‘জীমূতেন্দ্ৰ’ অর্থ- মেঘের ডাক বা আওয়াজ ।

এইচএসসি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার লেকচার শীটটি ডাউনলোড করুন :

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top