Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » এইচএসসি বাংলা ১ম পত্র বিলাসী গল্পের MCQ PDF Download
    এইচএসসি বাংলা নোট

    এইচএসসি বাংলা ১ম পত্র বিলাসী গল্পের MCQ PDF Download

    EduQuest24By EduQuest24October 28, 2024No Comments10 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    বিলাসী গল্পের MCQ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এইচএসসি বাংলা ১ম পত্র বিলাসী গল্পের MCQ PDF ফাইলে প্রতিটি MCQ প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ কারে দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ বিলাসী গল্পের MCQ প্রশ্নের উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে আমাদের বিলাসী গল্পের MCQ pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।

    • বিলাসী গল্পের MCQ প্রশ্ন ও উত্তর PDF Download
      • বিলাসী গল্পের MCQ বহুনির্বাচনি প্রশ্ন

    বিলাসী গল্পের MCQ প্রশ্ন ও উত্তর PDF Download

    ১. শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি?

    ক) মন্দির

    খ) চরিত্রহীন

    গ) দেনাপাওনা

    ঘ) পল্লি-সমাজ

    সঠিক উত্তরঃ ক) মন্দির

    ব্যাখ্যাঃ শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কুস্তলীন পুষ্কারপ্রাপ্ত “মন্দির:” নামে একটি গল্প। তাঁর বিখ্যাত উপন্যানগুলোর মধ্যে রয়েছে। ‘দেবদাস’, ‘পল্লিসমাজ’, ‘চরিত্রহীন’, ‘শ্রীকান্তৎ, ‘গ্রহদাহ’, ‘দেনাপাওনা’ ইত্যাদি। এনব উপন্যাসে বাঙ্গালি নারীর প্রতিকৃতি অঙ্কনে তিনি অসামান্য দক্ষতা দেখিয়েছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ১৯২৩ খ্রিষ্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে জগত্তারিণী স্বর্ণপদক এিবং ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে তাঁকে সম্মানসূচক ডিলিট প্রদান করে। শরৎচন্দ্র ১৯৩৮ খ্রিষ্টাব্দে ১৬ই জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন।

    ২. “গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম।” ‘সুনাম’ কথাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

    ক) সুনাম

    খ) অপমান

    গ) কুখ্যাতি

    ঘ) দুর্নাম

    সঠিক উত্তরঃ ঘ) দুর্নাম

    ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত বাক্যে সুনাম কথাটি ব্যঙ্গার্থে দুর্নাম বোঝাতে বিদ্রুপ করা হয়েছে। গল্পে মৃত্যুান্জয়ের পড়ালেখায় পিছিয়ে পড়া, খুড়া কর্তৃক দুর্নাম রটানো, সরলতার সুযোগ নিয়ে গ্রামের ছেলেরাসহ তাদের বাবারা টাকা নিয়ে ঋণের কথা স্বীকার না করা ইত্যাদির আলোকে লেখক প্রশ্নোক্ত উক্তিটি করেছেন- ‘গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম ।

    ৩. মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো?

    ক) ফার্স্ট ক্লাস

    খ) সেকেন্ড ক্লাস

    গ) থার্ড ক্লাস

    ঘ) ফোর্থ ক্লাস

    সঠিক উত্তরঃ গ) থার্ড ক্লাস

    ব্যাখ্যাঃ মৃত্যুঞ্জয় লেখকের ঘনিষ্ঠ পরিচিত জন। লেখক এবং সে একিই গ্রামের, একই বিদ্যালয়ে পড়তো। মৃত্যুন্জয়ের বেশি ছিল থার্ড ক্লাস। তার এই থার্ড ক্লাসের শুরু কবে কিংবা ফোর্থ ক্লাসের শুরু কবে তার ইতিহাস কেই জানে না। আবার, সেকেন্ড ক্লাসে উঠিবার খবরও কেউ পায়নি। ভালো ছাত্র ছিলো না বলে তার এই অবস্থা । গল্পে থার্ড ক্লাশ মানে বর্তমানের অষ্টম এবং ফোর্থ ক্লাশ মানে সপ্তম শ্রেণি। উল্লেখ্য, গ্রামের এক প্রান্তে মৃত্যুঞ্জয়ের একটি প্রকান্ড আম-কাঁঠালের বাগান ছিল যার অর্থ দিয়ে তার সারা বছরের খরচ মিটতো।

    ৪. “উপরের আদালতের হুকুম” বলতে কার নির্দেশ বোঝানো হয়েছে?

    ক) স্রষ্টার

    খ) হাইকোর্টের

    গ) জজকোর্টের

    ঘ) খুড়ার

    সঠিক উত্তরঃ ক) স্রষ্টার

    ৫. ‘যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদি পাই নাই, কিন্তু আর এর একদিন পাইয়াছিলাম। – এখানে বস্তুটি বলতে বিলাসী গল্পে কী বোঝানো হয়েছে?

    ক) মানবতা

    খ) প্ৰেম

    গ) লৌকিকতা

    ঘ) সম্পদের লোভ

    সঠিক উত্তরঃ খ) প্ৰেম

    ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত বাক্যে ‘বস্তুটি বলতে বিলাসী গল্পে ‘প্রেম’ বোঝানো হয়েছে। “বিলাসী” গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানব-মানবীর চরিত্রের অসাধারণ পেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। শয্যশায়ী মৃত্যুঞ্জয়কে ন্যাড়া তথা লেখক দেখতে গিয়ে ফিরে আসার সময় মৃত্যুঞ্জয়ের প্রতি বিলাসীর যে প্রেম-ভালোবাসা দেখলেন তার বর্ণনা দিতে গিয়ে লেখক উক্তিটির অবতারণা করেছেন।

    ৬. ‘মহত্ত্বের কাহিনি আমাদের অনেক আছে।’ এখানে মহত্ব’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

    ক) ব্যঙ্গার্থে

    খ) প্ৰশংসাথে

    গ) ক্ষোভার্থে

    ঘ) নিন্দার্থে

    সঠিক উত্তরঃ ক) ব্যঙ্গার্থে

    ব্যাখ্যাঃ বিলাসীকে যখন গ্রামের ছেলেরা নির্যাতন, মারধর করতে থাকে সেকানে লেখক ও উপস্থিত ছিলেন। মারধরে অংশ না নিলেও লেখক তাদেরকে বাধাও দিতে পারে না । ঘটনা প্রসঙ্গে লেখক বলেন, পল্লিগ্রামে উদারতার অভাব থাকার কারণে বিলাসীর এমন অবস্থা হয়নি। বরং পল্লিগ্রামেও উদারতা রয়েছে। আর তা শুধু ধনী পরিবারের ক্ষেত্রেই দেখা যায়। আর ধর্মীদের এমন কাহিনি তথা মহত্ত্বের কাহিনি লেখকের অনেক জানা আছে। এখানে লেখক ব্যঙ্গার্থে কথাটি বলেছেন।

    ৭. ‘বিলাসী’ গল্পটি ‘ভারতী’ পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয়েছে?

    ক) ফাল্গুন

    খ) পৌষ

    গ) বৈশাখ

    ঘ) শ্রাবণ

    সঠিক উত্তরঃ গ) বৈশাখ

    ব্যাখ্যাঃ শরৎচন্দ্রের ‘বিলাসী’ গল্পটি প্রথমে প্রকাশিত হয় ‘ভারতী’ পত্রিকায় ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ খ্রিষ্টাব্দে) বৈশাখ সংখ্যায় ।

    ৮. সাপ ধরার বায়না এলে বিলাসী নানা প্রকারে বাধা দিত কেন?

    ভয়ংকর কাজ ছিল বলে

    খ) কঠিন কাজ ছিল বলে

    গ) অনেক কষ্ট ছিল বলে

    ঘ) মৃত্যুঞ্জয়ের অধিক সাহস ছিল বলে

    সঠিক উত্তরঃ ক) ভয়ংকর কাজ ছিল বলে

    ব্যাখ্যাঃ বিলাসী জানে সাপ ভয়ংকর জানোয়ার। তাই একে সাবধানেই নাড়াচাড়া করা উচিৎ। আর তাই সাপ ধরার বাইনা এলে সে লেখককে নানাভাবে বাধা দেয়ার চেষ্টা করত।

    ৯. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

    ক) ১৮৭০ খ্রিষ্টাব্দে

    খ) ১৮৭৫ খ্রিষ্টাব্দে

    গ) ১৮৭৬ খ্রিষ্টাব্দে

    ঘ) ১৮৯৯ খ্রিষ্টাব্দে

    সঠিক উত্তরঃ গ) ১৮৭৬ খ্রিষ্টাব্দে

    ব্যাখ্যাঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ খ্রিষ্টাব্দের ১৫ই সেপ্টেম্বর পশ্চিম বাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম (গ) ভুবনমে মতিলাল চট্টোপাধ্যায়, জননী ভুবনমোহিনী দেবী। বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় এই ঔপন্যাসিকের ছেলেবেলা কাটে দারিদ্র্যের মধ্যে। Note পূর্বের ৫নং চব্বিশ বছর বয়সে মনের ঝোঁকে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন শরৎচন্দ্র। সংগীতজ্ঞ হিসেবে খ্যাতির সূত্রে ঘটনাচক্রে এক জমিদারের বন্ধু হয়েছিলেন তিনি; জীবিকার তাগিদে দেশ ছেড়ে গিয়েছিলেন বর্মা মুলুকে অর্থাৎ বর্তমান মিয়ানমারে।

    ১০. ‘বিলাসী’ গল্পে গ্রামের ছেলেদের স্কুলে যেতে হয়–

    i) দুই ক্রোশ পথ পায়ে হেঁটে

    ii) বর্ষার দিনে এক হাঁটু কাদা ভেঙে

    iii) গ্রীষ্মের দিনে ধুলার সাগর সাঁতরে

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii

    খ) ii ও iii

    গ) i ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii

    ব্যাখ্যাঃ তৎকালীন হিন্দু সমাজ উঁচু-নিচু জাতের বিয়েতে সমর্থন করতো না। তার চেয়ে বড় পাপ ছিল উঁচু হয়ে নিচু জাতের কারো হাতে ভাত খাওয়া। বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের এমন আচরণে গ্রামবাসী অসন্তুষ্ট ছিল। তাই তারা ধর্ম, জাত আর সমাজ বাঁচাতে বিলাসীকে মেরে গ্রাম থেকে বের করে দেয়।

    ১১. ‘কলি কি সত্যই উল্টাইতে বসিল।’ ‘বিলাসী’ গল্পে গাঁয়ের লোকের এমন মনোভাব প্রকাশ পায়–

    i) তাদের ধর্মপ্রীতির ভাব

    ii) জাত-সংসারের চিন্তা

    iii) সমাজ রক্ষার প্রয়োজনীয়তা

    নিচের কোনটি সঠিক?

    i 3 ii

    খ) ii ও iii

    গ) i ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii

    ১২. “বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি।”—বিলাসী এ কথা কেন বলেছিল?

    i) শিয়াল কুকুরে খেয়ে যাবে

    ii) রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না

    iii) মৃত্যুঞ্জয় মরে যাবে

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii

    খ) ii ও iii

    গ) i ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ক) i ও ii

    ব্যাখ্যাঃ অন্নপাপের অপরাধে গ্রামের ছেলেরা বিলাসীকে যখন চুল ধরে টেনে গ্রামের বাইরে নিয়ে যাচ্ছিল তখন বিলাসী বলে, ‘বাবুরা, আমাকে একটি বার ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি।’ এখানে বিলাসীর আশংকা ছিল, গাঁয়ের ছেলেরা অর পূর্বে সে যে রুটিগুলো বানাচ্ছিল সেগুলো ঐভাবে ফেলে গেলে তা শিয়াল-কুকুরে খেয়ে ফেলতে পারে, আবার মৃত্যুঞ্জয়কেও সমস্ত রাত না খেয়ে কাটাতে হবে।

    আরো পড়ুন:

    • এইচএসসি বাংলা ১ম পত্র বিদ্রোহী কবিতার MCQ
    • এইচএসসি বাংলা ১ম পত্র বায়ান্নর দিনগুলো প্রবন্ধের MCQ
    • এইচএসসি বাংলা ১ম পত্র ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ
    • এইচএসসি বাংলা ১ম পত্র প্রতিদান কবিতার MCQ

    ১৩. বিলাসীর করুণ পরিণতির জন্য দায়ী–

    i) তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজব্যবস্থা

    ii) মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ার ষড়যন্ত্র

    iii) মৃত্যুঞ্জয়ের সাপুড়ে হওয়া

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) ii ও iii

    গ) i ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ক) i ও ii

    ব্যাখ্যাঃ বিলাসী তৎকালীন হিন্দু সমাজব্যবস্থার শিকার। উপরুন্তু, মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ার ষড়যন্ত্রের কারণেও বিলাসীকে করুণ পরিণতি বরণ করতে হয়।

    বিলাসী গল্পের MCQ বহুনির্বাচনি প্রশ্ন

    নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও: বিলাসী গল্পের mcq উত্তর সহ

    রিক্তা আর সুজনের পনেরো বছরের সংসার। হঠাৎ এক রাতে রিক্তার স্বামী মারা যায়। প্রতিবেশী হারাধন রিক্তাকে সান্তনা দিলেও রিক্তা স্বামীর সাথে সহমরণে যেতে চায়।

    ১৪. উদ্দীপকের অনুরূপ ঘটনা তোমার পাঠ্যবইয়ের কোন গল্পে বর্ণিত হয়েছে?

    ক) অপরিচিতা

    খ) বিলাসী

    গ) গৃহ

    ঘ) মাসি-পিসি

    সঠিক উত্তরঃ খ) বিলাসী

    ব্যাখ্যাঃ ‘বিলাসী’ গল্পে লেখক শরৎচন্দ্র বিলাসী ও মৃত্যুঞ্জয়ের প্রেমের কাহিনি বর্ণনা করেছেন। আর তাদের ভালোবাসার গভীরতা পরিমাপ করতেই লেখক তার এক আত্মীয়ার ঘটনা বর্ণনা করেন। যে আত্মীয়া কি-না তার স্বামীর মৃত্যুর পর সহমরণে যেতে চাইলেও স্বামীর লাশের পাশে একাকী এক মুহূর্তও থাকতে পারে না। এ ঘটনার মাধ্যমে লেখক মানবিক সম্পর্কের গুরুত্ব এবং হৃদয় জয়ের আনন্দকে বোঝাতে চেয়েছেন ।

    ১৫. গল্পের লেখকের উক্ত ঘটনা বর্ণনার অন্তর্নিহিত তাৎপর্য হলো–

    i) বিলাসী মৃত্যুঞ্জয়ের ভালোবাসার গভীরতা পরিমাপ

    ii) মানবিক সম্পর্ককে নিছক চুক্তিতে আবদ্ধ না করা

    iii) হৃদয় জয়ের আনন্দ উপলব্ধি ব্যাখ্যা

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii

    নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও: বিলাসী গল্পের mcq pdf download

    শহরে জরুরি কাজে এসেছে প্রীতিময় চাকমা। সকাল থেকে ঘোরাঘুরি করে ক্ষুধার্ত হয়ে খাবার চাইলে হোটেল মালিক বলল, ‘আদিবাসীদের জন্য দুনম্বর’ বাসন আমার হোটেলে রাখি না।’

    ১৬. প্রীতিময় চাকমার সাথে ‘বিলাসী’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?

    ক) মৃত্যুঞ্জয়ের

    খ) ন্যাড়ার

    গ) বিলাসীর

    ঘ) খুড়ার

    সঠিক উত্তরঃ গ) বিলাসীর

    ব্যাখ্যাঃ উদ্দীপকে প্রীতিময় চাকমার সাথে বিলাসী’ গল্পের অন্যতম চরিত্র ‘বিলাসীর’ চরিত্রের মিল রয়েছে। উদ্দীপকের প্রতীময় চাকমার ঘটনাটি এখানে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, যা বিলাসীর ঘটনার সাথে মিলে যায়। বিলাসী নিচু জাতের অন্তর্ভুক্ত সাপুড়ের মেয়ে হওয়ার কারণে গ্রামবাসী মৃত্যুঞ্জয়ের সাথে বিলাসীর প্রেম এবং বিয়ে মেনে নিতে পারে না। ফলে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন। এতে করে প্রকাশ পায় তৎকালীন সমাজবাস্তবতার সংকীর্ণ মনোভাব ও অস্পৃস্যতা।

    ১৭. প্রীতিময় চাকমার প্রতি হোটেল মালিকের মনোভাব ‘বিলাসী’ গল্পের যে প্রসঙ্গের সাথে সঙ্গতিপূর্ণ, তা হলো-

    i) সংকীর্ণতা

    ii) ব্রাহ্মণ্যবাদ

    iii) অস্পৃস্যতা

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ খ) i ও iii

    নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও: বিলাসী গল্পের mcq প্রশ্নের উত্তর

    বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শোভন গাঙ্গুলী তার গ্রামের মানুষের কল্যাণের জন্য তৈরি করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। কিন্তু নিচু জাতের মেয়েকে বিয়ে করেছে বলে এখন সে নিজেই সমাজচ্যুত।।

    ১৮. উদ্দীপকের শোভনের মতো ‘বিলাসী’ গল্পের কোন চরিত্রটি একই পরিস্থিতির শিকার?

    ক) খুড়া

    খ) ন্যাড়া

    গ) বিলাসী

    ঘ) মৃত্যুঞ্জয়

    সঠিক উত্তরঃ ঘ) মৃত্যুঞ্জয়

    ব্যাখ্যাঃ উদ্দীপকের শোভনের মতো ‘বিলাসী’ গল্পের মৃত্যুঞ্জয় চরিত্রটি একই পরিস্থিতির শিকার। উদ্দীপকে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শোভন গ্রামে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা। কিন্তু নিচু জাতের মেয়েকে বিয়ের কারণে তাকে সমাজচ্যুত করা হয়েছে। ‘বিলাসী’ গল্পের মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রেও একই পরিস্থিতি লক্ষ করা যায়। মৃত্যুঞ্জয় উচ্চবংশের হয়েও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নিচু বংশের সাপুড়ের মেয়েকে বিয়ে করে তার হাতে ভাত খাওয়ায় অন্নপাপের অভিযোগে তার জ্ঞাতি খুড়া গ্রামবাসীকে নিয়ে মৃত্যুঞ্জয়কে ভিটা ছাড়া করে। উদ্দীপক ও ‘বিলাসী’ গল্পের ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়। উভয় ক্ষেত্রেই তৎকালীন সমাজের বর্ণ বৈষম্য তথা বর্ণ প্রথার দিকটি লক্ষ করা যায়।

    ১৯. উদ্দীপকে ‘বিলাসী’ গল্পের কোন সামাজিক দিক লক্ষণীয়?

    ক) বর্ণপ্রথা

    খ) নিষ্ঠুরতা

    গ) ব্রাহ্মণ্যবাদ

    ঘ) শ্রেণি বৈষম্য

    সঠিক উত্তরঃ ক) বর্ণপ্রথা

    নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও: বিলাসী গল্পের mcq প্রশ্ন ও উত্তর

    ব্রাহ্মণের শিক্ষিত ছেলে সমীর ভালোবেসে বিয়ে করে গ্রামের জেলে সম্প্রদায়ের শিক্ষিত মেয়ে নীলিমাকে। রাশভারী বাবা উপেন্দ্রনাথ তাতে রাজি না হয়ে সমীরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। সমীর ও নীলিমা আত্মনির্ভরশীল হয়ে এখন সুখে আছে।

    ২০. উদ্দীপকের সমীর চরিত্রের সাথে ‘বিলাসী’ গল্পের কোন চরিত্রের কে সাদৃশ্য রয়েছে?

    ক) ন্যাড়া

    খ) খুড়া

    গ) মৃত্যুঞ্জয়

    ঘ) ছোটবাবু

    সঠিক উত্তরঃ গ) মৃত্যুঞ্জয়

    ২১. উদ্দীপকের উপেন্দ্রনাথ চরিত্রের মধ্যে ‘বিলাসী’ গল্পের যে সামাজিক সমস্যাটি নিহিত তা হলো–

    ক) অশিক্ষা

    খ) শ্রেণিবৈষম্য

    গ) নিষ্ঠুরতা

    ঘ) অসমতা

    সঠিক উত্তরঃ গ) নিষ্ঠুরতা

    ব্যাখ্যাঃ মরণরে তুহু মম শ্যাম সমান।

    ২২. উদ্দীপকের সঙ্গে সংগতিপূর্ণ চরিত্র কোনটি?

    ক) মৃত্যুঞ্জয়

    খ) বিলাসী

    গ) ন্যাড়া

    ঘ) ন্যাড়ার আত্মীয়া

    সঠিক উত্তরঃ খ) বিলাসী

    ব্যাখ্যাঃ উদ্দীপকের সঙ্গে সংগতিপূর্ণ চরিত্র হলো বিলাসী। উদ্দীপকের কবিতাংশটি হলো“মরণরে তুহু মম শ্যাম সমান” । যার অর্থ- মরণেও জীবনে মুখ পাওয়া যায়। বিলাসী গল্পের অন্যতম নায়িকা চরিত্র বিলাসী মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলার পথে সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে তাকে এতটাই ভালোবেসেছেন যে, তার জন্য অমানবিক নির্যাতনের স্বীকার পর্যন্ত হয়েছে। তারপরেও মৃত্যুঞ্জয়কে ছেড়ে যায়নি। তেমনি একদিন সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলে সেই শোক সইতে না পেরে বিলাসীও আত্মহত্যার পথ বেচে নেয়। বিলাসীর এই স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গনের প্রকৃত কারণ হলো মৃত্যুঞ্জয়ের প্রতি তার সীমাহীন প্রেম।

    এইচএসসি বাংলা ১ম পত্র বিলাসী গল্পের MCQ PDF Download

    বিলাসী গল্পের MCQ PDF
    বিলাসী গল্পের MCQ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    বাংলা ২য় পত্র রচনার পয়েন্ট (রচনা সমগ্র) PDF

    April 10, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধপ্রয়োগ (PDF)

    March 12, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি

    March 11, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাক্যতত্ত্ব (বাক্য রূপান্তর) ২০২৫ PDF

    March 10, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা বানানের নিয়ম ২০২৫ (PDF)

    March 9, 2025

    এইচএসসি বাংলা সহপাঠ সিরাজউদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্নোত্তর (PDF)

    February 22, 2025
    Leave A Reply Cancel Reply

    © 2025 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.