এইচএসসি বাংলা ১ম পত্র মাসি পিসি গল্পের অনুধাবন প্রশ্ন ও উত্তর PDF। তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম ১০০% কমন উপযোগী মাসি পিসি গল্পের অনুধাবন প্রশ্ন ও উত্তর। এগুলো অনলাইনে পড়ার পাশাপাশি তুমি পিডিএফ ডাউনলোড করে অফলাইনে পড়তে পারবে । তাহলে চলো, শুরু করি মাসি পিসি গল্পের অনুধাবন প্রশ্ন ও উত্তর PDF।।
মাসি পিসি গল্পের অনুধাবন প্রশ্ন ও উত্তর PDF
০১। আহ্লাদি স্বামীর বাড়ি যেতে চায় না কেন? [রা.বো.’২৩]
উত্তর: স্বামীর অত্যাচারের ভয়ে আহ্লাদি স্বামীর বাড়ি যেতে চায়নি।
‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদি স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক অসহায় তরুণী। সে শ্বশুরবাড়িতে তার স্বামী জগুর হাতে প্রতিনিয়ত নির্মম নির্যাতনের শিকার হয়। জগু আহ্লাদিকে পেট শুকিয়ে লাথি ঝাঁটা মারা, কলকেপোড়ার ছ্যাঁকা দেওয়া, খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখাসহ নানারকম শারীরিক নির্যাতন করতো। তার এই অকথ্য নির্যাতন সহ্য করতে না পেরে মাসি-পিসির কাছে এসে আশ্রয় নেয় আহ্লাদি এবং তার স্বামীর বাড়িতে পুনরায় ফিরে যেতে চায় না।
০২। “বুড়ো রহমান ছলছল চোখে তাকায় আহ্লাদির দিকে।” ব্যাখ্যা কর। [য.বো., ম.বো.’২৩; চ.বো.’২২; সি.বো, দি.বো.’১৯]
উত্তর: আহ্লাদির দিকে তাকিয়ে নিজের মেয়ের কথা মনে করে বৃদ্ধ রহমানের চোখে জল চলে আসে। বৃদ্ধ রহমানের মেয়ে কিছুদিন আগে শ্বশুর-বাড়িতে মারা গেছে। মেয়েটি কিছুতেই শ্বশুরবাড়ি যেতে চায়নি, অনেক কেঁদেছে। তবু তার ভালোর কথা চিন্তা করে জোর করে তাকে পাঠিয়ে দেয়া হয়েছিল। যদিও আহ্লাদির সাথে তার মেয়ের চেহারায় কোনো মিল নেই, বয়সেও সে ছিল আহ্লাদির থেকে ছোটো। তবুও আহ্লাদির ফ্যাকাশে চেহারায় সে তার নিজের মেয়ের ছাপ দেখতে পায়।
আরো পড়ুন :
০৩। “মোরা নয় মরব।”— পিসির এ উক্তি কীসের ইঙ্গিত বহনকারী? বুঝিয়ে দাও ।
উত্তর: কানাইকে সতর্ক করে দেবার জন্য পিসি উক্তিটি করেছে।
আহ্লাদির ওপর গোকুলের কু-দৃষ্টি পড়লে সে দারোগার সাথে মিলে চক্রান্তে লিপ্ত হয়। নিজ লালসা চরিতার্থ করার জন্য সে কানাইকে দিয়ে মাসি-পিসিকে ডেকে পাঠায় এবং গ্রামের গুন্ডা-বদমাশদের দিয়ে আহ্লাদিকে তুলে আনতে পাঠায়। কিন্তু মাসি-পিসি তাদের এ চক্রান্ত বুঝতে পারে এবং কানাইয়ের সাথে যেতে অস্বীকৃতি জানায়। সে জোর করলে মাসি-পিসি দা-বঁটি উঠিয়ে কানাইয়ের দলকে পিছু হটতে বাধ্য করে এবং তাদেরকে সতর্ক করে দেয় যে, আহ্লাদিকে রক্ষা করতে তারা যেমন লড়াই করতে পারে, তেমনি নিজেদের জীবনও বিসর্জন দিতে পারে।
০৪। “ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়”– এখানে ‘পাষাণ” কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? [ব.বো.’১৯]
উত্তর: এখানে ‘পাষাণ’ কথাটি দ্বারা হৃদয়হীন, নির্দয় স্বামীকে বোঝানো হয়েছে।আহ্লাদির মতো তার পিসিও ছিল স্বামীর নির্মম নির্যাতনের শিকার। কিন্তু সন্তান কোলে আসতেই সেই নিষ্ঠুর স্বামীও কোমল হৃদয়ের মানুষে পরিণত হয়। তাই পিসি আহ্লাদিকে বোঝায় যে, স্বামী যতই ক্রুর হোক না কেন, সন্তানের মুখ দেখলে সে আর নিষ্ঠুর থাকতে পারে না।
০৫। “অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে।”— কাদের সম্পর্কে এবং কেন বলা হয়েছে?
উত্তর: মাসি-পিসির সম্পর্কে উক্তিটি করা হয়েছে।
কানাই চৌকিদার ও তার সাথের লোকজনকে তাড়িয়ে দেবার পরও মাসি-পিসি নিশ্চিন্ত হতে পারে না। তাদের সন্দেহ হয় যে ওরা আবার আসতে পারে। তাই মাসি-পিসি সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি নিতে বিছানা ছেড়ে ওঠে। কিন্তু বিছানায় আহ্লাদি ঘুমাচ্ছিল। তার ঘুমে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় এ কারণেই তারা অতি সন্তর্পণে বিছানা ছেড়ে ওঠে।
এইচএসসি বাংলা ১ম পত্র মাসি পিসি গল্পের অনুধাবন প্রশ্ন ও উত্তর PDF Download