মাসি পিসি গল্পের MCQ

এইচএসসি বাংলা ১ম পত্র মাসি পিসি গল্পের MCQ PDF Download

Advertisements

এইচএসসি বাংলা ১ম পত্র মাসি পিসি গল্পের MCQ PDF ফাইলে প্রতিটি MCQ প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ কারে দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ মাসি পিসি গল্পের MCQ প্রশ্নের উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে আমাদের মাসি পিসি গল্পের MCQ pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।

HSC মাসি পিসি গল্পের MCQ প্রশ্নের উত্তর PDF

মাসি পিসি গল্পের MCQ ( বহুনির্বাচনি প্রশ্ন )

১. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

ক) ১৮০৮

খ) ১৯০৮

Advertisements

গ) ১৮৩৮

ঘ) ১৯৩৮

সঠিক উত্তরঃ খ) ১৯০৮

ব্যাখ্যাঃ মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনার দুমকায় ১৯০৮ সালের ১৯শে মে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২. মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্পবয়সী একটি বৌ’— বৌটি কে?

ক) জমিলা

খ) রহিমা

গ) আহ্লাদি

ঘ) বিলাসী

সঠিক উত্তরঃ গ) আহ্লাদি

ব্যাখ্যাঃ মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্পবয়সী একটি বৌ’। বৌটি হলো আহ্লাদি। গল্পে তার বর্ণনা এসেছে যেভাবে তাহলো- গায়ে জামা আছে, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। আঁটসাঁট থমথমে গড়ন, গোলগাল মুখ।

৩. ‘মাসি-পিসি’ গল্পে ‘জগু আর সেই জগু নেই।কথাটি দ্বারা বোঝানো হয়েছে?

ক) লোভ দূরীকরণ

খ) চারিত্রিক পরিবর্তন

গ) আহ্লাদির প্রতি দরদ

ঘ) নেশাগ্রস্ত হওয়া

সঠিক উত্তরঃ খ) চারিত্রিক পরিবর্তন

ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত কথাটি দ্বারা ‘চারিত্রিক পরিবর্তন বোঝানো হয়েছে। ‘মাসি- পিসি’ গল্পে জগুর বন্ধু কৈলাশ মাসি-পিসিকে বলে জণ্ড আর সেই জ নাই। অত বদলে গেছে। অর্থাৎ সে নেশা করা ছেড়ে ভাল মানুষটি হয়ে গেছে। তার মানে জগুর চারিত্রিক পরিবর্তন হয়েছে তা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু মাসি-পিসি জানে জঙ বদলায়নি। সে আহ্লাদিকে নিয়ে যেতে চায় আহ্লাদির সম্পত্তির লোভে।

৪. ‘বজ্জাত হোক, খুনি হোক, জামাই তো।’-‘মাসি-পিসি’ গল্পে পিসির এই উক্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে—

ক) সামাজিকতা ও দায়িত্ববোধ

খ) মানবিকতা ও কল্যাণবোধ

গ) সৌজন্য ও আত্মীয়তা

ঘ) চাতুর্য ও কৌশল

সঠিক উত্তরঃ ক) সামাজিকতা ও দায়িত্ববোধ

ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত মাসির উক্তির মধ্য দিয়ে সামাজিকতা ও দায়িত্ববোধ প্রকাশ পেয়েছে। প্রশ্নে ভুলবশত উক্তিটি পিসির বলা হয়েছে। সঠিক হলো- উক্তিটি মাসির । জগু বউকে তথা আহ্লাদিকে নিতে চায় কৈলাশকে দিয়ে এই খবর পাঠালে পিসি বলে, মেয়ে না পাঠাই, জামাই এলে রাখিনি জামাই আদরে তাকে? ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালোমন্দ দশটা জিনিস? মাসি বলে, আবার আসুক, আদরে রাখব যতদিন থাকে। বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো! ঘরে এলে যত্ন করবো না কেন? তবে আমরা মেয়ে পাঠবো না। এই কথাগুলোর অর্থ দাঁড়ায়, জন্তু খারাপ হলেও বাড়িতে আসলে মাসি-পিসি জণ্ডকে আদর করে সামাজিকতা ও দায়িত্ববোধ থেকে। জগু আহ্লাদিকে নির্যাতন করা সত্ত্বেও শ্বশুরবাড়ি এলে তার সাথে মাসি-পিসি কখনোই খারাপ ব্যবহার করেনি। বরং ঘরে যা আছে তা দিয়ে যথাসাধ্য আপ্যায়ন করে তারা।

৫. ‘মাসি-পিসি গল্পে অল্পদিন আগে কার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে।

ক) কৈলাশের

খ) রহমানের

গ) গোকুলের

ঘ) কানাইয়ের

সঠিক উত্তরঃ খ) রহমানের

ব্যাখ্যাঃ কৈলাশ আর মাসি-পিসির কথোপকথন চুপচাপ শুনছিলেন রহমান নামের এক বৃদ্ধ। ছলছল চোখে তিনি তখন আহ্লাদির দিকে তাকিয়েছিলেন। কারণ তার মেয়ে অল্পদিন আগে শ্বশুর বাড়িতে মারা যায়।

৬. মাসি-পিসি গল্পে ‘বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো’ বাক্যটিতে প্রকাশ পেয়েছে-।

ক) কুসংস্কার

খ) প্রথানুগত্য

গ) জামাইপ্রীতি

ঘ) জামাইভীতি

সঠিক উত্তরঃ খ) প্রথানুগত্য

৭. আহ্লাদি ও বুড়ো রহমানের কন্যা-তারা দুজনেই

ক) সুন্দরী

খ) নির্যাতিতা

গ) শিক্ষিতা

ঘ) অশিক্ষিতা

সঠিক উত্তরঃ খ) নির্যাতিতা

ব্যাখ্যাঃ আহ্লাদি ও বুড়ো রহমানের কন্যা দুজনই নির্যাতিতা। আহ্লাদি স্বামীর দ্বারা নির্যাতিত এক কিশোরী, যে অত্যাচারে অতিষ্ঠ হওয়ায় তাকে তার মাসি-পিসি আশ্রয় দেয়। আহ্লাদিকে দেখে বুড়ো রহমানের তার নিজের মেয়ের কথা মনে পড়ে। তার মেয়ে শ্বশুর বাড়ি না যাওয়ার জন্য খুব কেঁদেছিল। কিন্তু তার ভালোর জন্য তাকে জোর করে শ্বশুর বাড়ি পাঠায় রহমান, সেখানে গিয়ে অল্পদিন পরেই মেয়েটা মারা যায়। তাই বলা যায়, আহ্লাদি ও বুড়ো রহমানের কন্যা দুজনেই নির্যাতিতা।

৮. জেলে নয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়া যদি সোয়ামির কাছে না যেতে চায় খুন হবার ভয়ে? উক্তিটিতে প্রকাশ পেয়েছে মাসি-পিসি চরিত্রের-

ক) সাহসিকতা ও বাগাড়ম্বরতা

খ) সাহসিকতা ও বুদ্ধিমত্তা

গ) আইন সচেতনতা ও বাগাড়ম্বরতা

ঘ) আইন সচেতনতা ও বুদ্ধিমত্তা

সঠিক উত্তরঃ খ) সাহসিকতা ও বুদ্ধিমত্তা

৯. আহ্লাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাশকে জানায়-

ক) নৌকায় করে

খ) জোর খাটিয়ে

গ) মামলা করে

ঘ) কৌশল করে

সঠিক উত্তরঃ গ) মামলা করে

১০. আহ্লাদির পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?

ক) ঠাণ্ডায়

খ) কলেরায়

গ) জন্ডিসে

ঘ) জ্বরে

সঠিক উত্তরঃ খ) কলেরায়

ব্যাখ্যাঃ ‘মাসি-পিসি গল্পে দুর্ভিক্ষের পর কলেরা নামক রোগ মহামারী আকার ধারণ করে । সে কলেরা রোগেই আহ্লাদির বাবা, মা আর ভাই মারা গিয়েছে।

১১. ‘মাসি-পিসি গল্পে কোন রোগটি মহামারির অন্তর্ভুক্ত?

ক) টাইফয়েড

খ) বসন্ত

গ) কলেরা

ঘ) জণ্ডিস

সঠিক উত্তরঃ গ) কলেরা

১২. ‘কে এগিয়ে আসবে এসো, বঁটির এক কোপে গলা ফাঁক করে দেবো।’ বুঝিয়েছেন? – এখানে কী

ক) যদি এগিয়ে আসো তবে মারা পড়বে

খ) অবশ্যই দু’একটাকে কাটব

গ) দু’একটাকে না মেরে শান্তি নেই

ঘ) এগিয়ে না এলে গলা কাটব

সঠিক উত্তরঃ ক) যদি এগিয়ে আসো তবে মারা পড়বে

ব্যাখ্যাঃ দারোগাবাবুর নির্দেশে যখন চৌকিদার কানাই মাসি-পিসিকে ধরে নিয়ে যেতে আসে তখন মাসি-পিসি দা-বঁটি নিয়ে তেড়ে এসে বলেন “কে এগিয়ে আসবে এসো, বঁটির এক কোপে গলা ফাঁক করে দেবো।” এর দ্বারা তাঁরা বুঝাতে চেয়েছেন যদি এগিয়ে আসো তবে মারা পড়বে।

১৩. মাসি-পিসি কাঁথা-কম্বল ভিজিয়ে রাখে-

ক) যুদ্ধের আয়োজন হিসেবে

খ) জমিদারদের দেওয়া আগুন নেভাতে

গ) অনেক দিন অপরিচ্ছন্ন ছিল বলে

ঘ) পেয়াদাদের জাপটে ধরতে

সঠিক উত্তরঃ ক) যুদ্ধের আয়োজন হিসেবে

ব্যাখ্যাঃ মাসিপিসি কাঁথা-কম্বল ভিজিয়ে রাখে চৌকিদার কানাই এবং গোকুল যখন মাসি-পিসিকে দারোগা বাবুর হুকুমে ধরে বেঁধে নিয়ে যেতে আসে, এ অবস্থায় মাসি-পিসি চরম সাহসিকতা ও বুদ্ধিমত্তায় দা-কাটারি দিয়ে আঘাত করার হুমকি দিয়ে তাদের চলে যেতে বাধ্য করে। কিন্তু রাতের বেলায় চৌকিদারের লোকেরা এসে ঘরে আগুন ধরিয়ে দিতে পারে অথবা আক্রমণ করতে পারে এই আশংকা থেকে যুদ্ধের আয়োজন হিসেবে মাসি-পিসি কাথা কম্বল ভিজিয়ে রাখে যাতে ঘরে আগুন দিলে তাড়াতাড়ি তা ভেজা কম্বল দিয়ে চাপ দেওয়া যায়।

১৪. সালতি কী কাঠের তৈরি?

ক) আম বা তাল

খ) জাম বা শাল

গ) তাল বা শাল

ঘ) গাব বা তাল

সঠিক উত্তরঃ গ) তাল বা শাল

ব্যাখ্যাঃ সালতি হলো শালকাঠ নির্মিত বা তালকাঠের সরু ডোঙা বা নৌকা ।

১৫. ‘মাসি-পিসি’ গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

ক) সমকাল

খ) পূর্বাশা

গ) সমাচার দর্পণ

ঘ) ভারতী

সঠিক উত্তরঃ খ) পূর্বাশা

ব্যাখ্যাঃ মাসি-পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায় ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় (মার্চ-এপ্রিল, ১৯৪৬)। পরে এটি সংকলিত হয় ‘পরিস্থিতি’ (অক্টোবর ১৯৪৬) নামক গল্পগ্রন্থে। বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ‘ঐতিহ্য’ প্রকাশিত মানিক-রচনাবলি পঞ্চম খণ্ড থেকে।

১৬. আহ্লাদিকে রক্ষার জন্য মাসি-পিসির প্রচেষ্টায় তাদের চরিত্রের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো-

ক) দায়বদ্ধতা থেকে মুক্তি

খ) সংগ্রামশীলতা

গ) মানবিকতা

ঘ) অস্তিত্ব রক্ষা

সঠিক উত্তরঃ খ) সংগ্রামশীলতা

ব্যাখ্যাঃ স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণী আহ্লাদি । তার মাসি ও পিসি দুজনই বিধবা ও নিঃস্ব। প্রতিকূল পরিবেশ থেকে আহ্লাদিকে রক্ষার জন্য মাসিপিসির বুদ্ধিদীপ্ত, সাহসী প্রচেষ্টা তাদের চরিত্রের সংগ্রামশীলতার দিকটি প্রকাশ পায় ।

আরো পড়ুন:

১৭. ‘মাসি-পিসি গল্পে শেষ পর্যন্ত ঔজ্জ্বল্য লাভ করেছে-

ক) মাসি-পিসির বুদ্ধিদীপ্ত প্রতিরোধ

খ) আহ্লাদির জীবন সংগ্রাম

গ) মাসি-পিসির মধ্যকার ঐক্য

ঘ) আহ্লাদির প্রতি জগুর আকর্ষণ সঠিক

উত্তরঃ ক) মাসি-পিসির বুদ্ধিদীপ্ত প্রতিরোধ

ব্যাখ্যাঃ ‘মাসি-পিসি’ গল্পের মূলভিত্তি মাসি-পিসির সাহসী কর্ম প্রয়াস, বুদ্ধিদীপ্ততা ও কঠিন জীবিকা নির্বাহ। অস্তিত্ব রক্ষার পাশাপাশি অত্যাচারী স্বামী, দারোগা, গুণ্ডা বদমাশদের আক্রমণ থেকে আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় এই দুই বিধবার যে দায়িত্বশীল মানবিক জীবনযুদ্ধ তাতে করে গল্পে শেষ পর্যন্ত মাসি-পিসির বুদ্ধিদীপ্ত প্রতিরোধ ঔজ্জ্বল্য লাভ করেছে।

১৮. দারোগাবাবু এসে বসে আছেন বাবুর সাথে।’ ‘মাসি-পিসি’ গল্পের এ বাক্যে প্রকাশ পায়-

i) বাবুর সাথে দারোগাবাবুর সুসম্পর্ক রয়েছে

ii) দারোগাবাবুর হুকুম পালন করতে হবে

iii) দারোগাবাবু মাসিপিসির বিচার করতে এসেছেন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ গ) ii ও iii

ব্যাখ্যাঃ ‘মাসি-পিসি’ গল্পের প্রশ্নোক্ত বাক্যটি দ্বারা প্রকাশ পেয়েছে মাসি-পিসিকে দারোগাবাবুর হুকুম পালন করতে হবে এবং দারোগাবাবুর মাসি-পিসি বিচার করতে এসেছেন। চৌকিদার কানাই মাসি-পিসিকে ধরে নিতে এসেছিলেন দারোগাবাবুর হুকুমে, দারোগাবাবু বসেছিলেন বাবুর সাথে মাসি-পিসির বিচার করতে।

১৯. যে শক্তির দ্বারা মাসি-পিসি আহ্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল, তা হচ্ছে-

i) সাহস

ii) ঐক্য

iii) গায়ের জোর

নিচের কোনটি সঠিক?

ক) i

খ) ii

গ) i ও ii

ঘ) ii ও iii

সঠিক উত্তরঃ গ) i ও ii

ব্যাখ্যাঃ মাসি-পিসি সাহস ও ঐক্যের জোরে আহ্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করতে পেরেছিল। আহ্লাদির মাসি ও পিসি দুজনই বিধবা ও •নিঃস্ব । তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আত্যাচারী স্বামী এবং লালসা- উন্মুক্ত জোতদার, দারোগা ও গুণ্ডা বদমাশদের আক্রমণ থেকে আহ্লাদিকে রক্ষা করে। মূলতঃ মাসি-পিসি সাহস ও ঐক্যের শক্তি দ্বারা প্রতিকূল পরিবেশ থেকে আহ্লাদিকে বাঁচাতে সক্ষম হয়েছিল।

মাসি পিসি গল্পের MCQ ( বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন)

নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও: মাসি পিসি গল্পের mcq

তারাপুর গ্রামের মেয়ে রাবেয়া। শ্বশুর বাড়ির নির্যাতন সইতে না পেরে ফুফু সলিমা বেগমের কাছে পালিয়ে আসে। গ্রামের মাতব্বর নারীলোভী জয়নালের কুদৃষ্টি পড়ে রাবেয়ার উপর। কিন্তু সলিমা বেগম জননী সাহসিকা। তিনি দৃঢ়প্রত্যয়ী মা-পাখির মত আগলে রাখেন অনাথ ভাইঝি রাবেয়াকে।

২০. সলিমা বেগম ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছেন?

ক) মাসি-পিসি

খ) মাসি

গ) পিসি

ঘ) আহ্লাদি

সঠিক উত্তরঃ ক) মাসি-পিসি

ব্যাখ্যাঃ উদ্দীপকের সলিমা বেগম ‘মাসি-পিসি’ গল্পের মাসি-পিসির প্রতিনিধিত্ব করেন। আহ্লাদি তার স্বামীর নির্মম অত্যাচার থেকে বাঁচার জন্য তাঁর মাসি- পিসির কাছে আশ্রয় নেয়। এই মাসি-পিসি তাকে বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রামের মাধ্যমে। উদ্দীপকে রাবেয়াও শ্বশুর বাড়ির নির্যাতন সইতে না পেরে ফুফু সলিমা বেগমের কাছে আসে, যিনি মা পাখির মতো আগলে রাখেন অনাথ ভাইঝি রাবেয়াকে ঠিক যেমন বিধবা মাসি-পিসি আগলে রেখেছেন আহ্লাদিকে ।

২১. উদ্দীপকে ‘মাসি-পিসি’ গল্পের কোন দিকটির প্রতিফলন ঘটেছে?

ক) নারীর সহনশীলতা

খ) পুরুষের লালসা

গ) গণপ্রথা

ঘ) জীবনসংগ্রাম

সঠিক উত্তরঃ খ) পুরুষের লালসা

নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: masi pisi golpo mcq pdf

জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসের গ্রামীণ যুবক আবুল বউ পিটিয়ে আনন্দ উপভোগ করে

২২. উদ্দীপকের আবুলের সাথে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?

ক) কৈলেশ

খ) বুড়ো রহমান

গ) জগু

ঘ) গোকুল

সঠিক উত্তরঃ গ) জগু

উদ্দীপকের আবুলের সাথে ‘মাসি-পিসি’ গল্পের জগু চরিত্রের মিল রয়েছে। আবুল যেমন বউ পিটিয়ে আনন্দ উপভোগ করে, জখও তেমনি তার স্ত্রী আহ্লাদিকে লাথি ঝাঁটার মাধ্যমে নির্মম শারীরিক নির্যাতন করে। জগু ও আবুল উভয়ের ক্ষেত্রে স্ত্রীর প্রতি নির্যাতনের বিষয়ে সাদৃশ্য রয়েছে।

২৩. ‘মাসিপিসি’ গল্পের উক্ত চরিত্রের সাথে উদ্দীপকের আবুলের সাদৃশ্য কোথায়?

ক) স্ত্রীর প্রতি নিষ্ঠুর আচরণে

খ) স্ত্রীর প্রতি অবজ্ঞায়

গ) স্ত্রীর প্রতি নির্যাতনে

ঘ) স্ত্রীর প্রতি কর্তৃত্বপরায়ণতায়

সঠিক উত্তরঃ গ) স্ত্রীর প্রতি নির্যাতনে

নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও: মাসি পিসি গল্পের mcq প্রশ্ন ও উত্তর

বাংলাদেশের অনেক পরিবার যৌতুকের জন্য পুত্রবধূকে নির্যাতন করে। এমনই নির্যাতনের শিকার মমতা। মমতা তার স্বামী ও স্বামীর পরিবারের সকলকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু স্বামীর পরিবারের লোকজন তো দূরের কথা তার স্বামীই কিছু বুঝতে চায় না। তাই মমতা বাধ্য হয়ে স্বামী-সংসার ত্যাগ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে চাকুরি গ্রহণ করে।

২৪. উদ্দীপকের মমতা তোমার পঠিত কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

ক) মাসি

খ) পিসি

গ) কল্যাণী

ঘ) আহ্লাদি

সঠিক উত্তরঃ ঘ) আহ্লাদি

ব্যাখ্যাঃ উদ্দীপকে মমতা যৌতুকের জন্য তার স্বামী ও স্বামীর পরিবারের নির্যাতনের শিকার। মাসিপিসি গল্পের আহ্লাদিও তার নেশাগ্রস্ত স্বামীর নির্মম নির্যাতনের শিকার। মমতা যেমনটি বাধ্য হয়ে স্বামী সংসার ত্যাগ করে। আহ্লাদিও স্বামীর নির্মম অত্যাচার থেকে বাঁচতে স্বামী সংসার ত্যাগ করে, তাই বলা যায় উদ্দীপকে মমতা মাসি-পিসি গল্পের আহ্লাদি চরিত্রের প্রতিনিধিত্ব করে।

২৫. প্রতিনিধিত্বের কারণ-

i) প্রতিবাদী মানসিকতা

ii) পেশাগত জীবন

iii) বৈবাহিক অবস্থা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ খ) i ও iii

ব্যাখ্যাঃ উদ্দীপকের মমতা মাসি-পিসি গল্পের আহ্লাদির প্রতিনিধিত্ব করে। এর কারণ হলোমমতা ও অহ্লোদি উভয়ই প্রতিবাদী মানসিকতার। তাঁরা উভয়ই স্বামীর’ নির্যাতনের প্রতিবাদে স্বামীর ঘর ত্যাগ করেছে। মমতা ও আহোদী উভয়েই বৈবাহিক অবস্থা একই। তাঁরা উভয়ই বিবাহিত।

২৬. মাসি-পিসি’ গল্পে মাসি ও পিসির একদেহ একমন হয়ে যাওয়ার কারণ কোনটি?

i) দুজনেই বিধবা

ii) আহ্লাদিকে দেখা-শোনা

iii) নিজেদের বেঁচে থাকার সংগ্রাম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ গ) ii ও iii

ব্যাখ্যাঃ আহ্লাদির দেখাশোনা ও নিজেদের বেঁচে থাকার সংগ্রাম এর কারণে মাসি-পিসি এক দেহ, একমন হয়ে যায়। ‘মাসি-পিসি’ গল্পে মাসি ও পিসির মধ্যে যেমন ভাব ছিল, তেমনি অবাক করার মতো ঝগড়াও বাঁধত তাদের মধ্যে। কিন্তু শাকসব্জি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র তাদের মধ্যকার সব পার্থক্য উবে গেল । সে মিল আরো জমজমাট হয়ে পড়ল আহ্লাদির দায়িত্ব ঘাড়ে পড়ায়।

নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও: মাসি পিসি গল্পের mcq প্রশ্ন ও উত্তর

হঠাৎ দাওয়া থেকে ছুটে মুহূর্তে হালিমার চুলের গোছাটা ধরল আবুল। তারপর কোনো চিন্তা না করে সজোরে একটা লাথি বসিয়ে দিল ওর তলপেটে। উহ মাগো বলে পেটটা চেপে ধরে মাটিতে বসে পড়ল হালিমা ।

২৭. উদ্দীপকের আবুলের সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে—

ক) কৈলে

খ) জগু

গ) মাসি-পিসি

ঘ) কানাই-গোকুল

সঠিক উত্তরঃ খ) জগু

ব্যাখ্যাঃ উদ্দীপকের আবুলের সাথে ‘মাসি-পিসি’ গল্পের ‘জন্তু’ চরিত্রের সাদৃশ্য রয়েছে। মাসিপিসি গল্পে আহ্লাদির স্বামী জগু আহ্লাদিকে শারীরিকভাবে নির্যাতন করত। পর্যাপ্ত খাবার না দিয়ে কষ্ট দেয়ার পাশাপাশি লাথি ঝাঁটার মাধ্যমে শারীরিক নির্যাতন করত। উদ্দীপকের আবুলও হালিমাকে চুলের গোছা ধরে সজোরে লাথি মেরে বিভিন্ন শারীরিক নির্যাতন করত। এদিক বিবেচনায় আবুলের সাথে মাসি-পিসি গল্পের জগুর চরিত্রের সাদৃশ্য রয়েছে।

২৮. উদ্দীপকের সঙ্গে ‘মাসি-পিসি গল্পের যে দিকটি সংগতিপূর্ণ-

ক) নারীর সংগ্রামী মনোভাব

খ) নারীর নির্যাতিত রূপ

গ) সমাজের লিঙ্গ বৈষম্য

ঘ) শাশ্বত মাতৃত্বের মহিমা

সঠিক উত্তরঃ খ) নারীর নির্যাতিত রূপ

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও: hsc মাসি পিসি গল্পের mcq

স্বামী পরিত্যক্তা হত দরিদ্র জয়গুন সূর্যদীঘল বাড়িতে একা বসবাস করে।

২৯. উদ্দীপকের জয়গুন ‘মাসি-পিসি’ গল্পে কার প্রতিনিধিত্ব করছে-

ক) মাসি

খ) মাসি-পিসি

গ) পিসি

ঘ) আহ্লাদি

সঠিক উত্তরঃ গ) মাসি-পিসি

ব্যাখ্যাঃ উদ্দীপকের জয়গুন ‘মাসি-পিসি’ গল্পে মাসি ও পিসির প্রতিনিধিত্ব করছে। উদ্দীপকে স্বামী পরিত্যক্তা হত-দরিদ্র জয়গুণ সূর্যদীঘল বাড়িতে একা বসবাস করে। অপরদিকে, ‘মাসি-পিসি’ গল্পের মাসি ও পিসি দুজনই বিধবা ও নিঃস্ব। তবে তারা একা নয়, মাসি-পিসি ও আহ্লাদি একসাথে আহ্লাদির বাবার রেখে যাওয়া বাড়িতে বসবাস করে। থাকার দিক দিয়ে উদ্দীপকের জয়গুন ‘মাসি-পিসি’ পিসির সাথে সাদৃশ্যপূর্ণ।

নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও: মাসি পিসি গল্পের mcq pdf download

রহিমা স্বামীর নির্যাতন সইতে না পেরে বিধবা ফুফু রাহেলা বেগমের নিকট চলে আসে। গ্রামের মাতব্বরের ছেলে জগলুর কুদৃষ্টি পড়ে তার ওপর। দৃঢ় প্রত্যয়ী রাহেলা বেগম মা-পাখির মতো আগলে রাখে অনাথা রহিমাকে।

৩০. রাহেলা বেগম ‘মাসি-পিসি’ গল্পের কার প্রতিনিধিত্ব করেছেন?

ক) মাসি-পিসি গ) পিসি

খ) মাসি

ঘ) আহ্লাদি

সঠিক উত্তরঃ ক) মাসি-পিসি

ব্যাখ্যাঃ উদ্দীপকের রাহেলা বেগমের সাথে মাসি-পিসি’ গল্পের মাসি-পিসির প্রতিনিধিত্ব করেন। আহ্লাদি তার স্বামীর নির্মম অত্যাচার থেকে বাঁচার জন্য তাঁর মাসি-পিসির কাছে আশ্রয় নেয়। এই মাসি-পিসি তাকে বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রামের মাধ্যমে। উদ্দীপকে রহিমাও স্বামীর নির্যাতন সইতে না পেরে বিধবা ফুফু রাহেলা বেগমের কাছে আসে, যিনি মা পাখির মতো আগলে রাখেন অনাথা রহিমাকে ঠিক যেমন বিধবা মাসি-পিসি আগলে রেখেছেন আহ্লাদিকে ।

৩১. উদ্দীপকটিতে ‘মাসি-পিসি গল্পের কোন দিকের প্রতিফলন ঘটেছে?

ক) নারীর কঠোরতা

খ) পুরুষের লালসা

গ) পণপ্রথা

ঘ) জীবিকার সংগ্রাম

সঠিক উত্তরঃ খ) পুরুষের লালসা

ব্যাখ্যাঃ উদ্দীপকটিতে ‘মাসি-পিসি’ গল্পে পুরুষের লালসার দিকটির প্রতিফলন ঘটেছে। ‘মাসিপিসি’ গল্পে আহ্লাদির প্রতি গোকুলের কু-দৃষ্টি ছিলো। উদ্দীপকটিতেও রহিমার প্রতি মাতব্বরের ছেলে জগলুর কু-দৃষ্টি পড়ে। উভয়ক্ষেত্রে পুরুষের লালসার দিকটি ফুটে উঠেছে।

নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: মাসি পিসি গল্পের mcq প্রশ্ন pdf

শুনি রাজা কহে, ‘বাপু, জানো তো হে, করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রন্থে ও দীঘে সমান হইবে টানা ওটা দিতে হবে।”

৩২. উদ্দীপকের রাজার সাথে ‘মাসি-পিসি’ গল্পের সাদৃশ্য চরিত্র কোনটি ?

ক) ঘোষ মশায়

খ) বিপিন

গ) জনাদ্দন

ঘ) গোকুল

সঠিক উত্তরঃ ঘ) গোকুল

ব্যাখ্যাঃ উদ্দীপকের রাজার সাথে ‘মাসি-পিসি’ গল্পের সাদৃশ্য চরিত্র হলো গোকুল চরিত্রটি। উদ্দীপকে রাজা নিজের প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার করে গরিবের সামান্য বাগানখানাও দাবি করে বসে। তেমনিভাবে ‘মাসি-পিসি’ গল্পে গোকুল চরিত্রটিও অনৈতিকভাবে বিবাহিত আহ্লাদিকে পেতে নিজের প্রভাব ও আধিপত্য বিস্তার করতে থাকে যা ‘মাসি ও পিসি’ ঐক্যবদ্ধ হয়ে সাহসিকতার সাথে শক্ত হাতে প্রতিরোধ করে।

৩৩. উদ্দীপকে ‘মাসি-পিসি’ গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে?

ক) দুর্বলের ওপর উৎপীড়ন

গ) আধিপত্যবাদ

খ) অসহায়ের আক্ষেপ

ঘ) নীরব প্রতিবাদ

সঠিক উত্তরঃ গ) আধিপত্যবাদ

নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও: মাসি পিসি গল্পের mcq প্রশ্নের উত্তর

মুক্তিযোদ্ধা মেজর শামসুল আলম স্কুল ও কলেজ’-এর নবম শ্রেণির ছাত্রী লায়লা এলাকার কিছু দুষ্ট লোকের অত্যাচারে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তার সহপাঠীরা এই সংবাদ পেয়ে তার বাড়িতে আসে। এখন তারা লায়লাকে সঙ্গে করে স্কুলে নিয়ে যায়। তাদের প্রত্যেকের হাতে থাকে বাঁশের লাঠি। কেউ আর এখন তার দিকে চোখ তুলে তাকায় না।

৩৪. উদ্দীপকে দুষ্ট লোকদের সাথে কোন চরিত্রের মিল আছে?

ক) রহমান

খ) গোকুল

ঘ) কৈলাশ

গ) জগু

সঠিক উত্তরঃ খ) গোকুল

৩৫. উদ্দীপকের মূলভাবটি ‘মাসি-পিসি’ গল্পের কোন দিকটিকে প্রতিফলিত করে? [রা. বো. ২২]

ক) দায়িত্ববোধ ও বন্ধুত্ব

খ) ঐক্য ও সাহস

গ) ন্যায় ও কল্যাণ

ঘ) ঐক্য ও সাহস

সঠিক উত্তরঃ খ) ঐক্য ও সাহস

নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও: মাসি পিসি গল্পের mcq প্রশ্ন ও উত্তর

স্বামীর মৃত্যুর পর প্রতিকূল পরিবেশে টিকতে না পেরে রোকেয়া ভাগলপুরে মেয়েদের স্কুল ও বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে নিজেকে শিক্ষাবিস্তার ও সমাজসেবার কাজে ব্যস্ত রাখেন।

৩৬. ‘মাসি-পিসি’ গল্পের মাসি-পিসি উদ্দীপকের রোকেয়ার সাথে কীসে তুলনীয়?

ক) অন্যায়ের প্রতিবাদে

খ) স্বাধীন পেশা নির্বাচনে

গ) সমাজসেবায়

ঘ) সামাজিক নিপীড়নে

সঠিক উত্তরঃ ঘ) সামাজিক নিপীড়নে

ব্যাখ্যাঃ ‘মাসি-পিসি’ গল্পের মাসি ও পিসি উদ্দীপকের রোকেয়ার সাথে সামাজিকভাবে নিপীড়িত হওয়ার দিক থেকে সাদৃশ্য রয়েছে। বিধবা হওয়ার পর নিঃস্ব মাসি ও পিসি প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়ে আহ্লাদির বাবার কাছে আশ্রয় নেয়। তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আত্যাচারী স্বামী এবং লালসা-উন্মত্ত জোতদার, দারোগা ও গুণ্ডা বদমাশদের আক্রমণ থেকে আহ্লাদিকে রক্ষা করে। তারা যেমন সামাজিকভাবে নিপীড়নের স্বীকার হয়েছে বেগম রোকেয়াও প্রতিকূল পরিবেশের স্বীকার হয়েছেন।

নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও: মাসি পিসি গল্পের mcq প্রশ্নের উত্তর

কারণে-অকারণে বউকে প্রহার করা তাহেরের অভ্যাস। নির্যাতন সইতে না পেরে তার বউ অবশেষে আত্মহত্যা করে। তাহের পুনরায় বিয়ে করে এবং আবারও স্ত্রীর উপর অত্যাচার শুরু করে।

৩৭. উদ্দীপক ও ‘মাসি-পিসি’ গল্পের সাদৃশ্যপূর্ণ দিক হলো—

ক) পুরুষের আধিপত্যবাদ

খ) নারীর অসহায়ত্ব

গ) নারী নির্যাতন

ঘ) উগ্ৰতা

সঠিক উত্তরঃ গ) নারী নির্যাতন

ব্যাখ্যাঃ উদ্দীপক ও ‘মাসি-পিসি’ গল্পে সাদৃশ্যপূর্ণ দিক হলো নারী নির্যাতন। উদ্দীপকে তাহেরের অভ্যাস কারণে অকারণে বউকে প্রহার করা। তেমনি ‘মাসি-পিসি’ গল্পেও নেশাগ্রস্ত জগু কারণে অকারণে তার স্ত্রী আহ্লাদিকে মারধরসহ নানারকম নির্মম নির্যাতন করে। নারীর প্রতি এই নির্মম ও অমানবিক নির্যাতনের দিক দিয়ে উদ্দীপকের তাহের ও মাসি- পিসি’ গল্পের জগু সাদৃশ্যপূর্ণ চরিত্র।

৩৮. উদ্দীপকের তাহের ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?

ক) কানাই

খ) কৈলেশ

গ) গোকুল

ঘ) জণ্ড

সঠিক উত্তরঃ ঘ) জণ্ড

ব্যাখ্যাঃ উদ্দীপক ও ‘মাসি-পিসি’ গল্পে সাদৃশ্যপূর্ণ দিক হলো নারী নির্যাতন। উদ্দীপকে তাহেরের অভ্যাস কারণে অকারণে বউকে প্রহার করা। তেমনি ‘মাসি-পিসি’ গল্পেও নেশাগ্রস্ত জগু কারণে অকারণে তার স্ত্রী আহ্লাদিকে মারধরসহ নানারকম নির্মম নির্যাতন করে। নারীর প্রতি এই নির্মম ও অমানবিক নির্যাতনের দিক দিয়ে উদ্দীপকের তাহের ও মাসি- পিসি’ গল্পের জগু সাদৃশ্যপূর্ণ চরিত্র।

এইচএসসি বাংলা ১ম পত্র মাসি পিসি গল্পের MCQ PDF Download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top