রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি বাংলা ১ম পত্র রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

Advertisements

এইচএসসি বাংলা ১ম পত্র রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন PDF ফাইলে প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।

রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

প্রশ্ন ১। বর্ষাকালেই তো জুৎ— কথাটি কে বলেছিল? [ঢা. বো. ১৯]

উত্তর : ‘বর্ষাকালেই তো জুৎ’ কথাটি বলেছিল ছদ্মবেশী কুলি।

প্রশ্ন ২। “সেই চোখ ভরা ভয়, কেবল ভয়”— ‘রেইনকোট’ গল্পে কোন চোখের কথা বলা হয়েছে? [য. বো. ১৯; ঝালকাঠি সরকারি কলেজ]

Advertisements

উত্তর : “সেই চোখ ভরা ভয়, কেবল ভয়”– এখানে ‘রেইনকোট’ গল্পে বাসের মধ্যে সন্দেহভাজন পটেকমারের চোখের কথা বলা হয়েছে।

প্রশ্ন ৩। “উও আপ হি কহ সাকতা।” উক্তিটি কার? [চ. বো. ১৯]

উত্তর : “উও আপ হি কহ সাকতা।”— উক্তিটি প্রিন্সিপালের পিয়নের।

প্রশ্ন ৪। ‘রেইনকোট’ গল্পে পিয়নের নাম কী? [সি. বো. ১৯]

উত্তর : ‘রেইনকোট’ গল্পে পিয়নের নাম ইসহাক ।

রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF

প্রশ্ন ৫। মিলিটারি পাণ্ডা কোথায় বসে ছিল? [ব. বো. ১৯]

উত্তর : মিলিটারি পাণ্ডা বসে ছিল প্রিন্সিপালের কামরায় সিংহাসন মার্কা চেয়ারে।

প্রশ্ন ৬। ‘রেইনকোট’ গল্পটি কার লেখা? [রা. বো. ১৭]

উত্তর : ‘রেইনকোট’ গল্পটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা ।

প্রশ্ন ৭। ‘রেইনকোট’ গল্পটি কত সালে প্রকাশিত হয়? [য. বো. ১৭]

উত্তর : ‘রেইনকোট’ গল্পটি ১৯৯৫ সালে প্রকাশিত হয়।

প্রশ্ন ৮। ‘রেইনকোট’ গল্পের কথকের নাম কী? [কু. বো. ১৭]

উত্তর : ‘রেইনকোট’ গল্পের কথকের নাম নুরুল হুদা।

প্রশ্ন ৯। মিসক্রিয়ান্ট শব্দের অর্থ কী? [ব. বো. ১৭]

উত্তর : মিসক্রিয়ান্ট শব্দের অর্থ দুষ্কৃতকারী।

আরো পড়ুন :

প্রশ্ন ১০। কাদের সাথে নুরুল হুদার আঁতাত আছে? [রা. বো. ১৬]

উত্তর : ছদ্মবেশী কুলিদের সঙ্গে নুরুল হুদার আঁতাত আছে।

প্রশ্ন ১১। ‘রেইনকোট’ গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত? [চ. বো. ১৬]

উত্তর : ‘রেইনকোট’ গল্পটি ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত।

প্রশ্ন ১২। উর্দুর প্রফেসরের নাম কী? [মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ; বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]

উত্তর : উর্দুর প্রফেসরের নাম আকবর সাজিদ।

প্রশ্ন ১৩। রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? [ঝালকাঠি সরকারি কলেজ

উত্তর: রেইনকোট গল্পটি ১৮৮৫ সালে প্রকাশিত হয়।

প্রশ্ন ১৪। মিন্টু কত তারিখে বাড়ি থেকে মুক্তিযুদ্ধে চলে যায়? ব্যাখ্যা কর।

উত্তর: মিন্টু জুনের ২৩ তারিখে বাড়ি থেকে মুক্তিযুদ্ধে চলে যায়।

রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর PDF

প্রশ্ন ১৫। ইসহাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে? [পটুয়াখালী সরকারি কলেজ]

উত্তর: ইসহাক এপ্রিল মাস থেকে উর্দুর ভাষায় কথা।

প্রশ্ন ১৬। কার জন্য নুরুল হুদাকে এক্সটা তটস্থ থাকতে হয়?

উত্তর: শ্যালক মিন্টুর জন্য নুরুল হুদাকে এক্সটা তটস্থ থাকতে হয়।

প্রশ্ন ১৭। রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্প কোথায় স্থাপন করা হয়?

উত্তর: রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্প স্থাপন করা হয় জিমন্যাশিয়ামে।

প্রশ্ন ১৮। রেইনকোট গল্পের প্রিন্সিপালের নাম কী?

উত্তর: রেইনকোট গল্পের প্রিন্সিপালের নাম ড.আফাজ আহমদ

প্রশ্ন ১৯। রেনকোট গল্পে মানুষ খালি চোখে কী দেখে?

উত্তর: রেনকোট গল্পে মানুষ খালি চোখে নৌকা দেখে নৌকা ভরা অস্ত্র।

প্রশ্ন ২০। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বাহিনী কোন বাহিনীর কাছে পরাজিত

উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বাহিনী রুশ বাহিনীর কাছে পরাজিত হয়।

এইচএসসি বাংলা ১ম পত্র রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top