Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » এইচএসসি বাংলা সহপাঠ লালসালু উপন্যাসের MCQ PDF Download
    এইচএসসি বাংলা নোট

    এইচএসসি বাংলা সহপাঠ লালসালু উপন্যাসের MCQ PDF Download

    EduQuest24By EduQuest24October 30, 2024No Comments12 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    লালসালু উপন্যাসের MCQ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এইচএসসি বাংলা সহপাঠ লালসালু উপন্যাসের MCQ PDF ফাইলে প্রতিটি MCQ প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ কারে দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ লালসালু উপন্যাসের MCQ প্রশ্নের উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে আমাদের লালসালু উপন্যাসের MCQ pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।

    • HSC লালসালু উপন্যাসের MCQ প্রশ্ন ও উত্তর PDF Download
      • লালসালু উপন্যাসের MCQ (বহুনির্বাচনি প্রশ্ন)
      • লালসালু উপন্যাসের MCQ (বহুপদী সমাপ্তিসূচক)

    HSC লালসালু উপন্যাসের MCQ প্রশ্ন ও উত্তর PDF Download

    লালসালু উপন্যাসের MCQ (বহুনির্বাচনি প্রশ্ন)

    ১. সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি?

    ক) করাচি

    খ) লন্ডন

    গ) জার্মানি

    ঘ) প্যারিস

    সঠিক উত্তরঃ ঘ) প্যারিস

    ব্যাখ্যাঃ সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম কর্মস্থল ইংরেজি দৈনিক ‘দি স্টেট্সম্যান’। সেখানে তিনি সাব এডিটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এরপর তিনি ঢাকা বেতার কেন্দ্র ও করাচি বেতার কেন্দ্রে সম্পাদক হিসেবে ছিলেন। এছাড়াও কূটনৈতিক দায়িত্বে বেশ কয়েকটি দেশে তিনি নিযুক্ত ছিলেন। তাঁর সর্বশেষ কর্মস্থল ছিল প্যারিস।

    ২. বহিপীর’- কার লেখা? – –

    ক) সৈয়দ ওয়ালীউল্লাহ

    খ) শামসুর রাহমান

    গ) আহসান হাবীব

    ঘ) আল মাহমুদ

    সঠিক উত্তরঃ ক) সৈয়দ ওয়ালীউল্লাহ

    ব্যাখ্যাঃ ওয়ালীউল্লাহর নাটক বহিপীর। তিনি চারটি নাটক লিখেছেন। তাঁর অন্য নাটকগুলো হলো তরঙ্গভঙ্গ, উজানের মৃত্যু ও সুড়ঙ্গ।এছাড়া ‘নয়নচারা’ এবং ‘দুই তীর ও অন্যান্য গল্প’ হলো তাঁর গল্পগ্রন্থ।

    ৩. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

    ক) চোখের বালি

    খ) আলালের ঘরের দুলাল

    গ) দুর্গেশনন্দিনী

    ঘ) পদ্মানদীর মাঝি

    সঠিক উত্তরঃ গ) দুর্গেশনন্দিনী

    বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ (১৮৬৫)। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস। তবে বাংলা ভাষায় প্রথম উপন্যাস লেখেন প্যারীচাঁদ মিত্র। আর বাংলাভাষার প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্রের লেখা ‘আলালের ঘরে দুলাল’।

    ৪. ‘লালসালু’ কী ধরনের উপন্যাস?

    ক) ধৰ্ম-আশ্রিত

    খ) সমাজ-সমস্যামূলক

    গ) আঞ্চলিক

    ঘ) ঘটনানির্ভর

    সঠিক উত্তরঃ খ) সমাজ-সমস্যামূলক

    ব্যাখ্যাঃ ‘লালসালু’ উপন্যাসটিতে সমাজের অজ্ঞতা, কুসংস্কার ও অন্ধ বিশ্বাসের কথা বিবৃত হয়েছে। যেগুলো ধর্মকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এর মূলে রয়েছে গির আশ্রিত ডণ্ড ও প্রতারক চক্র, যারা সরল মানুষদের নানাভাবে হেনস্তা করে ও ঠকায় 1

    ৫. ‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?

    ক) The Tree Without Roots

    খ) Tree Without Root

    গ) Trees Without Root

    ঘ) Tree Without Roots

    সঠিক উত্তরঃ ঘ) Tree Without Roots

    ব্যাখ্যাঃ ‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদ ‘Tree without Roots’. অনুবাদটি ১৯৬৭ সালে প্রকাশিত হয়। সৈয়দ ওয়ালীউল্লাহ নিজেই এর অনুবাদ করেন।

    ৬. ‘লালসালু’ উপন্যাসটি কোন কোন ভাষায় অনূদিত হয়?

    ক) বাংলা, ইংরেজি

    খ) ইংরেজি, ফ্রেঞ্চ

    গ) হিন্দি, ফ্রেঞ্চ

    ঘ) ইংরেজ, হিন্দি

    সঠিক উত্তরঃ খ) ইংরেজি, ফ্রেঞ্চ

    ব্যাখ্যাঃ লালসালু উপন্যাসটি ইংরেজি, ফ্রেঞ্চ, উর্দু, জার্মান ও চেকসহ নানান ভাষায় ভাষান্তর হয়।

    ৭. ‘লালসালু’ উপন্যাসে লেখক কিসের মুখোশ উন্মোচন করেছেন?

    ক) পীরদের

    খ) ভণ্ডদের

    গ) লম্পটদের

    ঘ) ধর্মব্যবসায়ীদের

    সঠিক উত্তরঃ ঘ) ধর্মব্যবসায়ীদের

    ব্যাখ্যাঃ লেখক ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মুক্ত করেছেন। লালসালু উপন্যাসের মজিদ ধর্মের নামে মাজারের মাধ্যমে টাকা, সম্পত্তি, প্রতিপত্তির মালিক বনে যায়। অথচ পূর্বে যে না খেয়ে দিন যাপন করত। এমন মজিদের মতো ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে আলোচ্য উপন্যাসে।

    ৮. ‘লালসালু’ উপন্যাসের বিষয়বস্তু হলো-

    ক) সাধারণ মানুষের জীবন

    খ) সামাজিক বাস্তবতা

    গ) গ্রামীণ মানুষের অন্ধতা

    ঘ) অতি প্রাকৃত ঘটনা

    সঠিক উত্তরঃ খ) সামাজিক বাস্তবতা

    ব্যাখ্যাঃ সামাজিক বাস্তবতা লালসালু উপন্যাসের বিষয়বস্তু। সমাজের ধর্মীয় গোড়ামি, অজ্ঞতা, অশিক্ষা, ধর্মব্যবসায় ইত্যাদি বিষয়গুলো উক্ত উপন্যাসে ফুটে উঠেছে।

    ৯. ‘লালসালু’ উপন্যাসের নায়ক কে?

    ক) খালেক ব্যাপারী

    খ) মতলুব খাঁ

    গ) মজিদ

    ঘ) আক্কাস মিঞা

    সঠিক উত্তরঃ গ) মজিদ

    ব্যাখ্যাঃ ‘লালসালু’ উপন্যাসের নায়ক তথা প্রধান চরিত্র হলো মজিদ। তাকে ঘিরেই উপন্যাসের সমস্ত ঘটনা চরিত্র আবর্তিত হয়।

    ১০. খালেক ব্যাপারী কর্তৃক আমেনা বিবিকে তালাক প্রদানের কারণ—

    ক) প্ররোচনা

    খ) সন্দেহ

    গ) বিশ্বাসহীনতা

    ঘ) নিঃসন্তান

    সঠিক উত্তরঃ ক) প্ররোচনা

    ব্যাখ্যাঃ মজিদের প্ররোচনায় পড়ে খালেক ব্যাপারী তার স্ত্রীকে তালাক দেয়। মজিদ প্রতিশোধ নেওয়ার জন্য কৌশল খাটায় এবং আমেনা বিবি অজ্ঞান হয়ে যায়। এর প্রেক্ষিতে মজিদ বলে আমেনা বিবি অসতী। এই প্ররোচনায় পড়ে খালেক ব্যাপারী তাকে তালাক দেয় ।

    ১১. ‘লালসালু’ উপন্যাসে মজিদের মিথ্যার আশ্রয় নেওয়ার কারণ কী?

    ক) অর্থলোভ

    খ) আধিপত্য বিস্তার

    গ) ধৰ্ম প্ৰতিষ্ঠা

    ঘ) নিজ অস্তিত্ব রক্ষা

    সঠিক উত্তরঃ ঘ) নিজ অস্তিত্ব রক্ষা

    ব্যাখ্যাঃ নিজের অস্তিত্ব রক্ষার জন্য মজিদ মিথ্যার আশ্রয় নেয়। মহব্বতনগর গ্রামে প্রবেশ, মাজার, পানি পড়া, নানান গল্প ফাঁদা, সন্তান না হওয়ার কারণ পেটে বেড়ি পড়া, করিমগঞ্জের ডাক্তার তার মুরিদ ইত্যাদি নানান মিথ্যার উপর তার অস্তিত্ব।

    ১২. মজিদের সমস্ত কর্মকাণ্ডে খালেক ব্যাপারী সমর্থন জানিয়েছেন কেন?

    ক) শোষণের স্বার্থে

    খ) শ্রদ্ধাবশত

    গ) ভীত-সন্ত্রস্ত হয়ে

    ঘ) অলৌকিক ক্ষমতাবলে

    সঠিক উত্তরঃ ক) শোষণের স্বার্থে

    ১৩. ‘লালসালু’ উপন্যাসের অস্তিত্বসচেতন চরিত্র কে?

    ক) রহিমা

    খ) ধলা মিয়া

    গ) জমিলা

    ঘ) খালেক ব্যাপারী

    সঠিক উত্তরঃ গ) জমিলা

    ব্যাখ্যাঃ লালসালু উপন্যাসে একমাত্র অস্তিত্ব সচেতন হলো জমিলা। সে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয়। মজিদের মুখে থুথু নিক্ষেপ করতে তার বাধে না ।

    ১৪. ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত কিন্তু দেশটা কেমন মরার দেশ’- বাক্যটিতে ‘মরার দেশ” বলতে কী বোঝানো হয়েছে?

    ক) লোক শূন্যতা

    খ) শস্য শূন্যতা

    গ) শিক্ষাহীনতা

    ঘ) হৃদয়হীনতা

    সঠিক উত্তরঃ খ) শস্য শূন্যতা

    ব্যাখ্যাঃ প্রশ্নে যে দেশের কথা বলা হয়েছে সেটি হলো মজিদের আদি নিবাস। ‘গ্রামটিতে শস্যশূন্য। কিন্তু জনবহুল অর্থাৎ শস্য যা বা হয় তা জনবহুলতার তুলনায় যৎসামান্য। ফলে তারা জীবিকার অভাবে পড়ে এবং জীবিকার সন্ধানে তারা অন্য এলাকায় ছোটে। শস্যশূন্য তথা শস্যহীন হওয়ার কারণে উক্ত গ্রামকে মরার দেশ বলা হয়েছে।

    ১৫. কিন্তু দেশটা কেমন মরার দেশ’- বলার কারণ কী?

    ক) মানুষহীন বলে

    খ) ধর্মহীন বলে

    গ) কর্মহীন বলে

    ঘ) শস্যহীন বলে

    সঠিক উত্তরঃ ঘ) শস্যহীন বলে

    ১৬. তাই তারা ছোটে” কেন?

    ক) ধর্মের জন্য

    খ) কল্যাণের জন্য

    গ) জীবিকার জন্য

    ঘ) সুবিধার জন্য

    সঠিক উত্তরঃ গ) জীবিকার জন্য

    আরো পড়ুন :

    • এইচএসসি বাংলা ১ম পত্র রেইনকোট গল্পের MCQ
    • এইচএসসি বাংলা ১ম পত্র মাসি পিসি গল্পের MCQ
    • এইচএসসি বাংলা ১ম পত্র মানব কল্যাণ গল্পের MCQ
    • এইচএসসি বাংলা ১ম পত্র বিলাসী গল্পের MCQ

    ১৭. ছেলেমেয়েরা কখন আমসিপারা পড়ে?

    ক) সকালে

    খ) বিকেলে

    গ) সন্ধ্যায়

    ঘ) ভোরে

    সঠিক উত্তরঃ ঘ) ভোরে

    ব্যাখ্যাঃ মজিদ যে এলাকা থেকে এসেছে সে এলাকায় ধর্মীয় প্রভাব খুব বেশি। তাই ভোরবেলায় ছেলে-মেয়েরা মক্তবে আমসিপারা পড়তে যায়। ‘এমনকি ন্যাংটা ছেলেটাও পড়তে যায়। যেনো খোদা তা’লার বিশেষ দেশ।

    ১৮. শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি— বলতে বোঝানো হয়েছে—

    ক) ধর্মের প্রভাব

    খ) শস্যের আবাদ

    গ) ধর্মের ভয়

    ঘ) ধর্মীয় গোঁড়ামি

    সঠিক উত্তরঃ ঘ) ধর্মীয় গোঁড়ামি

    ব্যাখ্যাঃ ধর্মীয় গোঁড়ামি বোঝাতে উক্ত কথাটি বলা হয়েছে। শস্যের টুপি তথা খোলস বেশি হলে তা কাজে আসে না। তেমনি ধর্মের গোঁড়ামি বেশি হলে তা কাজের কিছু না। আগাছার কোন শক্ত ভীত নেই। তেমনি গোঁড়ামির শক্ত ভীত নেই।

    লালসালু উপন্যাসের MCQ (বহুপদী সমাপ্তিসূচক)

    19. ‘লালসালু’ উপন্যাসের প্রতিপাদ্য বিষয়-

    i) কুসংস্কারাচ্ছন্নতা

    ii) অতিপ্রাকৃত ঘটনা

    iii) মাজার কেন্দ্রিক ধর্ম ব্যবসায়

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ খ) i ও iii

    ব্যাখ্যাঃ লালসালু উপন্যাসের প্রতিপাদ্য মূল বিষয় হচ্ছে কুসংস্কার, ঘটনায় বিশ্বাস, মাজারকে কেন্দ্র করে ধর্মব্যবসায়। এসবের মূলে রয়েছে মজিদ নামের একজন অস্তিত্বহীন প্রতারক।

    20. “জনগণে যারা জোঁকসম শোষে, মহাজন তারে কয়।”— উদ্দীপকে এবং ‘লালসালু’ উপন্যাসে মহাজনদের বৈশিষ্ট্য কী?

    i) শোষক

    ii) স্বার্থপর

    iii) মানবতাবিরোধী

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ক) i ও ii

    ব্যাখ্যাঃ উদ্দীপক ও লালসালু উপন্যাস অনুযায়ী যারা জনগণকে শোষণ করে, যারা নিজ স্বার্থে সবকিছু করতে পারে অর্থাৎ স্বার্থপর তারা মহাজন বা মাতব্বর। লালসালু উপন্যাসে মজিদকে দেখা যায় যে সে নিজ স্বার্থে অন্যায় অবিচার করছে। উদ্দীপকের বাক্যটিতেও উল্লেখ আছে যে জনগণকে জোঁকের মতো যারা শোষে তারা মহাজন ।

    21. সন্তান আকাঙ্ক্ষায় রূপার মনে ঝড় ওঠে—রূপক কথার সাথে ‘লালসালু’ উপন্যাসের মিল রয়েছে-

    i) রহিমার

    ii) আমেনার

    iii) জমিলার

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ক) i ও ii

    ব্যাখ্যাঃ উপন্যাসের মজিদের স্ত্রী রহিমার ও খালেক ব্যাপারীর স্ত্রী আমেনার সন্তান নাই। সে কারণে তাদের শূন্য হৃদয় খা খা করে, যেমন প্রশ্নোক্ত রূপার মনে ঝড় ওঠার সাথে সাদৃশ্যপূর্ণ।

    22. খালেক ব্যাপারীর চারিত্রিক বৈশিষ্ট্য হলো, সে–

    i) দুর্বলচিত্ত

    ii) ধর্মভীরু

    iii) ব্যক্তিত্বহীন

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii

    ব্যাখ্যাঃ খালেক ব্যাপারী একদিকে যেমন ধর্মভীরু তেমনি সে দুর্বলচিত্তের লোক ও ব্যক্তিত্বহীন। মসজিদের জন্য ১২ আনা খরচ করতে চায়, মক্তবও বানিয়েছে। কিন্তু দুর্বল চিত্ত ও ব্যক্তিত্বহীনতার কারণে মজিদের কথায় স্ত্রীকে তালাক দিয়েছে।

    23. ‘লালসালু’ উপন্যাসে জমিলা চরিত্র অনন্য হয়ে উঠেছে—

    i) প্রাণময় সত্তার উপস্থিতিতে

    ii) কৈশোরের অবাধ্যতায়

    iii) প্রতিবাদী আচরণে

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii

    ব্যাখ্যাঃ প্রাণময় সত্তার উপস্থিতি, কৈশরের অবাধ্যতা ও প্রতিবাদী আচরণই জমিলাকে লালসালু উপন্যাসে অনন্যতা দিয়েছে। দাম্পত্যের গাম্ভীর্য কিংবা মাজার প্রতিনিধির স্ত্রী হিসেবে যে ভাব গাম্ভীর্যের বিষয় থাকে সেটি জমিলাকে স্পর্শ করে না। এখানে তার কৈশরের চপলতাকে প্রকাশ করে। অল্পবয়সি হওয়ার কারণে নানান আচরণে এবং সময় অসময়ে হাস্যময় ও প্রাণময় থাকে। আবার জোর করে শাসনের কারণে মজিদের মুখে থুথু দেওয়ার কারণে জমিলার মধ্যে প্রতিবাদী আচরণ ফুটে উঠেছে।

    24. ‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।’ উক্তিটির তাৎপর্য হলো-

    i) শস্যের খেতে আগাছা বেশি জন্মায়

    ii) প্রচণ্ড অভাব অনটন থাকলেও মানুষগুলো ধর্মভীরু

    iii) খাদ্য না থাকায় বেশিরভাগ মানুষ ধর্মাচার ও ভণ্ডামির আশ্রয় নেয়

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ খ) i ও iii

    ব্যাখ্যাঃ শস্যের চেয়ে টুপি বলতে শস্যের খোলসকে বোঝানো হয়েছে। আবার শস্যের খেতে আগাছাকেও নির্দেশ করে। তেমনি ধর্মের আগাছা বলতে মূল জিনিস বাদ দিয়ে গুরুত্বহীন অপ্রয়োজনীয় বিষয়কে বোঝানো হয়। মূলকথা হলো খাদ্য না থাকলে মূল বিষয় এড়িয়ে মানুষ ধর্মাচার ও ভণ্ডামির আশ্রয় নেয়। যেমন মজিদ নিয়েছে।

    25. ‘লালসালু’ উপন্যাসের রহিমা চরিত্রটি-

    i) শান্তশিষ্ট ও ভীতু

    ii) গোঁয়ার ও কর্মপরায়ণ

    iii) ধীরস্থির ও মমতাময়ী

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ খ) i ও iii

    ব্যাখ্যাঃ মজিদের প্রথম স্ত্রী রহিমা শারীরিক শক্তিসম্পন্না হলেও সে ছিল শান্তশিষ্ট। আবার মজিদকে ও মাজারকে ভয় করতো বলে তাকে ভীতু বলা যায়। আবার সে যেমন ধীরস্থির ছিল, তেমনি মমতাময়ীও। সতিন জমিলাকে নিজ কন্যার মতো স্নেহ করতো ও ভালোবাসতো।

    26. ‘আহা, খোদা যদি আমাকে পোলাপাইন দিত।’ – কথাটা ব্যথাবিদীর্ণ অন্তরে জাগ্রত হয় –

    i) রহিমার

    ii) আমেনার

    iii) মজিদের

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii

    ব্যাখ্যাঃ রহিমা ও মজিদ স্বামী-স্ত্রী। তারা নিঃসন্তান। আবার খালেক ব্যাপারীর স্ত্রী আমেনা বিবিও সন্তানহীনা। তাদের সকলের ব্যথাতুর মনে একটায় আকুতি যে খোদা যদি পদের সন্তান দিত।

    27. “মন অদের দোটানার দ্বন্দ্বে দোল খায়।’- কেন?

    i) নতুন পীরের প্রতি অবিশ্বাসে

    ii) মজিদের প্রতি বিশ্বাসে

    iii) নতুন পীরের প্রতি বিশ্বাসে

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ গ) ii ও iii

    ব্যাখ্যাঃ আওয়ালপুরের পিরের কাছে মহব্বতনগর গ্রামবাসী গিয়ে বয়ান শুনে অশ্রুসিক্ত হয়। এদিকে তাদের গ্রামের মজিদ ঐ পিরকে ভণ্ড বলে চলে আসতে বলে। সবাই চলেও আসে কিন্তু মন তাদের দোটানার দ্বন্দ্বে দোলখায়। আসলে কোনটা সঠিক এই ভেবে।

    28. রহিমা মজিদের দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ করে না কেন?

    i) স্বামীভক্তি

    ii) ধর্মনিষ্ঠা

    iii) সমাজের আনুগত্য

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ক) i ও ii

    29. জিদ জমিলার মধ্যে খোদাভীতি জাগাতে চায় যে কারণে –

    i) জমিলাকে বশ করতে

    ii) স্বীয় আধিপত্য বিস্তার করতে

    iii) স্রষ্টার সন্তুষ্টির জন্য

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ক) i ও ii

    30. মজিদ জন্মিলাকে মাজারে বেঁধে রেখেছিল—

    i) মনে খোদার ভীতি জাগানোর জন্য

    ii) শাস্তি দেবার জন্য

    iii) তার বিদ্রোহী চেতনাকে বিনাশ করার জন্য

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii

    ব্যাখ্যাঃ খোদাভীতি জাগানো ও শাস্তি দিতেই মজিদ জমিলাকে মাজারে বেধে রাখে। আর খোদাভীতি জাগ্রত হলেই. জমিলার বিদ্রোহী চেতনাকে বিনাশ করা যাবে। অর্থাৎ ভণ্ড মজিদ নানান কৌশল অবলম্বন করে জমিলাকে দমাতে চায়।

    31. “বিশ্বাসের পাথরে যেন খোদাই সে-চোখ— উক্তিটির তাৎপর্য হলো—

    i) নির্দ্বিধায় বিশ্বাস করা

    ii) বিশেষ ক্ষমতার অধিকারী

    iii) অন্ধভাবে বিশ্বাস করা

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ খ) i ও iii

    ব্যাখ্যাঃ আলোচ্য উক্তিটি অজ্ঞতা ও অন্ধবিশ্বাসের প্রমাণ। অজ্ঞতার কারণে মানুষ সাধারণ কোনো মানুষকে বিশেষ ক্ষমতাসম্পন্ন ভেবে মনেপ্রাণে বিশ্বাস করে।

    32. ‘শস্যহীন জনবহুল’ কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

    i) আকাল

    ii) দুর্ভিক্ষ

    iii) প্লাবন

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ক) i ও ii

    ব্যাখ্যাঃ শস্যহীন জনবহুল কথাটি আকাল ও দুর্ভিক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে। শস্য তথা ফসল না ফললে খাদ্যাভাব দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে। আর জনবহুল এলাকা হলে সমস্যা আরও বাড়বে

    নিচের উদ্দীপকটি পড়ে 33 ও 34 নম্বর প্রশ্নের উত্তর দাও: লালসালু উপন্যাসের MCQ ও উত্তর

    ছনু মিয়া তার বড় পরিবারের ভরণপোষণ করতে না পেরে মিথ্যার আশ্রয় নেয়। একদিন রাতে সে তার বাড়ির সামনে একটি সাইনবোর্ড- টাঙ্গায় । সেখানে লেখা থাকে যে, সে স্বপ্নে অলৌকিক ক্ষমতা পেয়েছে এবং এর দ্বারা যাবতীয় সমস্যার সমাধান করা হয়।

    33. উদ্দীপকটি নিচের কোন রচনার সাথে অধিকতর সাদৃশ্যপূর্ণ

    ক) লোক লোকান্তর

    খ) সিরাজউদ্দৌলা

    গ) বিড়াল

    ঘ) লালসালু

    সঠিক উত্তরঃ ঘ) লালসালু

    ব্যাখ্যাঃ উদ্দীপকটি লালসালু রচনার সাথে সাদৃশ্যপূর্ণ। লালসালু উপন্যাসে যেমন অভাবী মজিদ স্বপ্নের কথা বলে মাজার ব্যবসায় শুরু করে, তেমনি . উদ্দীপকের ছনু মিয়া পরিবারের ভরণ- পোষণ চালাতে না পেরে স্বপ্নে দেখা অলৌকিক ক্ষমতার কথা বলে সকল সমস্যার সমাধান করবে বলে ব্যবসায় ফাঁদে। উভয়েই মূলত যাপিত জীবনের ভার সইতে না পেরে মিথ্যার আশ্রয় নেয়। ধর্মকে পুঁজি করে ধর্মব্যবসায় শুরু করে।

    34. এই সাদৃশ্যের কারণ হলো-

    i) মিথ্যার আশ্রয়

    ii) ধর্ম ব্যবসায়

    iii) যাপিত জীবনের ভার সইতে না পারা

    নিচের কোনটি সঠিক

    ক) i ও ii

    খ) i ও iii

    গ) ii ও iii

    ঘ) i, ii ও iii

    সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii

    নিচের উদ্দীপকটি পড়ে 35 ও 36 নম্বর প্রশ্নের উত্তর দাও: লালসালু উপন্যাসের MCQ pdf

    প্রথম যখন হোসেন মিয়া কেতুপুরে এসেছিল পরনে একটা ছেঁড়া লুঙ্গি, মাথায় এক ঝাঁক রুক্ষ চুল— ঘসা দিলে গায়ে খড়ি উঠত। এখন সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক।

    35. উদ্দীপকের হোসেন মিয়া ও ‘লালসালু’ উপন্যাসের মজিদ উভয়েই

    ক) লোভী

    খ) আগন্তুক

    গ) ভণ্ড

    ঘ) ধার্মিক

    সঠিক উত্তরঃ খ) আগন্তুক

    ব্যাখ্যাঃ উদ্দীপকের হোসেন মিয়া ও ‘লালসালু’ উপন্যাসের মজিদ উভয়েই আগন্তুক। মজিদ অভাবের তাড়নায় মধুপুর থেকে মহব্বতনগরে আসে, আর হোসেন মিয়া কেতুপুর আসে। দুই জন-ই ভাগ্যান্বেষী। আর দুইজন-ই সফল হয়।

    এইচএসসি বাংলা সহপাঠ লালসালু উপন্যাসের MCQ প্রশ্ন ও উত্তর PDF Download

    Download Lecture Sheet
    লালসালু উপন্যাসের MCQ লালসালু উপন্যাসের mcq pdf লালসালু উপন্যাসের mcq প্রশ্ন ও উত্তর লালসালু উপন্যাসের mcq বোর্ড প্রশ্ন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    বাংলা ২য় পত্র রচনার পয়েন্ট (রচনা সমগ্র) PDF

    April 10, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধপ্রয়োগ (PDF)

    March 12, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি

    March 11, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাক্যতত্ত্ব (বাক্য রূপান্তর) ২০২৫ PDF

    March 10, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা বানানের নিয়ম ২০২৫ (PDF)

    March 9, 2025

    এইচএসসি বাংলা সহপাঠ সিরাজউদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্নোত্তর (PDF)

    February 22, 2025
    Leave A Reply Cancel Reply

    © 2025 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.