লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর

এইচএসসি বাংলা সহপাঠ লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

Advertisements

এইচএসসি বাংলা সহপাঠ লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর PDF ফাইলে প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।

লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর PDF Download

প্রশ্ন ১। গারো পাহাড় মধুপুরগড় থেকে কত দিনের পথ? [ঢা বো. ১৯; চ. বো. ১৬; উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]

উত্তর : গারো পাহাড় মধুপুর গড় থেকে তিন দিনের পথ।

প্রশ্ন ২। কে পক্ষাঘাতে আক্রান্ত? [ঢা. বো. ১৯]

Advertisements

উত্তর : খেতানির মা পক্ষাঘাতে আক্রান্ত ।

প্রশ্ন ৩। ‘লালসালু’ কোন ধরনের উপন্যাস? [সি. বো. ১৯]

উত্তর : ‘লালসালু’ সামাজিক সমস্যামূলক উপন্যাস

প্রশ্ন ৪। কত বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল? [য. বো. ১৯]

উত্তর : তেরো বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল।

প্রশ্ন ৫। মজিদ কেন হাসপাতালে গিয়েছিল? [য. বো. ১৯]

উত্তর: আহত ব্যক্তিদের দেখতে মজিদ হাসপাতালে গিয়েছিল।

প্রশ্ন ৬। খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কী? [ঢা. বো. ১৬; য. বো. ১৭; কু. বা ১৯]

উত্তর : খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম তানু বিবি।

প্রশ্ন ৭। ‘লালসালু’ উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী? [কু. বো. ১৯, ১৭; চ. বো. ১৭]

উত্তর: ‘লালসালু’ উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম মতলুব খা।

প্রশ্ন ৮। ধলা মিয়া কে? [রা. বো. ১৭]

উত্তর : ধলা মিয়া খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী তানু বিবির বড় ভাই

প্রশ্ন ৯। আক্কাসের বাবার নাম কী? [চ. বো. ১৯; সি. বো. ১৯, দ. বো. ১৯]

উত্তর : আব্বাসের বাবার নাম মোদাব্বের মিঞা

প্রশ্ন ১০। ‘বেচাইন’ শব্দটির অর্থ কী? [চ. বো. ১৯]

উত্তর : ‘বেচাইন’ শব্দের অর্থ অস্থির।

প্রশ্ন ১১। সাত ছেলের বাপের নাম কী? [সি. বো, ‘১৯]

উত্তর : সাত ছেলের বাপের নাম দুদু মিয়া

প্রশ্ন ১৪। “মরা মানুষ জিন্দা হয় ক্যামনে?”- উক্তিটি কার? [ঢা. বো. ‘১৮; য. বো. ১৮; কু. বো. ১৬; সি. বো. ১৮; ব. বো. ১৭; দিবো, ‘১৮]

উত্তর : “মরা মানুষ জিন্দা হয় ক্যামনে?”- এ উক্তিটি মজিদের।

লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১২। ‘লালসালু’ উপন্যাসে তানুবিধি কে? [ব. বো. ১৯]

উত্তর : ‘লালসালু’ উপন্যাসে তানু বিবি খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী

প্রশ্ন ১৩। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কী? [দি ৰো, ‘১৯]

উত্তর : খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম তানু বিবি ।

প্রশ্ন ১৫। আক্কাস গ্রামে কী প্রতিষ্ঠা করতে চেয়েছিল? [ঢা. বো. ‘১৮; য. বো. ১৮; সি]

উত্তর : আক্কাস গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল

প্রশ্ন ১৬। মজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল? [রা. বো. ১৮, কু. বো. ১৮; চ. বো. ১৮; ব. বো. ১৮]

উত্তর : মজিদ হাসুনির মাকে শাড়ি কিনে দিয়েছিল।

প্রশ্ন ১৭। মজিদকে দেখে প্রথমে জমিলার কী মনে হয়েছিল? [রা. বো. ১৮; কু. বো. ১৮; চ. বো. ১৮, ১৭; ৰ. বো. ১৮]

উত্তর : মজিদকে দেখে প্রথমে জমিলার মনে হয়েছিল দুলার (বরের) বাপ।

প্রশ্ন ১৮। ধলা মিয়া কার ভাই? [ঢা. বো. ১৭]

উত্তর : তানু বিবির বড় ভাই

প্রশ্ন ১৯। ‘তোমার দাড়ি কই মিঞা?’ উক্তিটি কে করেছিল? [ব. বো. ১৬]

উত্তর : ‘তোমার দাড়ি কই মিঞা?’ উক্তিটি মজিদ করেছিল আক্কাসকে উদ্দেশ্য করে।

প্রশ্ন ২০। আওয়ালপুর ও মহব্বতনগরের মাঝ পথে একটা মস্ত কী গাছ আছে? [ব বো. ১৬; শেরপুর সরকারি কলেজ]

উত্তর : আওয়ালপুর ও মহব্বতনগরের মাঝ পথে একটা মস্ত তঁতুলগাছ আছে।

প্রশ্ন ২১। ‘নিরাক পড়া’ কী? [রা. বো. ‘১৭; ব. বো, ‘১৭]

উত্তর : ‘নিরাক পড়া’ অর্থ হলো বাতাসহীন নিস্তব্ধ গুমোট আবহাওয়া

প্রশ্ন ২২। মজিদ সবাইকে কী বলে সম্বোধন করে থাকেন? [য. বো. ১৭]

উত্তর : মজিদ সবাইকে ‘মিয়া’ বলে সম্বোধন করে থাকেন

প্রশ্ন ২৩। ‘কলমা জানো মিঞা?’- মজিদ প্রশ্নটি কাকে করেছে? [কু. বো. ‘১৭]

উত্তর : ‘কলমা জানো মিঞা’- মজিদ প্রশ্নটি দুদু মিয়াকে করেছে।

প্রশ্ন ২৪। হুড়কা’ শব্দের অর্থ কী? [সি. বো. ১৭]

উত্তর : ‘হুড়কা’ শব্দের অর্থ দরজার খিল ।

লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর pdf

প্রশ্ন ২৫। মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে-দলে লোক কোন দিকে চলছে? [সি. বো.’ ১৭; সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, গাজীপুর]

উত্তর : মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে দলে লোক উত্তর দিকে চলছে।

প্রশ্ন ২৬। রহিমার পেটে কয়টি প্যাচ? [দি. বো. ১৭; য. বো. ১৬]

উত্তর : মজিদের মতে রহিমার পেটে চৌদ্দটি প্যাচ আছে।

প্রশ্ন ২৭। ডোমপাড়া থেকে কিসের শব্দ ভেসে আসে? [দি. বো. ‘১৭]

উত্তর : ডোমপাড়া থেকে ঢোলকের শব্দ ভেসে আসে।

প্রশ্ন ২৮। “ধান দিয়া কী হইবো মানুষের জান যদি না থাকে?”— উক্তিটি কার? [ঢা বো. ১৬]

উত্তর : “ধান দিয়া কী হইবো মানুষের জান যদি না থাকে?” উক্তিটি মজিদের দ্বিতীয় স্ত্রী রহিমার।

প্রশ্ন ২৯। কার উক্তিটি দুই দিকে কাটে? [য. বো. ‘১৬; সি. বো. ‘১৬]

উত্তর : মজিদের উক্তিটি দুই দিকে কাটে।

প্রশ্ন ৩০। আওয়ালপুরের পিরের পূর্বপুরুষ কোথায় বাস করত? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]

উত্তর : আওয়ালপুরের পীরের পূর্বপুরুষ মধ্যপ্রাচ্যের কোনো এক জায়গায় বাস করত।

আরো পড়ুন :

প্রশ্ন ৩১। ‘দিনাদির অধিকারী’ কে? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]

উত্তর : দিনাদির অধিকারী হচ্ছেন- আল্লাহ্ বা স্রষ্টা।

প্রশ্ন ৩২। কার মাথা আওয়ালপুরের পীরের সমর্থকরা ফাটিয়ে দু- ফাঁক করে দিয়েছিল? [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]

উত্তর : কালু মিয়ার মাথা আওয়ালপুরের পীরের সমর্থকেরা ফাটিয়ে দু-ফাঁক করে দিয়েছিল।

প্রশ্ন ৩৩। রহিমা মাজারে আমেনা বিবির দৃশ্যগুলো কিভাবে দেখেছেন? [পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম]

উত্তর: বেড়ার ফুটো দিয়ে।

প্রশ্ন ৩৪। আমেনা বিবি মাজারের মধ্যে কেন মূর্ছা গিয়েছিল? [কুমিল্লা সরকারি কলেজ; নোয়াখালী সরকারি কলেজ]

উত্তর: শারীরিক দুর্বলতায়।

প্রশ্ন ৩৫। খালেক ব্যাপারীর গলায় শিশুর ভাব আসে কেন?

উত্তর: সন্দেহে।

প্রশ্ন ৩৬। উপন্যাসের আক্ষরিক অর্থ কী? [পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম]

উত্তর: উপযুক্ত বা বিশেষ রূপে স্থাপন।

লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ৩৭। কোন শতকে বাংলা উপন্যাস লেখার সূচনা ঘটে? [ঝালকাঠি সরকারি কলেজ]

উত্তর: উনিশ শতকে।

প্রশ্ন ৩৮। প্যারীচাঁদ মিত্রের ছদ্ম নাম কী ছিল?

উত্তর: টেকচাঁদ ঠাকুর।

লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর pdf download

প্রশ্ন ৩৯। প্যারীচাঁদ মিত্রের উপন্যাস ধর্মী রচনা ‘আলালের ঘরের দুলাল’ কত সালে প্রকাশিত হয়েছিলো? [কুমিল্লা সরকারি কলেজ; শেরপুর সরকারি কলেজ]

উত্তর: ১৮৫৮ সালে ।

প্রশ্ন ৪০। বঙ্কিমচন্দ্র রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ কত সালে প্রকাশিত হয়েছিলো? [ঝালকাঠি সরকারি কলেজ; কুমিল্লা সরকারি কলেজ]

উত্তর: ১৮৬৫ সালে ।

প্রশ্ন ৪১। ‘লালসালু’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়েছিলো? [পটুয়াখালী সরকারি কলেজ; নোয়াখালী সরকারি কলেজ]

উত্তর: ১৯৪৮ সালে

প্রশ্ন ৪২। আমেনা বিবি কেমন প্রকৃতির মানুষ?

উত্তর: স্বামী ভীরু।

প্রশ্ন ৪৩। ‘পুলক’ শব্দের অর্থ কি? [ঝালকাঠি সরকারি কলেজ]

উত্তর: আনন্দ।

প্রশ্ন ৪৪। কোন গাছ গাছ দেখে আমেনা বিবি বুঝত যে স্বামীর বাড়িতে পৌঁছেছে?

উত্তর: তালগাছ।

প্রশ্ন ৪৫। মোদাব্বের মিয়ার ছেলের নাম কি?

উত্তর: আক্কাস।

লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

প্রশ্ন ৪৬। মজিদ আক্কাসকে দমাতে চাওয়ায় তার চরিত্রে কি উম্মোচিত হয়েছে?

উত্তর: শোষণ।

প্রশ্ন ৪৭। “বেত্তমিজ এর মতো কথা কইস না” উক্তিটি কার সম্পর্কে করা হয়েছিল?

উত্তর: আক্কাস।

লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর pdf

প্রশ্ন ৪৮। মহব্বতনগর গ্রামের বড় মসজিদ নির্মাণে বারো আনা ব্যয় কে বহন করতে চেয়েছিল?

উত্তর: খালেক ব্যাপারী।

প্রশ্ন ৪৯। ‘লালসালু’ উপন্যাস কোথা থেকে কে প্রথম প্রকাশ করেছিলেন?

উত্তর: কমরেড পাবলিশার্স-এর সত্তাধিকারী আতাউল্লাহ ঢাকা থেকে প্রথম প্রকাশ করেছিলেন।

প্রশ্ন ৫০। ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ কী নামে প্রকাশিত হয়েছিলো?

উত্তর: ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ Lal Shalu নামে প্রকাশিত হয়েছিলো।

প্রশ্ন ৫১। ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ কোথা থেকে কবে প্রকাশিত হয়েছিলো?

উত্তর: ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ ১৯৬০ সালে করাচি থেকে প্রকাশিত হয়েছিলো।

প্রশ্ন ৫২। ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ কে প্রকাশ করেছেন?

উত্তর: ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ করেছেন কলিমুল্লাহ।

প্রশ্ন ৫৩। খালেক ব্যাপারী মজিদকে কেন ভয় পায়?

উত্তর: ধর্মভীতি কারণে।

প্রশ্ন ৫৪। সৈয়দ ওয়ালীউল্লাহ কখন মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৯৭১ খ্রিষ্টাব্দ।

এইচএসসি বাংলা সহপাঠ লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর PDF Download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top