Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » বাংলা ব্যাকরণ সমাস থেকে গুরুত্বপূর্ণ 30 টি MCQ (PDF)
    Bangla Preparation

    বাংলা ব্যাকরণ সমাস থেকে গুরুত্বপূর্ণ 30 টি MCQ (PDF)

    EduQuest24By EduQuest24June 1, 2025No Comments6 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    সমাস MCQ PDF
    সমাস MCQ PDF
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সমাস MCQ PDF : বাংলা ব্যাকরণ গুরুত্বপূর্ণ 50 টি সমাস MCQ PDF। বিসিএস, ভর্তি পরীক্ষা ও যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই সহায়ক।


    সমাস MCQ PDF (Update)

    ১. সমাস প্রধানত কত প্রকার?

    ক. ৪ প্রকার

    খ. ৮ প্রকার

    গ. ৬ প্রকার

    ঘ. ১০ প্রকার

    উত্তরঃ গ (৬ প্রকার)

    ২. কোন সমাসে উভয় পদের অর্থই প্রধান থাকে?

    ক. দ্বন্দ্ব

    খ. কর্মধারয়

    গ. তৎপুরুষ

    ঘ. প্রাদি সমাস

    উত্তরঃ ক (দ্বন্দ্ব)

    ৩. পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থপ্রাধান্যের ভিত্তিতে কোন সমাস গঠিত হয়?

    ক. দ্বন্দ্ব

    খ. কর্মধারয়

    গ. দ্বিগু

    ঘ. তৎপুরুষ

    উত্তরঃ ক (দ্বন্দ্ব)

    ৪. দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য কেমন থাকে?

    ক. পূর্বপদের অর্থ প্রাধান্য পায়

    খ. পরপদের অর্থ প্রাধান্য পায়

    গ. উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে

    ঘ. কোনটিই নয়

    উত্তরঃ গ (উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে

    ৫. যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায়, তাকে কোন সমাস বলে?

    ক. কর্মধারয়

    খ. তৎপুরুষ

    গ. দ্বিগু

    ঘ. বহুব্রীহি

    উত্তরঃ ক (কর্মধারয়)

    ৬. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?

    ক. পূর্বপদ

    খ. পরপদ

    গ. উভয় পদ

    ঘ. অন্য পদ

    উত্তরঃ খ (পরপদ)

    ৭. দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য থাকে?

    ক. পূর্বপদ

    খ. পরপদ

    গ. উভয়পদ

    ঘ. অন্যপদ

    উত্তরঃ খ (পরপদ)

    ৮. পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে কী বলে?

    ক. কর্মধারয় সমাস

    খ. তৎপুরুষ সমাস

    গ. বহুব্রীহি সমাস

    ঘ. দ্বিগু সমাস

    উত্তরঃ খ (তৎপুরুষ সমাস)

    ৯. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? (সমাস MCQ PDF)

    ক. পূর্বপদ

    খ. পরপদ

    গ. অন্য পদ

    ঘ. উভয় পদ

    উত্তরঃ খ (পরপদ)

    ১০. অব্যয়ীভাব সমাসে ‘অব্যয়’ পদের অর্থ কেমন থাকে?

    ক. পরিবর্তিত হয়

    খ. প্রধান থাকে

    গ. সংকুচিত হয়

    ঘ. বৃদ্ধি ঘটে

    উত্তরঃ খ (প্রধান থাকে)

    ১১. ‘সমাস’ শব্দের অর্থ কী?

    ক. সংশ্লেষণ

    খ. বিশ্লেষণ

    গ. সংক্ষেপণ

    ঘ. সংযোজন

    উত্তরঃ গ (সংক্ষেপণ)

    ১২. পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম কী?

    ক. সন্ধি

    খ. প্রত্যয়

    গ. সমাস

    ঘ. পুরুষ

    উত্তরঃ গ (সমাস)

    ১৩. সমাস নিষ্পন্ন পদটির নাম কী?

    ক. সমস্যমান

    খ. সমস্তপদ

    গ. ব্যাসবাক্য

    ঘ. বিগ্রহ বাক্য

    উত্তরঃ খ (সমস্তপদ)

    ১৪. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কী বলা হয়?

    ক. উত্তর পদ

    খ. পরপদ

    গ. দক্ষিণ পদ

    ঘ. ক ও খ দুটিই

    উত্তরঃ ঘ (ক ও খ দুটিই)

    ১৫. ব্যাসবাক্যের অপর নাম কী?

    ক. সরল বাক্য

    খ. যৌগিক বাক্য

    গ. বিগ্রহবাক্য

    ঘ. জটিল বাক্য

    উত্তরঃ গ (বিগ্রহবাক্য)

    ১৬. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী?

    ক. ব্যাসবাক্য

    খ. সমস্যমান পদ

    গ. সমাসবাক্য

    ঘ. সমস্তপদ

    উত্তরঃ খ (সমস্যমান পদ)

    ১৭. সমাস ভাষাকে কীভাবে প্রভাবিত করে?

    ক. সংকোচন করে

    খ. সংক্ষেপ করে

    গ. অর্থবোধক করে

    ঘ. বিস্তৃত করে

    উত্তরঃ খ (সংক্ষেপ করে)

    ১৮. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? (সমাস MCQ PDF)

    ক. আরবি

    খ. ফারসি

    গ. ইংরেজি

    ঘ. সংস্কৃত

    উত্তরঃ ঘ (সংস্কৃত)

    ১৯. সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে?

    ক. প্রথম পদে

    খ. শেষ পদে

    গ. সর্বনাম পদে

    ঘ. বিশেষ্য পদে

    উত্তরঃ ঘ (বিশেষ্য পদে)

    ২০. নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়?

    ক. গাছপাকা

    খ. বিদ্যালয়

    গ. সিংহাসন

    ঘ. দিলদরিয়া

    উত্তরঃ খ (বিদ্যালয়)

    ২১. পূর্বপদ প্রধান সমাস কোনটি?

    ক. দ্বন্দ্ব

    খ. অব্যয়ীভাব

    গ. তৎপুরুষ

    ঘ. বহুব্রীহি

    উত্তরঃ খ (অব্যয়ীভাব)

    ২২. ‘দ্বন্দ্ব’ বলতে কী বোঝায়?

    ক. জোড়া

    খ. দুই

    গ. আগুনে পোড়া

    ঘ. সংগ্রাম

    উত্তরঃ ক (জোড়া)

    ২৩. সমাস সাধিত পদ কোনটি?

    ক. চাষী

    খ. মানব

    গ. দম্পতি

    ঘ. বোনাই

    উত্তরঃ গ (দম্পতি)

    ২৪. ‘দম্পতি’ শব্দটি কোন সমাস?

    ক. দ্বন্দ্ব সমাস

    খ. তৎপুরুষ সমাস

    গ. দ্বিগু সমাস

    ঘ. কর্মধারয় সমাস

    উত্তরঃ ক (দ্বন্দ্ব সমাস)

    ২৫. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

    ক. দম্পতি

    খ. মহাবীর

    গ. নিটোল

    ঘ. প্রতিদিন

    উত্তরঃ ক (দম্পতি)

    ২৬. ‘জায়া ও পতি’ সমাস করলে কী হয়?

    ক. স্বামী-স্ত্রী

    খ. পতি-পত্নী

    গ. দম্পতি

    ঘ. জায়া-পতি

    উত্তরঃ গ (দম্পতি)

    ২৭. অহিনকুল (অহি ও নকুল) কোন সমাস?

    ক. কর্মধারয়

    খ. বহুব্রীহি

    গ. দ্বিগু

    ঘ. দ্বন্দ্ব

    উত্তরঃ ঘ (দ্বন্দ্ব)

    ২৮. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

    ক. অন্যায়

    খ. অনাসক্ত

    গ. আমরণ

    ঘ. অহিনকুল

    উত্তরঃ ঘ (অহিনকুল)

    ২৯. ‘ছেলে-মেয়ে’ কোন প্রকার দ্বন্দ্ব সমাস?

    ক. সাধারণ দ্বন্দ্ব

    খ. অলুক দ্বন্দ্ব

    গ. একশেষ দ্বন্দ্ব

    ঘ. সমার্থক দ্বন্দ্ব

    উত্তরঃ ক (সাধারণ দ্বন্দ্ব)

    ৩০. ‘গমনাগমন’ শব্দটি কোন সমাস?

    ক. দ্বিগু

    খ. ব্যতিহার বহুব্রীহি

    গ. দ্বন্দ্ব

    ঘ. তৃতীয়া তৎপুরুষ

    উত্তরঃ গ (দ্বন্দ্ব)

    ৩১. ‘ঘর-দুয়ার’ কোন ধরনের সমাসবদ্ধ পদ?

    ক. দ্বিগু সমাস

    খ. সমার্থক দ্বন্দ্ব সমাস

    গ. কর্মধারয়

    ঘ. মিলনার্থক দ্বন্দ্ব

    উত্তরঃ খ (সমার্থক দ্বন্দ্ব সমাস)


    আরো পড়ুন:

    দ্বিরুক্ত শব্দ কাকে বলে? কত প্রকার ও কী কী?

    বাক্য কাকে বলে? কত প্রকার ও কি কি?

    গুরুত্বপূর্ণ বাংলা সমার্থক শব্দ ভান্ডার


    ৩২. কোনটি ‘অলুক দ্বন্দ্ব’ সমাসের উদাহরণ?

    ক. ঘরে-বাইরে

    খ. ঘর-বাড়ি

    গ. ভাই-বোন

    ঘ. আমরা

    উত্তরঃ ক (ঘরে-বাইরে)

    ৩৩. নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস?

    ক. কাগজ ও পত্র = কাগজ পত্র

    খ. সাপে ও নেউলে = সাপে নেউলে

    গ. কাগজ ও কলম = কাগজ-কলম

    ঘ. যাকে ও তাকে = যাকে তাকে

    উত্তরঃ ঘ (যাকে ও তাকে = যাকে তাকে)

    ৩৪. ‘কোলে ও পিঠে = কোলেপিঠে’ এটি কোন প্রকার সমাস?

    ক. সমার্থক

    খ. বহুপদী দ্বন্দ্ব

    গ. তৎপুরুষ

    ঘ. অলুক দ্বন্দ্ব

    উত্তরঃ ঘ (অলুক দ্বন্দ্ব)

    ৩৫. অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি?

    ক. দুধে-ভাতে

    খ. মাতা-পিতা

    গ. কম-বেশি

    ঘ. সাত-পাঁচ

    উত্তরঃ ক (দুধে-ভাতে)

    ৩৬. ‘দুধে-ভাতে’ কোন সমাসের উদাহরণ?

    ক. অলুক তৎপুরুষ

    খ. অলুক দ্বন্দ্ব

    গ. সমার্থক দ্বন্দ্ব

    ঘ. অব্যয়ীভাব

    উত্তরঃ খ (অলুক দ্বন্দ্ব)

    ৩৭. অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি?

    ক. মায়ে-ঝিয়ে

    খ. ভাইবোন

    গ. ঘরবাড়ি

    ঘ. দম্পতি

    উত্তরঃ ক (মায়ে-ঝিয়ে)

    ৩৮. দ্বন্দ্ব সমাসের সঠিক বিপরীত সমাস কোনটি? (সমাস MCQ PDF)

    ক. অব্যয়ীভাব

    খ. কর্মধারয়

    গ. তৎপুরুষ

    ঘ. বহুব্রীহি

    উত্তরঃ ঘ (বহুব্রীহি)

    ৩৯. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়?

    ক. ছাইভস্ম

    খ. সাজসজ্জা

    গ. গোলাগুলি

    ঘ. লেনদেন

    উত্তরঃ গ (গোলাগুলি)

    ৪০. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?

    ক. দ্বন্দ্ব সমাস

    খ. কর্মধারয় সমাস

    গ. তৎপুরুষ সমাস

    ঘ. বহুব্রীহি সমাস

    উত্তরঃ খ (কর্মধারয় সমাস)

    ৪১. ‘জমা-খরচ’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

    ক. জমা ও খরচ

    খ. জমাকে খরচ

    গ. জমা থেকে খরচ

    ঘ. জমার খরচ

    উত্তরঃ ক (জমা ও খরচ)

    ৪২. পথে ও প্রান্তরে = পথে-প্রান্তরে- এটি কোন সমাস?

    ক. দ্বিগু

    খ. দ্বন্দ্ব

    গ. তৎপুরুষ

    ঘ. কর্মধারয়

    উত্তরঃ খ (দ্বন্দ্ব)

    ৪৩. দ্বন্দ্ব সমাসবদ্ধ পদ কোনটি?

    ক. ঘি-ভাত

    খ. নদী-নালা

    গ. ভব-নদী

    ঘ. কাঁচা-মিঠা

    উত্তরঃ খ (নদী-নালা)

    ৪৪. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

    ক. সিংহাসন

    খ. ভাই-বোন

    গ. কানাকানি

    ঘ. গাছপাকা

    উত্তরঃ খ (ভাই-বোন)

    ৪৫. ‘আলোছায়া’ পদটি কোন সমাস?

    ক. দ্বন্দ্ব সমাস

    খ. অব্যয়ীভাব সমাস

    গ. তৎপুরুষ সমাস

    ঘ. কর্মধারয় সমাস

    উত্তরঃ ক (দ্বন্দ্ব সমাস)

    ৪৬. বিপরীতার্থক শব্দের মিলনে কোন দ্বন্দ্ব সমাসটি গঠিত?

    ক. রবি-শশী

    খ. অহি-নকুল

    গ. খাওয়া-পরা

    ঘ. ধনী-দরিদ্র

    উত্তরঃ ঘ (ধনী-দরিদ্র)

    ৪৭. বিপরীতার্থক শব্দের মিলনে কোন দ্বন্দ্ব সমাসটি গঠিত?

    ক. ভাই-বোন

    খ. ধন-দৌলত

    গ. আয়-ব্যয়

    ঘ. দা-কুমড়া

    উত্তরঃ গ (আয়-ব্যয়)

    ৪৮. কোনটি দ্বন্দ্ব সমাস?

    ক. মধুকণ্ঠি

    খ. রাতকানা

    গ. গোমড়ামুখো

    ঘ. হাট-বাজার

    উত্তরঃ ঘ (হাট-বাজার)

    ৪৯. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব?

    ক. মিলনার্থে

    খ. সমার্থে

    গ. বিপরীতার্থে

    ঘ. বিয়োগার্থে

    উত্তরঃ খ (সমার্থে)

    ৫০. কোনটি দ্বন্দ্ব সমাস?

    ক. কোকিলকণ্ঠী

    খ. রাতজাগা

    গ. হাটেবাজারে

    ঘ. মেনিমুখো

    উত্তরঃ গ (হাটেবাজারে)


    বাংলা ব্যাকরণ সমাস থেকে গুরুত্বপূর্ণ 30 টি MCQ | সমাস MCQ PDF Download

    Download Lecture Sheet
    সমাস MCQ PDF সমাস mcq ssc সমাস এমসিকিউ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    বাংলা বিপরীত শব্দ MCQ: বিসিএস, এমসিকিউ প্রশ্ন ও উত্তর

    June 14, 2025

    ৫০ টি গুরুত্বপূর্ণ সন্ধি MCQ প্রশ্ন উত্তর (PDF)

    June 9, 2025

    বাংলা ব্যাকরণ গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ MCQ | PDF Download

    June 3, 2025

    দ্বিরুক্ত শব্দ কাকে বলে? কত প্রকার ও কী কী? (PDF)

    May 1, 2025

    বাক্য কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণসহ (PDF)

    April 30, 2025

    গুরুত্বপূর্ণ বাংলা সমার্থক শব্দ ভান্ডার (Update) PDF

    April 28, 2025
    Leave A Reply Cancel Reply

    © 2025 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.