গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থগিত হওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার নতুন তারিখ প্রকাশ হয়েছে।
বিজ্ঞপ্তিরে দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা পূর্বে নির্ধারিত ২ জানুয়ারির পরিবর্তে আগামী ৯ জানুয়ারি রোজ শুক্রবার একই সময়ে এবং আগেই নির্ধারিত কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে।
স্থগিতের কারণ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার আজ বুধবার থেকে শুক্রবার—৩১ ডিসেম্বর এবং ২০২৬ সালের ১ ও ২ জানুয়ারি—এই তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। শোকের শেষ দিন ২ জানুয়ারি হওয়ায় ওই দিনে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি।
পরীক্ষায় অংশ নিবে ১০ লাখ প্রার্থী
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের সহকারী শিক্ষক নিয়োগে পদের তুলনায় আবেদনকারীর সংখ্যা অত্যন্ত বেশি। দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী। সেই হিসেবে গড়ে প্রতিটি পদের জন্য প্রায় ৭৫ জন চাকরিপ্রত্যাশী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
এর মধ্যে প্রথম ধাপে প্রতি পদের বিপরীতে গড়ে ৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর দ্বিতীয় ধাপে, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে, প্রতি পদের বিপরীতে প্রতিযোগীর সংখ্যা প্রায় ৮০ জনেরও বেশি।
পরীক্ষা কেন্দ্রে কিছু নির্দিষ্ট সামগ্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, যার মধে রয়েছে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ঘড়ি, পার্সসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস। এসব নিষিদ্ধ সামগ্রী পরীক্ষার্থীর কাছে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
OMR পূরণ: উত্তরপত্র (OMR) পূরণে অবশ্যই কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেনসিল ব্যবহার করলে উত্তরপত্র সরাসরি বাতিল হয়ে যাবে।
সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। প্রার্থীদের সতর্ক করা হয়েছে, নিয়োগের নামে কোনো অসাধু চক্রের সঙ্গে লেনদেন করবেন না। পরীক্ষার চূড়ান্ত তারিখ, সময় ও প্রার্থীদের জরুরি বিজ্ঞপ্তি (এসএমএস)-এর মাধ্যমে জানানো হবে।
সোর্স: এখনে ক্লিক করুন

