Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩ (২০২৫) PDF
    কারেন্ট অ্যাফেয়ার্স

    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩ (২০২৫) PDF

    EduQuest24By EduQuest24April 11, 2025No Comments5 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩
    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩ PDF Download: এই পিডিএফ ফাইলে পাবেন সর্বশেষ সাধারণ জ্ঞান সম্পর্কিত তথ্য, যা পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপকারী। গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সংগ্রহ করে সহজেই তোমার সাধারণ জ্ঞান বাড়ান এবং পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রস্তুত হোন। তাহলে চলো, শুরু করি। [তারিখ: ১১/৪/২০২৫]


    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩ PDF

    ১। বাংলাদেশের জাতীয় সংগীত এর রচয়িতা কে?
    উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

    ২। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি প্রতিষ্ঠিত হয় কত সালে?
    উত্তর: ১৯৯৭ সালে।

    ৩। রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কোনটি?
    উত্তর: সার্বভৌমত্ব।

    ৪। সংবিধানের দ্বাদশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কী?
    উত্তর: সংসদীয় গণতন্ত্র।

    ৫। কার্ল মার্কস-এর তত্ত্ব কোনটি?
    উত্তর: উদ্বৃত্ত মূল্যতত্ত্ব।

    ৬। Suicide গ্রন্থটি কার লেখা?
    উত্তর: এমিল ডুর্খেইম।

    ৭। ‘বিজু’ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত কোন নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব?
    উত্তর: চাকমা।

    ৮। কার নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয়?
    উত্তর: স্যার সৈয়দ আহমদ খান।

    ৯। বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে কোন উপাদান তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
    উত্তর: শিক্ষা।

    ১০। কোন যুগ প্রাচীন ভারতে স্বর্ণযুগ হিসেবে পরিচিত? (সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩)
    উত্তর: মৌর্য যুগ।

    ১১। ভারতে সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ স্থাপিত হয়?
    উত্তর: লর্ড ডালহৌসী।

    ১২। দেবগিরি শহরে রাজধানী স্থানান্তর করেছিলেন দিল্লির কোন শাসক?
    উত্তর: সুলতান মুহম্মদ বিন তুঘলক।
    ১৩। পানিপথের যুদ্ধে বাবর কোন শাসককে পরাজিত করেন?
    উত্তর: ইব্রাহীম লোদী।

    ১৪। ‘ওজোন হোল’ বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
    উত্তর: স্ট্রাটোস্ফিয়ারে।

    ১৫। কর্কটক্রান্তি রেখা নিচের কোন জেলার ওপর দিয়ে গেছে?
    উত্তর: রাঙ্গামাটি।

    ১৬। বাংলাদেশের জলবিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
    উত্তর: কাপ্তাই।

    ১৭। প্রথম বর্ণমালা উদ্ভাবন করেন
    উত্তর: ফিনিশীয়রা।

    ১৮। বাংলাদেশের মন্ত্রিপরিষদ কার কাছে তাদের কার্যক্রমের জন্য দায়ী?
    উত্তর: জাতীয় সংসদের কাছে।

    ১৯। ‘ওয়াই ম্যাক্স’ কী?
    উত্তর: তারবিহীন ইন্টারনেট টেকনোলজী।

    ২০। ২০২৪ সালের অলিম্পিক গেমস-এ কোন দেশ সবচেয়ে বেশি স্বর্ণপদক পেয়েছে?
    উত্তর: যুক্তরাষ্ট্র।

    ২১। বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়?
    উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭২।

    ২২। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
    উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।

    ২৩। আমলাতন্ত্রের প্রবক্তা কে? (সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩)
    উত্তর: ম্যাক্স ওয়েবার।

    ২৪। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?
    উত্তর: জেনেভা।

    ২৫। কোন আইনের জন্য ১৭৭৩ সাল বিখ্যাত ছিল?
    উত্তর: রেগুলেটিং এ্যাক্ট।
    ২৬। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি?
    উত্তর: ভুটান।

    ২৭। বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয়?
    উত্তর: মৌসুমি বায়ু ঋতুতে।

    ২৮। ভৌগোলিকভাবে বাংলাদেশ কোন দুটি সক্রিয় প্লেটের সীমানার কাছে অবস্থিত?
    উত্তর: ভারতীয় ও বার্মা প্লেট।

    ২৯। উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন কোনটি?-
    উত্তর: ২১ জুন।

    ৩০। অতীশ দীপঙ্কর বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন?
    উত্তর: মুন্সীগঞ্জ।

    ৩১। আমাদের দেশে সংবিধানের যে সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়
    উত্তর: পঞ্চদশ সংশোধনী।

    ৩২। মুক্তিযুদ্ধের ওপর ‘September on Jessore Road’ কবিতাটি কার লেখা?
    উত্তর: এলেন গিন্সবার্গ।

    ৩৩। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
    উত্তর: অ্যাটর্নি জেনারেল।

    ৩৪। গ্রামীণ সমাজসেবা কর্মসূচি শুরু হয়
    উত্তর: ১৯৭৪ সালে।

    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩

    ৩৫। ভারতে মোগল বংশের প্রতিষ্ঠাতা কে?
    উত্তর: বাবর।

    ৩৬। ‘দিওয়ানুল বারীদ’ বলতে কী বোঝায়?
    উত্তর: ডাক বিভাগ।

    ৩৭। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংখ্যা-
    উত্তর: ৫০।

    ৩৮। Stop Genocide এর নির্মাতা-
    উত্তর: জহির রায়হান।
    ৩৯। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের উপস্থাপক কে ছিলেন?
    উত্তর: এ. কে. ফজলুল হক।

    ৪০। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে?
    উত্তর: ১৭ বার।

    ৪১। ‘আত্মঘাতী বাঙালী’ গ্রন্থের রচয়িতা কে?
    উত্তর: নীরদ চন্দ্র চৌধুরী।

    ৪২। বলশেভিক বিপ্লব সংঘটিত হয়-
    উত্তর: ১৯১৭ সালে।

    ৪৩। ‘কারবালা’ শব্দের অর্থ কী?
    উত্তর: বাগান।

    ৪৪। কোন দার্শনিক নোবেল পুরস্কার প্রত্যাখান করেন?
    উত্তর: জ্য পল সার্তে।

    ৪৫। বাংলাদেশ কয়টি প্রশাসনিক বিভাগে বিভক্ত?
    উত্তর: ৮টি।

    ৪৬। বাংলাদেশের কোন জেলায় চা উৎপাদন হয় না?
    উত্তর: জামালপুর।

    ৪৭। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
    উত্তর: মন্টেস্কু।

    ৪৮। ফকির-সন্ন্যাসী বিদ্রোহের নোত ছিলেন-
    উত্তর: ফকির মজনু শাহ্।

    ৪৯। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার গণ টিকাদান কার্যক্রম শুরু করে কোন দেশ?
    উত্তর: যুক্তরাজ্য।

    ৫০। ভুটানের মুদ্রার নাম কোনটি?
    উত্তর: গুলট্রাম।

    ৫১। ‘ভারত শাসন আইন’ কবে রাজকীয় সম্মতি লাভ করে?
    উত্তর: ২ আগস্ট ১৯৩৫।

    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩
    ৫২। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?
    উত্তর: নেপাল

    ৫৩। পলাশীর যুদ্ধে নবাব বাহিনীর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণকারী ফরসাী সেনাপতি-
    উত্তর: সিন ফ্রে।

    ৫৪। দেশের প্রথম ‘যুদ্ধ শিশু’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান-
    উত্তর: মেরিনা খাতুন।

    ৫৫। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ শহিদ হন-
    উত্তর: ১৬ জুলাই ২০২৪।

    ৫৬। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর-
    উত্তর: আহসান এইচ মনসুর।

    ৫৭। গণভবনকে যে নামে জাদুঘর করা হচ্ছে-
    উত্তর: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

    ৫৮। বাংলাদেশের সংবিধানের রক্ষক-
    উত্তর: সুপ্রীম কোর্ট।


    আরো পড়ুন:

    • সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০২
    • সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০১
    • ৭ জন বীরশ্রেষ্ঠ পরিচিতি: জীবনী ও নামের তালিকা

    ৫৯। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন-
    উত্তর: মুর্শিদ কুলি খান।

    ৬০। ‘তমদ্দুন মজলিশ’ প্রতিষ্ঠা করেন-
    উত্তর: আবুল কাসেম।

    ৬১। বাংলাদেশের জাতীয় প্রতীকে তারকা রয়েছে-
    উত্তর: ৪টি।

    ৬২। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে-
    উত্তর: মৌলভীবাজার।

    ৬৩। বাংলাদেশের জিডিপি (GDP) তে যে খাতের অবদান সবচেয়ে বেশি-
    উত্তর: সেবা।

    ৬৪। বাংলাদেশ সংবিধানের যে অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে
    উত্তর: ২৮(২)।

    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩
    ৬৫। বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে-
    উত্তর: ১৯৭৪ সালে।

    ৬৬। বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয়-
    উত্তর: ১৯৯৮ সালে।

    ৬৭। ‘ম্যানিলা’ যে ফসলের উন্নত জাত-
    উত্তর: তামাক।

    ৬৮। ওরাওঁ জনগোষ্ঠী যে অঞ্চলে বসবাস করে-
    উত্তর: রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে।

    ৬৯। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য-
    উত্তর: ৫টি।

    ৭০। ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে যে প্রতিষ্ঠান-
    উত্তর: নিহন হিদানকিও।

    ৭১। আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস-
    উত্তর: ৩০ মার্চ।

    ৭২। ২০২৪ সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ-
    উত্তর: আইসল্যান্ড।

    ৭৩। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি শেষ হবে-
    উত্তর: ২০২৬ সালে।

    ৭৪। ‘তাসখন্দ চুক্তি’ যে দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়-
    উত্তর: পাকিস্তান ও ভারত।

    ৭৫। ‘নেকড়েযোদ্ধা কূটনীতি’ যে দেশের সাথে সংশ্লিষ্ট-
    উত্তর: চীন।

    ৭৬। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের মেয়াদ-
    উত্তর: ২ বছর।

    ৭৭। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক যত বছরের জন্য নির্বাচিত হন-
    উত্তর: ৯ বছর।
    ৭৮। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম জনগোষ্ঠীর নাম-
    উত্তর: উইঘুর।

    ৭৯। বিশ্ব মানবাধিকার দিবস-
    উত্তর: ১০ ডিসেম্বর।

    ৮০। আকাবা একটি-
    উত্তর: সমুদ্র বন্দর।

    ৮১। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে দেশ ভিত্তিক সংস্থা-
    উত্তর: জার্মানি।

    ৮২। জাতিসংঘের নামকরণ করেন-
    উত্তর: রুজভেল্ট।

    ৮৩। ইনকা সভ্যতা গড়ে উঠেছিল-
    উত্তর: দক্ষিণ আমেরিকায়।

    ৮৪। বিশ্ব ভোক্তা অধিকার দিবস-
    উত্তর: ১৫ মার্চ।

    ৮৫। ‘দ্য ম্যাডোনা অ্যান্ড চাইল্ড’ চিত্রকর্মটি-
    উত্তর: লিওনার্দো দ্য ভিঞ্চির।

    ৮৬। বিশ্বের প্রথম AI শিশুর নাম-
    উত্তর: Tong Tong।

    ৮৭। ‘স্টারলিংক’ একটি-
    উত্তর: স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা।

    ৮৮। HMPV সর্বপ্রথম শনাক্ত হয়-
    উত্তর: ২০০১ সালে, নেদারল্যান্ডসে।

    ৮৯। Mpox সর্বপ্রথম যে দেশে শনাক্ত হয়-
    উত্তর: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।

    ৯০। ৩১ অক্টোবর ২০২৩ বিশ্বের প্রথম দেশ হিসেবে যে দেশকে কালাজ্বর নির্মূলের স্বীকৃতি দেয়-
    উত্তর: বাংলাদেশ।
    ৯১। শিশুদের ভিটামিন ” ক্যাপসুল দিতে হয়-
    উত্তর: বছরে দুইবার।

    ৯২। পরম শূন্য তাপমাত্রা-
    উত্তর: ০০ কেলভিন।

    ৯৩। ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname- কে IP Address-এ অনুবাদ করেー
    উত্তর: DNS Server I

    ৯৪। আমাজন-এর ক্লাউড প্লাটফর্ম-
    উত্তর: AWS।

    ৯৫। Piconet হলো-
    উত্তর: Bluetooth Network.

    ৯৬। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা-
    উত্তর: ৩৩।

    ৯৭। টেস্টটিউব বেবির জনক রবার্ট জি এডওয়ার্ডস (যুক্তরাষ্ট্র)।


    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩ পিডিএফ লেকচার শীট ডাউনলোড কর।

    Download Lecture Sheet
    সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৫ সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৫ সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৪ (২০২৫) PDF

    April 15, 2025

    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০২ (২০২৫) PDF

    April 8, 2025

    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০১ PDF (২০২৫)

    April 7, 2025

    ৭ জন বীরশ্রেষ্ঠ পরিচিতি: পদবী, জীবনী ও নামের তালিকা (PDF)

    April 5, 2025
    Leave A Reply Cancel Reply

    © 2025 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.