Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যকর্ম: গুরুত্বপূর্ণ উপন্যাস, গল্প ও কবিতা
    Bangla Preparation

    বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যকর্ম: গুরুত্বপূর্ণ উপন্যাস, গল্প ও কবিতা

    EduQuest24By EduQuest24March 28, 2025Updated:March 28, 2025No Comments6 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যকর্ম
    বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যকর্ম
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যকর্ম: বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে উপন্যাস, গল্প ও কবিতা বিশেষ স্থান অধিকার করে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়সহ অনেক খ্যাতিমান লেখকের সৃষ্টি আজও পাঠকদের মুগ্ধ করে। গীতাঞ্জলি, পথের পাঁচালী, দেবদাস, সঞ্চিতা, পদ্মানদীর মাঝি– এসব সাহিত্যকর্ম বাংলা ভাষার গৌরবময় দৃষ্টান্ত।


    বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যকর্ম

    ১। শওকত ওসমানঃ প্রস্তর ফলক, সাবেক কাহিনী, ওটেনসাহেবের বাংলো, জুনু আপা ও অন্যান্য গল্প, জন্ম যদি তব বঙ্গে, ঈশ্বরের প্রতিদ্বন্ধী পুরাতন খঞ্জর, বিগত কালের গল্প, মনিব ও তাহার কুকুর, নেত্রপথ, উভশৃঙ্ক, গেহু, তিনমির্জা, মোজেজা।

    ২। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: মন্দির মহেশ, বিলাসী, ছবি, বিন্দুর ছেলে, পথ নির্দেশ, রামের সুমতি, মামলার ফল।

    ৩। অন্নদাশংকর রায়: প্রকৃতির পরিহাস, মনপবন, যৌবনজালা, কামিনী কাঞ্চন।

    ৪। আখতারুজ্জামান ইলিয়াস: অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম, কালস্বপ্ন, স্বপ্নের জাল।

    ৫। আবু ইসহাক: মহাপতঙ্গ, হারেম, জোঁক

    ৬। আবু জাফর শামসুদ্দীন: শেষ রাত্রির তারা, রাজেন ঠাকুরের তীর্থযাত্রা, ল্যাংড়ী জীবন, একজোড়া প্যান্ট ও অন্যান্য গল্প।

    ৭। আবুল মনসুর আহমদ: আয়না ফুড কনফারেন্স। আসমানী পর্দা, গালিভারের সফরনামা, রিলিফ ওয়ার্ক, জনসেবা, যুনিভার্সিটি, হুজুর কেবলা।

    ৮। আলাউদ্দিন আল আজাদ জেগে আছি, ধানকন্যা, অন্ধকার সিড়ি, উজান তরঙ্গ, মৃগনাভি, যখন সৈকত আমার রক্ত আমার স্বপ্ন।

    ৯। জহির রায়হান : সূর্যগ্রহণ, একুশে ফেব্রুয়ারি, বাঁধ।

    ১০। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়: জলসাঘর, বেদেনী, পাষাণপুরী, ডাকহরকরা, তারিণী মাঝি, নীল কণ্ঠ, ছলনাময়ী, কালোপাহাড়।

    ১১। বলাইচাঁদ মুখোপাধ্যায়: তন্বী উর্মিমালা, সপ্তমী, দূরবীণ ও অনুগামিনী।

    ১২। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়: মৌরিফুল, মেঘমাল্লার সুলোচনা, যাত্রাবদল, কিন্নরদল, জন্ম ও মৃত্যু, রসকলি, বিধু মাষ্টার, বিখ্যাত গল্প: পুইমাচা, চরিত্র, ক্ষেন্তি।

    ১৩। বুদ্ধদেব বসু: অভিনয়, রেখাচিত্র, নতুন নেশা, খাতার শেষ পাতা, হৃদয়ের জাগরণ, অদৃশ্য শত্রু, ভাসো আমার ভেলা, মিসেস গুপ্ত, একটি সকাল ও একটি সন্ধ্যা।

    ১৪। মানিক বন্দ্যোপাধ্যায়: অতসী মামা, প্রাগৈতিহাসিক, সরীসৃপ, আজকাল পরশুর গল্প, পাশফেল, বৌ, হলুদ পোড়া।

    ১৫। সৈয়দ আলী আহসানঃ শব্দের অনুষঙ্গে, সতত স্বাগত, প্রেম যেখানে সর্বস্ব।

    ১৬। সৈয়দ শামসুল হক: আনন্দের মৃত্যু, শীত বিকেল, রক্ত গোলাপ, তাস, জলেশ্বরীর গল্পগুলো, প্রাচীন বংশের নিঃস্ব সন্তান।

    ১৭। হাসান আজিজুল হক: সমুদ্রের স্বপ্ন, শীতের অরন্য, জীবন ঘষে আগুন, নামহীন গৌত্রহীন, পাতালে হাসপাতালে, আত্মজা ও একটি করবী গাছ।

    ১৮। হুমায়ুন আহমেদ: আনন্দ বেদনার কাব্য, নিশিকাব্য, শীত ও অন্যান্য গল্প, এলেবেলে, ছায়াসঙ্গী, জলকন্যা, নলিহাতী।

    ১৯। রশীদ হায়দার: নানকুর বোধি, অন্তরে ভিন্ন পুরুষ, তখন, পৌষ থেকে পৌষ, আমার প্রেমের গল্প, মেঘেদের ঘরবাড়ি।

    ২০। শামসুদ্দীন আবুল কালাম দুই হৃদয়ের তীর, অনেক দিনের আশা, শাহের বানু, পথজানা নেই, মজা গাঙ্গোর গান, পুঁই ডালিমের কাব্য, ঢেউ।

    ২১। শাহেদ আলী: জিব্রাইলের ডানা, একই সমতলে।

    ২২। সৈয়দ মুজতবা আলী: পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, চাচা কাহিনী, ধূপছায়া।

    ২৩। সৈয়দ ওয়ালীউল্লাহ: নয়নচারা, দুইতীর, কাঁদো নদী কাঁদো, তরঙ্গ ভঙ্গ, চাঁদের অমাবস্যা, একটি তুলসি গাছের কাহিনী।

    ২৪। মুনির চৌধুরীঃ কবর (নাটক)

    ২৫। জহির রায়হানঃ আরেক ফাল্গুন (উপন্যাস)

    ২৬। নিরন্তর ঘণ্টাধ্বনিঃ সেলিনা হোসেন।

    ২৭। মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্য কর্মঃ

    • হায়েনার খাঁচায় অদম্য জীবন – মন্টু খান
    • হাঙর নদী গ্রেনেড – সেলিনা হোসেন
    • সৌরভ – হুমায়ূন আহমেদ
    • সোনাঝরা দিন – তাহমিমা আনাম
    • শ্যামল ছায়া – হুমায়ূন আহমেদ
    • রাইফেল রোটি আওরাত – আনিসুল হক
    • বীর প্রতীকের খোঁজে – আনিসুল হক
    • বিশ্বাসঘাতকগণ – আফসান চৌধুরী
    • আনোয়ার পাশা –
    • প্রতিমা – তৌফিক আকন্দ
    • নেকড়ে অরন্য – শওকত ওসমান
    • নিষিদ্ধ লোবান – সৈয়দ শামসুল হক
    • নতুন দিগন্ত সমগ্র – আব্দুর রউফ চৌধুরী
    • দুই সৈনিক – শওকত ওসমান
    • তালাশ – শাহীন আখতার
    • জোছনা ও জননীর গল্প – হুমায়ূন আহমেদ
    • জাহান্নাম হইতে বিদায় – শওকত ওসমান
    • জননী সাহসিনী ১৯৭১ – আনিসুল হক
    • চিলেকোঠার সেপাই – আখতারুজ্জামান ইলিয়াস
    • চিয়ারি বা বুদু ওরাঁও কেন দেশত্যাগ করেছিল – আনিসুল হক
    • ক্যাম্প – মুহম্মদ জাফর ইকবাল
    • কাচ সমুদ্র – মুহম্মদ জাফর ইকবাল
    • ওঙ্কার – আহমদ ছফা
    • একাত্তরের যীশু – শাহরিয়ার কবির
    • একাত্তরের পথের ধারে – শাহরিয়ার কবির
    • একাত্তর উপাখ্যান – সাইদ হাসান দারা
    • উত্তরকাল – আমজাদ হোসেন
    • আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল
    • আগুনের পরশমণি – হুমায়ূন আহমেদ
    • আকাশ বাড়িয়ে দাও – মুহম্মদ জাফর ইকবাল
    • অলাতচক্র – আহমদ ছফা
    • অনীল বাগচীর একদিন – হুমায়ূন আহমেদ
    • ১৯৭১ – হুমায়ূন আহমেদ
    • আমি বিজয় দেখেছি – এম আর আখতার মুকুল
    • জয় বাংলার জয় – শওকত ওসমান
    • জন্ম যদি তব অঙ্গে – শওকত ওসমান
    • আমি বীরাঙ্গনা বলছি – নীলিমা ইব্রাহীম
    • একাত্তরের ডায়েরি – সুফিয়া কামাল
    • একাত্তরের দিনগুলি – জাহানারা ইমাম
    • একাত্তরের বর্ণমালা – এম আর আখতার মুকুল

    ২৮। বাংলা সাহিত্যের কালজয়ী রচনাঃ

    • আবু ইসহাকঃ সূর্যদীঘল বাড়ী, জাল
    • আলাওলঃ পদ্মাবতী
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরঃ শকুন্তলা
    • কাজী ইমদাদুল হকঃ আবদুল্লাহ
    • কানা হরিদত্তঃ মনসামঙ্গল
    • তারাশঙ্কর বন্দোপাধ্যায়ঃ কবি, রজনী
    • দীনবন্ধু মিত্রঃ নীলদর্পণ
    • রবীন্দ্রনাথ ঠাকুরঃ কাবুলিওয়ালা, চিত্রাঙ্গদা, ছুটি, জীবিত ও মৃত, দুই বোন, নষ্ট নীড়, পোস্টমাস্টার, বিসর্জন, যোগাযোগ, রক্তকবরী, ল্যাবরেটরী, শেষের কবিতা, হৈমন্তী অপরিচিতা।
    • অদ্বৈত্ব মল্লবর্মণঃ তিতাস একটি নদীর নাম
    • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ঃ চরিত্রহীন, চোখের বালি, দেবদাস, বড়দিদি, মহেশ, শেষের পরিচয়, শ্রীকান্ত।
    • সৈয়দ ওয়ালী উল্লাহঃ লালসালু
    • শহিদুল্লাহ কায়সারঃ সংশপ্তক, সারেং বউ।
    • মানিক বন্দ্যোপাধ্যায়ঃ পদ্মা নদীর মাঝি, প্রাগৈতিহাসিক।
    • মাইকেল মধুসূদন দত্তঃ কৃষ্ণকুমারী, মেঘনাবধ
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ঃ কৃষ্ণকান্তের উইল, দুর্গেশনন্দিনী।
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ঃ পথের পাঁচালী।


    আরো পড়ুন:

    • বাংলা সাহিত্যের যুগবিভাগের মধ্যযুগের ইতিহাস
    • বাংলা সাহিত্যের যুগবিভাগের আধুনিক যুগ
    • বাংলা সাহিত্যের যুগবিভাগ প্রাচীন যুগ

    ২৯। উল্লেখযোগ্য কবিতার বই:

    • রবীন্দ্রনাথ ঠাকুর: গীতাঞ্জলি, সোনার তরী, বলাকা, মানসী
    • কাজী নজরুল ইসলাম: অগ্নিবীণা, বিষের বাশি, সাম্যবাদী
    • জসীমউদদীন: নকশী কাথার মাঠ, রাখালী
    • জীবনানন্দ দাশ: বনলতা সেন, রূপসী বাংলা
    • মাইকেল মধুসূদন দত্ত: বীরাঙ্গনা, তিলোত্তমাসম্ভব কাব্য
    • আহসান হাবীব: বিদীর্ণ দর্পণে মুখ, রাত্রিশেষ
    • ফররুখ আহমদ: সাত সাগরের মাঝি
    • অন্নদাশঙ্কর রায়: রাখী
    • অক্ষয়কুমার বড়াল প্রদীপ
    • শহীদ কাদরি: তোমাকে অভিবাদন প্রিয়তমা
    • সুকান্ত ভট্টাচার্য: ছাড়পত্র, পূর্বাভাস
    • শামসুর রহমান: প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে
    • সুফিয়া কামাল :সাঝের ছায়া
    • সত্যেন্দ্রনাথ দত্ত: বেলা শেষের গান, বেনু ও বীণা

    ৩০। বাংলা সাহিত্যের সেরা উপন্যাসসমূহ:

    • প্যারীচাদ মিত্র: আলালের ঘরে দুলাল
    • অদ্বৈত মল্লবর্মণ: তিতাস একটি নদীর নাম
    • বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়: দুর্গেশনন্দিনী, কপালকুন্ডলা,, বিষবৃক্ষ
    • আলাউদ্দিন আল আজাদ: তেইশ নম্বর তৈলচিত্র
    • কালীপ্রসন্ন সিংহ: হুতুম প্যাঁচার নকশা
    • আখতারুজ্জামান ইলিয়াস: চিলেকোঠার সেপাই
    • জহির রায়হান: হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে, কয়েকটি মৃত্যু, আর কত দিন
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়: আরণ্যক, পথের পাঁচালি, আদর্শ হিন্দু হোটেল, অশনি সংকেত
    • মীর মোশারফ হোসেন: বিষাদ সিন্ধু
    • রোকেয়া সাখায়াত হোসেন: পদ্মরাগ
    • মানিক বন্দ্যোপাধ্যায়: জননী, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা
    • রবীন্দ্রনাথ ঠাকুর: চোখের বালি, গোরা, ঘরে-বাইরে, শেষের কবিতা যোগাযোগ, নৌকাডুবি
    • কাজী নজরুল ইসলাম: বাধনহারা, কুহেলিকা, মৃত্যুক্ষুধা
    • শরৎচন্দ্র চট্টপাধ্যায়: বড়দিদি, মেজ দিদি, শ্রীকান্ত, দেনা পাওনা, দেবদাস গৃহদাহ, দত্তা
    • হুমায়ন আজাদ: পাক সার জমিন সাদ বাদ
    • হুমায়ুন আহমেদ: নন্দিত নরকে, জ্যোৎস্না ও জননীর গল্প

    বহুনির্বাচনী প্রশ্ন: বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যকর্ম (নিজে কর)

    ১) একাত্তরের ডায়রির রচিয়তা কে?

    ক) জাহানারা ইমাম
    খ) সুফিয়া কামাল
    গ) বেগম রোকেয়া
    ঘ) হুমায়ুন আহমেদ

    ২) শেষের কবিতা কী ধরনের রচনা?

    ক) ছোটগল্প
    খ) মহাকাব্য
    গ) পত্রকাব্য
    ঘ) উপন্যাস

    ৩) অবরোধবাসিনী কার লেখা?

    ক) সুফিয়া কামাল
    খ) বেগম রোকেয়া
    গ) বঙ্কিমচন্দ্র
    ঘ) শরৎচন্দ্র

    ৪) শেষ বিকেলের মেয়ের কোন ধরনের রচনা?

    ক) নাটক
    খ) কাব্যগন্থ
    গ) উপন্যাস
    ঘ) গল্পগ্রন্থ
    ৫) বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কার লেখা?

    ক) টেকচাঁদ ঠাকুর
    খ) বঙ্কিমচন্দ্র
    গ) ঈশ্বরচন্দ্র
    ঘ) শরৎচন্দ্র

    ৬) বনলতা সেন কার লেখা?

    ক) সুনীল গঙ্গপাধ্যায়
    খ) সমরেশ মজুমদার
    গ) শামসুর রহমান
    ঘ) জীবনানন্দ দাশ

    ৭) নিচের কোনটি পত্রউপন্যাস?

    ক) কুহেলিকা
    খ) কথোপকথন
    গ) বাধনহারা
    ঘ) মধুমালা

    ৮) বনলতা সেন কাব্যেগন্থ প্রথম কবিতা কোনটি?

    ক) নগ্ন নির্জন হাত
    খ) ডাকিস না আমারে
    গ) বনলতা সেন
    ঘ) আকাশলীনা

    ৯) মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগন্থ কোনটি?

    ক) যখন উদ্যত সঙ্গীন
    খ) একাত্তরের ডায়রি
    গ) চৌচির
    ঘ) হাজার বছর ধরে

    ১০) ছাড়পত্র কার লেখা?

    ক) নজরুল ইসলাম
    খ) সুকান্ত ভট্টাচার্য
    গ) মাইকেল মধুসূদন দত্ত
    ঘ) শামসুর রহমান


    বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যকর্ম: গুরুত্বপূর্ণ উপন্যাস, গল্প ও কবিতার লেকচার শীট পিডিএফ ডাউনলোড

    Download Lecture Sheet
    বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের উপন্যাস গল্প ও কবিতা বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যকর্ম বিখ্যাত কাব্যগ্রন্থ ও কবিতা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    বাংলা বিপরীত শব্দ MCQ: বিসিএস, এমসিকিউ প্রশ্ন ও উত্তর

    June 14, 2025

    ৫০ টি গুরুত্বপূর্ণ সন্ধি MCQ প্রশ্ন উত্তর (PDF)

    June 9, 2025

    বাংলা ব্যাকরণ গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ MCQ | PDF Download

    June 3, 2025

    বাংলা ব্যাকরণ সমাস থেকে গুরুত্বপূর্ণ 30 টি MCQ (PDF)

    June 1, 2025

    দ্বিরুক্ত শব্দ কাকে বলে? কত প্রকার ও কী কী? (PDF)

    May 1, 2025

    বাক্য কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণসহ (PDF)

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    © 2025 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.