এইচএসসি বাংলা ১ম পত্র কবিতা আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন PDF ফাইলে প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে আমাদের আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।
কবিতা: আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF
প্রশ্ন ১। ‘কিংবদন্তি’ শব্দের অর্থ কী? [ঢা বো. ১৮; য. বো. ১৮; সি. বো. ১৮; দি. বো. ১৮]
উত্তর : ‘কিংবদন্তি’ শব্দের অর্থ জনশ্রুতি।
প্রশ্ন ২। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী? [সি. বো. ১৭]
উত্তর : জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা।
প্রশ্ন ৩। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কোন ছন্দে রচিত? [দি. বো. ১৬]
উত্তর : ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি গদ্যছন্দে রচিত।
প্রশ্ন ৪। ‘অভ্যুত্থান’ শব্দের অর্থ কী? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
উত্তর : ‘অভ্যুত্থান’ শব্দের অর্থ উত্থান বা জাগরণ।
প্রশ্ন ৫। ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? [নটর ডেম কলেজ, ঢাকা]
উত্তর : লৌহখণ্ডকে যে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে।
প্রশ্ন ৬। তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল কারণ তিনি কী ছিলেন? [রংপুর ক্যাডেট কলেজ]
উত্তর : তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল কারণ তিনি ক্রীতদাস ছিলেন
আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন PDF
প্রশ্ন ৭। শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে? [খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়, খুলনা]
উত্তর : যে কর্ষণ করে, শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে।
প্রশ্ন ৮। যে কবিতা শুনতে জানে না, সে কার জন্য মরতে পারে না? [সোনার বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ, কুমিল্লা]
উত্তর : যে কবিতা শুনতে জানে না সে সন্তানদের জন্য মরতে পারে না।
প্রশ্ন ৯। কবিতার মুক্ত শব্দগুলো কোথা থেকে উচ্চারিত হয়? [ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম]
উত্তর : কবিতার মুক্ত শব্দগুলো জিহ্বা থেকে উচ্চারিত হয়।
প্রশ্ন ১০। কোথায় পলিমাটির সৌরভ ছিল? [সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, গাজীপুর]
উত্তর : কবির পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল।
প্রশ্ন ১১। কবিতার মুক্ত শব্দগুলো কোথা থেকে উচ্চারিত হয়? [পটিয়া সরকারি কলেজ]
উত্তর : কবিতার মুক্ত শব্দগুলো জিহ্বা থেকে উচ্চারিত হয়।
প্রশ্ন ১২। কবি ‘উচ্চারিত সত্যের মতো’ কিসের কথা বলেছেন? [শেরপুর সরকারি কলেজ]
উত্তর : কবি ‘উচ্চারিত সত্যের মতো’ স্বপ্নের কথা বলেছেন ।
প্রশ্ন ১৩। কবিতায় উল্লিখিত জানালাটি কেমন?
উত্তর : কবিতায় উল্লিখিত জানালাটি উজ্জ্বল।
আরো পড়ুন :
প্রশ্ন ১৪। কোথায় পলিমাটির সৌরভ ছিল?
উত্তর : কবির পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল।
প্রশ্ন ১৫। জননীর আশীর্বাদ কাকে ধন্য করবে?
উত্তর : যে গাভীর পরিচর্যা করে।
প্রশ্ন ১৬। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটির কবি কে?
উত্তর : আবু জাফর ওবায়দুল্লাহ।
প্রশ্ন ১৭। কার করতলে পলিমাটির সৌরভ ছিল?
উত্তর : কবির পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল।
প্রশ্ন ১৮। পূর্বপুরুষের পিঠে কেমন ক্ষত ছিল?
উত্তর : পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল।
প্রশ্ন ১৯। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে?
উত্তর : রক্তজবা।
আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন PDF Download
প্রশ্ন ২০। ‘অতিক্রান্ত’ শব্দের অর্থ কী?
উত্তর : অতিক্রান্ত শব্দের অর্থ- অতিক্রম করা হয়েছে এমন।
প্রশ্ন ২১। কবির পূর্বপুরুষ কোন পাহাড়ের কথা বলতেন?
উত্তর : কবির পূর্বপুরুষ অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন।
প্রশ্ন ২২। কে অরণ্য এবং শ্বাপদের কথা বলতেন?
উত্তর : কবির পূর্বপুরুষ অরণ্য এবং শ্বাপদের কথা বলতেন।
প্রশ্ন ২৩। কবিতায় কোন ধরনের জমি আবাদের কথা বলা হয়েছে?
উত্তর : পতিত জমি আবাদের কথা বলা হয়েছে।
প্রশ্ন ২৪। কবিতার রসোপলদ্ধির অবিচ্ছেদ্য অংশ কী?
উত্তর : কবিতার রসোপলব্ধির অবিচ্ছেদ্য অংশ হলো এর আঙ্গিক বিবেচনা।
প্রশ্ন ২৫। ‘দিগন্ত’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘দিগন্ত’ শব্দের অর্থ- দিকের শেষ সীমা।
প্রশ্ন ২৬। দিগন্তের অধিকার থেকে কে বঞ্চিত হবে?
উত্তর : যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে।
প্রশ্ন ২৭। কে আজন্ম ক্রীতদাস থাকবে?
উত্তর : যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থাকবে।
এইচএসসি বাংলা ১ম পত্র কবিতা আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন PDF Download. আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন