আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি বাংলা ১ম পত্র আমি কিংবদন্তির কথা বলছি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন PDF Download

Advertisements

এইচএসসি বাংলা ১ম পত্র কবিতা আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন PDF ফাইলে প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে আমাদের আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।

কবিতা: আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF

প্রশ্ন ১। ‘কিংবদন্তি’ শব্দের অর্থ কী? [ঢা বো. ১৮; য. বো. ১৮; সি. বো. ১৮; দি. বো. ১৮]

উত্তর : ‘কিংবদন্তি’ শব্দের অর্থ জনশ্রুতি।

প্রশ্ন ২। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী? [সি. বো. ১৭]

Advertisements

উত্তর : জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা।

প্রশ্ন ৩। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কোন ছন্দে রচিত? [দি. বো. ১৬]

উত্তর : ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি গদ্যছন্দে রচিত।

প্রশ্ন ৪। ‘অভ্যুত্থান’ শব্দের অর্থ কী? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]

উত্তর : ‘অভ্যুত্থান’ শব্দের অর্থ উত্থান বা জাগরণ।

প্রশ্ন ৫। ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? [নটর ডেম কলেজ, ঢাকা]

উত্তর : লৌহখণ্ডকে যে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে।

প্রশ্ন ৬। তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল কারণ তিনি কী ছিলেন? [রংপুর ক্যাডেট কলেজ]

উত্তর : তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল কারণ তিনি ক্রীতদাস ছিলেন

আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন PDF

প্রশ্ন ৭। শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে? [খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়, খুলনা]

উত্তর : যে কর্ষণ করে, শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে।

প্রশ্ন ৮। যে কবিতা শুনতে জানে না, সে কার জন্য মরতে পারে না? [সোনার বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ, কুমিল্লা]

উত্তর : যে কবিতা শুনতে জানে না সে সন্তানদের জন্য মরতে পারে না।

প্রশ্ন ৯। কবিতার মুক্ত শব্দগুলো কোথা থেকে উচ্চারিত হয়? [ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম]

উত্তর : কবিতার মুক্ত শব্দগুলো জিহ্বা থেকে উচ্চারিত হয়।

প্রশ্ন ১০। কোথায় পলিমাটির সৌরভ ছিল? [সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, গাজীপুর]

উত্তর : কবির পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল।

প্রশ্ন ১১। কবিতার মুক্ত শব্দগুলো কোথা থেকে উচ্চারিত হয়? [পটিয়া সরকারি কলেজ]

উত্তর : কবিতার মুক্ত শব্দগুলো জিহ্বা থেকে উচ্চারিত হয়।

প্রশ্ন ১২। কবি ‘উচ্চারিত সত্যের মতো’ কিসের কথা বলেছেন? [শেরপুর সরকারি কলেজ]

উত্তর : কবি ‘উচ্চারিত সত্যের মতো’ স্বপ্নের কথা বলেছেন ।

প্রশ্ন ১৩। কবিতায় উল্লিখিত জানালাটি কেমন?

উত্তর : কবিতায় উল্লিখিত জানালাটি উজ্জ্বল।

আরো পড়ুন :

প্রশ্ন ১৪। কোথায় পলিমাটির সৌরভ ছিল?

উত্তর : কবির পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল।

প্রশ্ন ১৫। জননীর আশীর্বাদ কাকে ধন্য করবে?

উত্তর : যে গাভীর পরিচর্যা করে।

প্রশ্ন ১৬। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটির কবি কে?

উত্তর : আবু জাফর ওবায়দুল্লাহ।

প্রশ্ন ১৭। কার করতলে পলিমাটির সৌরভ ছিল?

উত্তর : কবির পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল।

প্রশ্ন ১৮। পূর্বপুরুষের পিঠে কেমন ক্ষত ছিল?

উত্তর : পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল।

প্রশ্ন ১৯। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে?

উত্তর : রক্তজবা।

আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন PDF Download

প্রশ্ন ২০। ‘অতিক্রান্ত’ শব্দের অর্থ কী?

উত্তর : অতিক্রান্ত শব্দের অর্থ- অতিক্রম করা হয়েছে এমন।

প্রশ্ন ২১। কবির পূর্বপুরুষ কোন পাহাড়ের কথা বলতেন?

উত্তর : কবির পূর্বপুরুষ অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন।

প্রশ্ন ২২। কে অরণ্য এবং শ্বাপদের কথা বলতেন?

উত্তর : কবির পূর্বপুরুষ অরণ্য এবং শ্বাপদের কথা বলতেন।

প্রশ্ন ২৩। কবিতায় কোন ধরনের জমি আবাদের কথা বলা হয়েছে?

উত্তর : পতিত জমি আবাদের কথা বলা হয়েছে।

প্রশ্ন ২৪। কবিতার রসোপলদ্ধির অবিচ্ছেদ্য অংশ কী?

উত্তর : কবিতার রসোপলব্ধির অবিচ্ছেদ্য অংশ হলো এর আঙ্গিক বিবেচনা।

প্রশ্ন ২৫। ‘দিগন্ত’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘দিগন্ত’ শব্দের অর্থ- দিকের শেষ সীমা।

প্রশ্ন ২৬। দিগন্তের অধিকার থেকে কে বঞ্চিত হবে?

উত্তর : যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে।

প্রশ্ন ২৭। কে আজন্ম ক্রীতদাস থাকবে?

উত্তর : যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থাকবে।

এইচএসসি বাংলা ১ম পত্র কবিতা আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন PDF Download. আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top