এইচএসসি বাংলা ১ম পত্র বায়ান্নর দিনগুলো অনুধাবন প্রশ্ন উত্তর PDF। তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম ১০০% কমন উপযোগী বায়ান্নর দিনগুলো অনুধাবন প্রশ্ন উত্তর। এগুলো অনলাইনে পড়ার পাশাপাশি তুমি পিডিএফ ডাউনলোড করে অফলাইনে পড়তে পারবে । তাহলে চলো, শুরু করি বায়ান্নর দিনগুলো অনুধাবন প্রশ্ন উত্তর।।
বায়ান্নর দিনগুলো অনুধাবন প্রশ্ন উত্তর PDF
০১। “মুক্তি দিলে খাব, না দিলে খাব না।” – উক্তিটি ব্যাখ্যা কর। [রা.বো.’২৩]
উত্তর: “মুক্তি দিলে খাব, না দিলে খাব না”- উক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনশন ভাঙার শর্ত হিসেবে বলেছিলেন। ফরিদপুর জেলে যখন বঙ্গবন্ধু ও মহিউদ্দিন অনশনরত অবস্থায় ছিলেন তখন তাদের প্রাণ যায় যায় অবস্থা। অবস্থা বেগতিক দেখে ডেপুটি জেলার বঙ্গবন্ধুকে এসে জিজ্ঞেস করেন তাকে যদি মুক্তি দেয়া হয় তবে তিনি খাবেন কি না। সেই প্রেক্ষিতে বঙ্গবন্ধু আলোচ্য উক্তিটি করেন। এখানে বঙ্গবন্ধুর চরিত্রের দৃঢ়তা প্ৰকাশ পায়।
০২। ‘তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে।’ – শেখ মুজিবুর রহমানের এমন কঠোর অবস্থানের কারণ কী? [কু.বো.’2 3]
উত্তর: ‘তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে’- বঙ্গবন্ধুর এমন কঠোর অবস্থানের কারণ পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন ও বিনাবিচারে বছরের পর বছর রাজবন্দিদের কারাগারে আটক রাখা জেলে থাকাকালীন বঙ্গবন্ধু কঠিন অনশন করেছিলেন। বেগতিক অবস্থায় ডেপুটি জেলার যখন মুক্তি দিলে তিনি খাবেন কিনা জিজ্ঞেস করেন তখন তিনি বলেন মুক্তি দিলে খাবেন, না দিলে খাবেন না। তবে মুক্তি না দিলেও না খেয়ে তিনি যদি মৃত্যুবরণ করেন, তাঁর লাশ মুক্তি পেয়ে যাবে। কঠিন এ অবস্থানের মাধ্যমে তার চারিত্রিক দৃঢ়তা প্রকাশিত হয়েছে।
০৩। “বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়” —উক্তিটিতে লেখক কী বোঝাতে চেয়েছেন? [ব.বো.’২৩, রা.বো, সি.বো.’১৯]
উত্তর: ট্যাক্সি চালক যাতে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে না বসে তাই সতর্ক করতে বঙ্গবন্ধু উক্তিটি করেছেন। ঢাকা থেকে ফরিদপুর জেলে স্থানান্তরের জন্য বঙ্গবন্ধুকে আর্মড পুলিশের ট্যাক্সিতে করে নারায়ণগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ ড্রাইভারকে জোরে ট্যাক্সি চালানোর হুকুম দেয় যেন জাহাজ মিস না হয়। কিন্তু বঙ্গবন্ধু চাচ্ছিলেন রাস্তায় কারো সাথে দেখা হলে তাকে তার স্থানান্তরের খবরটি জানাবেন। তাই তিনি ড্রাইভারকে গাড়ি আস্তে চালাতে বলেন ।
আরো পড়ুন :
০৪। “মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।”- ব্যাখ্যা কর । [ঢা.বো.’২২]
উত্তর: “মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।”—উক্তিটি বঙ্গবন্ধু নূরুল আমিনের মুসলিম লীগ সরকারকে উদ্দেশ্য করে বলেছিলেন।
২১শে ফেব্রুয়ারির আন্দোলনে পুলিশ ঢাকা মেডিকেলের ভেতর গুলি চালায়। এতে অনেক মানুষ মারা যায়। মাতৃভাষার আন্দোলনে এ ঘটনা পাকিস্তান সরকারকে আরো বড়ো আন্দোলনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তাদের পরাজয় আসন্ন এবং অপরিণামদর্শিতার কথা বুঝিয়ে বঙ্গবন্ধু এ কথাটি বলেছিলেন।
০৫। “জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়”– কেন? বুঝিয়ে দাও ৷ [চ. বো.’১৯]
উত্তর: জনমতের বিরুদ্ধে গিয়ে শাসন ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব নয় বলে শোষকরাও জনগণের বিরোধিতা করতে ভয় পায়। ১৯৫২ সালে ঢাকায় গুলি হওয়ার পরে গ্রামের মানুষ বুঝতে আরম্ভ করে যারা শাসন করছে তারা জনগণের আপনজন নয়। তারা বুঝতে পেরেছে একদল শাসকগোষ্ঠী বাঙালিদের মুখের ভাষা কেড়ে নিতে চায়। তাই সকলে মিলে রাষ্ট্রভাষা বাংলা করার জন্য জনমত গঠন করে, একত্রিত হয়। আর এ বিশাল সংখ্যক জনগোষ্ঠীর মতের বিরুদ্ধে গেলে পরিণামের ভয়াবহতা ভেবে শাসক গোষ্ঠী ভয় পায়।
বায়ান্নর দিনগুলো অনুধাবন প্রশ্ন উত্তর
০৬। “ভরসা হলো, আর দমাতে পারবে না।”— বিশ্লেষণ কর। [চ. বো.’১৯]
উত্তর: বাংলাকে রাষ্ট্রভাষা না করে যে পাকিস্তান সরকারের আর উপায় নেই- সেই বিষয়টিকে বোঝাতেই বঙ্গবন্ধু উক্তিটি করেছেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকায় গুলি করে ছাত্র হত্যার খবর গ্রামে গ্রামে পৌঁছে যায়। এতে সাধারণ মানুষেরাও পাকিস্তানিদের ষড়যন্ত্র বুঝতে শুরু করে এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। আর জনমতের বিরুদ্ধে যেতে শোষকও ভয় পায়। তাই বাংলাকেও যে রাষ্ট্র ভাষার মর্যাদা দিতে হবে সে ব্যাপারে নিশ্চিত হয়ে বঙ্গবন্ধু কথাটি বলেছেন।
এইচএসসি বাংলা ১ম পত্র বায়ান্নর দিনগুলো অনুধাবন প্রশ্ন উত্তর PDF Download