Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র টেস্ট পেপার ২০২৫ (PDF)
    এইচএসসি টেস্ট পেপার

    এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র টেস্ট পেপার ২০২৫ (PDF)

    EduQuest24By EduQuest24March 20, 2025Updated:March 20, 2025No Comments9 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    HSC Finance 2nd Paper Test Paper PDF
    HSC Finance 2nd Paper Test Paper PDF
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    HSC Finance 2nd Paper Test Paper PDF Download: এই টেস্ট পেপারে রয়েছে সাজেশনভিত্তিক মডেল টেস্ট, বিগত সালের বোর্ড প্রশ্নপত্র ও শীর্ষস্থানীয় কলেজের প্রশ্নত্তোর। তাই টেস্ট পেপারের সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করতে হবে। HSC Finance 2nd Paper Test Paper PDF ডাউনলোড করার আগে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখে নেওয়া যাক। তাহলে চলো, শুরু করি।


    HSC Finance 2nd Paper Test Paper PDF 2025

    ১। জনাব হাবিব একজন ব্যবসায়ী। তিনি জনাব হাসিবের নিকট থেকে ২০ লক্ষ টাকার একটি চেক আনার জন্য তার ম্যানেজারকে পাঠাল। তিনি একটু চিন্তায় ছিলেন কারণ চেকটি বড় অঙ্কের। চেক হাতে পাওয়ার পর নিশ্চিন্ত হল। কারণ চেকটির পার্শ্বে দুটি আড়াআড়ি দাগ কাটা আছে।

    ক. হস্তান্তরযোগ্য দলিল কী?
    খ. সরকারি নোট ও ব্যাংক নোটের মধ্যে পার্থক্য কী?
    গ. উদ্দীপকে ২০ লক্ষ টাকার চেকটি কী ধরনের দাগকাটা চেক বলে তুমি মনে কর? আলোচনা কর।
    ঘ. উদ্দীপকের আলোকে চেকটির তাৎপর্য ব্যাখ্যা কর।

    ২। মি. করিম আলফা ব্যাংক লি. এর একজন গ্রাহক। তিনি লেনদেনের সুবিধার জন্য ব্যাংক কর্তৃক ইস্যুকৃত একটি ইলেকট্রনিক্স কার্ড ব্যবহার করেন যা দিয়ে টাকা উত্তোলন ও কেনাকাটা করা যায়। অন্যদিকে তার বন্দু মি. রহিম এমন একটি কার্ড ব্যবহার করেন, যা দিয়ে টাকা উত্তোলন ও কেনাকাটা ছাড়াও আরও অন্যান্য কাজ করা যায়।

    ক. ই-ব্যাংকিং কী?
    খ. মোবাইল ব্যাংকিং কেন এত জনপ্রিয়? ব্যাখ্যা কর।
    গ. ব্যাংক প্রদত্ত মি. করিমের ইলেকট্রনিক্স কার্ডটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
    ঘ. মি. রহিমের কার্ডটি বর্তমান ব্যবসায়-বাণিজ্যে কীভাবে ভূমিকা রাখতে পারে? আলোচনা কর।

    ৩। মিস লিমা তার ব্যক্তিগত গাড়ীর জন্য ত্রিশ লক্ষ টাকার বিমা করেন। দুর্ঘটনায় গাড়ীটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। মিস লিমা বিমাদাবি পেশ করার কিছুদিনের মধ্যে বিমাপ্রতিষ্ঠিানটি দাবিকৃত ক্ষতিপূরণ প্রদান করে। এদিকে ক্ষতিগ্রস্ত গাড়িটি কুমিল্লার একজন ব্যবসায়ী বিশ হাজার টাকার কিনেন। গাড়ি বিক্রির টাকা লিমা দাবি করলে বিমা কোম্পানি উক্ত টাকা দিতে অস্বীকার করে।

    ক. বিমাযোগ্য স্বার্থ কী?
    খ. নিয়ন্ত্রণ অযোগ্য ঝুঁকি বলতে কী বোঝায়?
    গ. উদ্দীপকের মিস লিমা কোন নীতির আওতায় বিমাপ্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ লাভ করেছেন? ব্যাখ্যা কর।
    ঘ. বিমা প্রতিষ্ঠান কর্তৃক মিস লিমার সর্বশেষ দাবি পূরণ না করার যৌক্তিকতা বিশ্লেষণ কর?

    ৪। জনাব আলম সাহেব একজন ব্যবসায়ী। তার ব্যবসায় সম্প্রসারণের জন্য নতুন করে একটি প্রকল্প হাতে নিতে চাচ্ছেন। যেখানে অনেক মূলধন বিনিয়োগ প্রয়োজন। উক্ত মূলধন বিনিয়োগে ঝুঁকি প্রচুর। তার বিনিয়োগযোগ্য মূলধন হারানোর ভয়ে বিমা কোম্পানির কাছে বিমা করতে গেলে বিমা কোম্পানি বিমা করতে অস্বীকৃতি জানায়। (HSC Finance 2nd Paper Test Paper PDF)

    ক. প্রিমিয়াম কী?
    খ. বিমাচুক্তিকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয় কেন?
    গ. উদ্দীপকে জনাব আলম সাহেবের বিনিয়োগযোগ্য মূলধন কী ধরনের ঝুঁকি? ব্যাখ্যা কর।
    ঘ. উদ্দীপকে জনাব আলম সাহেবের নতুন প্রকল্পের জন্য বিমা কোম্পানির কর্তৃক বিমাচুক্তির অস্বীকৃতি জানানো কতটুকু যুক্তিযুক্ত হয়েছে বলে তুমি মনে কর? মতামত দাও।

    ৫। জনাব খলিল ১৫ বছরের জন্য ৫ লক্ষ টাকার একটি জীবন বিমাচুক্তি সম্পাদন করেন। ৫ বছর প্রিমিয়াম পরিশোধের পর আর্থিক অসামর্থ্যের কারণে তার বিমাপত্রটি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে বিমা কোম্পানিকে জানায় এবং বিমাদাবি আদায়ের জন্য আবেদন করেন।

    ক. জীবন বিমা কী?
    খ. জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন? ব্যাখ্যা কর।
    গ. জনাব খলিল কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছেন? আলোচনা কর।
    ঘ. জনাব খলিল কি বিমাকারী কোম্পানি থেকে বিমাদাবি পাওয়ার অধিকারী হবেন? যুক্তি দাও।

    ৬। রমজান আলী একজন সাধারণ কৃষক। অভাব অনটন লেগেই আছে। ব্যাংক ব্যবস্থার সাথে তার কোনো পরিচয় নেই। একজন কর্মকর্তার সাথে আলাপচারিতায় অর্থনীতি উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে তিনি জানতে পারেন। এখন তিনি এমন একটি তালিকাভুক্ত ব্যাংক খুজছেন যা তাকে একাধারে স্বল্পে সুদে কৃষি উন্নয়নে ঋণ সহায়তা দিতে পারে এবং ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমানত হিসাবে জমা রাখার সুযোগ দিতে পারে।

    ক. ব্যাংক কী?
    খ. তারল্য বলতে কী বোঝায়?
    গ. উদ্দীপকে রমজান আলীর চিন্তা-ভাবনার আলোকে কোন ধরনের ব্যাংক তাকে সহায়তা দিতে পারে? ব্যাখ্যা কর।
    ঘ. উদ্দীপকে বর্ণিত ব্যাংকটি কি রমজান আলীর পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে? তোমার মতামত দাও।

    ৭। ‘ক’ ব্যাংকের একই নামে অনেক শাখা আছে। অন্যদিকে ‘খ’ ব্যাংক একটিমাত্র অফিস নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। ‘ক’ ব্যাংকের মুনাফা ‘খ’ ব্যাংকের তুলনায় বেশি এবং ‘ক’ ব্যাংকের কার্য পরিধিও ব্যাপক। (HSC Finance 2nd Paper Test Paper PDF)

    ক. তালিকাভুক্ত ব্যাংক কী?
    খ. একক ব্যাংক কাকে বলে?
    গ. ‘ক’ ব্যাংকটি কি ধরনের সুবিধা পায় বলে তুমি মনে কর? আলোচনা কর।
    ঘ. উদ্দীপকে ‘ক’ ও ‘খ’ ব্যাংকের মধ্যে তুলনামূলক পার্থক্য দেখাও।

    ৮। দেশের আর্থিক শৃঙ্খলা রক্ষা করা বাংলাদেশ ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। তাই প্রতি আর্থিক বছরের শুরুতেই এ ব্যাংক দেশের অন্যান্য ব্যাংককে কৃষি, শিল্প, ব্যবসায়, পরিবহন ইত্যাদি বিভিন্ন সেক্টরে আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারণ করে দেয়। দেশের শেয়ারবাজারের সাম্প্রতিক স্থবিরতা দূর করার জন্য ব্যাংকটি বর্তমানে খোলাবাজারে কার্যক্রম চালু করেছে।

    ক. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?
    খ. কেন কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের সর্বশেষ আশ্রয়স্থল বলা হয়?
    গ. উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের কোন কাজের চিত্র ফুটে ওঠেছে? ব্যাখ্যা কর।
    ঘ. বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ গৃহীত ব্যবস্থার ইতিবাচক দিক তুলে ধর।

    ৯। ঢাকার ব্যাংক পাড়ায় একটি বড় ব্যাংক আছে যাকে ব্যাংকদের মুরুব্বি বলা হয়। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক কার্যালয় আছে যা তার কার্যক্রম পরিচালনায় সহায়তা করে। সব কার্যালয়ে একটি নির্দিষ্ট কক্ষ থাকে যেখানে আন্তঃব্যাংকিং নিষ্পত্তির জন্য প্রতিদিন ব্যাংক ড্রাফট, চেক ইত্যাদি এসে জমা হয়।

    ক. ব্যাংক হার নীতি কী?
    খ. ঋণ নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়?
    গ. উদ্দীপকে যে ব্যাংকের কথা বলা হয়েছে তা আলোচনা কর।
    ঘ. উদ্দীপকে উল্লিখিত যে কার্যাবলির কথা বলা হয়েছে তা কি অন্যান্য ব্যাংক করতে পারে? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

    ১০। সফল ব্যবসায়ী জনাব সাকিব ‘ক’ ব্যাংকে একটি হিসাব খোলেন যেখানে যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করা যায় কিন্তু কোনো মুনাফা দেয় না। মুনাফার কথা বিবেচনা করে তিনি আরেকটি হিসাব খোলেন এবং নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রাখেন কিন্তু ব্যাংক তাকে কোনো চেক বই প্রদান করেনি। তিনি পূর্বের হিসাব খোলা থেকে পরের হিসাব খোলার পদ্ধতিকে অনেক সহজ মনে করেন।

    ক. KYC কী?
    খ. নাবালক কি ব্যাংক হিসাব খুলতে পারে?
    গ. জনাব সাকিব প্রথমে কোন ধরনের হিসাব খোলেন? ব্যাখ্যা কর।
    ঘ. উদ্দীপকে বর্ণিত প্রথম হিসাবের চেয়ে পরবর্তী হিসাব খোলা সহজ হওয়ার কারণ বিশ্লেষণ কর।

    ১১। জনাব সুমন একজন সফল ব্যবসায়ী। তার ব্যবসায়ে পঞ্চাশ লক্ষ টাকার ঋণ আছে, যা কিস্তিতে পরিশোধ করতে হয়। তিনি এখন ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন। এদিকে তার ত্রিশ লক্ষ টাকা দামের বিমাকৃত গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। বিমা প্রতিষ্ঠানের নিকট বিমাদাবি পেশ করলে, বিমা প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়। (HSC Finance 2nd Paper Test Paper PDF)

    ক. বিমা কী?
    খ. বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন?
    গ. জনাব সুমনের ঋণের কিস্তির অর্থ পরিশোধ করতে না পারা কোন ধরনের ঝুঁকির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
    ঘ. উদ্দীপকে উল্লিখিত জনাব সুমনকে বিমা প্রতিষ্ঠান কর্তৃক সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করা কী যৌক্তিক? বিমা নীতির আলোকে বিশ্লেষণ কর।

    ১২। রাকিব সাহেব তার ডিপার্টমেন্টাল দোকানটি একটি বিমা কোম্পানির নিকট বিমা করতে চাইলে তার ভাই, রায়হান তাকে দুইটি বিমা কোম্পানির নিকট বিমা করার পরামর্শ দেন। কিন্তু ভাইয়ের পরামর্শ না মেনে তিনি ‘ডেল্টা বিমা কোম্পানি’-এর নিকট দোকানটি বিমা করে ফেলেন। পরবর্তীতে, দুর্ঘটনায় দোকানটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলে বিমা কোম্পানি রাকিব সাহেবকে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদানসাপেক্ষে দোকানের ক্ষতিগ্রস্ত সকল মালামাল নিয়ে যায়। এতে রাকিব সাহেব অসন্তুষ্টি প্রকাশ করেন।

    ক. উপ-আদর্শিক ঝুঁকি কী?
    খ. বিমাকে ঝুঁকি বণ্টনের যৌথ ব্যবস্থা বলা হয় কেন? ব্যাখ্যা কর।
    গ. উদ্দীপকে রায়হান কোন ধরনের বিমা করার পরামর্শ দেন? ব্যাখ্যা কর।
    ঘ. বিমার নীতির আলোকে রাকিব সাহেবের অসন্তুষ্টি প্রকাশের যৌক্তিকতা বিশ্লেষণ কর।


    আরো পড়ুন:

    • এইচএসসি ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র টেস্ট পেপার
    • HSC English 2nd Paper Test Paper PDF Download
    • HSC English 1st Paper Test Paper PDF Download
    • এইচএসসি অর্থনীতি ২য় পত্র টেস্ট পেপার

    ১৩। ‘X’ এবং ‘Y’ দুই ভাই দশ বছর মেয়াদি দশ লক্ষ টাকা করে আলাদা দুইটি বিমাচুক্তি সম্পাদন করেন। ‘X’ তার বিমার প্রিমিয়াম নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পরিশোধ করতে পারলেও ‘Y’ পাঁচ বছর পর আর্থিক সংকটের কারণে বিমার প্রিমিয়াম পরিশোধে ব্যর্থ হন।

    ক. আজীবন বিমাপত্র কী?
    খ. বিমার প্রিমিয়াম পরিশোধ করতে হয় কেন?
    গ. উদ্দীপকের ‘X’ বিমা প্রতিষ্ঠানের কাছ থেকে কোন ধরনের সুবিধা পাবেন? ব্যাখ্যা কর।
    ঘ. উদ্দীপকে উল্লিখিত দুই ভাইয়ের প্রাপ্ত বিমা সুবিধার তুলনামূলক বিশ্লেষণ কর।

    ১৪। জনাব রাতুল একটি গার্মেন্টস কোম্পানির মালিক। তিনি তার কোম্পানির ৫০০ জন শ্রমিকের নিরাপত্তার জন্য একক বিমাপত্রের অধীনে ‘বনফুল জীবন বিমা’ কোম্পানির সাথে একটি বিমাচুক্তি সম্পন্ন করেন। অপরদিকে অধিক ঝুঁকি হ্রাসের জন্য ‘বনফুল জীবন বিমা’ কোম্পানি আবার একই বিমার বিষয়বস্তুর ওপর ‘ফুলকলি জীবন বিমা’ কোম্পানির সাথে আর একটি বিমাচুক্তি করেন।

    ক. শেষ উত্তরজীবী বিমাপত্র কী?
    খ. জীবন বিমায় চূড়ান্ত সদ্বিশ্বাস সম্পর্ক কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।
    গ. গার্মেন্টস কোম্পানির মালিক জনাব রাতুল কোন ধরনের বিমাচুক্তি করেছেন? ব্যাখ্যা কর।
    ঘ. উদ্দীপকের আলোকে ‘ফুলকলি জীবন বিমা’ কোম্পানির সাথে বিমাচুক্তির মূল্যায়ন কর।

    ১৫। জনাব রহমান ও তার স্ত্রী একটি বাণিজ্যিক ব্যাংকের সাথে দীর্ঘদিন লেনদেন করে আসছেন। ব্যাংকটি প্রাচীন হলেও মূলধন স্বল্পতার জন্য আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারছে না। ফলে গ্রাহকসংখ্যা হ্রাস পাচ্ছে। একদিন জনাব রহমান ব্যাংকে গিয়ে তার স্ত্রীর ব্যাংক হিসাবের জমাকৃত টাকার পরিমাণ জানতে চাইলে ব্যাংক তা জানাতে অস্বীকৃতি জ্ঞাপন করে। এতে জনাব রহমান ব্যাংকের প্রতি বিরক্ত হন।

    ক. ব্যাংকিং কী?
    খ. “ব্যাংক অর্থ ও ঋণের ব্যবসায় করে।”- ব্যাখ্যা কর।
    গ. ব্যাংকটি আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারছে না কেন? ব্যাংক নীতির আলোকে ব্যাখ্যা কর।
    ঘ. স্ত্রীর ব্যাংক হিসাবের টাকার পরিমাণ জানাতে ব্যাংকের অস্বীকৃতির যৌক্তিকতা বিশ্লেষণ কর।

    ১৬। ‘A’ ব্যাংক একটি স্বনামধন্য ব্যাংক। ব্যাংকটি বিশেষ করে আমদানি রপ্তানি কার্যক্রমে সহায়তা করে। এছাড়াও বিভিন্ন বাণিজ্যিক দলিল ইস্যুকরণ, অনলাইন ব্যাংকিংসহ আধুনিক ব্যাংকিংয়ের সুবিধা প্রদানের মাধ্যমে ব্যাংকটি গ্রাহকের সন্তুষ্টি বিধানে নিয়োজিত।

    ক. ব্যাসেল-২ কী?
    খ. হোল্ডিং ব্যাংকের কাজ ব্যাখ্যা কর।
    গ. উদ্দীপকের ব্যাংকটি কোন ধরনের ব্যাংকিং বৈশিষ্ট্যকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
    ঘ. ব্যাংকিং কাজের আধুনিকীকরণ ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে সহায়তা করে- ব্যাখ্যা কর।

    ১৭। ABC ব্যাংকের অধীনে তালিকাভুক্ত হয়ে এবং ঐ ব্যাংকের অনুমতি গ্রহণ করে XYZ ব্যাংক আমানত গ্রহণ এবং ঋণ প্রদান কার্যক্রম শুরু করে। সম্প্রতি গ্রাহকের প্রয়োজনমতো নগদ অর্থ সরবরাহ করতে XYZ ব্যাংক ব্যর্থ হচ্ছে।

    ক. কেন্দ্রীয় ব্যাংক কী?
    খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে? ব্যাখ্যা কর।
    গ. উদ্দীপকে ABC ব্যাংকের সাথে বাংলাদেশের কোন ব্যাংকের কার্যক্রমের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
    ঘ. XYZ ব্যাংকের সমস্যা সমাধানে তোমার পরামর্শ কী? উদ্দীপকের আলোকে আলোচনা কর।

    ১৮। দেওয়ান সাহেব একজন সিনিয়র ব্যাংক কর্মকর্তা। তিনি একটি ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন গ্রহণ করেন। কিছুদিন পর তার কর্মদক্ষতার জন্য ব্যাংক তাকে পুরস্কারস্বরূপ মোটা অঙ্কের বোনাস প্রদান করে। তিনি বোনাসের টাকাটা পূর্বের হিসাবে না রেখে নতুন একটি ব্যাংক হিসাবে জমা রাখার সিদ্ধান্ত নেন, যা পূর্বের হিসাবের তুলনায় লাভজনক। (HSC Finance 2nd Paper Test Paper PDF)

    ক. মিশ্র ব্যাংকিং কী?
    খ. বিমা সঞ্চয়ী হিসাব বলতে কী বোঝায়?
    গ. উদ্দীপকে দেওয়ান সাহেব বোনাসের টাকা কোন হিসাবে রাখার সিদ্ধান্ত নিয়েছেন? ব্যাখ্যা কর।
    ঘ. উদ্দীপকে দেওয়ান সাহেবের ব্যাংকে হিসাব থাকা সত্ত্বেও পরবর্তীতে অপর একটি হিসাব খোলার যৌক্তিকতা বিশ্লেষণ কর।


    এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র টেস্ট পেপার ২০২৫ | HSC Finance 2nd Paper Test Paper PDF question download 2025

    Download Test Paper
    hsc 2025 finance test paper hsc finance 2nd paper pdf HSC Finance 2nd Paper Test Paper PDF hsc ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র টেস্ট পেপার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    এইচএসসি সমাজবিজ্ঞান ২য় পত্র টেস্ট পেপার ২০২৫ (PDF)

    April 3, 2025

    এইচএসসি সমাজবিজ্ঞান ১ম পত্র টেস্ট পেপার ২০২৫ (PDF)

    April 3, 2025

    এইচএসসি সমাজকর্ম ২য় পত্র টেস্ট পেপার ২০২৫ (PDF)

    April 2, 2025

    এইচএসসি সমাজকর্ম ১ম পত্র টেস্ট পেপার ২০২৫ (PDF)

    April 2, 2025

    এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র টেস্ট পেপার ২০২৫

    March 31, 2025

    এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র টেস্ট পেপার ২০২৫

    March 31, 2025
    Leave A Reply Cancel Reply

    Latest Update

    এনটিআরসিএ ৭ম নিয়োগ বিজ্ঞপ্তির ৬৭২০৮ শূন্যপদে আবেদন শুরু হয়েছে

    January 12, 2026

    Zoro bumi22.com: Meaning, Trends & Online Streaming Insights

    January 10, 2026

    ৬৭ হাজার ২০৮টি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

    January 6, 2026

    How Many Wickets Constitute a Double Hat-Trick in Cricket?

    January 4, 2026

    Masafun: The Ultimate Platform for Travel and Leisure

    January 3, 2026
    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান
    © 2026 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.