Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » এইচএসসি ইসলাম শিক্ষা ১ম পত্র টেস্ট পেপার ২০২৫ (PDF)
    এইচএসসি টেস্ট পেপার

    এইচএসসি ইসলাম শিক্ষা ১ম পত্র টেস্ট পেপার ২০২৫ (PDF)

    EduQuest24By EduQuest24March 25, 2025No Comments10 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    HSC Islamic Studies 1st Paper Test Paper
    HSC Islamic Studies 1st Paper Test Paper
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    HSC Islamic Studies 1st Paper Test Paper PDF: HSC Islamic Studies 1st Paper Test Paper এ রয়েছে সাজেশনভিত্তিক মডেল টেস্ট, বোর্ড পরিক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ ও শীর্ষস্থানীয় কলেজের প্রশ্নপত্র। সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে তৈরিকৃত এই টেস্ট পেপারের প্রশ্ন গুলো অনুশীলন করলে পরিক্ষায় ভালো ফলাফল অজুন করতে পারবে। পিডিএফ ডাউনলোড করার আগে HSC Islamic Studies 1st Paper Test Paper এর কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখে নেওয়া যাক। তাহলে চলো, শুরু করি।


    HSC Islamic Studies 1st Paper Test Paper PDF 2025

    ১। শীতের রাতে রফিক বাড়ি ফেরার সময় রাস্তায় ড্রেনের পাশে জটলা দেখে এগিয়ে গেল। দেখল রাস্তার ড্রেনে একটি কুকুরের বাচ্চা পড়ে হাবুডুবু খাচ্ছে। বাচ্চাটি উপরে ওঠার চেষ্টা করছে, আর ছেলেগুলো লাঠি দিয়ে খোঁচা মেরে নিচে ফেলে দিচ্ছে। রফিক ড্রেনে নেমে কুকুর ছানাটিকে তুলে রাস্তায় ছেড়ে দিল এবং ছেলেগুলোকে এরুপ কাজ করতে বারণ করল।

    ক. উখওয়াত কী?
    খ. “গোটা মানবজাতি একটা উম্মাহ”- ব্যাখ্যা কর।
    গ. রফিকের কাজটি কী? ব্যাখ্যা কর।
    ঘ. কুকুর ছানার সাথে ছেলেগুলোর আচরণ কি যথাযথ? বিশ্লেষণ কর।

    ২। আজমল সাহেব একজন দাম্ভিক ধনী লোক। তিনি তার পাড়া-পড়শীদের সাহায্য করেন না। বরং নানা রকমের অন্যায় আচরণে তাদেরকে অতিষ্ঠ করে তোলেন। তবে তিনি তার শ্বশুর পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করেন। তাদের খোঁজ-খবর নেন, আদর আপ্যায়ন করেন।

    ক. আমর বিল মারুফ অর্থ কী?
    খ. “প্রতিবন্ধীরা সমাজেরই অংশ”- ব্যাখ্যা কর।
    গ. পাড়া-পড়শীদের সাথে আজমল সাহেবের আচরণে কী ফুটে ওঠেছে? ব্যাখ্যা কর।
    ঘ. আজমল সাহেবের আচরণে কী ফুটে ওঠেছে? উক্ত কর্মের ফলাফল বিশ্লেষণ কর।

    ৩। রাসেল তার পৈত্রিক সম্পত্তি চাষাবাদের কাজে একটি গভীর নলকূপ স্থাপনের জন্য প্রচলিত ব্যবস্থায় পরিচালিত একটি ব্যাংক থেকে দশ লাখ টাকা লোন গ্রহণ করে। কিন্তু তার প্রতিবেশী নাসিম তার জমি বন্ধক রেখে লাভ-লোকসানের ভিত্তিতে পরিচালিত একটি ব্যাংক হতে দশ লাখ টাকা লোন গ্রহণ করে একটি পোশাক তৈরির কারখানা দিয়েছেন।

    ক. গণিমত কী?
    খ. “যাকাতের উদ্দেশ্য দারিদ্র্য বিমোচন”- ব্যাখ্যা কর।
    গ. রাসেলের কর্মকাণ্ডে কোন ধরনের ব্যাংকিং কর্মকাণ্ড ফুটে ওঠেছে? ব্যাখ্যা কর।
    ঘ. জনাব নাসিম কোন ধরনের ব্যাংক হতে ঋণ নিয়েছেন? ইসলামি জীবনযাপনে উক্ত ব্যাংকের প্রভাব মুল্যায়ন কর।

    ৪। জনাব আনোয়ার স্থান-কাল-পাত্র বিবেচনা করে যুক্তিপূর্ণ ও জ্ঞানগর্ভবক্তব্যের মাধ্যমে লোকদের কাছে ইসলামের বাণী প্রচার করেন। তার বন্ধু জনাব সানোয়ার একদিন এক সমাবেশে বক্তব্য দেন। বক্তব্যে বলেন, তোমরা নির্বিচারে গাছ কেটো না, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলো না। (HSC Islamic Studies 1st Paper Test Paper PDF)

    ক. ইসলামি সমাজ ব্যবস্থা কাকে বলে?
    খ. “ইসলাম প্রচারে বুদ্ধিবৃত্তিক জিহাদের ভূমিকা অপরিসীম”-ব্যাখ্যা কর।
    গ. জনাব আনোয়ারের কর্মকাণ্ডে কী ফুটে ওঠেছে? ব্যাখ্যা কর।
    ঘ. জনাব সানোয়ারের বক্তব্যের বিষয় কী? মানবজীবনে তার প্রভাব বিশ্লেষণ কর।

    ৫। রাকিবের বাড়ির পাশে শরিফ ও সুকান্তর বাড়ি। রাকিব শরিফের সাথে ভালো সম্পর্ক রাখলেও সুকান্তর সাথে মিশতে চায় না। একদিন সুকান্তর ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসে। তখন রাকিবের স্ত্রী শরিফা দৌড়ে গিয়ে দেখেন বিজনের ছেলে মাটিতে গড়াগড়ি দিচ্ছে। তিনি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করলেন। রাকিব বিষয়টি শুনে অসন্তুষ্টি প্রকাশ করলে শরিফা বলেন যে, “সব মানুষ আল্লাহর সৃষ্টি। মহানবি (সা.) বলেছেন, তোমরা সকলেই আদম হতে এবং আদম মাটি হতে সৃষ্ট। অতএব, সকল মানুষ ভাই ভাই।” (HSC Islamic Studies 1st Paper Test Paper PDF)

    ক. ‘হাক্কুল ইবাদ’ অর্থ কী?
    খ. ‘আমি জিন ও মানুষকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি’- ব্যাখ্যা কর।
    গ. রাকিবের আচরণে কার অধিকার লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
    ঘ. শরিফার বক্তব্যে কোন ধরনের ভ্রাতৃত্বের উল্লেখ আছে? মানবজীবনে তার ফলাফল বিশ্লেষণ কর।

    ৬। জনাব আব্দুল্লাহ একজন ধার্মিক ব্যক্তি। তিনি এলাকার ছোট ছোট ছেলে-মেয়েদেরকে মসজিদের পাশে একটি প্রতিষ্ঠানে আদব-কায়দা, কুরআন-হাদিস, পবিত্রতা ও ইবাদতের নিয়মকানুন ইত্যাদি শিক্ষা দেন। অপরদিকে, জনাব জাহিদ চিন্তা-চেতনায় ও কাজে-কর্মে জীবনের সকল ক্ষেত্রে ইসলামি আচার-আচরণ, রীতি-পদ্ধতি অনুসরণ করে চলেন।

    ক. ইসলাম শব্দের অর্থ কী?
    খ. ‘ইসলামি শিক্ষা তাওহিদভিত্তিক’- বুঝিয়ে লেখ।
    গ. জনাব আব্দুল্লাহর পাঠদানকৃত প্রতিষ্ঠানটির নাম কী? ব্যাখ্যা কর।
    ঘ. জনাব জাহিদ কী অনুসরণ করে চলেন? বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ কর।

    ৭। রহিমা বেগম একজন ধার্মিক মহিলা। তিনি পূর্ণ সততার সাথে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আয় উপার্জন করেন। অপরদিকে, লতিফা বেগমও একজন ব্যবসায়ী। তিনি ক্রেতাসাধারণকে মিথ্যা বলেন। পণ্যের দোষ-ত্রুটি গোপন করে বেশি দামে বিক্রি করে বেশি আয় উপার্জন করেন।

    ক. দেশপ্রেম কী?
    খ. “তালাক সর্বনিকৃষ্ট হালাল”- ব্যাখ্যা কর।
    গ. রহিমা বেগমের উপার্জন কী রকম? ব্যাখ্যা কর।
    ঘ. “লতিফা বেগমের উপার্জন জাহান্নামে যাওয়ার কারণ হবে।”-বিশ্লেষণ কর।

    ৮। জনাব ইসহাক তার মেয়ে শামিমা ও শারমিনকে বিয়ে দেওয়ার পর তাদের সাথে আর কোনো যোগাযোগ করেন না এবং খবরাখবর নেন না। তিনি নারী জাতিকে তেমন সম্মান, অধিকার ইত্যাদি দিতে চান না। একদিন তার ছেলে আমির তাকে বলল, “বাবা, জাহিলি যুগে নারী জাতির সাথে যেভাবে আচরণ করা হতো সেই রকম আচরণ না করলে ভালো হয়।” সে বাবার সেবাযত্ন করে, সংগত আদেশ-নিষেধ মেনে চলে।

    ক. আমাদের আদি মাতা কে?
    খ. “মায়ের পায়ের নিচে সস্তানের জান্নাত”- ব্যাখ্যা কর।
    গ. আমির কোন দায়িত্ব পালন করে? ব্যাখ্যা কর।
    ঘ. জনাব ইসহাকের আচরণে কী ফুটে ওঠেছে? উক্ত কর্মের ফলাফল বিশ্লেষণ কর।

    ৯। জনাব সোহেল ইমরানের তিন সন্তানের সংসারে বেশ সুখেই দিন কাটছিল। হঠাৎ ছোট ছেলে শাহেদ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলে দৃষ্টি লোপ পেতে থাকে। দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার তিন সপ্তাহের চিকিৎসা দেন। এর পরও শাহেদের দৃষ্টি দিন দিন অবনতি হতে থাকে এবং শেষপর্যন্ত দৃষ্টিহীন হয়ে পড়ে। এ অবস্থায় তার লেখাপড়ার জন্য তার পিতা তাকে বিশেষ চাহিদাসম্পন্ন স্কুলে ভর্তি করে দেন। পক্ষান্তরে, আব্দুল আলিম পাঁচ সন্তানের জনক, তার সংসারে অভাব লেগেই থাকে। সংসারে সচ্ছলতা আনার জন্য তার আট বছরের ছেলেকে কারখানায় কাজ করার জন্য পাঠিয়ে দেন।

    ক. ইসলামি পরিবার কী?
    খ. ‘ইসলামি পরিবার একটি শিক্ষালয়’- ব্যাখ্যা কর।
    গ. জনাব সোহেল ইমরানের তৎপরতায় কী ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
    ঘ. উদ্দীপকে উল্লিখিত সন্তানের প্রতি জনাব আব্দুল আলিমের কর্মে কী প্রকাশ পেয়েছে? এর সামাজিক প্রভাব মূল্যায়ন কর।

    ১০। সুফিয়ার স্বামী জনাব আরমান একজন সরকারি কর্মকর্তা। সারাদিনের কর্মব্যস্ততা শেষে জনাব আরমান হাসিমুখে বাসায় ফিরেন। স্ত্রীর খোঁজ খবর নেন এবং তার সাথে ভালো ব্যবহার করেন। অপরদিকে, আরমানের আরেক সহকর্মী রায়হান সাহেব অফিস শেষে যথাসময়ে বাড়ি যান না এবং স্ত্রী-সন্তানদের খোঁজ-খবর রাখেন না। সন্তানদের লেখাপড়ার ব্যাপারেও উদাসীন।

    ক. ‘মোহরানা’ কী?
    খ. “তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম।”- ব্যাখ্যা কর।
    গ. উদ্দীপকে জনাব আরমানের কর্মকাণ্ডে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
    ঘ. রায়হান সাহেবের আচরণে কীসের অভাব ফুটে ওঠেছে? পরিবারের ওপর এর প্রভাব মূল্যায়ন কর।


    আরো পড়ুন:

    • এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র টেস্ট পেপার
    • এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র টেস্ট পেপার
    • এইচএসসি আইসিটি টেস্ট পেপার
    • এইচএসসি ইতিহাস ২য় পত্র টেস্ট পেপার

    ১১। গারো পাহাড়ের পাদদেশেই নাজমুন নাহারের বাড়ি। তিনি ইয়াতিম, অসহায়দের সাহায্য করা ছাড়াও পশুপাখি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করেন। তিনি তার ঘরের পাশেই পাখির নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করেন। অন্যদিকে, তার স্বামী নাদিম সাহেব নিজে ইসলামের হুকুম-আহকাম মেনে চলেন এবং ইসলামের শান্তির বাণী সকলের মধ্যে ছড়িতে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালান।

    ক. ‘উম্মাহ’ শব্দের অর্থ কী?
    খ. ‘উখওয়াত’ বলতে কী বোঝ?
    গ. নাজমুন নাহারের এরূপ কল্যাণমূলক কাজকে কোন নামে অভিহিত করা যায়? ব্যাখ্যা কর।
    ঘ. নাদিম সাহেবের কর্মকাণ্ডের গুরুত্ব ইসলামের আলোকে বিশ্লেষণ কর।

    ১২। ইখলাস ও ফারুক নববিবাহিত দুই যুবক। ফারুক ইসলামের বিধান মেনে বিবাহ মজলিসে ধার্যকৃত নগদ অর্থ স্ত্রীকে প্রদান করেন। পক্ষান্তরে, তার বন্ধু ইখলাস বিয়ের পর ব্যবসায় করার জন্য শ্বশুরের নিকট এককালীন মূলধন দাবি করেন এবং এ বিষয়ে স্ত্রীকেও চাপ দিতে থাকেন। (HSC Islamic Studies 1st Paper Test Paper PDF)

    ক. ‘ইমাম’ শব্দের অর্থ কী?
    খ. “ইসলামি অর্থব্যবস্থা” বলতে কী বোঝ?
    গ. উদ্দীপকে ইখলাসের আচরণে কোন সামাজিক অনাচার প্রকাশ পেয়েছে? এর ক্ষতিকর দিকসমূহ উল্লেখ কর।
    ঘ. ফারুকের কর্মকাণ্ডে ইসলামের যে বিধান প্রতিফলিত হয়েছে তা বিশ্লেষণ কর।

    ১৩। নোমান এবং মাজেদ প্রতিবেশী। নোমান বাড়ির পাশের বাচ্চাদের খুব স্নেহ করেন, কেউ অসুস্থ হলে খোঁজখবর নেন। প্রয়োজনে টাকা-পয়সাও ধার দেন, কেউ মারা গেলে জানাযায় উপস্থিত হোন। একদিন দুপুরে হৈচৈ শুনে নোমান মাজেদের বাড়ি গিয়ে দেখতে পান, মাজেদের ছেলে তোফায়েল ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় নিজের জীবন শেষ করে দিয়েছে।

    ক. ‘খিলাফত’ অর্থ কী?
    খ. ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
    গ. নোমানের কর্মকাণ্ডে ইসলামের কোন বিধানটি ফুটে ওঠেছে? বিশ্লেষণ কর।
    ঘ. ইসলামের দৃষ্টিতে তোফায়েলের কাজটি চিহ্নিত করে তা থেকে মুক্তির উপায় আলোচনা কর।

    ১৪। ব্যবসায়ী-১: সৎভাবে ব্যবসায় করেন, কাউকে ঠকান না, ওজনে কম দেন না, পণ্যের দোষত্রুটি বিক্রেতার নিকট গোপন করেন না। ভালো-মন্দ মিশিয়ে বিক্রি করেন না। ব্যবসায়ী-২: বেশি লাভের আশায় পণ্য গুদামজাত করে চড়া দামে বিক্রি করেন, ফরমালিন মেশান এবং ওজনে কম দেন। (HSC Islamic Studies 1st Paper Test Paper PDF)

    ক. ‘মসজিদ’ শব্দের অর্থ কী?
    খ. “যে ব্যক্তি প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়।”- হাদিসটির ব্যাখ্যা কর।
    গ. উদ্দীপকে ব্যবসায়ী-১-এর চারিত্রিক গুণাবলি তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
    ঘ. ব্যবসায়ী-২-এর কর্মকাণ্ড তোমার নিকট কোন ধরনের মনে হয়? মূল্যায়ন কর।

    ১৫। জনাব আতিক ও নাজমুল দুই সহকর্মী। সারাদিনের কর্মব্যস্ততা শেষে জনাব আতিক হাসিমুখে বাসায় ফিরেন, স্ত্রীর খোঁজখবর নেন এবং তার সাথে ভালো ব্যবহার করেন ও সন্তানরা উনাকে দেখামাত্র সালাম দেয়। তিনি আল্লাহর সকল হুকুমকে গুরুত্বের সাথে আদায়ের চেষ্টা করেন। অপরদিকে, আতিক সাহেবের আরেক সহকর্মী নাজমুল সাহেব অফিস শেষে যথাসময়ে বাড়ি যান এবং স্ত্রী-সন্তানদের খোঁজখবর রাখেন না। সন্তানদের লেখাপড়ার ব্যাপারেও উদাসীন। স্ত্রী-সন্তানরা সারাদিন স্মার্টফোনে আসক্ত থাকে।

    ক. ‘আখলাক’ শব্দের অর্থ কী?
    খ. “প্রত্যেক মুসলমান ভাই ভাই” ব্যাখ্যা কর।
    গ. উদ্দীপকে জনাব আতিক সাহেবের কর্মকাণ্ডে কোন ধরনের পরিবারের বৈশিষ্ট্য ফুটে ওঠেছে? ব্যাখ্যা কর।
    ঘ. নাজমুল সাহেবের আচরণে কীসের অভাব ফুটে ওঠেছে? পরিবারের ওপর এর প্রভাব ব্যাখ্যা কর।

    ১৬। আব্দুল্লাহ ও মুজাম্মেল একটি সরকারি অফিসে চাকরি করেন। মুজাম্মেল বিভিন্ন সময় ফাইল আটকিয়ে অতিরিক্ত অর্থ আয় করেন। অপরদিকে, আব্দুল্লাহ প্রতিদিন যথাসময়ে অফিসে হাজির হন এবং একদিন দেরিতে আসায় তিনি খুবই অনুতপ্ত হোন এবং তিনি বলেন, “আমরা যাই করি না কেন একজন সবকিছু দেখছেন।”

    ক. ‘সবর’ শব্দের অর্থ কী?
    খ. ‘মিথ্যা মানুষকে ধ্বংস করে’- ব্যাখ্যা কর।
    গ. উদ্দীপকে মুজাম্মেলের আয়ের পথটি কোন ধরনের উপার্জন? শরিয়তের আলোকে বর্ণনা কর।
    ঘ. আব্দুল্লাহর শেষ কথাটি পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।

    ১৭। জনাব মমিনুল হক ও আলমগীর সাহেব দুই ভাই। জনাব মমিনুল সাহেব ছাত্রজীবন থেকেই বাড়ির পাশে, অনাবাদি জমিতে ও যেখানে খালি জায়গা পায় সেখানেই ফলজ বৃক্ষের চারা রোপণ করেন। পক্ষান্তরে, জনাব আলমগীর সাহেব ওই অঞ্চলের বন কেটে উজাড় করে একটি ইটভাটা চালু করে। এতে বন্যপ্রাণীর আবাস নষ্ট হচ্ছে অপরদিকে, দূষিত ধোঁয়ায় জনজীবন বিপন্ন হচ্ছে।

    ক. ‘হালাল’ শব্দের অর্থ কী?
    খ. “হালাল উপার্জন একটি ফরজ ইবাদত”- ব্যাখ্যা কর।
    গ. জনাব মমিনুল সাহেবের কর্মকাণ্ড তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ তা চিহ্নিতপূর্বক আলোচনা কর।
    ঘ. জনাব আলমগীর সাহেবের কর্মকাণ্ডের ক্ষতিকর প্রভাবগুলো তোমার পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।

    ১৮। ময়মনসিংহের বিখ্যাত তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত ইসলামি শিক্ষা বিষয়ক সেমিনারের প্রধান আলোচক অধ্যাপক এম.এ. রহমান তার বক্তৃতার শুরুতে রাসুল (সা.)-এর হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ইসলাম শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। তিনি আরও বলেন, এ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য যেমন স্বতন্ত্র তেমনি এর উদ্দেশ্যও জাগতিক শিক্ষা ব্যবস্থা থেকে ভিন্ন।

    ক. “ইসলাম” শব্দটির অর্থ কী?
    খ. মক্তব বলতে কী বোঝ?
    গ. উদ্দীপকে অধ্যাপকের প্রথম কথাটি বিশ্লেষণ কর।
    ঘ. “ইসলামি শিক্ষা ও জাগতিক শিক্ষার উদ্দেশ্য ভিন্ন”- এ বক্তব্যের সাথে কি তুমি একমত? মতমত দাও।

    ১৯। নাসরিনের তিন সন্তানের মধ্যে রাজিয়া চোখে দেখে না। তিনি তাকে খুবই আদর করেন অন্যান্য সন্তানদের তুলনায়। শিক্ষা অর্জনের জন্য পাঠশালায় নিয়ে যান ও ব্রেইল পদ্ধতির সকল সুবিধা বাসায় এনে দেন। রাজিয়ার প্রতি নাসরিন কখনো অবহেলা করেন না। নাসরিনের স্বামী জনাব এনামুল দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরি করেন। সম্প্রতি মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়ে গেলে তিনি তা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। (HSC Islamic Studies 1st Paper Test Paper PDF)

    ক. যাকাত বণ্টনের খাত কয়টি?
    খ. ইসলামের বুনিয়াদি আমলগুলো কী কী?
    গ. নাসরিনের কার্যক্রম ইসলামের আলোকে ব্যাখ্যা কর।
    ঘ. দেশের স্বার্থ সংরক্ষণে এনামুল সাহেবের ভূমিকার গুরুত্ব মূল্যায়ন কর।

    ২০। বৃষ্টির আচার-আচরণ, কথাবার্তা সব কিছুই আপত্তিকর। তার চলাফেরা যেমন অহংকারপূর্ণ তেমনি তার পোশাক-পরিচ্ছদও অশালীন। বড়দের সে সম্মান করে না, ছোটদের সে স্নেহ করে না। তার চলাফেরা দেখে তার সহপাঠী আমাতুল্লাহ বলেন, প্রতিটি মুসলিমের নিজস্ব জীবনপ্রণালী রয়েছে সেটা অতিক্রম করা উচিত না।

    ক. ‘আদল’ শব্দের অর্থ কী?
    খ. “ইসলাম শিক্ষা আখিরাতভিত্তিক” ব্যাখা কর।
    গ. বৃষ্টির কর্মকাণ্ডে কীসের অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
    ঘ. উদ্দীপকে আমাতুল্লাহর এর কথাটির গুরুত্ব ইসলামের আলোকে বিশ্লেষণ কর।

    ২১। শাফিক একজন বিত্তবান লোক। প্রতিবছর নির্দিষ্ট সময়ে সম্পদের হিসাব করে শরিয়ত নির্ধারিত খাতসমূহে বিতরণ করেন। অপরপক্ষে, সাকিব একজন কৃষক। তিনি যত্নসহকারে জমিতে ফসল আবাদ করে ফসল ঘরে উঠার সাথে সাথেই ফসলের দশ ভাগের এক ভাগ বায়তুল মালে জমা দেন। (HSC Islamic Studies 1st Paper Test Paper PDF)

    ক. ‘সাদাকা’ শব্দের অর্থ কী?
    খ. “নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই।” ব্যাখ্যা কর।
    গ. উদ্দীপকে উল্লিখিত শফিকের কর্মকাণ্ডে ইসলামের যে বিধানের ইঙ্গিত পাওয়া যায় তোমার পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।
    ঘ. উদ্দীপকে উল্লিখিত সাকিবের পালিত বিধানটিকে কী বলা হয়? সমাজে এর প্রভাব বিশ্লেষণ কর।


    এইচএসসি ইসলাম শিক্ষা ১ম পত্র টেস্ট পেপার ২০২৫ | HSC Islamic Studies 1st Paper Test Paper Question with Answer pdf download

    Download Test Paper
    HSC Islamic Studies 1st Paper Test Paper hsc islamic studies test paper 2025 hsc lecture test paper 2025 pdf hsc ইসলাম শিক্ষা ১ম পত্র টেস্ট পেপার এইচএসসি ইসলাম শিক্ষা টেস্ট পেপার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    এইচএসসি সমাজবিজ্ঞান ২য় পত্র টেস্ট পেপার ২০২৫ (PDF)

    April 3, 2025

    এইচএসসি সমাজবিজ্ঞান ১ম পত্র টেস্ট পেপার ২০২৫ (PDF)

    April 3, 2025

    এইচএসসি সমাজকর্ম ২য় পত্র টেস্ট পেপার ২০২৫ (PDF)

    April 2, 2025

    এইচএসসি সমাজকর্ম ১ম পত্র টেস্ট পেপার ২০২৫ (PDF)

    April 2, 2025

    এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র টেস্ট পেপার ২০২৫

    March 31, 2025

    এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র টেস্ট পেপার ২০২৫

    March 31, 2025
    Leave A Reply Cancel Reply

    Latest Update

    এনটিআরসিএ ৭ম নিয়োগ বিজ্ঞপ্তির ৬৭২০৮ শূন্যপদে আবেদন শুরু হয়েছে

    January 12, 2026

    Zoro bumi22.com: Meaning, Trends & Online Streaming Insights

    January 10, 2026

    ৬৭ হাজার ২০৮টি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

    January 6, 2026

    How Many Wickets Constitute a Double Hat-Trick in Cricket?

    January 4, 2026

    Masafun: The Ultimate Platform for Travel and Leisure

    January 3, 2026
    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান
    © 2026 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.