এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র অণুজীব জ্ঞানমূলক প্রশ্ন ২০২৫ পিডিএফ ডাউনলোড করুন। এখানে গুরুত্বপূর্ণ ৫০ টি অণুজীব জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে। এগুলো অনলাইনে পড়ার পাশাপাশি শিক্ষার্থীরা পিডিএফ ডাউনলোড করে অফলাইনেও পড়তে পারবে।চলো,শুরু করি।
জীববিজ্ঞান অণুজীব জ্ঞানমূলক প্রশ্ন ২০২৫
১। কো-এনজাইম কী? DB-19
উঃ এনজাইমের প্রোসথেটিক গ্রুপটি কোনো জৈব রাসায়নিক পদার্থ হলে সে এনজাইমই হলো কো-এনজাইম।
২। ভিরিয়ন কী? মাইলস্টোন কলেজ-২০২৩
উঃ নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত একেকটি সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাসকে বলা হয় ভিরিয়ন।
৩। ভিরিয়ন কী? Ctg.B-19
উঃ নিউক্লিক এসিড ও একে ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত এক একটি সংক্রমণ ক্ষমতাসম্পন্ন সম্পূর্ণ ভাইরার্স কণাকে ভিরিয়ন বলে।
৪। প্লাজমিড কী? Ctg.B-17
উঃ ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার DNA অণুই হচ্ছে প্লাজমিড।
৫। কলেরা রোগের জীবাণুর নাম লেখ? JB-22
উঃ কলেরা রোগের জীবাণুর বৈজ্ঞানিক নাম হলো–Vibrio cholerae
৬। ভিরয়েডস কী? নটরডেম কলেজ, ঢাকা-২০২৩
উঃ ডিপ্লোটিন উপ-পর্যায়ে কায়াজমাটাগুলো সৃষ্ট হওয়া এবং ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যাওয়ার প্রক্রিয়াই হলো প্রান্তীয়করণ ।
৭। PRSV-এর পূর্ণরূপ কী? সিলেট ক্যাডেট কলেজ-২০২৩
উঃ PRSV হলো Papaya Ring Spot Virus নামক এক ধরনের ভাইরাস যা পেঁপের রিংস্পট রোগের জন্য দায়ী।
৮। ভিরিওন কী? ফৌজদারহাট ক্যাডেট কলেজ-২০২৩
উঃ সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাসকে বলা হয় ভিরিয়ন। এটি নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত।
৯। ম্যালেরিয়া কী? RB-19
উঃ Plasmodium নামক প্রোটোজোয়ান অণুজীব দ্বারা বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীতে যে রোগ হয় তাকে ম্যালেরিয়া বলে।
১০। লাইটিক ফায কী?
উঃ লাইটিক ফাজ ব্যাকটেরিওফাজ নামেও পরিচিত যা একটু ক্ষুদ্র ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে সংক্রমিত করে মেরে ফেলতে পারে।
১১। ক্যাপসিড কী?
উঃ ভাইরাস দেহের নিউক্লিক এসিডকে ঘিরে থাকা প্রোটিন আবরণের নাম ক্যাপসিড।
১২। PRSV এর পূর্ণরূপ লেখ।MB-23
উঃ PRSV এর পূর্ণরূপ হচ্ছে Papaya ringspot virus.
১৩। ব্যাকটেরিওফায কী? JB-19
উঃ যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়ার দেহাভ্যন্তরে সংখ্যাবৃদ্ধির মাধ্যমে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে সেগুলোই হলো ব্যাকটেরিওফায।
১৪। ক্যাপসিড কী? Holy Cross College.2023
উঃ ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে ঘিরে অবস্থিত প্রোটিন আবরণই হলো ক্যাপসিড।
১৫। ব্যাকটেরিওফায কী? Ctg.B 23
উঃ ব্যাকটেরিওফায হল এক ধরনের ভাইরাস যা ব্যাকটেরিয়াকে সংক্রামিত করে।
১৬। মেরোজাইগোট কী? SB-22
উঃ ব্যাকটেরিয়ার দুটি বিপরীত কোষের অর্থাৎ একটি দাতা কোষ (পুং) এবং একটি গ্রহীতা কোষের (স্ত্রী) আংশিক ক্রোমোসোমের মিলনের ফলে যে জাইগোট সৃষ্টি হয়, তাই মেরোজাইগোট।
১৭। মেসোজোম কী? RB, CB, Ctg.B, BB-18
উঃ ব্যাকটেরিয়া কোষের প্লাজমাঝিল্লি কোনো কোনো স্থানে ভাঁজ হয়ে ভেতরের দিকে থলির মতো যে অঙ্গাণু গঠন করে তাই মেসোজোম ।
১৮। ক্যাপসোমিয়ার কি? SB-23
উঃ ভাইরাসের প্রোটিন আবরণ অর্থাৎ ক্যাপসিড বহু উপএকক দ্বারা গঠিত। এই উপ-এককে ক্যাপসোমিয়ার বলে।
১৯। HIV কী? CB-17
উঃ HIV হলো মানুষের এইডস রোগ সৃষ্টিকারী ভাইরাস।
২০। ক্যাপসিড কী? ফৌজদারহাট ক্যাডেট কলেজ-২০২০
উঃ ভাইরাসের নিউক্লিক এসিডকে ঘিরে অবস্থিত প্রোটিন আবরণটির নাম ক্যাপসিড।
২১। স্পোরোগণি কী?চট্টগ্রাম কলেজ-২০২০
উঃ মশকীর রূপের প্রাচীরে উওসিস্টের অযৌন জননকে স্পোরোগনি বলে।
২২। রেস্ট্রিকশন এনজাইম কী?Ctg.B-19
উঃ যে এনজাইম DNA অণুর নির্দিষ্ট ক্ষারক বিন্যাসে আঘাত করে তাকে বিভক্ত করে দেয় তাই রেস্ট্রিকশন এনজাইম।
২৩। জীবটির নাম কী? সিলেট ক্যাডেট কলেজ-২০২০
উঃ জীবটির নাম হলো ব্যাকটেরিয়া।
২৪। প্লাজমিড কী? কুমিল্লা ক্যাডেট কলেজ-২০২০
উঃ প্লাজমিড হচ্ছে অণুজীবে ক্রোমোসোম বহির্ভূত বৃত্তাকার DNA অণু।
আরো পড়ুন:
- HSC জীববিজ্ঞান ২য় পত্রের ৫ম অধ্যায় শ্বসন ও শ্বাসক্রিয়া নোট
- HSC জীববিজ্ঞান ২য় পত্রের ৪র্থ অধ্যায় রক্ত ও সঞ্চালনের নোট
- HSC জীববিজ্ঞান ২য় পত্রের ১ম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট
২৫। মেসোজোম কি? BB-23
উঃ আদি কোষের যেমন ব্যাকটেরিয়ার কোষপর্দা কোথাও কোষের ভিতরের নলাকারে বর্ধিত কুন্ডলিকৃত হয়ে যে অঙ্গপুর ন্যায় গঠন করে, তাকে মেসোজোম বলে।
২৬। ব্যাকটেরিওফাজ কি? RB-23
উঃ যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে ব্যাকটেরিওফায বলে।
২৭। ব্যাকটেরিওলজির জনক কে? সিলেট ক্যাডেট কলেজ-২০২৩
উঃ ব্যাকটেরিওলজির জনক হচ্ছেন অ্যান্টনি ভন লিউয়েনহুক।
২৮। সিগনেট রিং কী? JB-23
উঃ ম্যালেরিয়া পরজীবীর এরিথ্রোসাইটিক সাইজোগনী দশায় আংটির মত গঠনকে সিগনেট রিং বলা হয়।
২৯। এক্সফ্লাজেলেশন কি? DB-23
উঃ মাইক্রোগ্যামেটগুলো তরঙ্গায়িত ফ্ল্যাজেলার মতো মাইক্রোগ্যামেটোসাইটের সাইটোপ্লাজম থেকে পৃথক হয়ে যাওয়ার পদ্ধতিকে এক্সফ্লাজেলেশন বলে। উদাহরণ : মানুষের ম্যালেরিয়া পরজীবিতে এটি দেখা যায়।
৩০। কলেরা রোগের জীবাণুর নাম কী?CB-22
উঃ কলেরা রোগের বৈজ্ঞানিক নাম হলো Vibrio cholerae.
৩১। ক্যাসপেরিয়ান স্ট্রিপের সংজ্ঞা দাও ? রংপুর ক্যাডেট কলেজ-২০২৩
উঃ দ্বিবীজপত্রী উদ্ভিদ কান্ডের অন্তঃত্বকে বিদ্যমান কোষগুলোর ভেতরের প্রাচীরে লিগনিন ও সুবেরিনের আস্তরণই হলো ক্যাসপেরিয়ান স্ট্রিপ।.
৩২। সুপ্তিকাল কী? রাজউক উত্তরা মডেল কলেজ-২০২০
উঃ কোনো রোগের জীবাণু পোষক দেহে প্রবেশ করার পর থেকে রোগের লক্ষণ প্রকাশ পাওয়া পর্যন্ত সময়কালকে সুপ্তিকাল বলে।
৩৩। ম্যালেরিয়া কী? ঝিনাইদহ ক্যাডেট কলেজ-২০২৩
উঃ Plasmodium নামক প্রোটোজোয়ান অণুজীব দ্বারা বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীতে যে রোগ হয়, তাকে ম্যালেরিয়া বলে।
৩৪। উওসিস্ট কী? কুমিল্লা ক্যাডেট কলেজ-২০২৩
উঃ উওকিনেট 24 ঘণ্টার ভেতরেই মশকীর ক্রপের অন্তঃপ্রাচীর ভেদ করে বহিঃপ্রাচীরের নিচে এসে পোছায় এবং 40 ঘণ্টার মধ্যে সিস্ট আবরণ দ্বারা আবৃত হয়ে যেটা পরিণত হয় সেটিই উওসিস্ট।
৩৫। ইকোলজিক্যাল পিরামিড কী? DB-17
উঃ বিভিন্ন ইকোসিস্টেমের খাদ্যশৃঙ্খলের বিন্যাস সম্পর্কিত পিরামিড আকৃতির নকশাই ইকোলজিক্যাল পিরামিড।
৩৬। প্রিয়নস কী? রংপুর ক্যাডেট কলেজ-২০২৩
উঃ প্রিয়নস হলো ভাইরাসের শূন্য প্রোটিন আবরণ, যা মানুষের বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে।
৩৭। সুপ্তিকাল কাকে বলে? হলি ক্রস কলেজ-২০২০
উঃ কোনো রোগের জীবাণু পোষক দেহে প্রবেশ করার পর থেকে রোগের লক্ষণ প্রকাশ পাওয়া পর্যন্ত সময়কালকে সুপ্তিকাল বলে।
৩৮। কায়াজমা কী? DB, Din.B, SB, JB-18
উঃ মায়োসিস কোষ বিভাজনের সময় নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কালে X আকৃতির যে গঠন তৈরি হয় তাই কায়াজমা।
৩৯। হেপাটোসাইট কী? চট্টগ্রাম কলেজ-২০২৩
উঃ দুই ধরনের কোষ দিয়ে যকৃৎ গঠিত। যথা : প্যারেনকাইমাল এবং নন-প্যারেনকাইমাল । যকৃতের প্যারেনকাইমাল কোষকে হেপাটোসাইট বলে যা আয়তনের ৮০% ।
৪০। প্রোফায কী? Din.B 23
উঃ লাইসোজেনিক চক্রে ব্যাকটেরিয়ার DNA-র সঙ্গে সংযুক্ত ভাইরাস DNA-টিকে প্রোফায (prophage) বলে।
৪১। ব্যাকটেরিয়া কী? BB-22
উঃ ব্যাকটেরিয়া হলো এককোষী ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব যাদের নিউক্লিয়াসটি সুগঠিত নয় এবং যারা কোষ প্রাচীর সমন্বিত, ক্লোরোফিলবিহীন ও সরল প্রকৃতির।
৪২। বটুলিজম কী? আইডিয়াল কলেজ-২০২৩
উঃ Clostridium botulinum নামক ব্যাকটেরিয়া খাদ্যে Botulin নামক বিষাক্ত পদার্থ সৃষ্টি করে। এর বিষক্রিয়ায় মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এরূপ বিষক্রিয়াকে বটুলিজম বলে।
৪৩। অপুংজনি কী? আইডিয়াল কলেজ-২০২০
উঃ যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণুটি নিষেক ছাড়া ভ্রুণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয় সেই প্রক্রিয়াই হলো অপুংজনি।
৪৪। সুপ্তাবস্থা কী? মাইলস্টোন কলেজ-২০২০
উঃ মানবদেহে পরজীবী প্রবেশের পর থেকে রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত সময়কে রোগের সুপ্তাবস্থা বলা হয়।
৪৫। ইমার্জিং ভাইরাস কী? CB-23
উঃ আদি পোষক থেকে পরে নতুন পোষক প্রগতিতে রোগ সৃষ্টিকারী ভাইরাসকে বলা হয় ইমার্জিং ভাইরাস। উদাহরণঃ HIV, SARS, Ebola
৪৬। জীবন্ত জীবাশ্ম কী? রাজশাহী ক্যাডেট কলেজ-২০২৩
উঃ বর্তমান কালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের সাথে মিল সম্পন্নই হলো জীবন্ত জীবাশ্ম।
৪৭। সাইজোগনি কী? আদমজী ক্যান্টনমেন্ট কলেজ-২০২৩
উঃ কসাইজোগনি হলো এক প্রকার অযৌন প্রক্রিয়া যার মাধ্যমে ম্যালেরিয়া পরজীবী মানুষের দেহে বংশবিস্তার করে।
৪৮। সুপ্তকাল কী? মির্জাপুর ক্যাডেট কলেজ – ২০২৩
উঃ কোনো পোষক দেহে কোনো রোগের জীবাণু প্রবেশের সময় থেকে সেই পোষকের দেহে উক্ত রোগের লক্ষণ প্রকাশ হওয়া পর্যন্ত সময়কে রোগের সুপ্তকাল বলে।
৪৯। কনজুগেশন কী? রেসিডেন্সিয়াল মডেল কলেজ-২০২৩
উঃ দুটি ব্যাকটেরিয়ার মধ্যে জিনগত পদার্থের সরাসরি স্থানান্তরকে কনজুগেশন বলে। এটি এক ধরনের যৌন জনন প্রক্রিয়া, যেখানে একটি ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ায় প্লাসমিড নামক একটি ছোট বৃত্তাকার DNA অণু স্থানান্তরিত হয়।
৫০। ভাইরাস কী? Cum B-19
উঃ ভাইরাস হলো নিউক্লিক এসিড ও প্রোটিন দিয়ে গঠিত অকোষীয়, অতি-আণুবীক্ষণিক সত্তা, বাধ্যতামূলক পরজীবী জৈবকনা যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থা বিরাজ করে।
৫১। Trophozoite কী? নটরডেম কলেজ, ঢাকা-২০২৩
উঃ Trophozoit হলো এক নিউক্লিয়াস যুক্ত পরজীবীর এমন একটি দশা যা মাইক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েট লোহিত রক্ত কণিকার অভ্যন্তরে হিমোগ্লোবিন ভক্ষণ করে আকারে বড় ও গোলাকার হয় ।
৫২। ধানের ব্লাইট রোগের জীবাণুর বৈজ্ঞানিক নাম লেখ। MB-23
উঃ ধান গাছের নামক রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম Xanthomonas oryzae.
৫৩। ধানের ব্লাইট রোগের জীবাণুর নাম কী? ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ-২০২৩
উঃ ধানের ব্লাইট রোগের জীবাণুর নাম Xanthomonas oryzae ব্যাকটেরিয়া
HSC জীববিজ্ঞান ১ম পত্র অণুজীব জ্ঞানমূলক প্রশ্ন ২০২৫ PDF Download | HSC Biology 1st paper chapter 4 short question