এইচএসসি বাংলা বাংলা ১ম পত্র অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন PDF ফাইলে প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে আমাদের অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।
অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
প্রশ্ন ১। হরিশ কোথায় কাজ করে? [ঢাকা বোর্ড ২০২৩]
উত্তর : হরিশ কানপুরে কাজ করে।
প্রশ্ন ২। কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? [রা. বো. ২০২২, ২০১৬]
উত্তর : কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল।
প্রশ্ন ৩। ‘অপরিচিতা’ গল্পের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? [রা. বো. ২০১৯; শেরপুর সরকারি কলেজ]
উত্তর : ‘অপরিচিতা’ গল্পের মামা অনুপমের চেয়ে ছয় বছরের বড়।
প্রশ্ন ৪। কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা ‘একযোগে বিস্তর হাসিলেন’? [য. বো. ২০১৯; কুমিল্লা সরকারি মহিলা কলেজ]
উত্তর : গায়ে হলুদের অনুষ্ঠানে বিস্তর লোকের আদর-আপ্যায়ন করে তাদের বিদায় দিতে কনেপক্ষকে যে নাকাল হতে হবে সে কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসিলেন’।
প্রশ্ন ৫। অনুপমকে ‘মাকাল ফলে’র সাথে তুলনা করে বিদ্রূপ করেছিল কে? [কু. বো. ২০১৯; পটুয়াখালী সরকারি কলেজ]
উত্তর : পণ্ডিত মশায় অনুপমকে ‘মাকাল ফলে’র সঙ্গে তুলনা করে বিদ্রুপ করেছিলেন।
প্রশ্ন ৬। অপরিচিতা’ গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? [সি. বো. ২০১৯]
উত্তর : ‘অপরিচিতা’ গল্পটি প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪) প্রমথ চৌধুরী সম্পাদিত ‘সবুজপত্র পত্রিকার কার্তিক সংখ্যায় ।
প্রশ্ন ৭। অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী? [রা. বো; কু. বো; চ. বো.; ব. বো. ২০১৮: সরকারি মহিলা কলেজ, পাবনা ]
উত্তর : অনুপমের পিসতুতো ভাইয়ের নাম বিনু।
অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন ৮। অনুপমের বাবার পেশা কী ছিল? [চ. বো. ২০১৯; সি. বো. ২016]
উত্তর : অনুপমের বাবার পেশা ছিল ওকলাতি বা আইন ব্যবসায়।
প্রশ্ন ৯। ‘অপরিচিতা’ গল্পে কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? [য. বো. ২০১৭]
উত্তর : ‘অপরিচিতা’ গল্পে কন্যাকে এয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল।
প্রশ্ন ১০। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠান হল? [সি. বো. ২০১৭]
উত্তর : কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনুদাদাকে পাঠান হল।
প্রশ্ন ১১। বিবাহ ভাঙার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে? [সি. বো. ২017 ]
উত্তর : বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে।
প্রশ্ন ১২। অপরিচিতা’ গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে? [ব. বো. ২2017]
উত্তর : ‘অপরিচিতা’ গল্পে অনুপমকে গজাননের ছোট ভাই বলা হয়েছে।
প্রশ্ন ১৩। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? [ঢা, বো. ২০১৬]
উত্তর :বিয়ের সময় অনুপমের বয়স ছিল তেইশ বছর।
প্রশ্ন ১৪। ‘অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেনের পেশা কী ছিল?[কু. বো. ২০১৬]
উত্তর : ‘অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেনের পেশা ছিল ডাক্তারি ।
প্রশ্ন ১৫। শম্ভুনাথ সেন কেমন স্বভাবের মানুষ? [দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ, যশোর সেনানিবাস, যশোর]
উত্তর : শম্ভুনাথ সেন পরোপকারী, সত্যবাদী, ঋষিতুল্য মানুষ।
আরো পড়ুন :
প্রশ্ন ১৬। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টিকে ছোটগল্প রচনার স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়? [চ. বো ২০১৬]
উত্তর : কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়টিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প রচনার স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়।
প্রশ্ন ১৭। মেয়েটি হিন্দিতে কী বলিল? [নটর ডেম কলেজ, ঢাকা]
উত্তর : মেয়েটি হিন্দিতে বলিল- না, আমরা গাড়ি ছাড়িব না।
প্রশ্ন ১৮। অপরিচিতা গল্পটি প্রকাশিত হয় কবে? [ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা]
উত্তর : ‘অপরিচিতা’ গল্পটি প্রকাশিত হয় ১৯১৪ সালে।
প্রশ্ন ১৯। ‘অভ্র’ কী? [মাগুরা সরকারি মহিলা কলেজ]
উত্তর : অভ্র এক ধরনের খনিজ ধাতু।
অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন ২০। বিয়ে উপলক্ষে কনেপক্ষকে কোথায় আসতে হয়েছিল? [ঢাকা কলেজ]
উত্তর : বিয়ে উপলক্ষে কনেপক্ষকে কলকাতায় আসতে হয়েছিল।
প্রশ্ন ২১। পুরাণের প্রজাপতি দেবতা কে? [পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর]
উত্তর : পুরাণের প্রজাপতি দেবতা হলেন জীবের স্রষ্টা। ব্রহ্মা। ইনি বিয়ের দেবতা।
প্রশ্ন ২২। কল্যাণীর সাথে কয়টি মেয়ে ছিল? ঝালকাঠি সরকারি কলেজ
উত্তর : কল্যাণীর সাথে দু-তিনটি ছোট ছোট মেয়ে ছিল।
প্রশ্ন ২৩। কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল?
উত্তর : বসন্তের বাতাসে অনুপমের শরীর মন কাপতে লাগল ।
প্রশ্ন ২৪। এয়ারিং কী? [পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, রংপুর]
উত্তর : এয়ারিং হচ্ছে কানের দুল।
প্রশ্ন ২৫। বিবাহের দিন কল্যাণী কোন রঙের শাড়ি পরেছিল?
উত্তর : লাল রঙের শাড়ি।
প্রশ্ন ২৬। অনুপমের পিতা প্রথম অবকাশ পান কবে? [সরকারি মহিলা কলেজ, পাবনা]
উত্তর : অনুপমের পিতা প্রথম অবকাশ পান মৃত্যুর পরে।
প্রশ্ন ২৭। অনুপমকে কে আশীর্বাদ করেন? [ফুলতলা মহিলা কলেজ, খুলনা]
উত্তর : শম্ভুনাথ সেন ।
প্রশ্ন ২৮। শম্ভুনাথ বাবু কখন অনুপমকে ?
উত্তর : বিবাহের তিন দিন পূর্বে।
প্রশ্ন ২৯। কুলি কুলি বলে কে ডাক ছাড়তে লাগল? [বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
উত্তর : অনুপম ‘কুলি কুলি’ বলে ডাক ছাড়তে লাগল।
অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন pdf download
প্রশ্ন ৩০। বাঙালি মেয়ের গলায় কোন কথা মধুর হয়? [ঝালকাঠি সরকারি মহিলা কলেজ;সরকারি মহিলা কলেজ,পাবনা]
উত্তর : বাঙালি মেয়ের গলায় বাংলা কথা মধুর হয়।
প্রশ্ন ৩১। হরিশ মানুষটা কেমন প্রকৃতির ছিল? [কুমিল্লা সরকারি মহিলা কলেজ]
উত্তর : হরিশ মানুষটা ছিল রসিক প্রকৃতির।
প্রশ্ন ৩২। পণ্ডিতমশায় অনুপমকে কোন ফুলের সঙ্গে তুলনা করতেন?
উত্তর : শিমল ফুল।
প্রশ্ন ৩৩। অপরিচিতা গল্পের নায়ক কে?[শেরপুর সরকারি কলেজ]
উত্তর : অপরিচিতা গল্পের নায়ক অনুপম ।
প্রশ্ন ৩৪। অনুপমকে আশীর্বাদ করা হয় কখন?
উত্তর : বিবাহের তিন দিন পূর্বে।
প্রশ্ন ৩৫। কাকে মাকাল ফল’ বলে বিদ্রুপ করা হয়েছে? [রা. বো. ২০১৭]
উত্তর : অনুপমকে ‘মাকাল ফল’ বলে বিদ্রুপ করা হয়েছে।
এইচএসসি বাংলা ১ম পত্র অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন PDF Download. অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর