অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি বাংলা ১ম পত্র অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন PDF Download

Advertisements

এইচএসসি বাংলা বাংলা ১ম পত্র অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন PDF ফাইলে প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে আমাদের অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।

অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

প্রশ্ন ১। হরিশ কোথায় কাজ করে? [ঢাকা বোর্ড ২০২৩]

উত্তর : হরিশ কানপুরে কাজ করে।

প্রশ্ন ২। কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? [রা. বো. ২০২২, ২০১৬]

Advertisements

উত্তর : কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল।

প্রশ্ন ৩। ‘অপরিচিতা’ গল্পের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? [রা. বো. ২০১৯; শেরপুর সরকারি কলেজ]

উত্তর : ‘অপরিচিতা’ গল্পের মামা অনুপমের চেয়ে ছয় বছরের বড়।

প্রশ্ন ৪। কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা ‘একযোগে বিস্তর হাসিলেন’? [য. বো. ২০১৯; কুমিল্লা সরকারি মহিলা কলেজ]

উত্তর : গায়ে হলুদের অনুষ্ঠানে বিস্তর লোকের আদর-আপ্যায়ন করে তাদের বিদায় দিতে কনেপক্ষকে যে নাকাল হতে হবে সে কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসিলেন’।

প্রশ্ন ৫। অনুপমকে ‘মাকাল ফলে’র সাথে তুলনা করে বিদ্রূপ করেছিল কে? [কু. বো. ২০১৯; পটুয়াখালী সরকারি কলেজ]

উত্তর : পণ্ডিত মশায় অনুপমকে ‘মাকাল ফলে’র সঙ্গে তুলনা করে বিদ্রুপ করেছিলেন।

প্রশ্ন ৬। অপরিচিতা’ গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? [সি. বো. ২০১৯]

উত্তর : ‘অপরিচিতা’ গল্পটি প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪) প্রমথ চৌধুরী সম্পাদিত ‘সবুজপত্র পত্রিকার কার্তিক সংখ্যায় ।

প্রশ্ন ৭। অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী? [রা. বো; কু. বো; চ. বো.; ব. বো. ২০১৮: সরকারি মহিলা কলেজ, পাবনা ]

উত্তর : অনুপমের পিসতুতো ভাইয়ের নাম বিনু।

অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ৮। অনুপমের বাবার পেশা কী ছিল? [চ. বো. ২০১৯; সি. বো. ২016]

উত্তর : অনুপমের বাবার পেশা ছিল ওকলাতি বা আইন ব্যবসায়।

প্রশ্ন ৯। ‘অপরিচিতা’ গল্পে কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? [য. বো. ২০১৭]

উত্তর : ‘অপরিচিতা’ গল্পে কন্যাকে এয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল।

প্রশ্ন ১০। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠান হল? [সি. বো. ২০১৭]

উত্তর : কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনুদাদাকে পাঠান হল।

প্রশ্ন ১১। বিবাহ ভাঙার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে? [সি. বো. ২017 ]

উত্তর : বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে।

প্রশ্ন ১২। অপরিচিতা’ গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে? [ব. বো. ২2017]

উত্তর : ‘অপরিচিতা’ গল্পে অনুপমকে গজাননের ছোট ভাই বলা হয়েছে।

প্রশ্ন ১৩। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? [ঢা, বো. ২০১৬]

উত্তর :বিয়ের সময় অনুপমের বয়স ছিল তেইশ বছর।

প্রশ্ন ১৪। ‘অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেনের পেশা কী ছিল?[কু. বো. ২০১৬]

উত্তর : ‘অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেনের পেশা ছিল ডাক্তারি ।

প্রশ্ন ১৫। শম্ভুনাথ সেন কেমন স্বভাবের মানুষ? [দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ, যশোর সেনানিবাস, যশোর]

উত্তর : শম্ভুনাথ সেন পরোপকারী, সত্যবাদী, ঋষিতুল্য মানুষ।

আরো পড়ুন :

প্রশ্ন ১৬। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টিকে ছোটগল্প রচনার স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়? [চ. বো ২০১৬]

উত্তর : কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়টিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প রচনার স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়।

প্রশ্ন ১৭। মেয়েটি হিন্দিতে কী বলিল? [নটর ডেম কলেজ, ঢাকা]

উত্তর : মেয়েটি হিন্দিতে বলিল- না, আমরা গাড়ি ছাড়িব না।

প্রশ্ন ১৮। অপরিচিতা গল্পটি প্রকাশিত হয় কবে? [ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা]

উত্তর : ‘অপরিচিতা’ গল্পটি প্রকাশিত হয় ১৯১৪ সালে।

প্রশ্ন ১৯। ‘অভ্র’ কী? [মাগুরা সরকারি মহিলা কলেজ]

উত্তর : অভ্র এক ধরনের খনিজ ধাতু।

অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ২০। বিয়ে উপলক্ষে কনেপক্ষকে কোথায় আসতে হয়েছিল? [ঢাকা কলেজ]

উত্তর : বিয়ে উপলক্ষে কনেপক্ষকে কলকাতায় আসতে হয়েছিল।

প্রশ্ন ২১। পুরাণের প্রজাপতি দেবতা কে? [পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর]

উত্তর : পুরাণের প্রজাপতি দেবতা হলেন জীবের স্রষ্টা। ব্রহ্মা। ইনি বিয়ের দেবতা।

প্রশ্ন ২২। কল্যাণীর সাথে কয়টি মেয়ে ছিল? ঝালকাঠি সরকারি কলেজ

উত্তর : কল্যাণীর সাথে দু-তিনটি ছোট ছোট মেয়ে ছিল।

প্রশ্ন ২৩। কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল?

উত্তর : বসন্তের বাতাসে অনুপমের শরীর মন কাপতে লাগল ।

প্রশ্ন ২৪। এয়ারিং কী? [পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, রংপুর]

উত্তর : এয়ারিং হচ্ছে কানের দুল।

প্রশ্ন ২৫। বিবাহের দিন কল্যাণী কোন রঙের শাড়ি পরেছিল?

উত্তর : লাল রঙের শাড়ি।

প্রশ্ন ২৬। অনুপমের পিতা প্রথম অবকাশ পান কবে? [সরকারি মহিলা কলেজ, পাবনা]

উত্তর : অনুপমের পিতা প্রথম অবকাশ পান মৃত্যুর পরে।

প্রশ্ন ২৭। অনুপমকে কে আশীর্বাদ করেন? [ফুলতলা মহিলা কলেজ, খুলনা]

উত্তর : শম্ভুনাথ সেন ।

প্রশ্ন ২৮। শম্ভুনাথ বাবু কখন অনুপমকে ?

উত্তর : বিবাহের তিন দিন পূর্বে।

প্রশ্ন ২৯। কুলি কুলি বলে কে ডাক ছাড়তে লাগল? [বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]

উত্তর : অনুপম ‘কুলি কুলি’ বলে ডাক ছাড়তে লাগল।

অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন pdf download

প্রশ্ন ৩০। বাঙালি মেয়ের গলায় কোন কথা মধুর হয়? [ঝালকাঠি সরকারি মহিলা কলেজ;সরকারি মহিলা কলেজ,পাবনা]

উত্তর : বাঙালি মেয়ের গলায় বাংলা কথা মধুর হয়।

প্রশ্ন ৩১। হরিশ মানুষটা কেমন প্রকৃতির ছিল? [কুমিল্লা সরকারি মহিলা কলেজ]

উত্তর : হরিশ মানুষটা ছিল রসিক প্রকৃতির।

প্রশ্ন ৩২। পণ্ডিতমশায় অনুপমকে কোন ফুলের সঙ্গে তুলনা করতেন?

উত্তর : শিমল ফুল।

প্রশ্ন ৩৩। অপরিচিতা গল্পের নায়ক কে?[শেরপুর সরকারি কলেজ]

উত্তর : অপরিচিতা গল্পের নায়ক অনুপম ।

প্রশ্ন ৩৪। অনুপমকে আশীর্বাদ করা হয় কখন?

উত্তর : বিবাহের তিন দিন পূর্বে।

প্রশ্ন ৩৫। কাকে মাকাল ফল’ বলে বিদ্রুপ করা হয়েছে? [রা. বো. ২০১৭]

উত্তর : অনুপমকে ‘মাকাল ফল’ বলে বিদ্রুপ করা হয়েছে।

এইচএসসি বাংলা ১ম পত্র অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন PDF Download. অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top