Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় টেস্ট পেপার ২০২৫ (PDF)
    এসএসসি টেস্ট পেপার

    এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় টেস্ট পেপার ২০২৫ (PDF)

    EduQuest24By EduQuest24March 13, 20253 Comments10 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper
    SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper pdf: আজকে আমরা তোমাদের জন্য নিয়ে আসলাম SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper pdf। এই টেস্ট পেপারে আছে সাজেশনভিত্তিক মডেল টেস্ট, বিগত সালের বোর্ড পরিক্ষার প্রশ্নত্তোর ও শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্ন ও উত্তর । এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় টেস্ট পেপার পিডিএফ ডাউনলোড করার আগে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখে নেওয়া যাক। তাহলে চলো, শুরু করি।


    SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper ২০২৫

    ১। দৃশ্যকল্প- ১: গত শতাব্দী চল্লিশের দশকে ‘A’ ও ‘B’ অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়। ‘A’ অঞ্চল ‘B’ অঞ্চলকে করায়ত্ত করতে সর্বপ্রথম সংস্কৃতি বৈষম্য সৃষ্টি করে। ‘B’ অঞ্চল এর প্রতিবাদ করে। এর ফলে মায়ের মুখের ভাষা প্রতিষ্ঠিত হয়।
    দৃশ্যকল্প-২: ‘B’ অঞ্চলের জনগণ সংস্কৃতি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে। এ ঐক্যই পরবর্তীতে জনশক্তিতে পরিণত হয়।

    ক. কাকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে গঠিত হয়?
    খ. ‘মৌলিক গণতন্ত্র’ বলতে কী বোঝায়?
    গ. ‘B’ অঞ্চলের বুদ্ধিজীবীরা কীভাবে সংস্কৃতি বৈষম্য প্রতিবাদ করেন? ব্যাখ্যা কর।
    ঘ. দৃশ্যকল্প-২: সত্তরের দশকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- বিশ্লেষণ কর।

    ২। উদ্দীপক-১: সৌরপরিবারের ‘A’ একটি জ্যোতিষ্ক। এই জ্যোতিষ্কে অক্সিজেন নেই। এখানে এসিড বৃষ্টি হয়।
    উদ্দীপক-২: সৌরপরিবারের ‘B’ জ্যোতিষ্কে ব্যবহার উপযোগী অক্সিজেন রয়েছে। এর একটি উপগ্রহ রয়েছে।

    ক. বায়ুমণ্ডল কাকে বলে?
    খ. প্রমাণ সময় বলতে কী বোঝায়?
    গ. ‘A’ সৌরপরিবারের কোন জ্যোতিষ্ককে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
    ঘ. ‘B’ একটি আদর্শ জ্যোতিষ্ক ‘তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।

    ৩। দৃশ্যপট-১: নাজমুল গত বছর পাহাড় দেখার জন্য বাংলাদেশের কয়েকটি জেলা ভ্রমণ করে। সে সেখানকার দৃশ্য দেখে বিমোহিত হয়। সে একটি পাহাড় আরোহণ করে তার উচ্চতা ৯১৫ মিটার। দৃশ্যপট-২: সেলিম বাংলাদেশের দক্ষিণে বরিশাল বিভাগের কয়েকটি জেলা ভ্রমণ করেন। সেলিম লক্ষ করল তার ভ্রমণকৃত অঞ্চলটি শস্য উৎপাদনের সহায়ক।

    ক. জলবায়ু কাকে বলে?
    খ. বাংলাদেশের ভূমিকম্প বলয় বলতে কী বোঝায়?
    গ. নাজমুলের দেখা স্থানগুলো বাংলাদেশের ভূপ্রকৃতির কোন শ্রেণির অন্তর্গত? ব্যাখ্যা কর।
    ঘ. দৃশ্যপট-২: ভূপ্রকৃতির যে অঞ্চল নির্দেশ করে তা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বিশ্লেষণ কর।

    ৪। উদ্দীপক-১: ‘A’ নামক একটি নদী বাংলাদেশ ও ভারতে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। উদ্দীপক-২: বাংলাদেশের একটি অঞ্চলের বনভূমি সারা বছর সবুজ থাকে। এখানে নানা প্রজাতির গাছপালা রয়েছে।

    ক. জলবিদ্যুৎ কাকে বলে?
    খ. বাংলাদেশ সহজে সৌরশক্তি পেয়ে থাকে কেন?
    গ. উদ্দীপক-১ বাংলাদেশের কোন নদীকে নির্দেশ করে তার গতিপথ ব্যাখ্যা কর।
    ঘ. “উদ্দীপক-২ এ উল্লিখিত বনাঞ্চলটি বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।”- বাংলাদেশের প্রেক্ষিতে উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

    ৫। ঘটনা-১: ‘A’ রাষ্ট্র সীমান্ত রক্ষায় এবং চোরাচালানী বন্ধের জন্য সীমান্তরক্ষী বাহিনীকে শক্তিশালী করে। ঘটনা-২: ‘B’ রাষ্ট্রে আধুনিক যোগাযোগ ব্যবস্থার জন্য মেট্রোরেল চালু করে। দেশটি স্বকর্মসংস্থান সৃষ্টির জন্য বেকার যুবকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।

    ক. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
    খ. সার্বভৌমত্বকে রাষ্ট্রের মুখ্য উপাদান বলা হয় কেন?
    গ. ‘A’ রাষ্ট্রের কাজটি রাষ্ট্রের কোন ধরনের কার্যাবলির অন্তর্গত? ব্যাখ্যা কর।
    ঘ. তুমি কি মনে কর, ‘B’ রাষ্ট্রের কার্যাবলি জনকল্যাণমূলক?” তোমার উত্তরের সপক্ষে মতামত দাও।

    ৬। উদ্দীপক-১: জনাব ‘ক’ গ্রাম এলাকার একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তার নির্বাচনি এলাকার সদস্য সংখ্যা ১৩ জন।
    উদ্দীপক-২: জনাব ‘খ’ শহর এলাকার একজন নির্বাচিত জনপ্রতিনিধি। শহর এলাকার জনপ্রতিনিধির সংখ্যা নির্ভর করে এলাকার আকার ও জনসংখ্যার ওপর।

    ক. সংবিধান অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্রের প্রধান কে?
    খ. প্রধানমন্ত্রীকে জাতির মুখপাত্র বলা হয় কেন?
    গ. জনাব ‘ক’ কোন স্থানীয় স্বায়ত্তশাসনের সদস্য? ব্যাখ্যা কর।
    ঘ. জনাব ‘ক’ ও ‘খ’-এর কাজের পরিধি ও স্থানের মধ্যে কি পার্থক্য রয়েছে? তোমার উত্তরের সপক্ষে মতামত দাও।

    ৭। দৃশ্যকল্প-১: ‘A’ একটি সংস্থা। এ সংস্থাটি ভোটার তালিকা প্রণয়ন ও তত্ত্বাবধান করে। এছাড়া এ সংস্থাটি আরও অনেক কাজ করে থাকে।
    দৃশ্যকল্প-২: ‘B’ নামক ব্যক্তি পেয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন সময় ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট পেপার ব্যালট বাক্স নষ্ট করে ফেলে। এর ফলে কর্তৃপক্ষ তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

    ক. রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভারের রাজনৈতিক দল সম্পর্কিত সংজ্ঞাটি লেখ।
    খ. প্রত্যক্ষ নির্বাচন বলতে কী বোঝায়?
    গ. ‘A’ দ্বারা বাংলাদেশের কোন সংবিধানিক প্রতিষ্ঠানকে বলা হয়েছে তার গঠন ব্যাখ্যা কর।
    ঘ. “সুষ্ঠু নির্বাচনের জন্য দৃশ্যকল্প-২ এ উল্লিখিত শাস্তি যথার্থ।” বিশ্লেষণ কর।

    ৮। উদ্দীপক-১: গত শতাব্দীর ত্রিশ ও চল্লিশের দশকে বিশ্বব্যাপী এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধকে কেন্দ্র করে ‘A’ নামক একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে ওঠে।
    উদ্দীপক-২: ‘A’ সংস্থাটি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ এ সংস্থাটির সদস্য হয়ে আফ্রিকার দেশ সিয়রালিওনে কাজ করে অনেক সুনাম অর্জন করে।

    ক. অছি পরিষদ কী?
    খ. সাধারণ পরিষদকে ‘বিতর্কসভা’ বলা হয় কেন?
    গ. ‘A’ দ্বারা যে সংস্থাটিকে ইঙ্গিত করে তার সৃষ্টির পটভূমি ব্যাখ্যা কর।
    ঘ. ‘A’ সংস্থার সদস্য হয়ে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- বিশ্লেষণ কর।

    ৯। দৃশ্যকল্প-১: জামাল সাহেবের ফার্নিচারের কারখানা রয়েছে। তিনি বিভিন্ন এলাকা থেকে কাঠ সংগ্রহ করেন। তার কারখানায় উৎপাদিত ফার্নিচার বিক্রয়ের জন্য বিভিন্ন শোরুমে পাঠান। দৃশ্যকল্প- ২: জামাল সাহেব তার কারখানার আয় থেকে শ্রমিকের মজুরি এবং সরকারকে খাজনা দেন।

    ক. প্রকৃত অর্থে সম্পদ কাকে বলে?
    খ. ভোক্তার স্বাধীনতা বলতে কী বোঝায়?
    গ. জামাল সাহেব তার কারখানায় দ্রব্য উৎপাদনের জন্য যে সকল অর্থনৈতিক প্রক্রিয়া বা ধাপ অনুসরণ করেছেন তা ব্যাখ্যা কর।
    ঘ. দৃশ্যকল্প-২ এর মাধ্যমে সমাজের অভাব পূরণের জন্য বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলি সম্পাদিত হয়েছে- বিশ্লেষণ কর।

    ১০। উদ্দীপক-১: ‘A’ রাষ্ট্রের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল। এ রাষ্ট্রের সরকার সকল জনগণের আবাসন, স্বাস্থ্য সেবাসহ ইত্যাদি সুবিধা নিশ্চিত করে।
    উদ্দীপক ২: ‘B’ রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের সম্পদ যথার্থভাবে ব্যবহার করতে পারছে না। এ রাষ্ট্রের জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। অধিকাংশ জনগণের হাতে কাজ নেই।

    ক. GNI-এর পূর্ণরূপ লেখ।
    খ. মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝায়?
    গ. উন্নয়নের মাত্রার ভিত্তিতে ‘A’ রাষ্ট্রটি কোন ধরনের রাষ্ট্র? ব্যাখ্যা কর।
    ঘ. ‘B’ রাষ্ট্রের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কোন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন? বিশ্লেষণ কর।

    ১১। দৃশ্যপট-১: কামাল বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে ঢাকায় একটি নতুন বাসায় বসবাস শুরু করেন। সেখানে তারা সুখী জীবনযাপন করছে। দৃশ্যপট-২: শফিক এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সে সবসময় সত্য কথা বলে। সে সবার সাথে হাসিমুখে কথা বলে। এসব গুণাবলি সে তার পরিবার থেকে অর্জন করেছে।

    ক. সামাজিকীকরণ কী?
    খ. সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?
    গ. কামালের পরিবার কোন প্রকারের পরিবারের অন্তর্গত? ব্যাখ্যা কর।
    ঘ. শফিককে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার পরিবার যে কাজ করেছে তাই পরিবারের একমাত্র কাজ।”- তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।

    ১২। মুগ্ধ তার দাদির সাথে সকালে বাইরে হাঁটতে বের হয়ে দেখল অনেক মানুষ খালি পায়ে ফুল হাতে নিয়ে গান গাইতে গাইতে কোথায় ফুল দিতে যাচ্ছে। মুগ্ধ তার দাদার কাছে উক্ত ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে দাদা তার ছাত্রজীবনের একটি আন্দোলনের কথা বলেন, যে আন্দোলন করতে গিয়ে ছাত্র ও সাধারণ মানুষ পুলিশের গুলিতে শহিদ হয়। ফলশ্রুতিতে তারা নিজেদের অধিকার আদায়ে সফল হয়।

    ক. মৌলিক গণতন্ত্র কাকে বলে?
    খ. ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কেন?
    গ. উদ্দীপকে মুগ্ধের দাদা মুগ্ধকে যে আন্দোলনের কথা শোনালেন তার পটভূমি ব্যাখ্যা কর।
    ঘ. “উক্ত আন্দোলনের জন্যই বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে।”-তোমার পাঠ্যবইয়ের আলোকে মতামত বিশ্লেষণ কর।

    ১৩। প্রেক্ষাপট-১: জনাব হাশেম চৌধুরী স্থানীয় প্রশাসনের মধ্যমণি। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। তাকে কেন্দ্র করেই প্রশাসন পরিচালিত ও আবর্তিত হয়। তিনি উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা প্রেক্ষপট-২: জনাব শফিক প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটে পাঁচ বছরের জন্য নির্বাচিত চেয়ারম্যান। এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৬টি। তিনি এলাকার জনগণের কল্যাণের জন্য রাস্তাঘাট সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ড্রেন নির্মাণ ইত্যাদি করে জনস্বাস্থ্য রক্ষার ব্যবস্থা করেন। এছাড়াও তিনি ডাস্টবিন, পয়ঃপ্রণালির ময়লা ও আবর্জনা অপসারণের ব্যবস্থা করে পরিচ্ছন্ন এলাকা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

    ক. সবিচালয় কী?
    খ. জাতীয় সংসদ কীভাবে নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রণ করে?
    গ. প্রেক্ষাপট-১ এ উল্লিখিত জনাব হাশেম চৌধুরী বাংলাদেশের কোন স্থানীয় প্রশাসনের প্রধান? ব্যাখ্যা কর।
    ঘ. প্রেক্ষাপট-২ এ জনাব শফিক যে দায়িত্ব পালন করেন তা কি তুমি যথেষ্ট বলে মনে কর? তোমার মতামত দাও।


    আরো পড়ুন:

    • এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার
    • এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার
    • এসএসসি হিসাববিজ্ঞান টেস্ট পেপার
    • এসএসসি সাধারণ বিজ্ঞান টেস্ট পেপার

    ১৪। নিলয় ও অনুপম মামাতো ভাই। তারা একই শ্রেণিতে পড়ে। নিলয় শহরে অনুপম গ্রামে থাকে। নিলয়দের শহরে জেলা প্রশাসন স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে নিলয় তাদের শ্রেণির অন্যদের সাথে অংশগ্রহণ করে। কিন্তু অনুপমের গ্রামে কুচকাওয়াজের পরিবর্তে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অনুপম যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সেজে প্রথম পুরস্কার পায়।

    ক. সামাজিক পরিবেশ কী?
    খ. বর্তমান গ্রামে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে কেন?
    গ. উদ্দীপকে নিলয় ও অনুপমের কথায় সামাজিকীকরণের কোন মাধ্যমের চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
    ঘ. নিলয় ও অনুপমের সামাজিকীকরণ প্রক্রিয়া কি একই ধরনের? যুক্তি দাও।

    ১৫। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে সেলিম লক্ষ করল, সকাল বেলায় সমুদ্রের পানি ফুলে উঠছে এবং পানির ঢেউ এসে ভীষণভাবে তীরে আছড়ে পড়ছে। আবার বিকাল বেলায় পানি তীর থেকে অনেক দূরে সরে গেল। সে অবাক হয়ে ঘটনাটি বাবাকে বলল, বাবা বললেন যে, এটা সমুদ্রের স্বাভাবিক ঘটনা। পৃথিবীর নিজস্ব গতির কারণে এরূপ ঘটনা ঘটছে। আবার সেলিমের বন্ধু তাসিন নভোথিয়েটারে গিয়ে একটি প্রমাণ্যচিত্র দেখে জানতে পারল যে, সৌরজগতের একটি উজ্জ্বল নক্ষত্র গ্রহ ও উপগ্রহকে নিয়ন্ত্রণ করছে। সৌরজগতের প্রাণকেন্দ্র হলো উক্ত নক্ষত্রটি। নক্ষত্রটি থেকে আলো ও তাপ দ্বারা একটিমাত্র গ্রহে জীবজন্ত ও উদ্ভিদের উদ্ভব ঘটেছে। এ আলো ও তাপ কাজে লাগিয়ে গ্রহটি দিন দিন উন্নতি লাভ করছে।

    ক. বার্ষিক গতি কাকে বলে?
    খ. দুই দেশের স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য কেন হয়?
    গ. সেলিম সৌরজগতের যে গ্রহ সম্পর্কে ধারণা পেয়েছে সে গ্রহটির বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
    ঘ. সেলিমের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর তাসিনের দেখা প্রক্রিয়ার প্রভাব বিশ্লেষণ কর।

    ১৬। মিথিলা ও মিলি একই দেশের যথাক্রমে পূর্ব ও পশ্চিমাঞ্চলে বসবাস করে। মিথিলার অংশে দেশটির সরকার তেমন কোনো শিল্পকারখানা স্থাপন করেনি। ব্যবসায় বাণিজ্যেও এ অংশটি মিলির অঞ্চল থেকে পিছিয়ে। চাকরির ক্ষেত্রে দেখা যায়, মিথিলার অঞ্চলের চেয়ে মিলির অঞ্চলের অনেক বেশি লোক দেশটির বড় বড় পদে চাকরি করে।

    ক. ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ কতদিন অব্যাহত ছিল?
    খ. ‘যুক্তফ্রন্টের ২১ দফা ছিল গণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক’-ব্যাখ্যা কর।
    গ. উদ্দীপকে পূর্বাঞ্চলের যে বৈষম্যের চিত্র ফুটে উঠেছে পাঠ্যবইয়ের আলোকে তার ব্যাখ্যা দাও।
    ঘ. তুমি কি মনে কর, মিথিলার অঞ্চলটি পূর্ব পাকিস্তানের মতো প্রতিরক্ষা ক্ষেত্রেও বৈষম্যের শিকার হয়েছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

    ১৭। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এখানে উৎপাদন ও বণ্টনের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান রয়েছে। উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন উপাদান সম্মিলিতভাবে কাজ করছে, যেমন- দৈহিক ও মানসিক শ্রম, কারখানা স্থাপনা ইত্যাদি। বাংলাদেশে উদ্যোক্তা খুব কম, সেই বিবেচনায় শ্রমিকের সংখ্যা অনেক বেশি। এ কারণে শ্রমের তুলনায় তাদের পারিশ্রমিক কম।

    ক. সম্পদ বলতে কী বোঝায়?
    খ. বিভিন্ন প্রকার সম্পদের সংজ্ঞা দাও।
    গ. উৎপাদন প্রক্রিয়া সম্পাদন করতে উৎপাদনের উপাদানগুলো কেন প্রয়োজন? সংক্ষেপে ব্যাখ্যা কর।
    ঘ. “আয়ের সঠিক বণ্টন অর্থনৈতিক ভারসাম্যের জন্য একটি প্রয়োজনীয় উপাদান।”- বিশ্লেষণ কর।

    ১৮। জনাব রাফসান হক ‘ক’ নামক একটি আর্থিক প্রতিষ্ঠানে আছেন। সেটি জনগণের কাছ থেকে কোনো অর্থ জমা রাখে না বরং ‘খ’ নামক অন্য আর্থিক প্রতিষ্ঠানের অর্থ জমা রাখার পাশাপাশি ঋণও নিয়ন্ত্রণ করে।

    ক. বাংলাদেশের সরকার কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন?
    খ. গ্রামীণ ব্যাংক কেন বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে? ব্যাখ্যা কর।
    গ. উদ্দীপকে উল্লিখিত ‘খ’ নামক আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলি ব্যাখ্যা কর।
    ঘ. ঋণ নিয়ন্ত্রণ ‘ক’ নামক আর্থিক প্রতিষ্ঠানের একমাত্র কাজ নয়- মূল্যায়ন কর।

    ১৯। অনেক ভরসা করে নিপুণদের এলাকার জনগণ বিপুল ভোটের ব্যবধানে একজন সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। জনগণ ভেবেছিল তাদের এলাকার উন্নয়নে এ সংসদ সদস্য ব্যাপক ভূমিকা পালন করবে। কিন্তু সে আশায় গুড়েবালি মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে আর এলাকার মানুষের খবর রাখেননি। তাই এবার এলাকার জনগণ সিদ্ধান্ত নিল তারা তাকে আর নির্বাচনে ভোট দিবেন না।

    ক. গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়?
    খ. গণতন্ত্রের ধারণা ব্যাখ্যা কর।
    গ. নিপুণদের এলাকার শাসনব্যবস্থার সাথে নির্বাচনের সম্পর্ক ব্যাখ্যা কর।
    ঘ. উদ্দীপকের আলোকে বলা যায়, জনগণই সকল ক্ষমতার উৎস- বিশ্লেষণ কর।

    ২০। সাভারের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকের সংখ্যা তিন হাজার, এর অর্ধেক শ্রমিক নারী। বেতনভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে পুরষদের অধিকার প্রতিষ্ঠিত। একই কাজ করে আমিনা নামের এক নারী যে বেতন পায় নাহিদ নামের পুরুষ তার দেড়গুণ বেশি পায়। মালিক পক্ষের এ ধরনের আচরণের শিকার হয়ে আমিনাদের মতো নারীরা কিছুই বলতে পারে না।

    ক. বেইজিং প্লাস ফাইভ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
    খ. WHO দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
    গ. আমিনার ক্ষেত্রে জাতিসংঘের যে সনদের কার্যকারী ভূমিকা ব্যর্থ হয়েছে, তার ব্যাখ্যা কর।
    ঘ. “আমিনার মতো সকল নারীর অধিকার রক্ষায় জাতিসংঘের রয়েছে ব্যাপক কার্যক্রম।”- পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও।

    ২১। কদমতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষা সফর হিসেবে সিলেট অঞ্চলের কয়েকটি এলাকা ঘুরে দেখতে পায় সেখানে প্রচুর চুনাপাথর ও কয়লাসহ নানারকম পদার্থ আহরণ করা হচ্ছে। সেখানে তারা আরও জানতে পারল যে, বঙ্গোপসাগরের তল দেশেও এ ধরনের অনেক সম্পদ রয়েছে, যা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    ক. ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথা থেকে?
    খ. পানিসম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
    গ. উদ্দীপকে বাংলাদেশের কোন ধরনের সম্পদের কথা বলা হয়েছে?
    ঘ. উক্ত সম্পদের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কতটুকু উন্নয়ন করতে পারে? বিশ্লেষণ কর।


    SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper pdf | এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় টেস্ট পেপার ২০২৫ pdf question download

    Download Test Paper

    SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper Question & Solution pdf Download (উত্তরপত্র সংগ্রহ করা হয়েছে ISONH গ্রুপ থেকে)

    Download Solution
    ssc bgs test paper pdf 2025 SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper pdf পাঞ্জেরী টেস্ট পেপার ২০২৫ ssc বাংলাদেশ ও বিশ্বপরিচয় টেস্ট পেপার ২০২৫ pdf
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    এসএসসি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা টেস্ট পেপার (PDF)

    April 21, 2025

    এসএসসি ইতিহাস টেস্ট পেপার ২০২৫ (PDF)

    March 13, 2025

    এসএসসি রসায়ন টেস্ট পেপার ২০২৫ (PDF)

    March 13, 2025

    এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার ২০২৫ | PDF

    January 16, 2025

    এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার ২০২৫ | PDF Download

    January 14, 2025

    এসএসসি হিসাববিজ্ঞান টেস্ট পেপার ২০২৫ | PDF Download

    January 14, 2025

    3 Comments

    1. tanha on April 5, 2025 9:00 pm

      thank you

      Reply
      • EduQuest24 on April 6, 2025 10:53 am

        wellcome

        Reply
    2. Abrar Jahin on April 12, 2025 9:42 am

      আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ

      Reply
    Leave A Reply Cancel Reply

    © 2025 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.