Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট ২০২৫ PDF
    এসএসসি মডেল টেস্ট ২০২৫

    এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট ২০২৫ PDF

    EduQuest24By EduQuest24March 5, 2025No Comments8 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট
    এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট ২০২৫ পিডিএফ ডাউনলোড: আজকে তোমাদের জন্য তৈরি করেছি সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট। এই মডেল টেস্ট পরিক্ষা দিয়ে নিজের দুর্বলতাগুলো খুঁজে বের কর এবং প্রস্তুতি নেও। তাহলে চলো, শুরু করি।


    এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট ২০২৫

    সৃজনশীল অংশ (এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট)

    ১। প্রতিষ্ঠান A সুতা বস্ত্র, চামড়া, জুতা, কাঠ, আসবাবপত্র
    প্রতিষ্ঠান B বিদ্যুৎ উৎপাদন বিতরণ, গ্যাস উৎপাদন বিতরণ

    ক. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
    খ. ব্যবসায়ের পরিবেশ বলতে কী বোঝায়?
    গ. উদ্দীপকে A প্রতিষ্ঠানটি কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা কর।
    ঘ. উদ্দীপকে উল্লিখিত B প্রতিষ্ঠানটির গুরুত্ব মূল্যায়ন কর।

    ২। জনাব আমিনুল ইসলাম পড়ালেখা শেষ করার পর একটি কম্পিউটার দোকানে কাজ নেন। ৮ বছর কাজ করার পর একটি সার্ভিসিং দোকান দেন। বর্তমানে তিনি ঢাকায় দুটি কম্পিউটার দোকানের মালিক। এতে শুধু নিজেই উপকৃত হচ্ছেন না; বরং দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।

    ক. উদ্যোগ কী?
    খ. ব্যবসায় কীভাবে জীবনযাত্রার মান উন্নত করে? ব্যাখ্যা কর।
    গ. জনাব আমিনুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি ফুটে উঠেছে? বর্ণনা কর।
    ঘ. জাতীয় অর্থনীতিতে জনাব আমিনুল কীভাবে অবদান রাখছেন? মূল্যায়ন কর।

    ৩। জনাব মাহিন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে দুগ্ধ খামারের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তিনি বিদেশি গাভি নিয়ে খামার শুরু করেন। খামার করতে গিয়ে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হন এবং তিনি সেগুলো মোকাবিলা করে আজ তিনি স্বাবলম্বী।

    ক. আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কী?
    খ. সকল আত্মকর্মসংস্থানকারীকে উদ্যোক্তা বলা যায় না? ব্যাখ্যা কর।
    গ. উদ্দীপকের আলোকে জনাব মাহিনের প্রতিষ্ঠা কর্মসংস্থানের ভিত্তিতে কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
    ঘ. জনাব মাহিনের দুদ্ধ খামার প্রতিষ্ঠায় স্বাবলম্বী হওয়ার পেছনে প্রশিক্ষণ কেন্দ্রটির ভূমিকা মূল্যায়ন কর।

    ৪। আকাশ এবং তার বন্ধু পিয়াস ও সাদ্দাম মিলে কোম্পানি আইন অনুযায়ী দলিলপত্র প্রস্তুত করে ‘ফ্রেন্ডস ইলেকট্রনিক্স’ নামে একটি কোম্পানি গঠন করে। গঠন অনুযায়ী কোনো সদস্য তার শেয়ার হস্তান্তর করতে পারবে না। তবে মূলধনের শেয়ারবাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করেন।

    ক. একমালিকানা ব্যবসায় কী?
    খ. ঘুমন্ত অংশীদার কাকে বলে? ব্যাখ্যা কর।
    গ. ফ্রেন্ডস ইলেকট্রনিক্স প্রথমে কোন ধরনের সংগঠন ছিল? উক্ত সংগঠনের গঠনপ্রণালি বর্ণনা কর।
    ঘ. গঠন কাঠামো পরিবর্তন করে কোম্পানিটি লক্ষ্য বাস্তবায়নে সফল হতে পারবেন বলে তুমি কি মনে কর? তোমার মতামত বিশ্লেষণ কর।

    ৫। জনাব রিপন মানসম্মত শিশুখাদ্য বিপণনের অনুমতি পাওয়ার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থায় প্রয়োজনীয় তথ্যাদিসহ আবেদন করেন। উক্ত কর্তৃপক্ষ তার পণ্যের মান যাচাই করে পণ্য বিপণনের অনুমতি দেয়।

    ক. বাংলাদেশে কত সালে পেটেন্ট ও ডিজাইন আইন চালু করা হয়?
    খ. কোন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়? ব্যাখ্যা কর।
    গ. জনাব রিপন কোন প্রতিষ্ঠানের অনুমতি নিয়েছে? ব্যাখ্যা কর।
    ঘ. পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের গুরুত্ব মূল্যায়ন কর।

    ৬। জনাব হাসান সম্প্রতি একটি ব্যবসায় শুরু করেন। তিনি তার প্রতিটি কাজ শুরুর পূর্বে কাজটি কখন, কীভাবে, কার সাথে, কত সময়ে করতে পারবেন তার রূপরেখা তৈরি করেন। ফলে তার ব্যবসায়টি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। তিনি তার ব্যবসায় প্রথম কয়েক বছর লাভ না হলেও ক্ষতি যেন না হয় তার দিকে লক্ষ রাখেন।

    ক. কর্মসংস্থানকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়?
    খ. ব্যবসায়ের সফলতার জন্য সঠিক কর্মী নির্বাচনের গুরুত্ব বর্ণনা কর।
    গ. জনাব হাসান প্রতিটি কাজের পূর্বে যে রূপরেখা তৈরি করেন তা ব্যবস্থাপনার কোন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
    ঘ. জনাব হাসানের “লাভ না হলেও ক্ষতি যেন না হয়” এ চিন্তাটিকে ব্যবসায়ের ভাষায় কী বলা হয়? বিশ্লেষণ কর।

    ৭ লামিয়া আক্তার একজন নারী উদ্যোক্তা। নিজস্ব বিচার-বিবেচনায় জমি ও পুঁজি নিয়ে একটি বস্ত্র কারখানা স্থাপন করেন। বর্তমানে তার কারখানার উৎপাদিত পণ্য বেশ জনপ্রিয়তা অর্জন করে।

    ক. কুটিরশিল্পের কারিগর কারা?
    খ. উন্নত ও অনুন্নত শিল্প এলাকা বলতে কী বোঝায়?
    গ. বাংলাদেশের অর্থনীতিতে লামিয়া আক্তারের শিল্পটির ধরন উল্লেখপূর্বক এর অবদান বর্ণনা কর।
    ঘ. লামিয়া আক্তার একজন সফল নারী উদ্যোক্তা- বিশ্লেষণ কর।

    ৮। এবিসি লি. এর ব্যবস্থাপনা পরিচালক জামিল সিদ্ধান্ত গ্রহণে অধস্তনদের মতামতকে গুরুত্ব দেন না। তিনি যে নির্দেশ দেন তা পালনে কর্মীদের বাধ্য করেন। এর ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায়। এছাড়াও কর্মীদের মধ্যে প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

    ক. জেন্ডার সচেতনতা কী?
    খ. সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?
    গ. উদ্দীপকে জামিল কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেছেন? বর্ণনা কর।
    ঘ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে কোন ধরনের নেতৃত্ব অধিক যৌক্তিক বলে তুমি মনে কর? যুক্তিসহ বিশ্লেষণ কর।

    ৯। নিচের ছকটি দেখ এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

    উৎপাদন › পাইকার › ক › ভোক্তা

    ক. উৎপাদনের বাহন কোনটি?
    খ. সরাসরি বিপণন বলতে কী বোঝ?
    গ. বণ্টনপ্রাণালিতে ‘ক’ চিহ্নিত স্থানে কোন ব্যবসায়িকের অবস্থান? বর্ণনা কর।
    ঘ. পণ্য বণ্টনপ্রণালিতে পাইকার কীভাবে ভোক্তা ও উৎপাদককে সাহায্য করে? ব্যাখ্যা কর।

    ১০। জনাব সেঁজুতি কয়েকজন বান্ধবী মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সুযোগ-সুবিধা জানতে চায়। তারা এমন একটি সরকারি প্রতিষ্ঠানে গিয়েছিল, তাদের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৪০% এর বেশি এসএমই খাতে বিতরণ করতে হয়। এছাড়া উৎপাদন ও সেবা শিল্পে ঋণ দিতে হয় এবং সহজ শর্তে নারী উদ্যোক্তাকে অগ্রাধিকার দিয়ে থাকে। তিন বছর পর অন্য একটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে সেঁজুতি এবং তার বান্ধবীরা ৫ কোটি টাকা ঋণ নেন এবং ব্যবসায় সম্প্রসারণ করে সফলতা লাভ করেন।

    ক. উৎপাদনমূলক সহায়তা বলতে কী বোঝ?
    খ. ভর্তুকি প্রদান কোন ধরনের সহায়তার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
    গ. সেঁজুতি ও তার বান্ধবীরা সহায়তার জন্য কোন সরকারি প্রতিষ্ঠানে গিয়েছিল? বর্ণনা কর।
    ঘ. সেঁজুতির ব্যবসায় সম্প্রসারণের জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানটির ভূমিকা মূল্যায়ন কর।

    ১১। মি. X তার এলাকায় একটি কসমেটিক সামগ্রীর দোকান দিলেন। শুরুতেই নিম্নমানের পণ্য অধিক মূল্যে বিক্রয় করার মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করে। কিন্তু ভোক্তাগণ বর্তমানে তার দোকান হতে মুখ ফিরিয়ে নিচ্ছে। ভোক্তাদের আস্থা অর্জনের জন্য বর্তমানে তাকে অধিক পরিশ্রম করতে হচ্ছে।

    ক. ইথস শব্দের অর্থ কী?
    খ. মূল্যবোধ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
    গ. উদ্দীপকের মি. X কোন ধরনের দায়বদ্ধতাকে মেনে চলেননি? ব্যাখ্যা কর।
    ঘ. উদ্দীপকের মি. X কীভাবে একজন যথার্থ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে? তোমার মতামত দাও।

    বহুনির্বাচনী অংশ (এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট)

    ১. নিচের কোনটি সেবামূলক শিল্প?

    K সেতু
    M ব্যাংকিং
    L বস্ত্র
    N হ্যাচারি

    ২. বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি কোনটি?

    K সুস্বাস্থ্য
    L ধৈর্যশীলতা
    M সুন্দর হাসি
    N মার্জিত ব্যবহার

    ৩. মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন কত প্রকার?

    K দুই
    L তিন
    M পাঁচ
    N ছয়

    ৪. বিমা বাণিজ্যের কোন বাধা দূর করে?

    K স্বত্বগত
    L অর্থগত
    M ঝুঁকিগত
    N তথ্যগত

    ৫. ব্যবসায়ের ফলে-

    i. সঞ্চয় বাড়ে
    ii. মূলধন গঠিত হয়
    iii. জাতীয় আয় বাড়ে

    নিচের কোনটি সঠিক?

    K iও ii L iও iii M ii ও iii N i, ii ও iii

    ৬. আইনশৃঙ্খলা কোন পরিবেশের উপাদান?

    K আইনগত
    L প্রযুক্তিগত
    M রাজনৈতিক
    N অর্থনৈতিক


    আরো পড়ুন:

    • এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
    • এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট
    • SSC English 2nd Paper Model Test 02

    ৭. কাগজি মুদ্রার প্রচলন ব্যবসায়ের ক্রমবিকাশের কোন যুগে শুরু হয়?

    K প্রাচীন
    L মধ্য
    M আধুনিক
    N সাম্প্রতিক

    ৮. ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ তৈরির জন্য সরকারি পৃষ্ঠপোষকতা হচ্ছে-

    i. বিনাসুদে মূলধন সরবরাহ
    ii. রাজনৈতিক স্থিতিশীলতা
    iii. কর মওকুফ

    নিচের কোনটি সঠিক?

    K iও ii M ii ও iii L iও iii N i, ii ও iii

    ৯.ব্যবসায় সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত হলো-

    K ব্যবসায়ের স্থান নির্বাচন
    L পণ্যের চাহিদা নির্ধারণ
    M সঠিক কর্মী নির্বাচন
    N সঠিক পণ্য নির্বাচন

    ১০.’নট্রামস’ কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?

    K শিল্প
    L শিক্ষা
    M মহিলা বিষয়ক
    N যুব ও ক্রীড়া

    ১১. আংশিদারি ব্যবসায় কত সালের আইন দিয়ে পরিচালিত হয়?

    K ১৯৩২
    L ১৯৯৪
    M ২০০১
    N ২০০৪

    ১২.পচনশীলজাতীয় পণ্যের জন্য কোন ধরনের ব্যবসায় সংগঠন উপযোগী?

    K অংশীদারি
    L সমবায় সমিতি
    M একমালিকানা
    N যৌথমূলধনী

    ১৩. বাংলাদেশের প্রচলিত কোম্পানি আইন কত সালের?

    K ১৮৩২
    L ১৯৩২
    M ১৯৯৪
    N ২০০১

    ১৪. নামমাত্র অংশীদারের বৈশিষ্ট্য হলো-

    K দায় অসীম
    L মূলধনি বিনিয়োগ করে
    M তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধ নয়
    N মূলধনি বিনিয়োগ করে না

    ১৫.আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম কত জন পরিচালক থাকবে?

    K দুই
    L তিন
    M পাঁচ
    N সাত

    ১৬. সাধারণত ব্যবসায়ের অর্থ সংগ্রহের প্রধান উৎস হলো-

    K নিজস্ব তহবিল
    L বাণিজ্যিক ব্যাংক
    M সমবায় ব্যাংক
    N কৃষি ব্যাংক

    উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও:

    জনাব জামান বগুড়া থেকে কম মূল্যে আলু সংগ্রহ করে সংরক্ষণ করেন। পরবর্তী সময় ময়মনসিংহে বেশি লাভে বিক্রি করেন।

    ১৭. জনাব জামানের কাজটি কোন ধরনের ব্যবসা?

    K শিল্প
    L বাণিজ্য
    M অংশীদারি
    N প্রত্যক্ষ সেবা

    ১৮. জনাব জামানের কার্যক্রমে ব্যবসায়ের যেসব প্রতিবন্ধকতা দূর হয়-

    i. মালিকানাসংক্রান্ত
    ii. স্থানগত
    iii. সময়গত

    নিচের কোনটি সঠিক?

    K iও ii L iও iii M ii ও iii N i, ii ও iii

    ১৯.রাজশাহীর উৎপাদিত আম বিপণনের কোন কাজের মাধ্যমে সিলেটের বাজারে পাওয়া যায়?

    K ক্রয়
    L বিক্রয়
    M পরিবহন
    N গুদামজাতকরণ

    ২০. সফল উদ্যোক্তাগণ তাদের কাজের সাফল্যে-

    i. পরিতৃপ্তি পায়
    ii. অসীম আনন্দ পায়
    iii. ভোগ বিলাসী হয়

    নিচের কোনটি সঠিক?

    K iও ii L iও iii M ii ও iii N i, ii ও iii

    ২১. জনাব আনোয়ার নিজের অর্থ দিয়ে একটি মসজিদ নির্মাণ করেন। আনোয়ারের কাজের ধরন কী?

    K রাজনৈতিক
    L অর্থনৈতিক
    M পারিবারিক
    N জনহিতকর
    উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:

    জনাব আরিফ রহমতপুর বাজারে নিজস্ব মূলধন বিনিয়োগ করে মোবাইল ফোনের দোকান পরিচালনা করেন। করোনার কারণে তার দোকান বন্ধ থাকে।

    ২২. আরিফের পরিচালিত দোকানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন?

    K রাষ্ট্রীয়
    L সমবায় সমিতি
    M একমালিকানা
    N অংশীদারি

    ২৩. জনাব আরিফের ব্যবসায়ের ক্ষেত্রে তিনি নিজেই-

    i. পরিচালক
    ii. ঝুঁকি বহন করেন
    iii. অসীম দায় বহন করেন

    নিচের কোনটি সঠিক?

    K iও ii L iও iii M ii ও iii N i, ii ও iii

    ২৪. কোন বন্দরকে Porto Grando বলা হয়?

    K চট্টগ্রাম
    L মোংলা
    M চালনা
    N পায়রা

    ২৫. বাংলাদেশ কোন ধরনের দেশ?

    K উন্নত
    L উন্নয়নশীল
    M অনুন্নত
    N স্বল্পোন্নত

    ২৬. কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশকে কী বলে?

    K ঋণপত্র
    L শেয়ার
    M বন্ড
    N প্রাইজবন্ড

    ২৭. রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?

    K সম্পদের সুষ্ঠু বণ্টন।
    L জনকল্যাণ
    M রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা
    N মুনাফা অর্জন

    ২৮. একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কার ওপর নির্ভরশীল?

    K নেতার
    L আইনের
    M সরকারের
    N মালিকের

    ২৯. পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা যাচাই করা হয় কোনটির মাধ্যমে?

    K প্রেষণা
    L নির্দেশনা
    M নিয়ন্ত্রণ
    N সংগঠন

    ৩০. বুদ্ধিভিত্তিক সম্পদ কোনটি?

    K ডিভাইস
    L নমুনা
    M কপিরাইট
    N লেবেল


    এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট ২০২৫ | এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট ২০২৫ pdf question download

    Download Model Test
    ১০ম শ্রেণির উদ্যোগ মডেল প্রশ্ন ssc babsa udyog model test ssc business entrepreneurship model test এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট এসএসসি মডেল টেস্ট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং মডেল টেস্ট ২০২৫ PDF

    March 8, 2025

    এসএসসি তথ্য ও যোগযোগ প্রযুক্তি মডেল টেস্ট ২০২৫ PDF

    March 8, 2025

    এসএসসি পৌরনীতি ও নাগরিকতা মডেল টেস্ট ২০২৫ PDF

    March 8, 2025

    এসএসসি পদার্থবিজ্ঞান মডেল টেস্ট ২০২৫ PDF

    March 7, 2025

    এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট ২০২৫ PDF

    March 7, 2025

    এসএসসি ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট ২০২৫ PDF

    March 7, 2025
    Leave A Reply Cancel Reply

    Latest Update

    এনটিআরসিএ ৭ম নিয়োগ বিজ্ঞপ্তির ৬৭২০৮ শূন্যপদে আবেদন শুরু হয়েছে

    January 12, 2026

    Zoro bumi22.com: Meaning, Trends & Online Streaming Insights

    January 10, 2026

    ৬৭ হাজার ২০৮টি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

    January 6, 2026

    How Many Wickets Constitute a Double Hat-Trick in Cricket?

    January 4, 2026

    Masafun: The Ultimate Platform for Travel and Leisure

    January 3, 2026
    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান
    © 2026 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.