Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » এসএসসি ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট ২০২৫ PDF
    এসএসসি মডেল টেস্ট ২০২৫

    এসএসসি ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট ২০২৫ PDF

    EduQuest24By EduQuest24March 7, 2025No Comments7 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    এসএসসি ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট
    এসএসসি ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এসএসসি ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট ২০২৫ উত্তরসহ পিডিএফ: আজকে আমরা চেষ্ঠা করেছি, তোমাদের জন্য সম্পূর্ণ বোর্ড পরিক্ষার অনুরূপ মডেল টেস্ট তৈরি করতে। এসএসসি ভূগোল ও পরিবেশ মডেল টেস্টে সৃজনশীল ৭০ নম্বর ও বহুনির্বাচনী প্রশ্ন ৩০ নম্বর করে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। মডেল টেস্ট পরিক্ষা দিয়ে নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করে নতুন করে প্রস্তুতি নেও। তাহলে চলো, শুরু করি।


    এসএসসি ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট ২০২৫

    সৃজনশীল অংশ (এসএসসি ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট)

    ১। দিপিকা রায় ভারতের মধ্যপ্রদেশের উঁচু-নিচু পার্বত্য ভূমি দেখে মুগ্ধ হলো। তার বন্ধু ডোনা দক্ষিণ আমেরিকা প্রবাসী। সে বলল সেখানকার ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে এবং ভাঁজ বিশিষ্ট। আর তার নিজের বাড়ি যেখানে সেখানকার ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠ থেকে কম উঁচু ও রাস্তাঘাট তৈরির জন্য উপযুক্ত।

    ক. ভূ-ত্বক কাকে বলে?
    খ. সঞ্চয়জাত সমভূমি কাকে বলে?
    গ. দিপিকার দেখা পর্বতটি কোন ধরনের পর্বত-ব্যাখ্যা কর।
    ঘ. উদ্দীপকে ডোনার এলাকার ভূমিরূপ ও দিপিকার এলাকার ভূমিরূপ এর মধ্যে কোনটিতে কৃষি উৎপাদনে বেশি সহায়ক-যুক্তিসহ মতামত দাও।

    ২। দৃশ্যকল্প-১: মৌমি জানল পৃথিবীর বৃহত্তম জলরাশি লবণাক্ত এবং তা একটি নির্দিষ্ট নিয়মে চলাচল করে।
    দৃশ্যকল্প-২: মুন উন্মুক্ত জলরাশিকে কখনো স্থলভাগের নিকট আবার কখনো দূরে সরে যেতে দেখেছে।

    ক. মহীসোপান কাকে বলে?
    খ. গভীর সমুদ্রের সমভূমি বলতে কী বোঝায়?
    গ. দৃশ্যকল্প-১ এর ঘটনাটির কারণ ব্যাখ্যা কর।
    ঘ. দৃশ্যকল্প-২ এর ঘটনাটি মানবজীবনে কী ধরনের প্রভাববিস্তার করে পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

    ৩। দৃশ্যকল্প-১: ‘ক’ মানচিত্রে নদ-নদী, পাহাড়-পর্বত দেখানো যায়।
    দৃশ্যকল্প-২: ‘খ’ মানচিত্রে জমির সীমানা চিহ্নিত থাকলেও ‘গ’ মানচিত্রে কোনো দেশকে আলাদাভাবে দেখায়।

    ক. প্রাকৃতিক মানচিত্র কাকে বলে?
    খ. জি পি এস এর সুবিধা ব্যাখ্যা কর।
    গ. দৃশ্যকল্প-১ এ কোন ধরনের মানচিত্র? ব্যাখ্যা কর।
    ঘ. দৃশ্যকল্প-২ এ ‘খ’ ও ‘গ’ মানচিত্র দুটির মধ্যে সামাজিক জীবনে অধিক গুরুত্বপূর্ণ- বিশ্লেষণপূর্বক মতামত দাও।

    ৪। মিহাদের এলাকার বাড়িগুলো বড় রাস্তার পাশে বন্যামুক্ত উঁচু ভূমিতে। তার এক বন্ধু রিহাদের বাড়িগুলো একটি থেকে অন্যটি বেশ দূরে অবস্থিত। ছড়ানো-ছিটানো ও নিচুস্থান সমৃদ্ধ যা প্রতিবছর বন্যায় প্লাবিত হয়। অন্যবন্ধু নিহাদের উঁচু বাড়ি ও প্রশস্ত রাস্তাসহ নানা অবকাঠামো বিদ্যমান।

    ক. মানব বসতি কাকে বলে?
    খ. যোগাযোগ ব্যবস্থা বসতি গড়ে উঠার জন্য গুরুত্বপূর্ণ-ব্যাখ্যা কর।
    গ. মিহা কোন বসতিতে বাস করে-ব্যাখ্যা কর।
    ঘ. রিহা ও নিহা বসতির মধ্যে কোন বসতিতে নাগরিক সুবিধা বেশি-যুক্তিসহ মতামত দাও।

    ৫। গ্রুপ-Aঃ উদ্ভিদের বণ্টন, নগ্নীভবন
    গ্রুপ-Bঃ খনিজের সংগ্রহ, ব্যবসা বাণিজ্য
    গ্রুপ-Cঃ ভূমিরূপের পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উত্থান

    ক. রিচার্ড হার্ডশোর্নের ভূগোলের সংজ্ঞাটি লেখ।
    খ. মানুষের রীতিনীতি শিক্ষা কোন পরিবেশের অন্তর্গত? ব্যাখ্যা কর।
    গ. গ্রুপ-‘A’ এর উপাদানগুলো কোন ভূগোলের অন্তর্গত? ব্যাখ্যা দাও।
    ঘ. গ্রুপ B ও C এর উপাদানগুলো কি একই ভূগোলের অন্তর্গত-উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

    ৬। হিমিকা বাংলাদেশের নদী নিয়ে গবেষণা করার সময় লক্ষ্য করল ‘ক’ নদীর উৎপত্তি লুসাই পাহাড় থেকে আবার ‘খ’ নদীটি মানস সরোবর এবং ‘গ’ নদীটি গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে।

    ক. নদী উপত্যকা কাকে বলে?
    খ. জলপ্রপাত বলতে কী বোঝায়?
    গ. ‘গ’ নদীটি কোন নদী? ব্যাখ্যা কর।
    ঘ. ‘ক’ ও ‘খ’ উভয় নদী দুটি কি বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? যুক্তিসহ বিশ্লেষণ কর।

    ৭। দক্ষিণাঞ্চলের একটি উপকূলবর্তী জেলার বাসিন্দা মম। সে সম্প্রতি একটি জেলা ভ্রমণ করে এসেছে যেখানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ অবস্থিত।

    ক. টিলা কাকে বলে?
    খ. গ্রীষ্মকালে বাংলাদেশে যে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয় তার ব্যাখ্যা দাও।
    গ. মম’র ভ্রমণকৃত অঞ্চলটি বাংলাদেশের ভূ-প্রকৃতির ভিত্তিতে কোন শ্রেণিভুক্ত বর্ণনা কর।
    ঘ. অর্থনৈতিক কর্মকাণ্ড এবং জীবনযাপনের জন্য মম’র বসবাসকৃত এলাকাটি কি অধিক উপযোগী- বিশ্লেষণ কর।

    ৮।
    গ্রহ-Xঃ উপরিভাগ থেকে সূর্যকে দেখা যায় না।
    গ্রহ – Yঃ বছরের অধিকাংশ সময় এ গ্রহকে দেখা যায়।
    গ্রহ – Z ঃ বায়ুমণ্ডলের অধিকাংশই মিথেন ও অ্যামোনিয়া গ্যাস।

    ক. নীহারিকা কাকে বলে?
    খ. কৃত্রিম উপগ্রহ বলতে কী বোঝায়?
    গ. ছকে ‘X’ দ্বারা চিহ্নিত গ্রহটির বর্ণনা দাও।
    ঘ. Y ও Z গ্রহ দুটির তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।

    ৯। সুবর্ণ শিলা সম্পর্কে জানতে গিয়ে দেখল প্রথম শিলা-কে প্রাথমিক শিলা বলা হয়। দ্বিতীয় শিলা আবার পলল থেকে সৃষ্টি আর তৃতীয় শিলা একটি উজ্জ্বল বস্তু যা একসময় কয়লা ছিল।

    ক. ভূমিকম্প কাকে বলে?
    খ. ভূমিকম্পের প্রধান কারণ কী? ব্যাখ্যা কর।
    গ. সুবর্ণ’র দেখা প্রথম শিলা কোন ধরনের শিলা ব্যাখ্যা কর।
    ঘ. উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় ও তৃতীয় কোন শিলাটি পৃথিবীর ধীর পরিবর্তনের মাধ্যমে সৃষ্ট- বিশ্লেষণ কর।

    ১০।
    বায়ুমণ্ডলের স্তর – X: প্রতি ১ কি.মি. উচ্চতায় ৬০ সে. তাপমাত্রা হ্রাস পায়।
    বায়ুমণ্ডলের স্তর – Y: জেট বিমান চলাচল করে।
    বায়ুমণ্ডলের স্তর -Z: তাপমাত্রা ১৪৮০° সে. উঠে।

    ক. বাষ্পীভবন কাকে বলে?
    খ. বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কী বোঝায়?
    গ. X স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
    ঘ. Y ও Z স্তরের তুলনামূলক পর্যালোচনা কর।

    ১১। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশে প্রকৃতিনির্ভর কৃষি। কিন্তু বর্তমানে সামান্য বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে ফলে সরকার নদী খননের কাজ শুরু করেছে।

    ক. মালভূমি কাকে বলে?
    খ. বাংলাদেশে শীতকালে বৃষ্টিপাত কম হওয়ার কারণ কী?
    গ. উদ্দীপকে উল্লিখিত দেশটির কৃষি প্রকৃতিনির্ভর বলার কারণ ব্যাখ্যা কর।
    ঘ. সরকারের পদক্ষেপের গুরুত্ব বিশ্লেষণ করে তোমার মতামত দাও।

    বহুনির্বাচনী প্রশ্ন (এসএসসি ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট)

    ১. ভূগোল হলো পৃথিবীর বিজ্ঞান- উক্তিটি কার?

    ক) রিচার্ড হার্টশোর্ন
    খ) ইরাটসথেনিস
    গ) সি. সি. পার্ক
    ঘ) অধ্যাপক কার্ল রিটার

    ২. লবণাক্ততা নির্ধারণ ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?

    ক) জলবায়ুবিদ্যা
    খ) মৃত্তিকা ভূগোল
    গ) সমুদ্রবিদ্যা
    ঘ) জীব ভূগোল

    ৩. গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে বলে-

    ক) উল্কা
    খ) ছায়াপথ
    গ) নীহারিকা
    ঘ) কালপুরুষ

    ৪. পৃথিবীর আকৃতি-

    i. পূর্ব-পশ্চিমে সামান্য স্ফীত
    ii. উত্তর-দক্ষিণে কিছুটা চাপা
    iii. অনেকটা অভিগত গোলকের ন্যায়

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii
    খ) i ও iii
    গ) i, ii ও iii
    ঘ) ii,iii


    আরো পড়ুন:

    • এসএসসি অর্থনীতি মডেল টেস্ট
    • এসএসসি জীববিজ্ঞান মডেল টেস্ট উত্তরসহ
    • এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট
    • এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট

    ৫.ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ কত?

    ক) ১৯০০ কি.মি.
    খ) ১৬০০ কি.মি.
    গ) ১৮০০ কি.মি.
    ঘ) ৩৭১৫ কি.মি.

    ৬. কানাডায় প্রমাণ সময় কতটি?

    ক) ৫টি
    খ) ৮টি
    গ) ৬টি
    ঘ) ৭টি

    ৭.পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান উপাদানগুলো হলো-

    ক) অক্সিজেন ও নাইট্রোজেন
    খ)হাইড্রোজেন ও হিলিয়াম
    গ) অক্সিজেন ও আর্গন
    ঘ) নাইট্রোজেন ও অক্সিজেন

    ৮. তাপমণ্ডলের নিম্ন অংশ হলো-

    ক) মেসোমণ্ডল
    খ) তাপমণ্ডল
    (গ) আয়নমণ্ডল
    ঘ) এক্সোমণ্ডল

    ৯. বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি?

    ক) চীন
    (খ) পাকিস্তান
    (গ) বাংলাদেশ
    (ঘ) ভারত

    ১০. চারদিকে স্থল দ্বারা বেষ্টিত জলভাগকে কী বলে?

    ক) সাগর
    খ) উপসাগর
    গ) হ্রদ
    (ঘ) নদী

    ১১. পৃথিবীর সবচেয়ে গভীরতম খাদ কোনটি?

    ক) শুন্ডা
    খ) ম্যারিয়ানা
    গ) পোর্টরিকো
    ঘ) ফ্লেপোর্তা

    ১২.জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে কীসের উপর সরাসরি প্রভাব পড়ে?

    ক) অর্থনীতি
    খ ভূমি
    গ) পানি
    ঘ) জলবায়ু

    ১৩. বৃষ্টির সময় ময়মনসিংহে জলাবদ্ধতা সৃষ্টি হয় কেন?

    ক) ভৌগোলিক অবস্থান
    খ) অপরিকল্পিত নগরায়ণ
    গ) নদীর গভীরতা হ্রাস
    ঘ) অধিক জনসংখ্যার জন্য

    উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও:

    মিলি গ্রামীণ বসতি সম্পর্কে পড়তে গিয়ে জানল এমন এক বসতির কথা যা একই সরলরেখায় গড়ে ওঠে।

    ১৪. মিলি কোন বসতির কথা জানল?

    ক) বিক্ষিপ্ত
    খ) নগর
    গ) রৈখিক
    ঘ) সংঘবদ্ধ

    ১৫. উক্ত বসতি গড়ে উঠে-

    i. রাস্তার পাশে
    ii. নদীর কিনারায়
    iii. জলের উৎসের পাশে

    নিচের কোনটি সঠিক?

    ক) iও ii
    খ) i ও iii
    গ) i, ii ও iii
    ঘ) ii,iii

    ১৬. কোনটি তৃতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত?

    ক) মৎস্যচাষ
    খ) বাগান করা
    গ) ফেরিওয়ালা
    ঘ) পশুশিকার

    ১৭. অনবায়নযোগ্য সম্পদ হলো-

    ক) সৌরশক্তি
    খ) বায়ুশক্তি
    গ) পানিশক্তি
    ঘ) প্রাকৃতিক গ্যাস

    ১৮. কোন বায়ু আমাদের দেশে শীতের আগমন ঘটায়?

    ক) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
    খ) দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু
    গ) উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
    ঘ) উত্তর-পশ্চিম মৌসুমি বায়ু

    ১৯. ভাওয়ালের গড় কোন জেলায় অবস্থিত?

    ক) কুমিল্লা
    খ) সিলেট
    গ) গাজীপুর
    ঘ) রংপুর

    ২০. বাংলাদেশের উৎপাদিত পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে?

    ক) চীন
    খ) মার্কিন যুক্তরাষ্ট্র
    গ) ভারত
    (ঘ) পাকিস্তান

    ২১. সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি?

    ক) পৃথিবী
    খ) শনি
    গ) বৃহস্পতি
    ঘ) মঙ্গল

    ২২. আহ্নিক গতির বেগ কোথায় সবচেয়ে বেশি?

    ক) নিরক্ষরেখায়
    খ) দক্ষিণ মেরুতে
    গ) উত্তর মেরুতে
    ঘ) মূলমধ্যরেখায়

    ২৩. বাংলাদেশের বদ্বীপ সমভূমি গঠিত হয়েছে নদীর কোন গতিতে?

    ক) মধ্যগতিতে
    খ) ঊর্ধ্বগতিতে
    গ) নিম্নগতিতে
    ঘ) নিম্নমধ্য গতিতে

    ২৪.ভূমিকম্পের প্রধান কারণ কী?

    ক) প্লেট সঞ্চালন
    খ) তাপ বিকিরণ
    গ) ভূগভূস্থ বাষ্প
    ঘ) শিলাচ্যুতি

    উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও:
    সামিহা নিরক্ষীয় অঞ্চলের একটি দেশে বেড়াতে গেল এবং সে খুব লক্ষ করে দেখল সেখানে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বৃষ্টিপাত হয়।

    ২৫. উক্ত অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়?

    ক) ঘূর্ণি বৃষ্টি
    খ) শৈলোৎক্ষেপ বৃষ্টি
    গ) পরিচলন বৃষ্টি
    ঘ) সংঘর্ষ বৃষ্টি

    ২৬. উক্ত অঞ্চলটিতে-

    i. স্থলভাগের বিস্তৃতি বেশি
    ii. প্রতিদিন বিকেলে বৃষ্টি হয়
    iii. জলীয়বাষ্পের পরিমাণ বেশি

    নিচের কোনটি সঠিক?

    ক) iও ii
    খ) iও iii
    গ) ii,iii
    ঘ) i, ii ও iii

    ২৭. সমুদ্রস্রোতের প্রধান কারণ কী?

    ক) বায়ুপ্রবাহ
    (খ) জোয়ারভাটা
    গ) লবণাক্ততা
    ঘ) উষ্ণতা

    ২৮. ডগার্স ব্যাংক কোথায় অবস্থিত?

    ক) নিউফাউন্ডল্যান্ড উপকূলে
    (খ) কানাডার পূর্ব উপকূলে
    গ) ব্রিটিশ দ্বীপপুঞ্জে
    ঘ) ভারতীয় পূর্ব উপকূলে

    ২৯. কোন কারণে ব্রহ্মপুত্র নদ তার গতিপথ পরিবর্তন করে?

    ক) বন্যা
    খ) সুনামি
    গ) ভূমিকম্প
    ঘ) ভূমিধস

    ৩০. পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি?

    ক) কমিসিসিপি উপত্যকা
    খ) শ্রীলঙ্কা
    গ) বাংলাদেশ
    ঘ) গাঙ্গেয় উপত্যকা


    এসএসসি ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট ২০২৫ পিডিএফ ডাউনলোড | SSC Geography Model Test 2025 Question with Answer pdf download

    Download Model Test
    geography ssc exam suggestion ssc geography model test pdf ssc geography test paper pdf এসএসসি ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং মডেল টেস্ট ২০২৫ PDF

    March 8, 2025

    এসএসসি তথ্য ও যোগযোগ প্রযুক্তি মডেল টেস্ট ২০২৫ PDF

    March 8, 2025

    এসএসসি পৌরনীতি ও নাগরিকতা মডেল টেস্ট ২০২৫ PDF

    March 8, 2025

    এসএসসি পদার্থবিজ্ঞান মডেল টেস্ট ২০২৫ PDF

    March 7, 2025

    এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট ২০২৫ PDF

    March 7, 2025

    এসএসসি অর্থনীতি মডেল টেস্ট ২০২৫ PDF

    March 6, 2025
    Leave A Reply Cancel Reply

    Latest Update

    এনটিআরসিএ ৭ম নিয়োগ বিজ্ঞপ্তির ৬৭২০৮ শূন্যপদে আবেদন শুরু হয়েছে

    January 12, 2026

    Zoro bumi22.com: Meaning, Trends & Online Streaming Insights

    January 10, 2026

    ৬৭ হাজার ২০৮টি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

    January 6, 2026

    How Many Wickets Constitute a Double Hat-Trick in Cricket?

    January 4, 2026

    Masafun: The Ultimate Platform for Travel and Leisure

    January 3, 2026
    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান
    © 2026 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.