Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » এসএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২ (২০২৫) PDF
    এসএসসি মডেল টেস্ট ২০২৫

    এসএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২ (২০২৫) PDF

    EduQuest24By EduQuest24February 17, 2025No Comments9 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    SSC Bangla 1st Paper Model Test 02
    SSC Bangla 1st Paper Model Test 02
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    SSC Bangla 1st Paper Model Test 02 PDF Download: এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন সিলেবাসে নতুন মানবণ্টনের ভিত্তিতে SSC Bangla 1st Paper Model Test 02 তৈরি করতে আমরা চেষ্টা করেছি। এখানে সৃজনশীল অংশের জন্য ৭০ নম্বর এবং বহুনির্বাচনী অংশের জন্য ৩০ নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে। এসএসসি পরিক্ষার আগে নিজেকে যাচাই ও নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করে প্রস্তুতি নেও। তাহলে চলো, শুরু করি।


    SSC Bangla 1st Paper Model Test 02 (2025)

    ক অংশ-গদ্য (SSC Bangla 1st Paper Model Test 02)

    ১। সুবল কুমারের কাকা কৃষ্ণকুমারের সাথে তার জমিজমা নিয়ে বিরোধ সেই অনেক বছর যাবৎ। এখন কয়দিন যাবৎ সেই কাকা গ্রাম তোলপাড় করে বেড়াচ্ছেন যে, সমাজে আর তিনি মুখ দেখাতে পারছেন না। ভাতিজা সুবল একটা সাপুড়ের মেয়ে বিবাহ করিয়া ঘরে আনিয়াছে। “আর শুধু বিবাহ তো নয়, তাহার হাতে ভাত পর্যন্ত খাইতেছে।”

    ক. ‘অন্তরীক্ষ’ শব্দের অর্থ কী?
    খ. ছোটজাত বলতে কী বোঝানো হয়েছে?
    গ. উদ্দীপকের মূলভাব ‘অভাগীর স্বর্গ’ গল্পের যে দিকটি স্মরণ করিয়ে দেয় তা ব্যাখ্যা কর।
    ঘ. “উদ্দীপকের কাকার মতো রক্ষণশীল মানুষগুলো আমাদের সমাজ পরিবর্তনে প্রধান প্রতিবন্ধক”- গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ কর।

    ২। ষাট বছরের বৃদ্ধ মকবুলের সাথে বিয়ে হয় তেরো বছরের টুনির। ধানভানা থেকে শুরু করে জমির কাজ সবই মকবুল টুনির দ্বারা করায়। টুনির কর্মদক্ষতার জন্য মকবুল খুশি হলেও টুনিকে মকবুল যতটা খাটায় ততটা মূল্যায়ন করে না। মকবুলের চাচাত ভাই মন্ত্র টুনির রূপে ও গুণে মুগ্ধ। টুনি মাঝে মাঝে স্বপ্ন দেখে মন্ত্রর সাথে চলে যাবার। কিন্তু সে যেতে পারে না।

    ক. বনফুলের প্রকৃত নাম কী?
    খ. অপরিচিত লোকটার সাথে নিমগাছটার চলে যেতে ইচ্ছে করে কেন?
    গ. উদ্দীপকের মকবুল ‘নিমগাছ’ গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।
    ঘ. “টুনি যেন ‘নিমগাছ’ গল্পের লক্ষ্মীবউ।” তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

    ৩। শিক্ষা মানুষের জীবিকা নির্বাহের পথ সৃষ্টি করে দেয়। কিন্তু সেটা তার আসল কাজ নয়। মানুষের মনে মূল্যবোধ সৃষ্টি করা অর্থাৎ সুন্দরভাবে, মহৎভাবে বাঁচার পন্থা সৃষ্টি করাই শিক্ষার মূল উদ্দেশ্য। শিক্ষার দ্বারাই মানুষ চিন্তার স্বাধীনতা, মুক্তি ও বুদ্ধির স্বাধীনতা এবং আত্মপ্রকাশের স্বাধীনতা লাভ করতে পারে।

    ক. শিক্ষার আসল কাজ কী?
    খ. অর্থসাধনাই জীবনসাধনা নয়- এ কথা বলার কারণ কী?
    গ. উদ্দীপকে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের কোন দিকের বর্ণনা রয়েছে? ব্যাখ্যা কর।
    ঘ. “কেবলমাত্র শিক্ষার দ্বারাই মানুষ চিন্তার স্বাধীনতা, মুক্তি ও বুদ্ধির স্বাধীনতা এবং আত্মপ্রকাশের স্বাধীনতা লাভ করতে পারে” প্রবন্ধের আলোকে যুক্তিসহ উপস্থাপন কর।

    ৪। পার্বত্য চট্টগ্রামের তিনটি প্রধান সম্প্রদায়ের মূল উৎসবের প্রথম অক্ষর নিয়ে বৈসাবি শব্দটি নির্মিত। এর পেছনে যে মহৎ উদ্দেশ্য আছে, সেটি হলো সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বর্ষবরণকেন্দ্রিক উৎসবগুলোর অন্যতম প্রধান লক্ষ্য।

    ক. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থের রচয়িতা কে?
    খ. “নাগরিক বুর্জোয়া বিলাস ও ফ্যাশন”-এর কবল থেকে পয়লা বৈশাখকে রক্ষা করা প্রয়োজন কেন?
    গ. সংস্কৃতিগত ও চেতনাগত দিক দিয়ে বৈসাবি ও পয়লা বৈশাখ উৎসবের অভিন্নতা ব্যাখ্যা কর।
    ঘ. পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বর্ষবরণকেন্দ্রিক উৎসবগুলোর অন্যতম প্রধান লক্ষ্য- উদ্দীপক ও “পয়লা বৈশাখ” প্রবন্ধের আলোকে মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

    খ অংশ-কবিতা (SSC Bangla 1st Paper Model Test 02)

    ৫। আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী গ্রাহামবেল প্রথম টেলিফোন আবিষ্কার করেন। তার দুই সহকারী গবেষক ছিলেন। টেলিফোন আবিষ্কারের পর আমাদের কাজ অনেক সহজ হয়ে যায়। সুখে-দুঃখে, বিপদে-আপদে আমরা সহজেই যোগাযোগ করতে পারি। যোগাযোগের এই বিপ্লব সাধনে অনেক সমস্যার সমাধান হচ্ছে।

    ক. ‘কিস্তি’ শব্দের অর্থ কী?
    খ. কামারকে মন্ত্রী শূলে চড়াতে বলেছেন কেন?
    গ. উদ্দীপকে সাথে ‘জুতা-আবিষ্কার’ কবিতার মিল তুলে ধর।
    ঘ. “যেকোনো আবিষ্কার মানুষের কল্যাণ বয়ে আনে।” মন্তব্যটি উদ্দীপক ও ‘জুতা-আবিষ্কার’ কবিতার আলোকে বিশ্লেষণ কর।

    ৬। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর কথাসাহিত্যে প্রকৃতিকে একটি জীবন্ত চরিত্র হিসেবে সৃষ্টি করেছেন। বিশেষ করে ‘পথের পাঁচালী’ ও ‘আরণ্যক’ উপন্যাসে প্রকৃতি চিরকালের নবীনরূপে আবির্ভূত হয়েছে। অপু, দুর্গা এবং তার রচিত অন্যান্য চরিত্রগুলোও সেই চিরন্তন প্রকৃতির সন্তান। এরা যায় আসে, থাকে না। কিন্তু প্রকৃতি চিরকালই নানা রূপ-রস-গন্ধ ও বর্ণে বিরাজমান থাকে।

    ক. লক্ষ্মীপেঁচা কার জন্য গান করে?
    খ. “পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল” বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
    গ. উদ্দীপকে ‘সেইদিন এই মাঠ’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা তুলে ধর।
    ঘ. কবিতায় উল্লিখিত সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক উদ্দীপকের আলোকে তুলে ধর।

    ৭। তুমি আসবে বলে, হে স্বাধীনতা,/সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।/ তুমি আসবে বলে, হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো,/দানবের মতো চিৎকার করতে করতে।

    ক. বাংলা ও বাঙালি জাতি কীসের জন্য বিখ্যাত?
    খ. ‘কবিতার হাতে রাইফেল’- এ কথার মধ্য দিয়ে কবি কী বুঝিয়েছেন?
    গ. উদ্দীপকটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বিষয়টির প্রতি ইঙ্গিত দেয় তা ‘সাহসী জননী বাংলা’ কবিতার আলোকে ব্যাখ্যা কর।
    ঘ. উদ্দীপকে উল্লিখিত দিকটিই কি ‘সাহসী জননী বাংলা’ কবিতার একমাত্র উপজীব্য? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।

    গ অংশ-উপন্যাস (SSC Bangla 1st Paper Model Test 02)

    ৮। ২০২০ সালের এপ্রিল মাসে ৪/৫ দিনের ব্যবধানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ম শ্রেণি পড়ুয়া ফাতিনের মা-বাবা এবং বড় দুই বোন মৃত্যুবরণ করে। ভাগ্যক্রমে বেঁচে যায় ফাতিন। চোখের সামনে প্রিয়জনদের মরতে দেখে সে হতবিহ্বল ও শোকে মুহ্যমান হয়ে পড়ে। কখন কী করে ঠিক-ঠিকানা নেই। লোকে বলে ফাতিন পাগল হয়ে গেছে। যেখানে-সেখানে রাত কাটায়। পাড়া-প্রতিবেশী যা দেয় তা খেয়েই কোনো রকমে বেঁচে আছে ফাতিন।

    ক. শান্তি কমিটির চেয়ারম্যান কে?
    খ. “লোহার টুপি কি মানুষের মগজ খায়” বলতে কী বোঝানো হয়েছে?
    গ. উদ্দীপকের ফাতিনের নিঃস্ব হওয়ার দিকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
    ঘ. উদ্দীপকের ফাতিন ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বুধা চরিত্রের সার্থক প্রতিনিধি হয়ে উঠতে পেরেছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন কর।

    ৯। আনিস সাহেব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি বুঝতে পারেন ১৯৭১ সালের এই ভয়াবহ পরিস্থিতির জন্য শুধুমাত্র মিলিটারিরাই দায়ী নয় বরং দেশের ভেতরের কিছু স্বার্থান্বেষী মানুষ পরিস্থিতি আরও নির্মম করে তুলেছে। ২৫শে মার্চের রাতে তারই আশপাশের হত্যাযজ্ঞ ও লুণ্ঠন তাকে স্তম্ভিত ও ক্ষুব্ধ করে তোলে। স্ত্রী-সন্তানদের নিরাপত্তার স্বার্থে তিনি রাস্তায় বেরিয়ে পড়তে বাধ্য হন।

    ক. বুধা কয়টি মশাল বানিয়েছিল?
    খ. শত্রুদের না তাড়িয়ে আলি চায়ের দোকান বানাবে না কেন?
    গ. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে এদেশীয় দালালরা কতটুকু সক্রিয় ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর।
    ঘ. “পরিবার-পরিজনের নিরাপত্তার স্বার্থে অনেকে যুদ্ধ করতে পারেননি”-উক্তিটি বিশ্লেণ কর।

    ঘ অংশ-নাটক (SSC Bangla 1st Paper Model Test 02)

    ১০। দুরবস্থা যখন শুরু হয় ঠাকুরমশাই, এই গত জষ্টি মাসে নির্বিষখোলার হাট থেকে পটল বেঁচে ফিরছি। ছোট মেয়েটার বিয়ে দেব বলে গহনা গড়িয়ে আনছিলাম। প্রায় আড়াইশো টাকার গহনা আর পটল বেচার টাকা পঞ্চাশটি একটা টিনের বাক্সের ভেতর ছিল। সেটা যে হাট থেকে ফেরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় যে পড়ে গেল তার আর খোঁজই হলো না। সেই হলো শুরু আর তারপর এলো এই বান বাবা বললেন বলো কী? অতগুলো টাকা গয়না হারালে? অদেষ্ট, একই বলে বাবু অদেষ্ট। আজ সেগুলো হাতে থাকলে ……..।

    ক. কে ইচ্ছে করলে পড়ন্ত ঘর ঠ্যাকা দিয়ে দাঁড় করিয়ে রাখা যায়?
    খ. একবার ঝুট কথা বললে উপায় নাই কেন?
    গ. জমিদার হাতেম আলির কোন বৈশিষ্ট্য উদ্দীপকের কথকের চরিত্রে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
    ঘ. উদ্দীপকটি ‘বহিপীর’ নাটকের বিশেষ একটি দিক প্রতিকায়িত করেছে-মূল্যায়ন কর।

    ১১। আজ সন্ধ্যার বিয়ে। কিন্তু তার বাবা পাত্রপক্ষের কথামতো পণের টাকা জোগাড় করতে পারেননি। ফলে বরপক্ষ বিয়ের আসর ছেড়ে চলে যেতে চায়। কনের চাচাত ভাই প্রতাপ পাত্রপক্ষকে যৌতুকের কুফল বোঝানোর চেষ্টা করে বিফল হয়। পথভ্রষ্ট সন্ধ্যা আত্মহননের পথ খুঁজে। তখন সন্ধ্যাকে বাঁচাতে প্রতাপ নিজেই বিয়ের পিঁড়িতে বসে।

    ক. বহিপীরের সহকারীর নাম কী?
    খ. তাহেরা বজরায় কীভাবে এলো?
    গ. উদ্দীপকের প্রতাপের সাথে ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
    ঘ. “উদ্দীপকের ঘটনাটি ‘বহিপীর’ নাটকের একমাত্র উপজীব্য বিষয় নয়”-যুক্তিসহ বিশ্লেষণ কর।


    আরো পড়ুন:

    • এসএসসি বাংলা ১ম পত্র ফাইনাল মডেল টেস্ট ০১


    বহুনির্বাচনী অংশ (SSC Bangla 1st Paper Model Test 02)

    ১. ‘সুভা’ রবীন্দ্রনাথের কোন শ্রেণির রচনা?

    K গল্প
    L নাটক
    M উপন্যাস
    N ছোটগল্প

    ২. সাহিত্যরসে অবগাহন করে আমরা হব-

    K শিক্ষিত
    L উন্নত
    M সম্পদশালী
    N পাপমুক্ত

    ৩. বাঘের অন্য বাঘিনী ছিল। এখানে বাঘিনী হলো-

    K কাঙালীর মা
    L রসিকের দ্বিতীয় স্ত্রী
    M মুখোপাধ্যায়ের স্ত্রী
    N মুখোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী

    ৪. নাচতে না জানলে উঠান বাঁকা- এটি কী?

    K প্রবাদবাক্য
    L ডাক
    M গৎ
    N খনার বচন

    ৫. মা ঘাট থেকে আসেনি তো?- দুর্গার এ কথায় কী প্রকাশ পেয়েছে?

    K সতর্কতা
    L অভিমান
    M সন্দেহ
    N ভয়

    ৬. সাধনার পথে শত্রুর আঘাতকে যিনি অম্লান বদনে সহিলেন- কার উক্তি?

    K খাদিজা (রা.)
    L আবু বকর (রা.)
    M আয়েশা (রা.)
    N উমর (রা.)

    ৭. ‘নিমগাছ’ গল্পে ‘কবি’ শব্দ দ্বারা বোঝানো হয়েছে-

    i. যিনি কবিতা লেখেন
    ii. কবিরাজ
    iii. সৌন্দর্যের পূজারি

    নিচের কোনটি সঠিক?

    K, iii L. iও iii M. ii ও iii N. i, ii ও iii

    ৮. কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্তরায় কোনটি?

    K সাধারণ মানুষ
    L অভিজাত সম্প্রদায়
    M শ্রেণিবৈষম্য
    N ছোটলোক সম্প্রদায়

    ৯. মূল্যবোধের অবক্ষয় বোঝাতে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের কোন কথাটি প্রযোজ্য?

    K আত্মিক মৃত্যু
    L ফতুর
    M লেফাফাদুরস্তি
    N পিঞ্জরাবদ্ধ

    ১০. ‘বন্ধু’ শব্দের অর্থ কী?

    K ক্ষীণ দেহ
    L শক্তিক্ষণ
    M বড় দেহ
    N তন্বী

    ১১. মমতাদির ঘরে চৌকির নিচে ছেলেটি কী লক্ষ করল?

    K ট্র্যাংক
    L চরকা
    M আবর্জনা
    N বই

    ১২. ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে কোন কবির কবিতা উদ্ধৃত করা হয়েছে?

    K মিল্টন
    L বায়রন
    M টেনিসন
    N কিটস

    ১৩. মারফত জ্ঞান যাদের নেই, তারা কোন ভাষাকে হিংসা করে?

    K আরবি
    L ফারসি
    M বাংলা
    N হিন্দি

    নিচের উদ্দীপকটি পড়ে ১৪ নং প্রশ্নের উত্তর দাও: “মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার ছবি আঁকে।”

    ১৪. উদ্দীপকে ফুটে ওঠা অনুভূতি নিচের কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

    K আশা
    L মানুষ
    M আমি কোনো আগন্তুক নই
    M কপোতাক্ষ নদ

    ১৫. ‘বৃত্রসংহার’ মহাকাব্যটি কার রচিত?

    K মধুসূদন দত্ত
    L হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
    M সমরেশ মজুমদার
    N কাজী নজরুল ইসলাম

    ১৬. রাজার কথা শুনে কে ভেবে ভেবে খুন হলো?

    K হবু
    L গোবু
    M বৈজ্ঞানিক
    N পণ্ডিত

    ১৭. ঝরনার প্রাণ কেমন?

    K বিভোল
    L নিস্তেজ
    M অস্থির
    N চঞ্চল

    ১৮. ‘রাজবন্দীর জবানবন্দী’ কাজী নজরুল ইসলাম রচিত একটি-

    K কাব্যগ্রন্থ
    L গল্পগ্রন্থ
    M প্রবন্ধগ্রন্থ
    N উপন্যাস

    ১৯. শিশির কোন ফুলে পড়ে?

    K পলাশ
    L শিমুল
    M শিউলি
    N চালতা

    ২০. ‘পল্লিজননী’ কবিতায় ঘরের চালেতে ডাকছে-

    K ঘুঘু
    L হুতুম
    M কাক
    N বাদুড়

    ২১. কার আঁধার ঘরে আলো জ্বালার কথা বলা হয়েছে?

    K কবির
    L প্রতিবেশীর
    M ভাবনাহীন মানুষ
    N দেশবাসীর
    ২২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার দুপাশে-

    K জারুল জামরুল
    L আমজাম
    M ডুমুরের ডাল
    N ধানের খেত

    ২৩. কী আকাশ ছুঁয়েছে?

    K রানারের হাতাশা
    L রানারের ক্ষোভ
    M রানারের স্বপ্ন
    N রানারের ক্লান্ত শ্বাস

    ২৪. কবিতায় উল্লিখিত বিধবা কোন বাড়ির?

    K শেখবাড়ির
    L সিকদারবাড়ির
    M খাঁ বাড়ির
    N মোল্লাবাড়ির

    ২৫. বুধা বোলতার ডাককে কীসের সঙ্গে তুলনা করে?

    K কুন্তির মধুর বচন
    L আহাদ মুন্সির হুংকার
    M চাচির কণ্ঠস্বর
    N মাইন বিস্ফোরণ

    ২৬. ‘ওরা সে চোখের ভাষা বুঝতে পারে না’-বুধার চোখের ভাষায় কী ছিল?

    K হিংসা
    L প্রতিবাদ
    M দারিদ্র্যের দহন
    N মুক্তির আকাঙ্ক্ষা

    ২৭. “তুমি যেও না বুধা ভাই।”- উক্তিটিতে ফুটে উঠেছে-

    i. মিনতি
    ii. আকুতি
    iii. সম্পর্কের বাঁধন

    নিচের কোনটি সঠিক?

    K.I L.ii M. iiii N. i, ii ও iii

    ২৮. হাশেম কার পক্ষে কথা বলে?

    K মার
    L বাবার
    M তাহেরার
    N বহিপীরের

    ২৯. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক কোনটি?

    K বহিপীর
    L রক্তকরবী
    M শাহজাহান
    N সিরাজউদ্দৌলা

    ৩০. “বিয়ে হলো তকদিরের কথা।”-উক্তিটি কার?

    K তাহেরার
    L তাহেরার সৎমার
    M খোদেজার
    N বহিপীরের


    এসএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২ (২০২৫) PDF | SSC Bangla 1st Paper Model Test 02 (2025) PDF Download

    Download Model Test

    SSC Bangla 1st Paper Model Test 02 SSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২ এসএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং মডেল টেস্ট ২০২৫ PDF

    March 8, 2025

    এসএসসি তথ্য ও যোগযোগ প্রযুক্তি মডেল টেস্ট ২০২৫ PDF

    March 8, 2025

    এসএসসি পৌরনীতি ও নাগরিকতা মডেল টেস্ট ২০২৫ PDF

    March 8, 2025

    এসএসসি পদার্থবিজ্ঞান মডেল টেস্ট ২০২৫ PDF

    March 7, 2025

    এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট ২০২৫ PDF

    March 7, 2025

    এসএসসি ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট ২০২৫ PDF

    March 7, 2025
    Leave A Reply Cancel Reply

    Latest Update

    এনটিআরসিএ ৭ম নিয়োগ বিজ্ঞপ্তির ৬৭২০৮ শূন্যপদে আবেদন শুরু হয়েছে

    January 12, 2026

    Zoro bumi22.com: Meaning, Trends & Online Streaming Insights

    January 10, 2026

    ৬৭ হাজার ২০৮টি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

    January 6, 2026

    How Many Wickets Constitute a Double Hat-Trick in Cricket?

    January 4, 2026

    Masafun: The Ultimate Platform for Travel and Leisure

    January 3, 2026
    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান
    © 2026 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.