Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » এসএসসি বাংলা ১ম পত্র চূড়ান্ত সাজেশন ২০২৫ | PDF Download
    এসএসসি সাজেশন ২০২৫

    এসএসসি বাংলা ১ম পত্র চূড়ান্ত সাজেশন ২০২৫ | PDF Download

    EduQuest24By EduQuest24December 18, 2024Updated:March 26, 20251 Comment10 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    SSC Bangla 1st Paper Suggestion 2025
    SSC Bangla 1st Paper Suggestion 2025
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি SSC Bangla 1st Paper Suggestion 2025 PDF। এই সাজেশনে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে, যা তুমি অনলাইনে পড়ার পাশাপাশি পিডিএফ ফাইল ডাউনলোড করে অফলাইনে পড়তে পারবে। তাহলে, শুরু করা যাক!

    SSC Bangla 1st Paper Suggestion 2025 PDF

    গদ্যঃ SSC Bangla 1st Paper Suggestion 2025

    ১. সুভা******

    ২. বই পড়া******

    ৩. শিক্ষা ও মনুষ্যত্ব******

    ৪. নিমগাছ/ আম-আঁটির ভেপু******

    ৫. মমতাদি/প্রবাস বন্ধু****

    ৬. সাহিত্যের রূপ ও রীতি/মানুষ মুহাম্মদ (সঃ)**

    [গদ্য থেকে ৪টি সৃজনশীল আসবে। ন্যূনতম ২টি উত্তর করতে হবে। প্রথম ৫টি থেকেই ৩টি কমন আসবে ইনশাআল্লাহ। তুলনামূলক যারা একটু বেশি পড়াশোনা কর তারা সবগুলোই পড়ে যাবা]

    কবিতাঃ SSC Bangla 1st Paper Suggestion 2025

    ১. পল্লীজননী******

    ২. মানুষ******

    ৩. কপোতাক্ষ নদ******

    ৪. জীবনসংগীত******

    ৫. রানার/বঙ্গবানী*****

    ৬. সেইদিন এই মাঠ/আমার পরিচয়***

    [কবিতা থেকে ৩টি সৃজনশীল আসবে। ন্যূনতম ২টি উত্তর করতে হবে। প্রথম ৫টি থেকেই ৩টি কমন আসবে ইনশাআল্লাহ। তুলনামূলক যারা একটু বেশি পড়াশোনা কর তারা সবগুলোই পড়ে যাবা]

    সহপাঠঃ SSC Bangla 1st Paper Suggestion 2025

    ১. কাকতাড়ুয়া

    ২. বহিপীর

    [উপন্যাস থেকে ২টি সৃজনশীল আসবে। ন্যূনতম ১টি উত্তর করতে হবে। নাটক থেকে ২টি সৃজনশীল আসবে। ন্যূনতম ১টি উত্তর করতে হবে]

    গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন: SSC Bangla 1st Paper Suggestion 2025

    ১. সুভা দিনে কয়বার গোয়ালঘরে যেত?

    উত্তরঃ তিনবার।

    ২. সুভা কখন নদীতীরে এসে বসে?

    উত্তরঃ অবসর পেলে।

    ৩. সুভার বাবার নাম কি?*****

    উত্তরঃ বাণীকণ্ঠ।

    ৪. প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন?*****

    উত্তরঃ ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গীই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে।

    ৫. সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন কেন?

    উত্তরঃ সুভা বোবা ছিল বলে সুভার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক র তার প্রতি বিরক্ত ছিল।

    ৬. প্রতাপের প্রধান শখ কি ছিল?*****

    উত্তরঃ ছিপ ফেলে মাছ ধরা।

    ৭. সুভা গল্পে কাকে অকর্মন্য বলা হয়েছে?*****

    উত্তরঃ প্রতাপকে।

    ৮. প্রতাপ সুভাকে কি বলে ডাকত?

    উত্তরঃ সু বলে।

    ৯. প্রকৃতি সুভার কিসের অভাব পুরন করে দেয়?

    উত্তরঃ ভাষার অভাব।

    ১০. সুভার হ্রদয় কুয়াশা ডাকা প্রভাতের মতো কিসে ভরে গেল?

    উত্তরঃ অশ্রু বাষ্পে।

    ১১. সুভার গ্রামের নাম কি?*****

    উত্তরঃ চন্ডীপুর।

    ১২. কারদানি শব্দের অর্থ কি?

    উত্তরঃ বাহাদুরি

    ১৩. যথার্থ গুরুর কাজ কি?*****

    উত্তরঃ শিষ্যের আত্নাকে উদ্বোধিত করা এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলা।

    ১৪. যথার্থ শিক্ষিত হতে হলে কি দরকার?

    উত্তরঃ মনের প্রসার।

    ১৫. মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না?*****

    উত্তরঃ আত্মা।

    ১৬. মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?*****

    উত্তরঃ বই পড়া।

    ১৭. সুসার শব্দের অর্থ কি?

    উত্তরঃ প্রাচুর্য।

    ১৮. মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কি লাগাতে হয়?

    উত্তরঃ কড়ি।

    ১৯. ভাঁড়েও ভবানী অর্থ কি?*****

    উত্তরঃ রিক্ত বা শূন্য।

    ২০. সুশিক্ষিত লোক মাত্রই কি?

    উত্তরঃ স্বশিক্ষিত।

    SSC Bangla 1st Paper Suggestion 2025

    ২১. সাহিত্য চর্চার জন্য কি প্রতিষ্ঠা করতে হবে?

    উত্তরঃ লাইব্রেরি।

    ২২. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি?*****

    উত্তরঃ বীরবল।

    ২৩. বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?*****

    উত্তরঃ প্রবন্ধ-সংগ্রহ।

    ২৪. হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কি?*****

    উত্তরঃ নীলমণি রায়।

    ২৫. কালমেঘ কি?*****

    উত্তরঃ যকৃতের রোগের উপকারী এক প্রকার তিক্ত স্বাদের গাছ।

    ২৬. পিজরাপোলের আসামী কি?*****

    উত্তরঃ কাঠের ঘোড়া

    ২৭. আম-আঁটির ভেঁপু গল্পটির রচয়িতা কে?

    উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

    ২৮. গরাদ শব্দের অর্থ কি?

    উত্তরঃ জানালার সিক।

    ২৯. টিনের ভেঁপু বাঁশিটির দাম কত?*****

    উত্তরঃ চার পয়সা।

    ৩০. আজকাল লক্ষী কোথায় বাঁধা পড়েছে?*****

    উত্তরঃ চাষাদের ঘরে।

    ৩১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে পান?

    উত্তরঃ ইছামতি।

    ৩২. দূর্গার বয়স কত?*****

    উত্তরঃ দশ-এগারো।

    ৩৩. দূর্গার মায়ের নাম কি?

    উত্তরঃ সর্বজয়া।

    ৩৪. পথের পাচালি উপন্যাসের লেখক কে?*****

    উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

    ৩৫. সৌদি আরবের দক্ষিনাঞ্চলের উর্বর প্রদেশটির নাম কি?*****

    উত্তরঃ তায়েফ।

    ৩৬. কার শিথিল অঙ্গ মাটিতে লুটাইল?

    উত্তরঃ হযরত উমরের।

    ৩৭. মহানবি (স.) কোথায় সত্য প্রচার করতে গিয়ে বিপদে পড়েছিলেন?

    উত্তরঃ তায়েফে।

    ৩৮. পুলকদীপ্তি অর্থ কি?

    উত্তরঃ আনন্দের উদ্ভাস।

    ৩৯. ছাত্র জীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন?

    উত্তরঃ অসহযোগ আন্দোলনে।

    ৪০. মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?*****

    উত্তরঃ মরু ভাস্কর।

    SSC Bangla 1st Paper Suggestion 2025

    ৪১. তায়েফের অবস্থান কোথায়?*****

    উত্তরঃ সৌদি আরবের দক্ষিনে।

    ৪২. ধী শব্দের অর্থ কি? *****

    উত্তরঃ বুদ্ধি।

    ৪৩. অনুরুদ্ধ শব্দের অর্থ কি?

    উত্তরঃ অনুরোধ করা হয়েছে এমন।

    ৪৪. শেষ পর্যন্ত হযরতের মৃত্যু শয্যার পাশে কে ছিলেন?

    উত্তরঃ মহামতি আবুবকর।

    ৪৫. তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃশ নন-উক্তিটি কার?*****

    উত্তরঃ আবু মা’বদের স্ত্রী উম্মে মা’বদের।

    ৪৬. রাহী শব্দের অর্থ কি?*****

    উত্তরঃ মুসাফির।

    ৪৭. বনফুলের প্রকৃত নাম কি?*****

    উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়।

    ৪৮. নিম গাছ কোন রোগের মহৌষধ?

    উত্তরঃ চর্মরোগের।

    ৪৯. কারা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ?

    উত্তরঃ কবিরাজরা।

    ৫০. নিমের কচি পাতাগুলো অনেকে খায় কেন?

    উত্তরঃ কারন তা যকৃতের পক্ষে ভারি উপকারী।

    ৫১. কবিরাজ কে?*****

    উত্তরঃ যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্যরোগের চিকিৎসা করেন।

    ৫২. বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হন?

    উত্তরঃ বিজ্ঞরা।

    ৫৩. নিমগাছের থোকা থোকা ফুল দেখতে কেমন?

    উত্তরঃ নীল আকাশের নক্ষত্রের মতো।

    আরো দেখুন:

    • এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ফাইনাল সাজেশন ২০২৫
    • SSC English 2nd Paper Final Suggestion 2025
    • SSC English 1st Paper Final Suggestion 2025 
    • এসএসসি বাংলা ২য় পত্র চূড়ান্ত সাজেশন ২০২৫

    ৫৪. নিমগাছ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত?*****

    উত্তরঃ অদৃশ্যলোক।

    ৫৫. লেফাফাদুরস্তি কি?

    উত্তরঃ বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভেতরে প্রতারণা।

    ৫৬. মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন?*****

    উত্তরঃ শিখা পত্রিকা।

    ৫৭. শিক্ষার আসল কাজ কি?*****

    উত্তরঃ মূল্যবোধ সৃষ্টি করা।

    ৫৮. শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি লেখকের কোন প্রবন্ধের অংশবিশেষ?

    উত্তরঃ মনুষ্যত্ব প্রবন্ধের।

    ৫৯. কোন চেষ্টাকে অভিনন্দনযোগ্য বলা হয়েছে?

    উত্তরঃ অর্থচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টাকে।

    ৬০. ফতুর কি?

    উত্তরঃ নিস্ব বা সর্বস্বান্ত।

    SSC Bangla 1st Paper Suggestion 2025

    ৬১. মুক্তির জন্য আমাদের কয়টি উপায় অবলম্বন করতে

    উত্তরঃ দুটি।

    ৬২. লোভের ফলে মানুষের কিসের মৃত্যু ঘটে?

    উত্তরঃ আত্নিক।

    ৬৩. শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?*****

    উত্তরঃ অপ্রয়োজনীয় দিক।

    ৬৪. জ্ঞান পরিবেশন কিসের উপায়?***

    উত্তরঃ মূল্যবোধ সৃষ্টির উপায়,

    ৬৫. আমরা কিসের নিগড়ে বন্দি?

    উত্তরঃ অর্থচিন্তার।

    ৬৬. হরফন মৌলা অর্থ কি?*****

    উত্তরঃ সকল কাজের কাজি।

    ৬৭. প্রবাস বন্ধু গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

    উত্তরঃ দেশে বিদেশে।

    ৬৮. বারকোশ কি?*****

    উত্তরঃ কাঠের তৈরি কানা উঁচু বড় থালা।

    ৬৯. বন্ধু শব্দের অর্থ কি?*****

    উত্তরঃ বড় দেহ।

    ৭০. উত্তমার্ধ শব্দের অর্থ কি?

    উত্তরঃ স্ত্রী বা সহধর্মিনী।

    ৭১. পানশির কোথায় অবস্থিত?*****

    উত্তরঃ উত্তর-আফগানিস্থানে।

    ৭২. মমতাদির কাজের শৃঙ্খলা দেখে কারা খুশি হলেন?

    উত্তরঃ বাড়ির লোকেরা।

    ৭৩. মমতাদি কোন গলিতে বাস করতেন?

    উত্তরঃ জীবনময়ের গলি।

    ৭৪. অনাড়ম্বর শব্দের অর্থ কি?

    উত্তরঃ জাঁকজমকহীন।

    ৭৫. পর্দা ঠেলে উপার্জন কি?

    উত্তরঃ নারীদের অন্তঃপুরে থাকার প্রথা ভেঙ্গে বাইে আয়-রোজগার করা।

    ৭৬. মমতাদি তার মাইনে কত আশা করেছিল?

    উত্তরঃ বারো টাকা।

    ৭৭. মমতাদির কপালের ক্ষত চিহ্নটি কেমন?*****

    উত্তরঃ আন্দাজে পরা টিপের মতো।

    ৭৮. কোন গ্রন্থ থেকে মমতাদি গল্পটি সংকলিত?*****

    উত্তরঃ সরীসৃপ।

    ৮২. গাজুরিয়া মাইর কি?

    SSC Bangla 1st Paper Suggestion 2025

    উত্তরঃ গজারি কাঠের মতো শক্ত ও ভারী কাঠের লাঠি দিয়ে মার দেওয়া।

    ৮৩. স্বাধীন বাংলা বেতারে আবু মোহাম্মদ আলী কার ছদ্মনাম ছিল?*****

    উত্তরঃ আলী যাকেরের।

    ৮৪. কথিকা কি?

    উত্তরঃ নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা।

    ৮৫. জেনারেল নিয়াজি কতজন সৈন্য নিয়ে আত্মসমর্পন করেন?*****

    উত্তরঃ নব্বই হাজার।

    ৮৬. মতিউর রহমানের শ্বশুর কোথায় থাকেন?

    উত্তরঃ গুলশানে।

    ৮৭. ১৯৭১ সালের মে মাসের কত তারিখে মাধ্যমিক স্কুল খোলার কথা হয়েছিল?*****

    উত্তরঃ নয় তারিখে।

    ৮৮. গোয়েবলস রাজনীতিতে কি রটনার প্রবর্তক?

    উত্তরঃ প্রতিহিংসা ও মিথ্যা।

    সাহিত্যের রূপ ও রীতি-হায়াৎ মামুদ

    ৮৯. বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেন কে?

    উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

    ৯০. নাটকের লক্ষ্য কি?

    উত্তরঃ দর্শক সমাজ।

    ৯১. গীতিকবিতা সম্পর্কিত বঙ্কিমচন্দ্রের সঙ্গাটি লেখ।

    উত্তরঃ বক্তার ভাবোচ্ছোসারের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য।

    ৯২. মহাকাব্য কোন কাহিনি অবলম্বনে রচিত হয়?*

    উত্তরঃ যুদ্ধবিগ্রহের কাহিনি।

    ৯৩. নাহি তত্ত্ব নাহি উপদেশ-সাহিত্যের রূপ ও রীতি Bion প্রবন্ধে এই লাইনটির পূর্বের লাইন কি?

    উত্তরঃ নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা

    ৯৪. কালাপাহাড় কি?*****

    উত্তরঃ গিরিশচন্দ্র ঘোষ রচিত নাটক।

    ৯৫. বাংলা ভাষার সার্থক ছোটগল্পকার কে?

    উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

    ৯৬. আরবি-ফারসি শাস্ত্রে কবির কি নেই?

    উত্তরঃ রাগ নেই।

    ৯৭. স্রষ্টা কোন ভাষা বুঝতে পারেন?

    উত্তরঃ সব দেশের মানুষের ভাষা।

    ৯৮. বঙ্গবাণী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?*****

    উত্তরঃ নূরনামা।

    ৯৯. কবি কাদের জন্মপরিচয় সম্পর্কে সন্দেহ পোষন করেছেন?

    উত্তরঃ বাংলাদেশে জন্মগ্রহন করে যারা বাংলা ভাষাকে যারা হিংসা করে।

    ১০০. জুয়ায় শব্দের অর্থ কি?

    উত্তরঃ জোগায়।

    ১০১. কারা হিন্দুর অক্ষরকে হিংসা করে?*****

    উত্তরঃ মারফতে জ্ঞানহীনরা।

    ১০২. বিরলে অর্থ কি?

    উত্তরঃ একান্ত নিরিবিলিতে।

    ১০৩. কপোতাক্ষ নদ কবিতায় অষ্টকের মিলবিন্যাস কি?*****

    উত্তরঃ কখখক কখখক।

    ১০৪. সনেটের ষটকে কি থাকে?*****

    উত্তরঃ ভাবের পরিণতি থাকে।

    ১০৫. কপোতাক্ষ নদ কবিতায় কবির স্মৃতিকাতর রণে কি প্রকাশ পেয়েছে?

    উত্তরঃ অত্যুজ্জল দেশপ্রেম।

    ১০৬. অষ্টক কি?*****

    উত্তরঃ চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণকেই অষ্টক বলে।

    ১০৭. সনেটের বাংলা প্রতিশব্দ কি?*****

    উত্তরঃ চতুর্দশপদী কবিতা।

    ১০৮. জীবন-সঙ্গীত কবিতাটি কোন কবিতার ভাবানুবাদ?*****

    উত্তরঃ A Psalm of Life

    ১০৯. ব্জা শব্দের অর্থ কি?*****

    উত্তরঃ পতাকা বা নিশান।

    ১১০. বৃথসংহার কি ধরনের রচনা?

    উত্তরঃ একটি মহাকাব্য।

    ১১১. বাহ্যদৃশ্য শব্দের অর্থ কি?

    উত্তরঃ বাইরের জগতের চাকচিক্যময় রূপ বা জিনিস।

    ১১২. জীবনের উদ্দেশ্য কি নয়?

    উত্তরঃ মিথ্যা সুখের আশা করে দুঃখ বাড়ানো।

    ১১৩. যশোদ্বারে শব্দের অর্থ কি?

    উত্তরঃ খ্যাতির দ্বারে।

    ১১৪. কবি হেমচন্দ্র বন্দোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম কি?*****

    উত্তরঃ বৃত্রসংহার।

    ১১৫. আমাদের জীবন কিসের মতো ক্ষনস্থায়ী?*****

    উত্তরঃ শৈবালের শিশির বিন্দুর মতো।

    ১১৬. পান্থ শব্দের অর্থ কি?*****

    উত্তরঃ পথিক।

    SSC Bangla 1st Paper Suggestion 2025

    ১১৭. মুসাফির কত বছর প্রভুকে ডাকেনি?

    উত্তরঃ আশি বছর।

    ১১৮. আজারি শব্দের অর্থ কি?*****

    উত্তরঃ রুগন

    ১১৯. কালাপাহাড় এর প্রকৃত নাম কি?*****

    উত্তরঃ রাজচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ।

    ১২০. মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?*****

    উত্তরঃ সাম্যবাদী।

    ১২১. মন্দিরের দুয়ারে কে দাঁড়িয়ে ছিল?

    উত্তরঃ ভুখারি।

    ১২২. কত সালে কাজী নজরুল ইসলাম বাঙালী পল্টনে যোগ দেন?

    উত্তরঃ ১৯১৭ সালে।

    ১২৩. ভুখারি কত দিন অনাহারী ছিল?

    উত্তরঃ সাত দিন।

    ১২৪. পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?*****

    উত্তরঃ এশিরিয়া।

    ১২৫. নৌকাগুলো কোথায় এসে লেগেছে?

    উত্তরঃ চরের খুব কাছে।

    ১২৬. জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কি?*****

    উত্তরঃ প্রকৃতির রহস্যময় সৌন্দর্য।

    ১২৭. চালতা ফুল কিসের জলে ভিজবে?*****

    উত্তরঃ শিশিরের জলে।

    ১২৮. চরের খুব কাছে এসে কি লেগেছে?

    উত্তরঃ খেয়ানৌকাগুলো।

    ১২৯. বেলা অবেলা কালবেলা কার লেখা?

    উত্তরঃ জীবনানন্দ দাশের।

    ১৩০. সেইদিন এই মাঠ কবিতায় উল্লেখিত সভ্যতার নাম কি?**

    উত্তরঃ এশিরিয় ও ব্যাবিলনীয় সভ্যতা।

    ১৩১. আড়ঙ শব্দের অর্থ কি?*****

    উত্তরঃ হাট বা বাজার বা মেলা।

    ১৩২. ছেলে কোথায় ঢ্যাঁপের মোয়া বেঁধে রাখতে বলেছিল?

    উত্তরঃ সাতনরি সিকায় ভরে।

    ১৩৩. পল্লিজননী কবিতায় কোন পাখির ডাক অকল্যানকর?*****

    উত্তরঃ হুতুম পাখির।

    ১৩৪. পল্লিজননী কবিতার মূলকথা কি?*****

    উত্তরঃ অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ।

    ১৩৫. মাটির প্রদিপের তেল কিভাবে ফুরিয়ে এসেছে?

    উত্তরঃ আঁধারের সাথে যুদ্ধ করতে করতে।

    ১৩৬. বুনো পথে কারা কুয়াশা কাফন ধরে চলে?

    উত্তরঃ জোনাকি মেয়েরা।

    ১৩৭. ঘরের চালে কি ডাকে?

    উত্তরঃ হুতুম পেঁচা।

    ১৩৮. কোথা থেকে বিরহণী ডাক ভেসে এসেছে?

    উত্তরঃ পচা ডোবা থেকে।

    ১৩৯. রানারের কাঁধে কিসের বোঝা?

    উত্তরঃ জানা-অজানার।

    ১৪০. রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় কাকে?

    উত্তরঃ সূর্য উঠাকে।

    ১৪১. রানার কি কাজ নিয়েছে?

    উত্তরঃ খবর আনার।

    ১৪২. রানানের কাছে সহানুভূতির চিঠি পাঠাবে কে?

    উত্তরঃ ভোরের আকাশ।

    ১৪৩. রানারের কাজ কি?*****

    উত্তরঃ রানারের কাজ হচ্ছে ডাক বহন করা এবং নতুন খবর

    ১৪৪. রানার ভোরে কোথায় পৌঁছে যাবে?

    উত্তরঃ শহরে।

    ১৪৫. কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা

    উত্তরঃ ২১ বছর।

    SSC Bangla 1st Paper Suggestion 2025

    ১৪৬. রানার কিসের বোঝা হাতে নিয়েছে?

    উত্তরঃ খবরের বোঝা।

    ১৪৭. শূন্য থালা হাতে পথের ধারে বসে ছিল?

    উত্তরঃ হাড্ডিসার এক অনাথ কিশোরী বসে ছিল।

    ১৪৮. কার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে?

    উত্তরঃ রাইফেল কাঁধে বনে-জঙ্গলে ঘুরে বেড়ানো তেজি তরুণের পদভারে।

    ১৪৯. অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দিল?

    উত্তরঃ পিতা মাতার লাশের উপর।

    ১৫০. থুথুরে বুড়োর চোখের নিচে কী ছিল?

    উত্তরঃ অপরাহ্নের দূরবল আলোর ঝিলিক।

    ১৫১. জলপাই রঙের ট্যাংক কীভাবে এলো?*****

    উত্তরঃ দানবের মতো চিৎকার করতে করতে।

    ১৫২. বুক তার বাংলাদেশের হ্রদয়- শামসুর রহমানের কোন ধরনের গ্রন্থ?*****

    উত্তরঃ কাব্যগ্রন্থ।

    ১৫৩. স্বাধীনতার জন্য কার কপাল ভাঙল?*****

    উত্তরঃ সাকিনা বিবির।

    ১৫৪. স্বাধীনতার জন্য কোন বাড়ির বিধবা দাঁড়িয়ে আছে?

    উত্তরঃ মোল্লাবাড়ির।

    ১৫৫. চর্যাপদের আবিষ্কারক কে?*****

    উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী।

    ১৫৬. বাংলাদেশের শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ কে?*****

    উত্তরঃ জয়নুল আবেদিন।

    ১৫৭. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী?*****

    উত্তরঃ চর্যাপদ

    ১৫৮. কতসালে মুগল সম্রাট বাংলা জয় করেন?

    উত্তরঃ ১৫৭৫ সালে।

    ১৫৯. কমলার দীঘি কি?*****

    উত্তরঃ মৈয়নসিংহ গীতিকার একটি পালা।

    ১৬০. দিগন্ত প্লাবিত মাঠ

    উত্তরঃ দুর্বাদলে।

    ১৬১. বজ্রকণ্ঠ বানী অর্থ কি?

    উত্তরঃ সহজে উদ্দীপ্ত দ্যুতিময় বঙ্গবন্ধুর বানী।

    ১৬২. প্রানের সবুজ কী?*****

    উত্তরঃ আমাদের স্বাধীণতা।

    ১৬৩. কোন বিদেশি পত্রিকা শেখ মুজিবকে রাজনীতির কবি বলে আখ্যায়িত করেছেন?*****

    উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজউইক।

    ১৬৪. হাতের মুঠোয় মৃত্যু নিয়ে কারা ৭ই মার্চের ভাষন শুনতে এসেছিলেন?*****

    উত্তরঃ মধ্যবিত্ত, করূণ কেরানি, নারী, বৃদ্ধ।

    ১৬৫. পাতাকুড়ানি কাদের বলা হয়েছে?

    SSC Bangla 1st Paper Suggestion 2025 PDF Download | এসএসসি বাংলা ১ম পত্র চূড়ান্ত সাজেশন ২০২৫

    Download Lecture Sheet

    SSC Bangla 1st Paper Technique Easy Education Suggestion 2025 PDF Download

    Download Suggestion
    SSC 2025 Bangla Suggestion PDF SSC Bangla 1st Paper Suggestion 2025 PDF SSC Bangla Suggestion 2025 এসএসসি বাংলা ১ম পত্র চূড়ান্ত সাজেশন ২০২৫
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    এসএসসি ইতিহাস ও বিশ্বসভ্যতা (সকল বোর্ড) সাজেশন ২০২৫

    April 25, 2025

    এসএসসি ব্যবসায় উদ্যোগ শর্ট সাজেশন ২০২৫ | PDF Download

    January 23, 2025

    এসএসসি সাধারণ বিজ্ঞান চূড়ান্ত সাজেশন ২০২৫ | PDF Download

    January 23, 2025

    এসএসসি পদার্থবিজ্ঞান চূড়ান্ত সাজেশন ২০২৫ | PDF

    January 20, 2025

    এসএসসি সাধারণ গণিত সাজেশন ২০২৫ | PDF Download

    January 20, 2025

    এসএসসি আইসিটি চূড়ান্ত সাজেশন ২০২৫ | PDF Download

    January 19, 2025

    1 Comment

    1. Mamun on April 8, 2025 1:19 am

      Ssc 25 sahessin Bangla

      Reply
    Leave A Reply Cancel Reply

    Latest Update

    এনটিআরসিএ ৭ম নিয়োগ বিজ্ঞপ্তির ৬৭২০৮ শূন্যপদে আবেদন শুরু হয়েছে

    January 12, 2026

    Zoro bumi22.com: Meaning, Trends & Online Streaming Insights

    January 10, 2026

    ৬৭ হাজার ২০৮টি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

    January 6, 2026

    How Many Wickets Constitute a Double Hat-Trick in Cricket?

    January 4, 2026

    Masafun: The Ultimate Platform for Travel and Leisure

    January 3, 2026
    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান
    © 2026 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.