Advertisements
প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি SSC Bangla 2nd Paper Suggestion 2025 PDF। এই সাজেশনে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে, যা তুমি অনলাইনে পড়ার পাশাপাশি পিডিএফ ফাইল ডাউনলোড করে অফলাইনে পড়তে পারবে। তাহলে, শুরু করা যাক!
SSC Bangla 2nd Paper Suggestion 2025 PDF
অনুচ্ছেদ রচনা : SSC Bangla 2nd Paper Suggestion 2025
- একুশের বইমেলা
- শিশুশ্রম
- সত্যবাদিতা
- যৌতুক প্রথা/পণপ্রথা
- বৈশাখী মেলা
- ইন্টারনেট
- কম্পিউটার
- যানজট
- পরিবেশ দূষণ
- মুক্তিযুদ্ধ
- নারীশিক্ষা
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/একুশে ফেব্রুয়ারি/ শহিদ দিবস
- স্বাধীনতা দিবস
- বইপড়া
- বিজয় দিবস
- বইমেলা
- গ্রন্থাগার
- খাদ্যদ্রবো ভেজাল বা খাদ্যে ভেজাল
- জাতীয় পতাকা
সারাংশঃ SSC Bangla 2nd Paper Suggestion 2025
- জাতি শুধু বাইরের… মহৎ কর্মের যোগ্যতা।
- মাড়াগ্রহের তুলনা নাই… করিতে ব্যস্ত হয়।
- আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে… করিতে সন্ধের থাকে না।
- অতীতকে ভুলে যাও…- জীবন নিয়ে বাঁচতে।
- শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ…. নিজেকে পূর্ণ করে।
- মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী…. আনয়নে সক্ষম।
- তুমি বসন্তের কোকিল …..শীত বর্ষার কেহ নও।
- তুমি জীবনাক সার্থক-সুন্দর…. সুন্দর হইয়া উঠিবে।
- কীসে হয় মর্যাদা? …তোমার অবজ্ঞায় বলব-যাও।
- মহাসমুদ্রের শত বছরের…. কে বাঁধিয়া রাখিয়াছে।
- অভ্যাস ভয়ানক জিনিস….. তাহলে সব পণ্ড হবে।
- মানুষের মূলা কোথায়?…. চরিত্রবান মানে এই।
- অভাব আছে বলিয়া….. সার্থকতা লাভ করিয়াছে।
সারমর্মঃ SSC Bangla 2nd Paper Suggestion 2025
- দৈন্য যদি আসে… উর্ধে দুহাত বাড়াস।
- কোথায় স্বর্গ কোথায় নরক…. আমাদেরই কাঁড় ঘরে।
- আসতেছে শুত দিন …..আসে নব উত্থান।
- শৈশার সদুনদেশ… আসিলে ফিরে?
- সার্থক জনম আমার…. মুদর নয়ন শেষে।
- পরের মুখে শেখা বুলি…. পাবি নারে।
- বসুমতী কেন তুমি …..তাহে নিতান্তই ছাড়ে।
- নিন্দুকেরে বাসি.. পূর্ণ হাতে তাহার কুণা তরে।
- দণ্ডিতের সাথে দত্তদাতা কাঁদে… তুমি তার কাছে।
ভাবসম্প্রসারণ (কবিতাংশ): SSC Bangla 2nd Paper Suggestion 2025
- স্বদেশের উপকারে নেই… পশু সেইজন।
- ক্ষুদার রাজ্যে পৃথিবী ..ঝলসানো রুটি।
- গ্রন্থগত বিদ্যা আর পরছতে… নহে ধন, হলে প্রয়োজন।
- অন্যায় যে করে আর অন্যায়.. তারে তৃণ সমদাহ।
- বিশ্রাম কাজের অঙ্গ.. যেন নয়নের পাতা।
- আলো বাল, ‘অন্ধকার ,.. তাই তুমি আলো।
- মেঘ দেখে কেউ …অন্ধকারেই ফিরে আসে।
- শৈবাল দীঘিরে বাল উচ্চ ফোঁটা দিলেম শিশির।
- নানান দেশের নানান ভাষা/বিনা স্বাদশি ভাষা মিটে কি আশা?
- পরের অনিষ্ট চিন্তা করে …অনিষ্ট বীজ করে সে বপন।
- সকলের তরে সকলে আমরা/ প্রাতাকে মোরা পরের তরে।
ভাবসম্প্রসারণ (গদ্যাংশ): SSC Bangla 2nd Paper Suggestion 2025
- মানুষ বাঁচে তার কর্মের মাধ্য, বয়সের মাধা নয়।
- আপনি আচরি ধর্ম শিখাও অনরে।
- দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজা
- আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।
- চরিত্র মানুষের অমূল্য সম্পদ।
- পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
- দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়।
- ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ।
- কীর্তিমানের মৃত্যু নাই।
- বই কিনে কেউ দেউলিয়া হয় না।
- দুঃখের মতো এত বড়ো পরশনাথর আর নাই।
আরো দেখুন:
চিঠিপত্র (বাক্তিগত নত্রে):
- এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে, তা জানিয়ে। তামার বন্ধুকে একখানা পত্র লোখা।
- সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধুর কাছে একটি পত্র লেখো।
- ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো।
- মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তোমার ভবিষ্যৎ জীবনের লাভা জানিয়ে বন্ধুকে একটি পত্র লোখা।
- তোমার প্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকার বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো।
- ছাত্রজীবনে শিক্ষামূলক সফরের উপকারিতা বর্ণনা করে বন্ধুর কাছে পত্র লেখো।
চিঠিপত্রে (অভিনন্দনপত্র/মানপত্র/আবেদনপত্র):
- তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষ্যে একটি বিদায় অভিনন্ধন পত্র রচনা করো।
- তোমার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলাস্ক একখানা মানপত্র রচনা করো।
- রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন উপলক্ষো আমন্ত্রণপত্র লেখো।
চিঠিপত্র (সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র):
- স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের উনাযাগী একটি পত্র লেখো।
- সড়ক দুঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি চিঠি লেখো।
- তোমার এলাকায় একটি প্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি
- আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একখানা পত্র লোখা।
- দ্রব্যমুলোর উর্দ্ধাতি বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো।
- বাক্ষরোপণ সপ্তায় পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রের প্রকাশের জন্য পত্র লেখো।
- তোমার এলাকার রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একখানা পত্র লেখো।
চিঠিপত্র (চাকরির আবেদনপত্র):
- মনে করো, তুমি সুমাইয়া/সালমান, আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসোর নিয়োগ পেতে চাও। নিয়োগ প্রাপ্তির জন্য একখানা আবেদনপত্র (লাখা
- প্রশংসাপত্র চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।
- তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যান/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লেখো।
- শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।
- মান করো, তুমি হাওলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাসেল। তোমার বিদ্যালয়ের পানিতে আর্সেনিক আছে। আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার মেয়রের কাছে
চিঠিপত্র (ব্যবসায়িকনত্র):
- ডাকযোগে বই পাঠানোর জন্য বিক্রয় কর্মকর্তা/পুস্তক ব্যবসায়ীর নিকট আবেদনপত্র লেখো।
- তোমার বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায়-সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।
- বিদ্যালয়ে শাহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।
- যানজট সমস্যার কারণ ও প্রতিকার’ বা তোমার শহরের যানজট সমস্যার উপরে একটি প্রতিবেদন রচনা করো।
- নিভাশ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণ ও প্রতিকার সম্বন্ধে রা একটি প্রতিবেদন তৈরি করো।
- সপ্তম্প্রতি দোসা সড়ক দুর্যটিনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো।
- নিরাপদ সড়ক চাই শিরোনামে পত্রিকায় প্রকাশ উপযোগী একখানা প্রতিবেদন রচনা করো।
- খাদ্যে ভেজাল ও তার প্রতিকার সম্বন্দ্বে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।
- সাম্প্রতিক করায় তোমার এলাকায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রন্থ জনজীবনের বিবরণ দিয়ে দৈনিক পত্রিকা প্রকাশের য. উপযোগী একটি প্রতিবেদন রচনা করো।
- সড়াকর দুরবস্থা সম্পার্ক একটি সংবাদ প্রতিবেদন রচনা করো
- মাদকাসক্তি যুবসমাজের অবক্ষয়ের অন্যতম একটি প্রধান কারণ বা ‘মাদককে না বলুন বা
- মাদকাসক্তির কুফল ও প্রতিকার শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।
- পরিবেশগত ভারমামা রক্ষার জনা বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি করো।
প্রবন্ধ: SSC Bangla 2nd Paper Suggestion 2025
- সময়ানুবতিতা
- মানবকল্যাণে বিজ্ঞান
- দেশ গঠনে ছাত্রসমাজের ভূমিকা
- কম্পিউটার: বিজ্ঞানের বিসায়
- মাদকাসক্তি ও এর প্রতিকার
- পরিবেশ দূষণ ও প্রতিকার
- কৃষিকাজে বিজ্ঞান
- অধ্যবসায়
- শ্রামর মর্যাদা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ
- কৃষি উদ্যোক্তা
- বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য
- বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
- জাতি গঠনে নারী সমাজের ভূমিকা
- চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞান
- অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ
SSC Bangla 2nd Paper Suggestion 2025 PDF Download
SSC Bangla 2nd Paper Technique Easy Education Suggestion 2025 PDF Download
ACS Future School SSC Bangla 2nd Paper Suggestion 2025 PDF Download
Advertisements