Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » এসএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৩ (২০২৫) PDF
    এসএসসি মডেল টেস্ট ২০২৫

    এসএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০৩ (২০২৫) PDF

    EduQuest24By EduQuest24February 17, 2025No Comments9 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    SSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট ৩
    SSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট ৩
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    SSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট ৩ PDF Download : এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন সিলেবাসে নতুন মানবণ্টনের ভিত্তিতে SSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট ৩ তৈরি করতে আমরা চেষ্টা করেছি। এখানে সৃজনশীল অংশের জন্য ৭০ নম্বর এবং বহুনির্বাচনী অংশের জন্য ৩০ নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে। এসএসসি পরিক্ষার আগে নিজেকে যাচাই ও নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করে প্রস্তুতি নেও। তাহলে চলো, শুরু করি।


    SSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট ৩ (২০২৫)

    ক অংশ-গদ্য (SSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট ৩)

    ১। বিধবা সীমা ছোট মেয়ে শীলাকে নিয়ে নিশাদপুর গ্রামে বাস করে। সীমা অর্ধাহারে-অনাহারে মেয়েকে নিয়ে একটি ছাগল পালন করে। সীমা কল্পনা করে আর ভাবে, পূজায় ছাগলটি বিক্রি করে মেয়েকে নতুন জামা কিনে দেবে এবং বর্ষায় বৃষ্টির পানিতে ভেজা ফেরাতে কয়েকটি টিন কিনে ঘরে লাগাবে। পূজায় পাশের বাড়ির বড়কর্তা টাকা না দিয়ে ছাগলটি নিয়ে যায়। কর্তার কথা ও ভাবনা হলো, তোর ছাগল তো আমার জায়গার ঘাস খেয়ে বড় হয়েছে। পূজায় মেয়েকে নিয়ে এসে ভালোমন্দ খেয়ে যাস। শত বিলাপ, কান্নাকাটি ও বিচার দিয়েও সীমা টাকা না পেয়ে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়।

    ক. ‘সন্ধ্যাহ্নিক’ কী?
    খ. কাঙালীর কণ্ঠ কেন কান্নায় ফেটে পড়তে চাইল?
    গ. উদ্দীপকের সীমা ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর।
    ঘ. “উদ্দীপক ও ‘অভাগীর স্বর্গ’ গল্পের পরিণতি একই সূত্রে গাঁথা”-মন্তব্যটি বিশ্লেষণ কর।

    ২। বরিশাল জিলা স্কুল থেকে ‘সবুজপাতা’ নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়েছে। প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নিকট থেকে লেখা আহ্বান করেছেন। শিক্ষকগণের বেশি লেখায় তথ্যবহুল মননশীল বস্তুনিষ্ঠ সাহিত্যকর্ম ফুটে উঠেছে। শিক্ষার্থীদের লেখায় তাদের জীবনের ছোট ছোট ঘটনা সহজ-সরল ভাষায় ফুটে উঠেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের বৈচিত্র্যময় লেখনীতে ‘সবুজ পাতা’ সমকালের শ্রেষ্ঠ সাহিত্য পত্রিকা।

    ক. ‘নীলদর্পণ’ নাটকটি কে লিখেছেন?
    খ. ‘ট্র্যাজেডি’ বলতে কী বোঝ?
    গ. উদ্দীপকে শিক্ষার্থীদের লেখা ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের সাহিত্যের কোন শাখার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
    ঘ. ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের আলোকে উদ্দীপকে শিক্ষকদের লেখার বৈশিষ্ট্য নিরূপণ কর।

    ৩। হযরত নূহ (আ.) ধর্ম ও ন্যায়ের পথে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এতে মাত্র চল্লিশজন মানুষ সাড়া দেন। বাকিরা সবাই তার বিরোধিতা শুরু করে নানা অত্যাচারে তাকে অতিষ্ঠ করে তোলে। এ অত্যাচার সহনাতীত হলে তিনি একপর্যায়ে অত্যাচারীর বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ জানান। আল্লাহর হুকুমে তখন এমন বন্যা হয় যে, ওই চল্লিশজন বাদে সকল অত্যাচারী ধ্বংস হয়ে যায়।

    ক. হিজরত বলতে কী বোঝ?
    খ. ‘বীরবাহু ওমরের’ পরিচয় দাও।
    গ. হযরত নূহ (আ.) যেদিক দিয়ে হযরত মুহম্মদ (স.) থেকে ভিন্ন তা ব্যাখ্যা কর।
    ঘ. “উদ্দীপকটি ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধের খণ্ডাংশমাত্র”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

    ৪। ড. মামুনুর রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক। তিনি নাট্যরূপ দেওয়ার জন্য বিভিন্ন লোককবির পালাগান ও কাহিনি সংগ্রহ করার চেষ্টা করেন। একবার তিনি সাভারের প্রত্যন্ত অঞ্চলের দুইজন লোককবির লোকগাথা সংগ্রহ করেন। পরে তিনি ওই গাথাগুলোর নাট্যরূপ দিয়ে তার বিভাগের শিক্ষার্থীদের দ্বারা অভিনয় করান। পরে রেকর্ডিং করে সারাবিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিলেন।

    ক. পল্লিসাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্নবিশেষ?
    খ. ফোকলোর সোসাইটির কাজ লেখ।
    গ. উদ্দীপকের অধ্যাপক সাহেবের কাজের মধ্যে ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধের প্রতিফলিত দিকটি ব্যাখ্যা কর।
    ঘ. “অধ্যাপক সাহেবের পদক্ষেপ ড. মুহম্মদ শহীদুল্লাহ্র চাওয়াকেই তুলে ধরেছে”- বক্তব্যটি ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধের আলোকে মূল্যায়ন কর।

    খ অংশ-কবিতা (SSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট ৩)

    ৫। খোকা খুকু এই ভাষাতে/লেখন লেখে পাঠশালাতে জ্ঞানী গুণী এই ভাষাতে/লেখন লেখেন দিনে রাতে, ভাবের মানিক রতন দিয়ে ভরান ভাষার ডেরা ও ভাই মাতৃভাষা বাংলা আমার সকল ভাষার সেরা।

    ক. ‘বঙ্গবাণী’ কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
    খ. ‘দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ’ বলতে কী বোঝানো হয়েছে?
    গ. উদ্দীপকে ‘বঙ্গবাণী’ কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা কর।
    ঘ. “উদ্দীপকে শেষ চরণটিতে ‘বঙ্গবাণী’ কবিতার সমগ্র ভাব ফুটে উঠেছে”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

    ৬। এইবার আমি যাই/উষ্ট্রের রশি ধরিয়া অগ্রে, তুমি উঠে বস উটে, তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে ভৃত্য দস্ত চুমি কাঁদিয়া কহিল, উমর কেমনে এ আদেশ কর তুমি? উষ্ট্রের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি আর হেঁটে যাবে খলিফা উমর ধরি সে উটের রশি? SSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট ৩

    ক. কালাপাহাড়ের প্রকৃত নাম কী?
    খ. “তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়”- কথাটি বুঝিয়ে লেখ।
    গ. উদ্দীপকটিতে ‘মানুষ’ কবিতার চরিত্রগত যে বৈসাদৃশ্য ভাব ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
    ঘ. “উদ্দীপকটির মূলভাব ‘মানুষ’ কবিতার প্রতিপাদ্য বিষয়”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

    ৭। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে, হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা-মাতার লাশের উপর। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে-বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে-

    ক. ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কার্তুজ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
    খ. ‘চির কবিতার দেশ’ বলতে কী বোঝানো হয়েছে?
    গ. উদ্দীপক ও ‘সাহসী জননী বাংলা’ কবিতার ভাবগত সাদৃশ্য ব্যাখ্যা কর।
    ঘ. “উদ্দীপকের ভাবনায় ‘সাহসী জননী বাংলা’ কবিতার সামগ্রিক ভাব ফুটে উঠেছে”- মূল্যায়ন কর।

    গ অংশ-উপন্যাস (SSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট ৩)

    ৮। গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধা। তাদের নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ। পাকিস্তানি সৈন্যরা রাজাকারদের সহায়তায় মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নানু মিয়া। কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করলেন।

    ক. উপন্যাস কাকে বলে?
    খ. উপন্যাসের ‘আখ্যানভাগ’ বলতে কী বোঝ?
    গ. উদ্দীপকের রাজাকাররা ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে যাদের সাথে সাদৃশ্যপূর্ণ তাদের সম্পর্কে আলোচনা কর।
    ঘ. “কৌশলগত ভিন্নতা থাকলেও ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বুধা ও উদ্দীপকের নূর মোহাম্মদ শেখের লক্ষ্য এক ও অভিন্ন”- মন্তব্যটির যৌক্তিকতা নিরূপণ কর।

    ৯। অনেক যুদ্ধ গেল/অনেক রক্ত গেল
    শিমুল তুলোর মতো সোনা-রুপা ছড়াল বাতাস।/ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না,
    নরম নোলক পরা বোনটিকে আজ আর কোথাও দেখি না।/কেবল পতাকা দেখি
    কেবল উৎসব দেখি/স্বাধীনতা দেখি।

    ক. বুধাকে খোকনবাবু বলে কে ডাকে?
    খ. মতিউর খুশিমনে বাড়ি ফিরে যায় কেন?
    গ. উদ্দীপকের কবিতাংশটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন বিশেষ দিক নির্দেশ করে? বর্ণনা কর।
    ঘ. উদ্দীপকে বর্ণিত দিকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের সমগ্র দিক ধারণ কি? যৌক্তিক বিশ্লেষণ কর।

    ঘ অংশ-নাটক (SSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট ৩)

    ১০। আসলামপুরের বড় পির রহমতউল্লাহর কাছে প্রিয় মুরিদ আতিক ছোট মেয়ে লতিফাকে বিয়ে দিতে চায়। কিন্তু পির তাকে বলেন, মেয়েকে উপযুক্ত পাত্র খুঁজে তার কাছাকাছি বয়সের কারো সাথে বিয়ে দাও। পিরের পরামর্শে লতিফাকে ভালো পাত্র দেখে বিয়ে দেয় এবং সংসারজীবন সুখী ও সাফল্যময় হয়ে ওঠে।

    ক. ‘Drama’ কোন শব্দ থেকে এসেছে?
    খ. নাটকের ঐক্য বলতে কী বোঝ?
    গ. উদ্দীপক ও ‘বহিপীর’ নাটকের বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।
    ঘ. “বহিপীর উদ্দীপকের বড় পিরের মতো হলে তাহেরার জীবন ভিন্নরকম হতো”- তোমার মতামত দাও।

    ১১। জীর্ণশীর্ণ মজিদ গারো পাহাড় ছেড়ে ভাগ্যের পরিবর্তন ঘটাতে মহব্বতনগর গ্রামে এসে হাজির হয়। অত্যন্ত সুকৌশলে ওই গ্রামের লোকদের গালাগাল শুরু করে। “আপনারা জাহেল, বেএলেম, আনপাড়হ। মোদাচ্ছের পিরের মাজারকে আপনারা এমন করি ফেলি রাখছেন?” মহব্বতনগর গ্রামের বাইরে বাঁশঝাড়। সেই বাঁশঝাড়ের কাছে একটি পরিত্যক্ত পুকুরের পাশে ঘন গাছপালার ছায়ায় এক প্রাচীন কবর। কেউ জানে না যে, ওটা মোদাচ্ছের পিরের মাজার।

    ক. ‘শর্মিষ্ঠা’ নাটকটি কত সালে রচিত হয়?
    খ. হকিকুল্লাহর পরিচয় দাও।
    গ. উদ্দীপকটি ‘বহিপীর’ নাটকের কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
    ঘ. “পিরভক্তি ও পিরপ্রথার দিক থেকে উদ্দীপক ও ‘বহিপীর’ নাটক একসূত্রে গাঁথা”- মন্তব্যটি বিশ্লেষণ কর।


    আরো পড়ুন:

    • এসএসসি বাংলা ১ম পত্র ফাইনাল মডেল টেস্ট ০১
    • এসএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ০২

    বহুনির্বাচনী অংশ (SSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট ৩)

    ১. নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল হয়ে কে দাঁড়িয়ে আছে?

    K বালিকা
    M বিড়ালশাবক
    L বালক
    N বাণীকণ্ঠ

    ২. ‘শুক্লাদ্বাদশী’ শব্দের অর্থ কী?

    K চাঁদের দশ দিন
    L চাঁদের পনেরোতম দিন
    M চাঁদের বারোতম দিন
    N চাঁদের অমাবস্যা

    ৩. লেখক ‘অভাগীর স্বর্গ’ গল্পে কোন বিষয়কে বিস্ময়ের বস্তু বলেছেন?

    K রসিক দুলের আচরণকে
    L অভাগীর কাঙালীর মা হয়ে বেঁচে থাকাকে
    M অভাগীর স্বপ্ন দেখাকে
    N অধর রায়ের আচরণকে

    ৪. অভাগীর আশ্রয় কোথায় হলো?

    K চন্দন কাঠের অগ্নিতে
    L নদীর চরে
    M নদীর পানিতে
    N কোনোটিই নয়

    ৫. ‘ফক্কিকার’ অর্থ কী?

    K ভূয়োদর্শন
    L বইয়ের খণ্ড
    M ফাঁকিবাজি
    N দারিদ্র্য
    ৬. নিচের কোনটি রোমাঁ রোলাঁর অমূল্য কীর্তি?

    K মা
    M ভোলপন
    L ফস্টাস
    N জ্যাঁ ক্রিস্তফ

    ৭. কাঁঠালতলায় দাঁড়িয়ে কে নিরুৎসাহভাবে এদিক ওদিক চাইতে লাগল?

    K দুর্গা
    M সর্বজয়া
    L অপু
    N হরিহর

    ৮. অপু ও দুর্গার জীবন প্রকৃতিঘনিষ্ঠ হওয়ার কারণ হলো-

    i. তারা প্রকৃতিকে ভালোবাসে
    ii. তারা প্রকৃতির কোলে মানুষ
    iii. প্রকৃতি তাদের বাঁচার প্রেরণা

    নিচের কোনটি সঠিক?

    K. ü, ii L. I, iii M. iiiiii N. iii

    ৯. কবি এবং কবিরাজের মধ্যকার পার্থক্য পরিলক্ষিত হয়-

    i. কার্যকলাপে
    ii. মানসিকতায়
    iii. বিষয়বুদ্ধিতে

    নিচের কোনটি সঠিক?

    K. ü L. iii M. iii, ii N. iও ii

    ১০. জ্ঞান ও অন্তরের মুক্তি ব্যক্তিকে কোন বোধে উন্নীত হওয়ার শিক্ষা দেয়?

    K হিংসাবোধে
    L মনুষ্যত্ববোধে
    M সহমর্মিতাবোধ
    N ভ্রাতৃত্ববোধে

    ১১. মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে ‘দিবারাত্রির কাব্য’ রচনা করেন?

    K ২০ বছর
    L ২২ বছর
    M ৩০ বছর
    N ২১ বছর

    ১২. কার কাছে রুমীর প্রাণভিক্ষা চাওয়াকে তার অদর্শ পরিপন্থি বলে মনে করে?

    K ডা. রাব্বির কাছে
    L খুনি সরকারের কাছে
    M পাকবাহিনীর কাছে
    N মুক্তিযোদ্ধাদের কাছে

    ১৩. ‘নিরঞ্জন’ শব্দের অর্থ কী?

    K আপনি
    L নির্মল
    M মরমি
    N গুণ

    ১৪. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নিচের কোন বিষয়কে কেন্দ্র করে ‘বৃত্রসংহার’ নামক মহাকাব্য রচনা করেন?

    K প্রকৃতিপ্রেমের
    M মাতৃপ্রেমের
    L স্বদেশপ্রেমের
    N আত্মপ্রেমের

    ১৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জুতা-আবিষ্কার’ কবিতাটি নিচের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?

    K চিত্রা কাব্যগ্রন্থ
    L শ্যামলী কাব্যগ্রন্থ
    M কল্পনা কাব্যগ্রন্থ
    N পুনশ্চ কাব্যগ্রন্থ

    ১৬. সত্যেন্দ্রনাথ দত্তের মৌলিক কাব্যগুলো হলো-

    i. কুহু ও কেকা
    ii. তীর্থরেণু
    iii. বেণু ও বীণা
    iv. বেলা শেষের গান

    নিচের কোনটি সঠিক?

    K. i (iv) L. iiiii M. i, iii iv N. i, ii ও iii

    ১৭. নির্জন পরিবেশে কে দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায়?

    K সাদা জলরাশির ধারা
    L পাহাড়
    M অম্বুরাশি
    N গাছপালা

    ১৮. ঘরের চালেতে হুতুমের ডাক কীসের সংকেত দেয়?

    K কল্যাণের সুর
    L অকল্যাণের সুর
    M সান্ত্বনার বাণী
    N দুর্ভিক্ষের আগমন

    ১৯. সিকান্দার আবু জাফর সাংবাদিকতা করেন-

    i. দৈনিক ইত্তেফাক পত্রিকায়
    ii. দৈনিক যুগান্তর পত্রিকায়
    iii. দৈনিক মিল্লাত পত্রিকায়
    iv. মাসিক সমকাল পত্রিকায়

    নিচের কোনটি সঠিক?

    K. isii L. ii ও iv M. i, iii iv N. i, ii ও iv

    ২০. ‘হরিণের মতো যায়’- এটি একটি-

    K উপমা
    M রূপক
    L প্রতীক
    N ব্যঞ্জনা

    ২১. শামসুর রাহমানের সময়কাল কত?

    K ১৯২৮-২০০৬
    L ১৯০৩-১৯৫৮
    M ১৮৬১-১৯৪২
    N ১৯২৯-২০০৬

    ২২. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতাটি শামসুর রাহমানের নিচের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

    K বন্দী শিবির থেকে
    L নিরালোকে দিব্যরথ
    M বিধ্বস্ত নীলিমা
    N নিজ বাসভূমে

    ২৩. মানুষকে মানুষ হইয়া ঘৃণা করা কীসের ধর্ম নয়?

    K মানবতার
    L মানবজাতির
    M আত্মার
    N পৃথিবীর

    ২৪. কবি কামাল চৌধুরী সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য যেসব পুরস্কারে ভূষিত হন-

    i. বাংলা একাডেমি পুরস্কার
    ii. একুশে পদক
    iii. প্রেসিডেন্ট পদক
    iv জাতীয় চলচ্চিত্র পুরস্কার

    নিচের কোনটি সঠিক?

    K. ii L. i, ii ও iv M. i, iii iv N. iও iv

    ২৫. উপন্যাসের প্রধান উপাদান কোনটি?

    K চরিত্র
    M কাহিনি
    L সংলাপ
    N পরিবেশ

    ২৬. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসটিকে নিচের কোন শ্রেণির উপন্যাস বলা যেতে পারে?

    K ঐতিহাসিক উপন্যাস
    L সামাজিক উপন্যাস
    M কাব্যধর্মী উপন্যাস
    N কিশোর উপন্যাস

    ২৭. বুধার রোজগারের উপায় হলো-

    i. জেলে নৌকায় মাছ ধরা
    ii. স্টেশনে কুলিগিরি করা
    iii. অন্যের খেতে কামলা খাটা
    iv. গান গাওয়া

    নিচের কোনটি সঠিক?

    K. iiii L. iও ii M. ii ও iii N. i, ii ও iii

    ২৮. নিচের কোনটি মিশ্র শিল্পমাধ্যম?

    K প্রবন্ধ
    M কবিতা
    L উপন্যাস
    N নাটক

    ২৯. ‘বহিপীর’ নাটকটিতে ফুটে উঠেছে-

    i. কুসংস্কার
    ii. ধর্মান্ধতার বাস্তব চিত্র
    iii. এসবের পক্ষে অবস্থান
    iv. পিরদের সম্মান বাড়ানোর প্রয়াস

    নিচের কোনটি সঠিক?

    K. i L. iⅱ, iv M. isii N. i, iii iv

    ৩০. তাহেরাকে স্নেহ করলেও খোদেজা বহিপীরের পক্ষ নেয় কেন?

    K তাহেরার উপকারের জন্য
    L পিরের বদদোয়ার জন্য
    M স্বামীকে সহযোগিতার জন্য
    N পির অর্থ দেবেন বলে


    SSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট ৩ (২০২৫) | SSC Bangla 1st Paper Model Test 2025 PDF Download.

    Download Model Test
    ssc bangla 1st paper model test 3 ssc bangla 1st paper question SSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট ৩
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং মডেল টেস্ট ২০২৫ PDF

    March 8, 2025

    এসএসসি তথ্য ও যোগযোগ প্রযুক্তি মডেল টেস্ট ২০২৫ PDF

    March 8, 2025

    এসএসসি পৌরনীতি ও নাগরিকতা মডেল টেস্ট ২০২৫ PDF

    March 8, 2025

    এসএসসি পদার্থবিজ্ঞান মডেল টেস্ট ২০২৫ PDF

    March 7, 2025

    এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট ২০২৫ PDF

    March 7, 2025

    এসএসসি ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট ২০২৫ PDF

    March 7, 2025
    Leave A Reply Cancel Reply

    Latest Update

    এনটিআরসিএ ৭ম নিয়োগ বিজ্ঞপ্তির ৬৭২০৮ শূন্যপদে আবেদন শুরু হয়েছে

    January 12, 2026

    Zoro bumi22.com: Meaning, Trends & Online Streaming Insights

    January 10, 2026

    ৬৭ হাজার ২০৮টি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

    January 6, 2026

    How Many Wickets Constitute a Double Hat-Trick in Cricket?

    January 4, 2026

    Masafun: The Ultimate Platform for Travel and Leisure

    January 3, 2026
    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান
    © 2026 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.