তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি বাংলা ১ম পত্র তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন PDF Download

Advertisements

এইচএসসি বাংলা ১ম পত্র তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন PDF ফাইলে প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ আমি তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে আমাদের তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।

HSC তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF

প্রশ্ন ১। “কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি” –কার কথা বলা হয়েছে? [ঢা. বো. ১৯, ১৭]

উত্তর : “কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি” –এখানে কবির কথা বলা হয়েছে।

প্রশ্ন ২। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির নীরবতার কারণ কী? [য. বো. ১৯]

Advertisements

উত্তর : ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির নীরবতার কারণ প্রিয়জন হারানোর শোক ও গভীর বেদনাবোধ।

প্রশ্ন ৩। ‘পাথার’ শব্দের অর্থ কী? [কু. বো. ১৯; দি. বো. ১৯]

উত্তর : ‘পাথার’ শব্দের অর্থ সমুদ্র

প্রশ্ন ৪। কবি সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন? [সি. বো. ১৯]

উত্তর : ১৯৯৯ সালে।

প্রশ্ন ৫। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? [য. বো. ‘১৭; চ. বো. ১৬]

উত্তর : “তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় প্রকাশিত হয়৷

প্রশ্ন ৬। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন ছন্দে লেখা? [কু. বো. ‘১৭]

উত্তর : ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা

প্রশ্ন ৭। কবি সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: কবি সুফিয়া কামাল বরি শালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ৮। কুহেলি শব্দের অর্থ কী? [পটিয়া সরকারি কলেজ]

উত্তর: কুহেলি শব্দের অর্থ কুয়াশা।

প্রশ্ন ৯। তাহারেই পড়ে মনে কবিতাটি কত সালে প্রকাশিত হয়েছে?

উত্তর: তাহারেই পড়ে মনে কবিতাটি ১৯৩৫ সালে প্রকাশিত হয়েছে।

আরো পড়ুন :

প্রশ্ন ১০। ঋতুর রাজন কী লাভ করেনি বলে কবির জিজ্ঞাসা? [শেরপুর সরকারি কলেজ]

উত্তর: ঋতুর রাজন পুষ্পরতি লাভ করেছে কিনা এটাই কবির জিজ্ঞাসা।

প্রশ্ন ১১। মাধবী শব্দের অর্থ কী? [ঝালকাঠি সরকারি কলেজ]

উত্তর: মাধবী শব্দের অর্থ বাসন্তী লতা।

প্রশ্ন ১২। তাহারেই পড়ে মনে কবিতায় কতটি চরণ রয়েছে?

উত্তর: তাহারেই পড়ে মনে কবিতায় ত্রিশটি চরণ রয়েছে।

তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১৩। ইতল বিতল কোন ধরনের রচনা?

উত্তর: ইতল বিতল হল শিশুসাহিত্য।

প্রশ্ন ১৪। কবি সুফিয়া কামাল কী সম্ভাষণে ভূষিত হয়েছেন?

উত্তর: কবি সুফিয়া কামাল জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন।

প্রশ্ন ১৫। কুঁড়ি শব্দের অর্থ কী?

উত্তর: কুঁড়ি শব্দের অর্থ মুকুল বা অফোটা ফুল।

প্রশ্ন ১৬। সুফিয়া কামাল কতদূর পড়ালেখা করেছেন?

উত্তর: সুফিয়া কামাল স্বশিক্ষায় শিক্ষিত।

এইচএসসি বাংলা ১ম পত্র তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন PDF Download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top