Two Women

HSC English 1st paper Two Women | Unit – 1 , Lesson – 3 Two Women Question & Answer

Advertisements

Unit – 1 : People or Institutions Making History

lesson – 3 : Two Women

➤[A] Read the following text on two women of extraordinary achievements and answer the questions that follow:

Two Women part – 1

Valentina Tereshkova

ভ্যালেন্তিনা তেরেসকোভা

Valentina Tereshkova was born in a village in Central Russia on 6 March 1937. Her father was a tractor driver and her mother worked in a textile plant. At the age of eight she began her schooling but did not enjoy it much. She left the school within a few years. Afterwards she completed her education through distance learning. She became interested in parachuting from a young age, and trained in skydiving at the local Aeroclub, making her first jump at age 22 on 21 May 1959. It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut.

Advertisements

ভ্যালেন্তিনা তেরেসকোভা ১৯৩৭ সালের ৬ মার্চ মধ্য রাশিয়ার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন ট্রাক্টর চালক এবং তাঁর মা বস্ত্র কারখানায় কাজ করতেন। আট বছর বয়সে তিনি। বিদ্যালয়ে পড়াশুনা শুরু করেন কিন্তু এতে খুব একটা আনন্দ পাননি। কয়েক বছরের মধ্যে তিনি বিদ্যালয়ে যাওয়া ছেড়ে দেন। পরবর্তীতে দূর শিক্ষণের মাধ্যমে তিনি তাঁর লেখাপড়া শেষ করেন। অল্প বয়সেই তিনি প্যারাসুটিং-এ আগ্রহী হয়ে ওঠেন এবং স্থানীয় এ্যারোক্লাব-এ স্কাইডাইভিং-এ প্রশিক্ষণ নিয়ে ১৯৫৯ সালের ২১ মে ২২ বছর বয়সে প্রথম ঝাঁপ দেন। স্কাইডাইভিং-এ তাঁর দক্ষতাই নভোচারী হিসেবে তাঁর নির্বাচিত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে।

After the flight of Yuri Gagarin, the first human being to travel to outer space in 1961, the Soviet Union decided to send a woman in space. On 16 February 1962, ‘proletaria’ Valentina Tereshkova was selected for this project from among more than four hundred applicants. Tereshkova had to undergo a series of training that included weightless flights, isolation tests, centrifuge tests, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps and pilot training in MiG-15UTI jet fighters.

১৯৬১ সালে মহাশূন্যে ভ্রমণ করা প্রথম ব্যক্তি ইউরি গ্যাগারিন এর উড্ডয়নের পর সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে একজন মহিলাকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ১৯৬২ সালের ১৬ ফেব্রুয়ারি অখ্যাত/সাধারণত ভ্যালেন্তিনা তেরেসকোভা চারশ এরও বেশি আবেদনকারীদের মধ্যে নির্বাচিত হয়েছিলেন। তেরেস্কোভাকে অনেকগুলো প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছিল যার মধ্যে ছিল ভরহীন উড্ডয়ন, পৃথকীকরণ পরীক্ষাসমূহ, সেন্ট্রিফিউজ (তরল পদার্থে বস্তুকণিকাকে ঘূর্ণনগতির দ্বারা পরস্পর থেকে পৃথক করার কাজে ব্যবহৃত যন্ত্র) পরীক্ষা, রকেট তত্ত্ব, মহাশূন্যযান প্রকৌশল, ১২০টি প্যারাসুট ঝাঁপ এবং MIG-15UTI জেট ফাইটারস এ পাইলট ট্রেনিং।

Since the successful launch of the spacecraft Vostok-5 on 14 June 1963, Tereshkova began preparing for her own flight. On the morning of 16 June 1963, Tereshkova and her back-up cosmonaut Solovyova were dressed in space-suits and taken to the space shuttle launch pad by a bus. After completing her communication and life support checks, she was sealed inside Vostok 6. Finishing a two-hour countdown, Vostok-6 launched faultlessly.

১৯৬৩ সালের ১৪ জুন মহাশূন্যযান ভসটক-৫ এর সাফল্যজনক উৎক্ষেপণের পর তেরেসকোভা নিজের উড্ডয়নের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। ১৯৬৩ সালের ১৬ জুন সকালে, তেরেসকোভা এবং তাঁকে সাহায্যকারী নভোচারী সলোভিয়োভাকে নভোচারীদের পোশাকে সজ্জিত করা হয় এবং একটি বাসের মাধ্যমে তাদেরকে মহাশূন্যযান উৎক্ষেপণ প্যাডে নিয়ে যাওয়া হয়। তাঁর যোগাযোগ এবং জীবন রক্ষাকারী সরঞ্জাম পরীক্ষার পর, তাঁকে ভসটক-৬ এর মধ্যে আবদ্ধ করে দেওয়া হয়। দুই ঘণ্টা উল্টো গণনা শেষ করার পর, ভসটক-৬  ত্রুটিহীনভাবে উড্ডয়ন করে।

Although Tereshkova experienced nausea and physical discomfort for much of the flight, she orbited the earth 48 times and spent almost three days in space. With a single flight, she logged more flight time than the combined times of all American astronauts who had flown before that date. Tereshkova also maintained a flight log and took photographs of the horizon, which were later used to identify aerosol layers within the atmosphere.

যদিও তেরেসকোভা উড্ডয়নের বেশির ভাগ সময় জুড়ে বমিবমি ভাব এবং শারীরিক অস্বস্তি বোধ করেছিলেন, তিনি পৃথিবীকে ৪৮ বার প্রদক্ষিণ করেছিলেন এবং মহাশূন্যে প্রায় তিনদিন অতিবাহিত করেছিলেন। একটিমাত্র উড্ডয়নের মাধ্যমে, তিনি আমেরিকার সমস্ত নভোচারীদের যারা ঐ তারিখের পূর্বে উড্ডয়ন করেছিলেন তাঁদের তুলনায় অধিক উড্ডয়নের সময় লিপিবদ্ধ করেছিলেন। তেরেসকোভা একটি বিবরণীও লিখে রেখেছিলেন এবং দিগন্তের কিছু ছবি তুলেছিলেন, যেগুলো পরবর্তী সময়ে বায়ুমণ্ডলের অ্যারোসল স্তরসমূহকে চিহ্নিত করতে ব্যবহার করা হয়েছিল।

Read More

Vostok-6 was the final Vostok flight and was launched two days after Vostok-5, which carried Valary Bykovsky into a similar orbit for five days, landing three hours after Tereshkova. The two vessels approached each other within 5 kilometers at one point, and from space Tereshkova communicated with Bykovsky and the Soviet leader Khrushchev by radio.

ভসটক-৬ ছিল সর্বশেষ ভসটক উড্ডয়ন এবং ভসটক-৫ এর দুইদিন পর এটি হয়, উৎক্ষেপণ করা যেটি ভ্যালারি বাইকভস্কিকে একই কক্ষপথে পাঁচদিন ধরে বহন করছিল এবং তেরেসকোভার অবতরণের তিন ঘণ্টা পর এটি অবতরণ করেছিল। একসময় যান দুটি পরস্পরের পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থান করেছিল এবং মহাশূন্য থেকে রেডিও এর মাধ্যমে তেরেসকোভা বাইকোভস্কি এবং সোভিয়েত নেতা ক্রুশ্চেভ এর সাথে যোগাযোগ করেছিলেন।

Much later, in 1977 Tereshkova earned a doctorate in Engineering from Zhukovsky Air Force Academy. Afterwards she turned to politics. During the Soviet regime she became one of the presidium members of the Supreme Soviet. Now this living legend is a member in the lower house of the Russian legislature. On her 70th birthday when she was invited by the Russian Prime Minister Vladimir Putin, she expressed her desire to fly to Mars, even if for a one-way trip.

অনেক পরে ১৯৭৭ সালে তেরেসকোভা জুকোভস্কি এয়ার ফোর্স একাডেমি থেকে ইঞ্জিনিয়ারিং এ ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তারপর তিনি রাজনীতিতে আসেন। সোভিয়েত শাসনামলে তিনি সুপ্রীম সোভিয়েতের একজন প্রেসিডিয়াম সদস্য হন। এখন এই জীবন্ত কিংবদন্তি রাশিয়ান আইনসভার নিম্নকক্ষের একজন সদস্য। তাঁর ৭০তম জন্মদিনে যখন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন তাঁকে নিমন্ত্রণ করেছিলেন, তখন তিনি মঙ্গলগ্রহে ভ্রমণে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, একমুখী ভ্রমণ হলেও।

Two Women part – 2

Kalpana Chawla (17 March 1962 – 1 February 2003)

কল্পনা চাওলা (১৭ মার্চ ১৯৬২ – ১ ফেব্রুয়ারী ২০০৩)

Chawla was born in Karnal, India. She completed her earlier schooling at a local school. She is the first Indian-born woman and the second person in space from this sub-continent. After graduating in Aeronautical Engineering from Punjab Engineering College, Chawla moved to the United States in 1982. She obtained her Master’s degree in Aerospace Engineering from the University of Texas. Later she did her Ph.D in Aerospace Engineering from the University of Colorado.

চাওলা ভারতের কর্ণালে জন্মগ্রহণ করেন। তিনি একটি স্থানীয় বিদ্যালয় থেকে প্রাথমিক পর্যায়ের শিক্ষা শেষ করেন। এই উপমহাদেশ থেকে মহাশূন্যে ভ্রমণকারী তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা এবং দ্বিতীয় ব্যক্তি। পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিকল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্পন্ন করার পর চাওলা ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রে গমন করেন। তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে তিনি কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি সম্পন্ন করেন।

Determined to become an astronaut even in the face of the space shuttle Challenger disaster on 28 January 1986 that led to the deaths of its seven crew members, Chawla joined NASA in 1988. She began working as a Vice President where she did Computational Fluid Dynamics (CFD) research on vertical take-off and landing. In 1991 she got U.S. citizenship and started her career as a NASA astronaut in 1995. She was selected for her first flight in 1996. She spoke the following words while travelling in the weightlessness of space, “You are just your intelligence.” She had travelled 10.67 million miles, as many as 252 times around the Earth.

১৯৮৬ সালের ২৮ জানুয়ারি মহাশূন্যযান চ্যালেঞ্জার দুর্ঘটনা যাতে সাতজন কর্মীর মৃত্যু হয়েছিল তা সত্ত্বেও একজন নভোচারী হওয়ার দৃঢ় প্রত্যয়ে চাওলা ১৯৮৮ সালে নাসাতে যোগদান করেন। Part ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি কাজ শুরু করেন যেখানে তিনি উলম্বভাবে উড্ডয়ন এবং নামার ওপর কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিকস (সিএফডি) রিসার্চ করেন। ১৯৯১ সালে তিনি আমেরিকার নাগরিকত্ব লাভ করেন এবং ১৯৯৫ সালে নাসার নভোচারী হিসেবে তাঁর পেশাজীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি তাঁর প্রথম ফ্লাইট এর জন্য নির্বাচিত হন। যখন তিনি ভরহীন মহাশূন্যের মধ্য দিয়ে ভ্রমণ করছিলেন, তখন তিনি উল্লিখিত শব্দগুলো। উচ্চারণ করেছিলেন, “তোমার বোধশক্তিই। তোমার পরিচয়।” তিনি ১০.৬৭ মিলিয়ন মাইল, ২৫২ বারেরও বেশি পৃথিবীর চারদিকে ভ্রমণ করেছিলেন।

Her first space mission (Mission STS 87) began on 19 November 1997 with six other astronauts on the Space Shuttle Columbia. On her first mission that lasted for 15 days, 16 hours, 34 minutes and 4 seconds, she travelled 6.5 million miles. She was responsible for deploying the Spartan Satellite which however malfunctioned, necessitating a spacewalk by Winston Scott and Tako Doi, two of her fellow astronauts, to retrieve the satellite.

১৯৯৭ সালের ১৯ নভেম্বর, অন্য ছয়জন নভোচারীর সাথে মহাশূন্যযান কলম্বিয়াতে করে তাঁর প্রথম মহাশূন্য যাত্রা (মিশন এসটিএস-৮৭) শুরু হয়। তাঁর প্রথম মিশন যেটি পনেরো দিন, ষোলো ঘণ্টা, চৌত্রিশ মিনিট এবং চার সেকেন্ড স্থায়ী হয়েছিল, সেটিতে তিনি ৬.৫ মিলিয়ন মাইল ভ্রমণ করেছিলেন। তিনি স্পার্টান স্যাটেলাইট নিয়োজিত করার দায়িত্বে ছিলেন যেটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল, স্যাটেলাইটটিকে পুনরায় ফিরে পেতে তাঁর দুজন সহকারী নভোচারী উইনস্‌টন স্কট এবং ট্যাকো দোই এর মহাশূন্যে হাঁটা অপরিহার্য হয়ে পড়েছিল।

In 2000 she was selected for her second space mission STS 107. This mission was repeatedly delayed due to scheduling conflicts and technical problems. On 16 January 2003, Kalpana Chawla finally started her new mission with six other space crew on the ill-fated space shuttle Columbia. She was one of the mission specialists. Chawla’s responsibilities included the micro-gravity experiments, for which the crew conducted nearly 80 experiments studying earth and space science, advanced technology development, and astronaut health and safety.

২০০০ সালে তাঁর দ্বিতীয় মহাশূন্য মিশন এসটিএস ১০৭ এর জন্য তাঁকে মনোনীত করা হয়। এই মিশনটি বারবার সময়সূচির সমস্যা এবং কারিগরি সমস্যার কারণে দেরি হয়েছিল। ২০০৩ সালের ১৬ জানুয়ারি, কল্পনা চাওলা চূড়ান্তভাবে অন্য ছয়জন মহাশূন্যচারীর সাথে দুর্ভাগা মহাশূন্যযান কলম্বিয়ায় নতুন মিশন শুরু করেন। তিনি ছিলেন অন্যতম মিশন বিশেষজ্ঞ। চাওলার দায়িত্বসমূহের মধ্যে। ছিল অতি সূক্ষ্ম অভিকর্ষের পরীক্ষা যার জন্য কলাকুশলীরা পৃথিবী ও মহাশূন্য বিজ্ঞান, অগ্রসর প্রযুক্তি উন্নয়ন এবং নভোচারীর স্বাস্থ্য ও নিরাপত্তা পর্যবেক্ষণ করে প্রায় ৮০টি পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলেন।

After a 16 day scientific mission in space, on 1 February 2003, Columbia disintegrated over Texas during its re-entry into the Earth’s atmosphere. All the crew in Columbia including Chawla died only 16 minutes prior to their scheduled landing. Investigation shows that this fatal accident happened due to a damage in one of Columbia’s wings caused by a piece of insulating foam from the external fuel tank peeling off during the launch. During the intense heat of re-entry, hot gases penetrated the interior of the wing, destroying the support structure and causing the rest of the shuttle to break down.

ষোলো দিন মহাশূন্যে বৈজ্ঞানিক মিশনের পর, ২০০৩ সালের ১ ফেব্রুয়ারি, কলম্বিয়া পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে পুনরায় প্রবেশের সময় টেক্সাসের ওপর খন্ড- বিখণ্ড হয়ে যায়। চাওলাসহ কলম্বিয়ার সব নভোচারী তাদের অবতরণের নির্ধারিত সময়ের ঠিক ষোলো মিনিট পূর্বে মারা যান। অনুসন্ধান হতে দেখা যায় যে, এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল কলম্বিয়ার একটি পাখা ধ্বংসের কারণে যেটি ঘটেছিল মহাকাশ যানটি উৎক্ষেপণের সময় বাইরের জ্বালানি ট্যাঙ্ক থেকে ইনসিউলেইটিং ফোম ছড়িয়ে পড়ার কারণে। পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের তীব্র উত্তাপের সময়, গরম গ্যাস পাখার অভ্যন্তরে ঢুকে নিয়ন্ত্রণ কাঠামোকে ধ্বংস করার ফলে নভোযানটি ভেঙে পড়ে।

Multiple Choice Question ( Two Women )

Question & Answer ( Two Women )

Download Two Women lecture sheet:

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top