এইচএসসি বাংলা ১ম পত্র আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন PDF ফাইলে প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে আমাদের আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।
আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
প্রশ্ন–১. ‘আকাল’ সুকান্ত ভট্টাচার্যের কী ধরনের রচনা? [য. বো. ’১৯]
উত্তর : ‘আকাল’ সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থ।
প্রশ্ন-২. আঠারো বছর বয়সে অহরহ কী উকি দেয়? [কুমিল্লা কমার্স কলেজ ]
উত্তর : আঠারো বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা উঁকি দেয় ৷
প্রশ্ন-৩. আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়? [ঢা. বো. ১৮; য. বো. ১৮; সি. বো. ১৮; দি. বো. ‘১৮]
উত্তর : আঠারো বছর বয়স পদাঘাতে পাথর সমান বাধা ভাঙতে চায়।
প্রশ্ন-৪. ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? [রা. বো. ‘১৮; কু. বো. ১৮; চ. বো. ‘১৮; ব. বো, ‘১৮]
উত্তর : ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়।
আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-৫. কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? [চ. বো. ১৫]
উত্তর : কবি সুকান্ত ভট্টাচার্য একুশ বছর বয়সে মারা যান।
প্রশ্ন-৬. সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? [কু. বো. ‘১৭]
উত্তর : সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত ‘দৈি মৃত্যুর পূর্ব পর্যন্ত ‘দৈনিক স্বাধীনতা’ পত্রিকার ‘কিশোরসভা’ অংশের সম্পাদক ছিলেন।
প্রশ্ন-৭. সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন? [দি. বো. ১৭]
উত্তর : কবি সুকান্ত ভট্টাচার্য ‘দৈনিক স্বাধীনতা’ পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
প্রশ্ন-৮. সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোন জেলায়? [ঢা. বো. ১৬]
উত্তর : সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলায়।
প্রশ্ন-৯. আঠারো বছর বয়সে কীভাবে আঘাত আসে? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
উত্তর : আঠারো বছর বয়সে অবিশ্রান্তভাবে আঘাত আসে।
প্রশ্ন-১০. সুকান্ত ভট্টাচার্য কত বছর বেঁচে ছিলেন? [কুমিল্লা সরকারি মহিলা কলেজ; পাবনা ক্যাডেট কলেজ]
প্রশ্ন-১১. কোন বয়স পথে-প্রান্তরে বহু তুফান ছোটায়? [বরিশাল সরকারি মহিলা কলেজ]
উত্তর: আঠারো বছর বয়স পথে-প্রান্তরে বহু তুফান ছোটায়।
প্রশ্ন-১২. কোন বয়সে অবিশ্রান্ত আঘাত আসে? [পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম]
উত্তর: আঠারো বছর বয়সে অবিশ্রান্ত আঘাত আসে।
আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-১৩. আঠারো বছর বয়স কী জানে না? [শেরপুর সরকারি কলেজ]
উত্তর: আঠারো বছর বয়স কাঁদতে জানে না।
প্রশ্ন-১৪. কোন বয়স ভীরু, কাপুরুষ নয়? [কুমিল্লা সরকারি কলেজ]
উত্তর: আঠারো বছর বয়স ভীরু, কাপুরুষ নয়।
প্রশ্ন-১৫. কোন বয়সের প্রাণ তীব্র আর প্রখর? [ঝালকাঠি সরকারি কলেজ]
উত্তর: আঠারো বছর বয়সের প্রাণ তীব্র আর প্রখর।
প্রশ্ন-১৬. সুকান্ত ভট্টাচার্য কোন যুগের কবি ছিলেন? [নওগাঁ সরকারি কলেজ]
উত্তর: সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্র-নজরুলোত্তর যুগের কবি ছিলেন।
প্রশ্ন-১৭. আঠারো বছর বয়স কীসের মতো চলে?
উত্তর: আঠারো বছর বয়স স্টিমারের মতো চলে।
প্রশ্ন-১৮, ‘আঠারো বছর বয়স’ কবিতা অনুসারে আঠারো বছর বয়সিরা কীসে বাঁচে?
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতা অনুসারে আঠারো বছর বয়সিরা দুর্যোগে আর ঝড়ে বাঁচে।
প্রশ্ন-১৯. “আঠারো বছর বয়স’ কবিতায় কী দিয়ে পাথর ভাঙার কথা বলা হয়েছে?
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতায় পদাঘাতে পাথর ভাঙার কথা বলা হয়েছে।
আরো পড়ুন :
প্রশ্ন-২০. ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি কোন বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন?
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন।
প্রশ্ন-২১. ‘আকাল’ কাব্যগ্রন্থটি সুকান্ত কাদের বিরুদ্ধে সম্পাদনা করেছিলেন?
উত্তর: ‘আকাল’ কাব্যগ্রন্থটি সুকান্ত ফ্যাসিবাদীদের বিরুদ্ধে সম্পাদনা করেছিলেন।
প্রশ্ন-২২. ‘ছাড়পত্র’ কার কাব্যগ্রন্থ?
উত্তর: ‘ছাড়পত্র’ সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ
প্রশ্ন-২৩. তরুণরা মাথা তুলবার ঝুঁকি নেয় কত বছর বয়সে?
উত্তর: তরুণরা মাথা তুলবার ঝুঁকি নেয় আঠারো বছর বয়সে।
প্রশ্ন-২৪. কখন তরুণ-প্রাণে বিরাট দুঃসাহসেরা উঁকি দেয়?
উত্তর: আঠারো বছর বয়সে তরুণ-প্রাণে বিরাট দুঃসাহসেরা উঁকি দেয়।
প্রশ্ন-২৫, কবি আঠারোর কী শুনতে পান?
উত্তর: কবি আঠারোর জয়ধ্বনি শুনতে পান
আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-২৬. ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘তুফান’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘তুফান’ শব্দটি প্রগতি অর্থে ব্যবহৃত হয়েছে।
প্রশ্ন-২৭. পরাধীনতার গ্লানি থেকে জাতিকে রক্ষা করার দায়িত্ব কাদের?
উত্তর: পরাধীনতার গ্লানি থেকে জাতিকে রক্ষা করার দায়িত্ব তরুণদের।
প্রশ্ন-২৮, জাতীয় জীবনের চালিকাশক্তি কী?
উত্তর: জাতীয় জীবনের চালিকাশক্তি হলো তারুণ্য।
প্রশ্ন-২৯. তারুণ্য সঠিক পথে না চললে কী হয়?
উত্তর: তারুণ্য সঠিক পথে না চললে জীবনে বিপর্যয় নেমে আসে।
প্রশ্ন-৩০. কাজী নজরুলের মতো বিদ্রোহ ও সংগ্রাম কার মধ্যে পরিলক্ষিত হয়?
উত্তর: কাজী নজরুলের মতো বিদ্রোহ ও সংগ্রাম সুকান্ত ভট্টাচার্যের মধ্যে পরিলক্ষিত হয়৷
প্রশ্ন-৩১. ‘মিঠেকড়া’ রচনাটি কার সৃষ্টি?
উত্তর: ‘মিঠেকড়া’ রচনাটি সুকান্ত ভট্টাচার্যের সৃষ্টি।
প্রশ্ন-৩২. আঠারো বছর বয়স পথে-প্রান্তরে কী ছোটায়?
উত্তর: আঠারো বছর বয়স পথে-প্রান্তরে তুফান ছোটায়।
প্রশ্ন-৩৩. আঠারো বছর বয়সে সহস্র প্রাণ কী হয়?
উত্তর: আঠারো বছর বয়সে সহস্র প্রাণ ক্ষত-বিক্ষত হয়।
প্রশ্ন-৩৪. কোন বয়সে দুঃসাহসেরা উঁকি দেয়?
উত্তর: আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয়।
প্রশ্ন-৩৫. সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোন জেলায়?
উত্তর: সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলায়।
প্রশ্ন-৩৬. কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্য একুশ বছর বয়সে মারা যান।
প্রশ্ন-৩৭. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত?
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতাটি ৬ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
প্রশ্ন-৩৮. মানব জীবনের উত্তরকালীন পর্যায় কোন বয়স?
উত্তর: মানব জীবনের উত্তরকালীন পর্যায় হলো আঠারো বছর বয়স।
প্রশ্ন-৩৯. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতাটি ‘ছাড়পত্র’ নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন pdf
প্রশ্ন-৪০. কোন বয়সে প্রাণ দেওয়া-নেওয়ার ঝুলিটা শূন্য থাকে না?
উত্তর: আঠারো বছর বয়সে প্রাণ দেওয়া-নেওয়ার ঝুলিটা শূন্য থাকে না।
প্রশ্ন-৪১. আঠারো বছর বয়স কীসের মতো নয়?
উত্তর: আঠারো বছর বয়স ভীরু কাপুরুষের মতো নয়।
প্রশ্ন-৪২. আঠারো বছর বয়সে অহরহ কী উঁকি দেয়?
উত্তর: আঠারো বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা উঁকি দেয় ৷
প্রশ্ন-৪৩. কীসের ক্ষেত্রে আঠারো বছর বয়স থেমে যায় না?
উত্তর: পথ চলার ক্ষেত্রে আঠারো বছর বয়স থেমে যায় না।
প্রশ্ন-৪৪. ‘আঠারো বছর বয়স’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতাটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য।
প্রশ্ন-৪৫. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
প্রশ্ন-৪৬. সুকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য কলকাতায় জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-৪৭. কবি কোন বয়সকে ভয়ংকর বলেছেন?
উত্তর: কবি আঠারো বছর বয়সকে ভয়ংকর বলেছেন।
প্রশ্ন-৪৮. আঠারো বছর বয়সে তরুণরা আত্মাকে কোথায় সঁপে দেয়?
উত্তর: আঠারো বছর বয়সে তরুণরা আত্মাকে শপথের কোলাহলে সঁপে দেয়।
এইচএসসি বাংলা ১ম পত্র আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন PDF Download।আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন ।।