আমার পথ গল্পের MCQ

এইচএসসি বাংলা ১ম পত্র আমার পথ গল্পের MCQ PDF Download

Advertisements

এইচএসসি বাংলা ১ম পত্র আমার পথ গল্পের MCQ pdf ফাইল ডাউনলোড। বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ এইচএসসি বাংলা ১ম পত্র আমার পথ গল্পের MCQ প্রশ্ন ও উত্তর পিডিএফ দেওয়া হলো। তাই আর দেরি না করে আমাদের আমার পথ গল্পের MCQ প্রশ্ন ও উত্তর লেকচার শীটটি ডাউনলোড করুন ।।

এইচএসসি আমার পথ গল্পের MCQ pdf প্রশ্ন ও উত্তর

আমার পথ গল্পের MCQ part 01

১. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুদিবস কোনটি?

ক) ২৫ বৈশাখ

খ) ১১ জ্যৈষ্ঠ

Advertisements

গ) ২২ শ্রাবণ

ঘ) ১২ ভাদ্র

সঠিক উত্তরঃ ঘ) ১২ ভাদ্র

ব্যাখ্যাঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস হলো ১২ ভাদ্র। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে ১৮৯৯ সালের ২৪শে মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জাহেদা খাতুন। তেতাল্লিশ বছর বয়সে (১৯৪২ সাল) কবি বাকশক্তি হারান। কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৯শে আগস্ট (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) ঢাকায় মৃত্যুবরণ করেন।

২. কাজী নজরুল ইসলাম সর্বদা কাকে নমস্কার জানিয়েছেন?

অথবা, কাজী নজরুল ইসলাম ‘আমার পথ’ প্রবন্ধে কোনটিকে সালাম জানিয়েছেন?

ক) সত্যকে

খ) তাঁরুণ্যকে

গ) রাজভয়কে

ঘ) লোকভয়কে

সঠিক উত্তরঃ (ক) সত্যকে

৩. ‘আমার পথ’ প্রবন্ধে লেখক কোন ভয়ে ভীত নন ?

ক) শত্রুর

খ) সমাজের

গ) ভূতের

ঘ) রাজার

সঠিক উত্তরঃ (ঘ) রাজার

ব্যাখ্যাঃ ‘আমার পথ’ প্রবন্ধে লেখক রাজার ভয়ে ভীত নন। কবির মতে, যে-পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই আমার বিপথ নয় । রাজভয়- লোকভয় কোনো ভয়ই আমায় বিপথে নিয়ে যাবে না । আমার পথ গল্পের MCQ

৪. “আমি চির দুর্দম’ দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস।”কবিতাংশটিতে ‘আমার পথ প্রবন্ধের কোন বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়?

ক) ডোন্টকেয়ার ভাব

খ) অহংকারের পৌরুষ

গ) আগুনের সম্মার্জনা

ঘ) আত্মনির্ভরতায় অহংকার

সঠিক উত্তরঃ খ) অহংকারের পৌরুষ

ব্যাখ্যাঃ কবিতাংশটি ‘আমার পথ’ প্রবন্ধের ‘অহংকারের পৌরুষ’ বিষয়টিকে ইঙ্গিত করে।‘আমার পথ’ প্রবন্ধের লেখকের মতে, মানুষ অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে আপন সত্যকে অস্বীকার করে ফেলে। এতে সে ক্রমেই ছোট হয়ে যায়, তার মাথা নিচু হয়ে আসে। লেখকের মতে, এরকম মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো।

৫. আমার পথ রচনায় কাজী নজরুল ইসলাম কীসের চেয়ে অহংকারকে ভালো বলেছেন?

ক) ভীরুতা

খ) অন্ধ অনুকরণ

গ) মিথ্যা বিনয়

ঘ) পরাধীনতা

সঠিক উত্তরঃ গ) মিথ্যা বিনয়

ব্যাখ্যাঃ কবিতাংশটি ‘আমার পথ’ প্রবন্ধের ‘অহংকারের পৌরুষ’ বিষয়টিকে ইঙ্গিত করে।‘আমার পথ’ প্রবন্ধের লেখকের মতে, মানুষ অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে আপন সত্যকে অস্বীকার করে ফেলে। এতে সে ক্রমেই ছোট হয়ে যায়, তার মাথা নিচু হয়ে আসে। লেখকের মতে, এরকম মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো।

৬. ‘আমার পথ’ প্রবন্ধে স্পষ্টকথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন?

ক) আগুনের ঝাণ্ডা

খ) কর্ণধার

গ) গান্ধীজি

ঘ) অভিশাপ রথের সারথি

সঠিক উত্তরঃ ঘ) অভিশাপ রথের সারথি

৭. ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

ক) অভিশাপ-রথের সারথি

খ) পথপ্রদর্শক কাণ্ডারি

গ) সত্য-পথের দিশারি

ঘ) আগুনের সম্মার্জনা

সঠিক উত্তরঃ অভিশাপ রথের সারথি

ব্যাখ্যাঃ ‘আমার পথ’ প্রবন্ধে স্পষ্টকথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে অভিশাপ রথের সারথি হিসেবে তুলনা করেছেন। অভিশাপ-রথের সারথি: সমাজের নিয়ম পাল্টাতে গেলে বাধার সম্মুখীন হতে হয়, সমাজরক্ষকদের আক্রমণের শিকার হতে হয়। এ কথা জেনেও নজরুল তাঁর বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন। নিজেই বসেছেন রথচালক তথা সারথির আসনে। আর এ জন্যই লেখক প্রবন্ধে নিজেকে অভিশাপ রথের সারথি হিসেবে বর্ণনা করেছেন।

৮. নিজকে চিনলে, নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির ওপর কী আসে?

ক) আত্মনির্ভরতা

খ) সক্রিয়তা

গ) অটুটবিশ্বাস

ঘ) আগুনের সম্মার্জনা

সঠিক উত্তরঃ গ) অটুটবিশ্বাস

ব্যাখ্যাঃ নিজকে চিনলে, নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির ওপর অটুটবিশ্বাস আসে। এই স্বাবলম্বন, এই নিজের ওপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি। ‘

৯. ‘আমার পথ’ প্রবন্ধে লেখকের মতে, মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে কেন?

ক) মিথ্যাবাদিতার কারণে

খ) পরনির্ভরশীলতার কারণে

গ) অহংকারী হওয়ার কারণে

ঘ) প্রকৃত শিক্ষার অভাবে

সঠিক উত্তরঃ খ) পরনির্ভরশীলতার কারণে

ব্যাখ্যাঃ লেখক মনে করেন, পরাবলম্বনই মানুষকে নিষ্ক্রিয় করে ফেলে, মানুষকে দাসে পরিণত করে। আত্মা বা নিজেকে না চিনলে পরাবলম্বন স্বীকার করে নিতে হয়। আর একেই তিনি সবচেয়ে বড় দাসত্ব বলেছেন। অন্তরে যাদের এই গোলামির ভাব থাকে, তারা সমাজের গোলামি থেকে রেহাই পায় না। এই ‘গোলামি তথা বড় দাসত্ব থেকে মুক্তি পেতে প্রয়োজন ‘আত্মা’কে জানা, স্বাবলম্বী হওয়া।

১০. কাজী নজরুল ইসলামের মতে নিচের কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে?

ক) বিনয়

খ) দম্ভ

গ) পরাবলম্বন

ঘ) অসত্য

সঠিক উত্তরঃ গ) পরাবলম্বন

১১. ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে—

ক) অজ্ঞতার

খ) স্বাবলম্বনহীনতার

গ) মূর্খতার

ঘ) আর্থিক দীনতার

সঠিক উত্তরঃ খ) স্বাবলম্বনহীনতার

ব্যাখ্যাঃ লেখক মনে করেন, আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। আর আত্মাকে না চেনা তথা স্বাবলম্বনহীনতার কারণেই আজ আমরা পরাধীন। আর পরাবলম্বনই সবচেয়ে বড় দাসত্ব।

১২. গান্ধীজির শেখানো ‘নিজের ওপর অটুট বিশ্বাস’ বলতে ‘আমার পথ’ প্রবন্ধে বোঝানো হয়েছে—

ক) আত্মঅহংকার

খ) আত্মজাগরণ

গ) আত্মপ্রচারণা

ঘ) আত্মস্বীকারোক্তি

সঠিক উত্তরঃ খ) আত্মজাগরণ

ব্যাখ্যাঃ গান্ধীজির মতে, পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় করে ফেলে। তাই পরাবলম্বন বা দাসত্ব থেকে মুক্তি পেতে হলে আত্মার জাগরণ ঘটাতে হবে। নিজের ওপর অটুট বিশ্বাস রাখতে হবে।

১৩. আমার পথ প্রবন্ধ অনুযায়ী স্বাধীনতার জন্য করণীয় কী?

ক) গোলামির ভাব ছাড়তে হবে

খ) ধর্ম বৈষম্য দূর করতে হবে

গ) আত্মনির্ভরশীল হতে হবে

ঘ) শির উঁচু করে দাঁড়াতে হবে

সঠিক উত্তরঃ গ) আত্মনির্ভরশীল হতে হবে

ব্যাখ্যাঃ প্রাবন্ধিকের মতে, অন্তরে যাদের গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে? আত্মাকে চিনলেই আত্মনির্ভরশীলতা আসে। এই আত্মনির্ভরশীলতা যেদিন সত্যি সত্যিই আমাদের আসবে, সেই দিনই আমরা স্বাধীন হব। তার আগে কিছুতেই নয়।

14….চিনলেই আত্মনির্ভরতা আসে।’ বাক্যটির শূন্যস্থানে কী বসবে?

ক) বন্ধুদেরকে

খ) সহপাঠীদেরকে

গ) আত্মাকে

ঘ) শত্রুকে

সঠিক উত্তরঃ গ) আত্মাকে

আমার পথ গল্পের MCQ

১৫. আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন?

ক) ধর্ম বিশ্বাস প্রবল হয় বলে

খ) দেহতাত্ত্বিক জ্ঞান অর্জন হয় বলে

গ) মনে অপার্থিব ভাবনা আসে বলে

ঘ) মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে

সঠিক উত্তরঃ ঘ) মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে

ব্যাখ্যাঃ আত্মাকে চিনলে তথা মানুষ নিজেকে বা আত্মাকে চিনলে তখন তার আত্মশক্তি বৃদ্ধি পায়, আর আত্মশক্তি বৃদ্ধি পাওয়া মানেই আত্মনির্ভরশীলতা আসা। আত্মনির্ভরশীল ব্যক্তিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায় না।

১৬. দেশের যারা শত্রু, দেশের যা-কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি তা দূর করতে কী প্রয়োজন?

ক) আগুনের ঝাণ্ডা

খ) স্পষ্টকথা বলা

গ) আত্মনির্ভরতা

ঘ) আগুনের সম্মার্জনা

সঠিক উত্তরঃ ঘ) আগুনের সম্মার্জনা

ব্যাখ্যাঃ সম্মার্জনী শব্দের অর্থ হলো ঝাড়ু; ঝাঁটা; যা দিয়ে ঘষে-মেজে পরিষ্কার করা হয়। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি তা সব দূর করতে লেখক প্রয়োজনে আগুনের সম্মার্জনা ব্যবহার করতে বলেছেন ।

১৭. আমার পথ’ প্রবন্ধ অনুসারে ভুলের মাধ্যমে সত্যকে পাওয়ার উপায় হলো—

ক) গোঁ বজায় রাখা

খ) নিজের ভুল স্বীকার করে নেয়া

গ) পরমত অসহিষ্ণুতা

ঘ) পরধর্মের প্রতি উদাসীনতা

সঠিক উত্তরঃ খ) নিজের ভুল স্বীকার করে নেয়া

ব্যাখ্যাঃ ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে ভুলের মাধ্যমে সত্যকে পাওয়ার উপায় হলো নিজের ভুল স্বীকার করে নেয়া। অর্থাৎ কোনো ভুল করছি বুঝতে পারলেই তা নির্দ্বিধায় স্বীকার করে নিতে হবে, ভুল থেকে শিক্ষা নিতে হবে। ভুলের উপর গোঁ ধরে থাকা যাবে না।

১৮. আমার পথ’ প্রবন্ধ অনুসারে কীভাবে সত্যকে পাওয়া যায়?

ক) আত্মকে চেনার মধ্য দিয়ে

খ) দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত হয়ে  

গ) ভুলের মধ্য দিয়ে গিয়ে

ঘ) আগুন সত্য তৈরির মাধ্যমে

সঠিক উত্তরঃ গ) ভুলের মধ্য দিয়ে গিয়ে

আমার পথ গল্পের MCQ

১৯. ভুলের মধ্যে দিয়ে কীভাবে সত্যকে পাওয়া যায়?

ক) বার বার ভুল করে

খ) ভুল স্বীকার করে

গ) ভুল থেকে শিক্ষা নিয়ে

ঘ) ভুল চেপে রেখে

সঠিক উত্তরঃ গ) ভুল থেকে শিক্ষা নিয়ে

২০. কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ—

ক) কুহেলিকা

খ) মৃত্যুক্ষুধা

গ) রুদ্র-মঙ্গল

ঘ) প্রলয়-শিখা

সঠিক উত্তরঃ গ) রুদ্র-মঙ্গল

ব্যাখ্যাঃ ‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধগ্রন্থ ‘রুদ্র-মঙ্গল’ থেকে সংকলিত হয়েছে। তাঁর আরও তিনটি প্রবন্ধ গ্রন্থ- যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি । উল্লেখ্য, ‘কুহেলিকা’ ‘মৃত্যু-ক্ষুধা’ ‘বাঁধন-হারা’ নজরুলের তিনটি উপন্যাস। ‘প্রলয়-শিখা’ নজরুলের কাব্যগ্রন্থ, নজরুলের নিষিদ্ধ বইগুলোর অন্যতম এটি, বইটি আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত হয় ১৯৩১ সালে, এই কাব্যগ্রন্থের জন্য নজরুল ৬ মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।

আমার পথ গল্পের MCQ part 02

২১. ‘আমার পথ’ প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

ক) জড়তামুক্তি

খ) সত্যের পথ

গ) তারুণ্য

ঘ) ভয়হীনতা

সঠিক উত্তরঃ খ) সত্যের পথ

ব্যাখ্যাঃ আমার পথ’ প্রবন্ধে সত্যের পথ বৈশিষ্ট্যটি বিদ্যমান। আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক সত্যের পথ প্রত্যাশা করেছেন। কারণ পথনির্দেশক সত্য অবিনয়কে মেনে নিতে পারে কিন্তু অন্যায়কে সহ্য করে না।

২২. ‘আমার পথ’ প্রবন্ধে কী ফুটে উঠেছে?

ক) দেশপ্রেম

খ) সত্যের স্বরূপ

গ) মিথ্যার প্রবঞ্চনা

ঘ) ত্যাগের মহিমা

সঠিক উত্তরঃ (খ) সত্যের স্বরূপ

ব্যাখ্যাঃ ‘আমার পথ’ প্রবন্ধে সত্যের স্বরূপ ফুটে উঠেছে। প্রাবন্ধিক তাঁর এ প্রবন্ধে এমন এক আমির আবাহন প্রত্যাশা করেছেন যার পর্ব ‘সত্যের পথ’। সত্য প্রকাশে তিনি নির্ভীক, অসংকোচ ।

২৩. আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধার কে?

ক) রাষ্ট্র

খ) সরকার

গ) গান্ধীজি

ঘ) নিজে

সঠিক উত্তরঃ ঘ) নিজে

ব্যাখ্যাঃ ‘আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধার লেখক নিজে। লেখক প্রবন্ধের শুরুতেই বলেন, আমার কর্ণধার আমি। আমার পথ দেখাবে আমার সত্য । আমার পথ গল্পের MCQ

২৪. ‘আমার পথ প্রবন্ধ অনুসারে ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদকে নজরুল কী বলেছেন?

ক) দাম্ভিকতা

খ) ভণ্ডামি

গ) অসংকোচ

ঘ) উচ্ছ্বাস

সঠিক উত্তরঃ খ) ভণ্ডামি

ব্যাখ্যাঃ ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদকে নজরুল বলেছেন ভণ্ডামি। এ প্রসঙ্গে নজরুল এই প্রবন্ধে দেখিয়েছেন যে, তিনি ভুল করতে রাজি আছেন কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নন। ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদ তাঁর দৃষ্টিতে ভণ্ডামি। এই ভুল ব্যক্তির হতে পারে, সমাজের হতে পারে কিংবা হতে পারে কোনো প্রকার বিশ্বাসের। তবে তা যারই হোক আর যেমনই হোক এর থেকে বেরিয়ে আসাই নজরুরের একান্ত প্ৰত্যাশা।

২৫. বাইরের ভয় প্রাবন্ধিককে আক্রমণ করতে না পারার কারণ-

i) আপন সত্যকে চেনা

ii) মিথ্যার ভয় না থাকা

iii) অন্যকে অনুধাবন ]

নিচের কোনটি সঠিক

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ ক) i ও ii

ব্যাখ্যাঃ কেউ যদি সত্যি করে তার আপন সত্যকে, সত্তাকে চিনে তবে তার অন্তরে মিথ্যার ভয় থাকে না। অসত্যের প্রভাবেই কেউ বাইরের কোনো কিছুকে ভয় পায়। আর সত্যকে চিনলে নিজের মধ্যে জোর অনুভব করে।

২৬. কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য হলো

i) সংস্কার চেতনাজাত

ii) প্রতিবাদীমনস্ক

iii) আত্মঅহমিকায় উজ্জ্বল

নিচের কোনটি সঠিক

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ ক) i ও ii

ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য হলো সংস্কার চেতনাজাত ও প্রতিবাদী মনস্ক।

আমার পথ গল্পের MCQ

২৭. “আমার পথ’ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে পরাবলম্বনই আমাদের করে তুলেছে

i) নিষ্ক্রিয়

ii) বিলাসী

iii) দাস

নিচের কোনটি সঠিক

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ খ) i ও iii

ব্যাখ্যাঃ আমার পথ প্রবন্ধে নজরুলের মতে পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় ও দাস করে তুলেছে। প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম বলেন, পরাবলম্বন বা পরনির্ভরশীলতাই আমাদের নিষ্ক্রিয় করে ফেলে, একেই বলে সবচেয়ে বড় দাসত্ব।

২৮. ‘আত্মকে চেনা নিজের সত্যকে বড় মনে করার দম্ভ’ -সম্পর্কে কোনটি গ্রহণযোগ্য —

i) এ দম্ভ শির উঁচু করে

ii) মনে একটা ‘ডোন্ট কেয়ার’ ভাব আনে

iii) অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করে

নিচের কোনটি সঠিক

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ ক) i ও ii

ব্যাখ্যাঃ ‘আত্মকে চেনা নিজের সত্যকে বড় মনে করার দম্ভ’। আর যাই হোক ভণ্ডামি নয়। এদস্ত শির উঁচু করে, পুরুষ করে, মনে একটা ‘ডোন্ট কেয়ার’-ভাব আনে। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে পারবে।

২৯. ভুলের মধ্যে সত্যকে পাওয়ার উপায় হলো : —

i) ভুল থেকে শিক্ষা নেওয়া

ii) বিনয়ী হওয়া

iii) আত্মসচেতন হওয়া

নিচের কোনটি সঠিক

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ খ) i ও iii

ব্যাখ্যাঃ লেখক ভুল করলে সেটি স্বীকার করে নিতে চান। কিন্তু না বুঝে বা কারো ভয়ে ভুল স্বীকারের পক্ষপাতী তিনি নন। ভুলকে স্বীকারের অর্থই হলো- এর থেকে শিক্ষা নেওয়া, আত্মসচেতন হওয়া।

৩০. ‘ডোন্ট কেয়ার ভাব আসে’ উদ্ধৃতাংশ দ্বারা বোঝানো হয়েছে-

i) নজরুলের ভয়হীনতা

ii) নিজের প্রতি প্রগাঢ় বিশ্বাস

iii) সত্যে বলীয়ান হওয়া

নিচের কোনটি সঠিক

ক) i

খ) i ও ii

গ) i ও iii

ঘ) ii ও iii

সঠিক উত্তরঃ ঘ) ii ও iii

ব্যাখ্যাঃ নিজের প্রতি বিশ্বাস ও নিজের সত্যে বলীয়ান হলে মানুষের মনের মধ্যে ‘ডোন্ট কেয়ার’ ভাব আসে। যাতে মানুষ অসাধ্য সাধন করতে পারে।

আরো পড়ুন :

৩১. ‘আমার পথ’ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম নিজেকে চেনা বলতে বুঝিয়েছেন—

i) নিজের সত্যকে চেনা

ii) আমি সত্তাকে চেনা

iii) নিজের ধনসম্পদকে চেনা

নিচের কোনটি সঠিক

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) I, ii ও iii

সঠিক উত্তরঃ ক) i ও ii

ব্যাখ্যাঃ কেউ যদি সত্যি করে তার আপন সত্যকে, সত্তাকে চিনে তবে তার অন্তরে মিথ্যার ভয় থাকে না। অসত্যের প্রভাবেই কেউ বাইরের কোনো কিছুকে ভয় পায়। আর সত্যকে চিনলে নিজের মধ্যে জোর অনুভব করে।

নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: আমার পথ গল্পের MCQ

আমরা দশ-পনেরো টাকার বিনিময়ে মনুষ্যত্ব, স্বাধীনতা অনায়াসে প্রভুর পায়ে বিকাইয়া দিব তবু ব্যবসা-বাণিজ্যে হাত দিব না, নিজ পায়ে দাঁড়াইতে চেষ্টা করিব না। এই জঘন্য দাসত্বই আমাদিগকে এমন ছোট হীন করিয়া তুলিতেছে।

৩২. উদ্দীপকের নিজ পায়ে দাঁড়ানোর জন্য ‘আমার পথ’-এ কোন দিকটিকে গুরুত্ব দেওয়া হয়েছে?

ক) তারুণ্যের শক্তিতে

খ) ভণ্ডামি থেকে মুক্তিতে

গ) রাজভয়ে ভীত না হওয়ায়

ঘ) নিজেকে চিনে নিজ সত্যে পথ চলায়

সঠিক উত্তরঃ ঘ) নিজেকে চিনে নিজ সত্যে পথ চলায়

৩৩. উদ্দীপক ও ‘আমার পথ’ অনুসারে আমাদের নিচের কোনটির অভাব রয়েছে?

ক) আত্মনির্ভরতা

খ) মহাপুরুষে ভক্তি

গ) আত্মবিশ্বাস

ঘ) ধর্মের সত্য

সঠিক উত্তরঃ ক) আত্মনির্ভরতা

ব্যাখ্যাঃ উদ্দীপকের নিজ পায়ে দাঁড়ানোর জন্য ‘আমার পথ – এ যে দিকটিকে গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো নিজেকে চিনে নিজ সত্যে পথ চলায়। উদ্দীপক ও ‘আমার পথ’ অনুসারে আমাদের আত্মনির্ভরতার অভাব রয়েছে। আত্মনির্ভরশীল হওয়ার প্রত্যাশা করা হয়েছে উভয়ক্ষেত্রে। এ অভাব কাটিয়ে

নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও: আমার পথ গল্পের MCQ pdf download

বুদ্ধদেব বলেন, “সত্য কখনো নিষ্ঠুর, তবে সর্বক্ষেত্রে জয়ী”

৩৪. উদ্দীপকে তুলে ধরা হয়েছে ‘আমার পথ’ প্রবন্ধে প্রকাশিত

ক) নিষ্ঠুরতা

খ) অহমিকার

গ) নির্ভরতার

ঘ) সত্যের

সঠিক উত্তরঃ (ঘ) সত্যের

ব্যাখ্যাঃ উদ্দীপকে তুলে ধরা হয়েছে ‘আমার পথ’ প্রবন্ধের প্রকাশিত সত্যের ধারণাটি উদ্দীপকে বুদ্ধদেবের ভাষ্য অনুসারে, ‘সত্য কখনো নিষ্ঠুর তবে সর্বক্ষেত্রে জয়ী”, এ কথাটির মর্মার্থ ‘আমার পথ’ প্রবন্ধেও প্রতিফলিত হয়েছে। এখানে লেখক উল্লেখ করেছেন স্পষ্ট কথা বলায় একটা অবিনয় তথা খারাপ লাগা বা নিষ্ঠুরতা থাকতে পারে। কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। স্পষ্ট কথা বলতে এখানে সত্য বচনকে বোঝানো হয়েছে। কবির মতে, সত্যের জয় সবসময় এবং সর্বক্ষেত্রে। সত্যনিষ্ঠ ব্যক্তি নির্ভীক নিঃসংকোচ হয় ।

৩৫. উক্ত দিকটি সম্পর্কে প্রাবন্ধিকের মূল্যায়ন হলো

i) সত্য অবিনয়ী হতে শেখায়

ii) সত্যের সবসময় জয় হয়

iii) সত্যনিষ্ঠ ব্যক্তি নিৰ্ভীক হয়

নিচের কোনটি সঠিক

ক) i ও ii

গ) ii ও iii

খ) i ও iii

ঘ) I, ii ও iii

সঠিক উত্তরঃ গ) ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও: আমার পথ গল্পের MCQ

এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্ব নবনির্বাচিত কমিশনার কাইউম সাহেবের ওপর ন্যস্ত করে সবাই যখন নিশ্চিত তখন কাইউম সাহেব এলাকাবাসীর উদ্দেশ্যে বললেন, “আপনাদেরও এ ক্ষেত্রে সজাগ থাকতে হবে।”

৩৬. উদ্দীপকের কাইউম সাহেবের সাথে মিল আছে, আমার পথ“ প্রবন্ধের-

ক) লেখকের

খ) সারথীর

গ) মহাত্মা গান্ধীর

ঘ) পথ-প্রদর্শকের

সঠিক উত্তরঃ গ) মহাত্মা গান্ধীর

ব্যাখ্যাঃ উদ্দীপকের কাইউম সাহেবের সাথে মিল আছে ‘আমার পথ’ প্রবন্ধের মহাত্মা গান্ধীর। গান্ধীজি শিখিয়েছেন নিজের ওপর অটুট বিশ্বাস রাখতে। আর এই আত্মনির্ভরতাকে স্বাধীনতার পূর্বশর্ত বলে মনে করতেন তিনি। উদ্দীপকের কাইউম সাহেবের উক্তিতে ‘আমার পথ’ প্রবন্ধের স্বাবলম্বনের এ দিকটি প্রতিফলিত হয়েছে।

৩৭. উদ্দীপকের কাইউম সাহেবের উক্তিতে ‘আমার পথ’ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?

ক) স্বাবলম্বন

খ) সত্যবোধ

গ) আত্মবিশ্বাস

ঘ) আত্মমর্যাদাবোধ

সঠিক উত্তরঃ ক) স্বাবলম্বন

নিচের উদ্দীপকটি পড়ে ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও: আমার পথ গল্পের MCQ pdf

বিষয় সম্পর্কে পূর্বধারণা নিয়ে যে সকল শিক্ষার্থী এসেছিল কেবল তারাই শ্রেণিকক্ষের পাঠদান বুঝতে পারল। বোঝানোর জন্য শিক্ষক তো আছেনই, এই ভরসায় যারা শ্রেণিকক্ষে গিয়েছিল তাদের অর্জন শূন্য

৩৮. উদ্দীপকের শিক্ষক ‘আমার পথ’ প্রবন্ধের কার সাথে সাদৃশ্যপূর্ণ?

ক) গান্ধীজি

খ) কর্ণধার

গ) প্রাবন্ধিক

ঘ) পথপ্রদর্শক

সঠিক উত্তরঃ ক) গান্ধীজি

৩৯. উদ্দীপক আমার পথ’ প্রবন্ধের যে অনুষঙ্গ ধারণ করে তা হলো-

i) দাসত্ব

ii) স্বাবলম্বন

iii) পরাবলম্বন

নিচের কোনটি সঠিক

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) I, ii ও iii

সঠিক উত্তরঃ খ) i ও iii

ব্যাখ্যাঃ উদ্দীপকের শিক্ষক ‘আমার পথ’ প্রবন্ধের গান্ধীজির সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ উদ্দীপকের শিক্ষক এবং প্রবন্ধে উল্লিখিত মহাত্মা গান্ধী উভয়ই দাসত্ব ও পরাবলম্বন পরিহার করে স্বাবলম্বী হওয়ার কথা বলেছেন ৷

নিচের উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও: আমার পথ গল্পের MCQ

একসাথে আছি একসাথে বাঁচি

আজও একসাথে থাকবই

সব বিভেদের রেখা মুছে দিয়ে

সাম্যের ছবি আঁকবই।

৪০. উদ্দীপকে ‘আমার পথ’ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে?

ক) ধর্মের বৈষম্য

খ) বর্ণের বৈষম্য

গ) অসাম্প্রদায়িক ভাবনা

ঘ) নারী পুরুষের বৈষম্য

সঠিক উত্তরঃ গ) অসাম্প্রদায়িক ভাবনা

ব্যাখ্যাঃ উদ্দীপকে ‘আমার পথ’ প্রবন্ধের অসাম্প্রদায়িক ভাবনার দিকটি ফুটে উঠেছে। উদ্দীপক ও ‘আমার পথ’ প্রবন্ধের লেখক যে ধর্মের কথা বলেছেন, তা হলো মানবধর্ম। এই মানবধর্মের অনুসারী ব্যক্তি কাউকে কোনো ধর্মের কারণে পৃথক করে না ।

৪১. উদ্দীপক ও ‘আমার পথ’ প্রবন্ধের লেখক যে ধর্মের কথা বলেছেন, তা হলো-

ক) ইসলাম

খ) হিন্দু

গ) বৌদ্ধ

ঘ) মানব

সঠিক উত্তরঃ ঘ) মানব

নিচের উদ্দীপকটি পড়ে ৪২ ও ৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: আমার পথ গল্পের MCQ

জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা

৪২. উদ্দীপকটিতে ‘আমার পথ’ প্রবন্ধের যে দিকটি প্রকাশিত হয়েছে –

ক) মনুষ্যত্ববোধ

খ) সাম্যবাদ

গ) সত্যের বন্দনা

ঘ) আত্মসচেতনতা

সঠিক উত্তরঃ ক) মনুষ্যত্ববোধ

ব্যাখ্যাঃ উদ্দীপকটিতে ‘আমার পথ’ প্রবন্ধের যে দিকটি প্রকাশিত হয়েছে সেটা হলো মনুষত্ববোধ। লেখক জানেন, ভুল থেকে বেরিয়ে আসা সম্ভব হলেই মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব হবে। মনুষ্যত্ববোধে জাগ্রত হলেই ধর্মের সত্য উন্মোচিত হবে, এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে। সম্ভব হবে গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করা; আর এই ঐক্যের মূল শক্তি হলো সম্প্রীতি ।

৪৩. উদ্দীপক এবং ‘আমার পথ’ প্রবন্ধে প্রাধান্য পেয়েছে—

i) জীবনবন্দনা

ii) আত্মনির্ভরশীলতা

iii) মানবধর্ম

নিচের কোনটি সঠিক

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) I, ii ও iii

সঠিক উত্তরঃ গ) i ও iii

এইচএসসি বাংলা ১ম পত্র আমার পথ গল্পের MCQ pdf download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top