এইচএসসি বাংলা ১ম পত্র আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন PDF ফাইলে প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে আমাদের আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।
আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন PDF Download
প্রশ্ন ১। ‘আমার পথ ‘ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন? [ঢাকা বোর্ড ২০২২]
উত্তর : অভিশাপ রথের সারথি।
প্রশ্ন ২। ‘আমার পথ’ প্রবন্ধে লেখক কাকে সালাম জানিয়েছেন? [ঢা. বো. ১৯, ‘১৬]
উত্তর : ‘আমার পথ’ প্রবন্ধে লেখক তাঁর সত্যকে সালাম জানিয়েছেন ।
প্রশ্ন ৩। ‘আমার পথ’ প্রবন্ধে ‘আমার পথ’ আমাকে কী দেখাবে? [য. বো. ১৬; কু. বো. ১৯]
উত্তর : ‘আমার পথ’ প্রবন্ধে ‘আমার পথ’ আমাকে আমার সত্য দেখাবে।
প্রশ্ন ৪। ‘আমার পথ’ প্রবন্ধেটি কোন প্রবন্ধগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? [দি বো, ‘১৯]
উত্তর : ‘আমার পথ’ প্রবন্ধকটি ‘রুদ্র-মঙ্গল’ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে
প্রশ্ন ৫। কত সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন? [ব. বো. ১৭]
উত্তর : ১৯১৭ সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন।
আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন ৬। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন? [দি বো, ‘১৭]
উত্তর : কাজী নজরুল ইসলাম মাত্র তেতাল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন।
প্রশ্ন ৭। কাজী নজরুল ইসলামের মতে কাদের পক্ষে কেবল অসাধ্য সাধন করা সম্ভব? [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
উত্তর : কাজী নজরুল ইসলামের মতে যারা নিজের সত্যকে বড় মনে করে মনে একটা ‘ডোন্ট কেয়ার’ ভাব আনে, তাদের পক্ষে কেবল অসাধ্য সাধন করা সম্ভব।
প্রশ্ন ৮। সবচেয়ে বড় ধর্ম কী? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা; কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ; কুমিল্লা রেসিডেনসিয়াল কলেজ; কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ]
উত্তর : সবচেয়ে বড় ধর্ম মানবধর্ম।
প্রশ্ন ৯। ‘কুহেলিকা’ কোন ধরনের রচনা? [সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ,গাজীপুর]
উত্তর : ‘কুহেলিকা’ কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস।
প্রশ্ন ১০। কাজী নজরুল ইসলামের উপাধি কী?
উত্তর : কাজী নজরুল ইসলামের উপাধি হলো— বিদ্রোহী কবি
প্রশ্ন ১১। ‘আগুনের ঝান্ডা’ শব্দটির অর্থ কী? [সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ,গাজীপুর]
উত্তর : আগুনের ঝান্ডা শব্দটির অর্থ— অগ্নিপতাকা।
প্রশ্ন ১২। ‘বাঁধনহারা’ নজরুলের কী জাতীয় রচনা?
উত্তর : ‘বাঁধনহারা’ কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত উপন্যাস
প্রশ্ন ১৩। ‘ধূমকেতুর’ আগুন কোন দিন নিভে যাবে?
উত্তর : যেদিন ভুল বুঝতে পেরে প্রাণখুলে তা মেনে নেব সেদিন ধূমকেতুর আগুন নিভে যাবে।
আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন ১৪। কে মিথ্যাকে ভয় করে?
উত্তর : যার মনে মিথ্যা, সে-ই মিথ্যাকে ভয় পায়।
প্রশ্ন ১৫। আমরা কবে স্বাধীন হতে পারব বলে প্রাবন্ধিক মনে করেন?
উত্তর : যেদিন আমরা আত্মনির্ভরশীল হতে পারব।
প্রশ্ন ১৬। কার আর কাউকে চিনতে বাকি থাকে না?
উত্তর : যে নিজেকে চেনে, তার আর কাউকে চিনতে বাকি থাকে না।
প্রশ্ন ১৭। আত্মাকে চিনলে কী আসে? নোয়াখালী সরকারি কলেজা
উত্তর : আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে।
প্রশ্ন ১৮। কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮৯৯ খ্রিষ্টাব্দে (২৫ মে)।
প্রশ্ন ১৯। কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন।
আরো পড়ুন :
প্রশ্ন ২০। কাজী নজরুল ইসলামের গ্রামের নাম কী?
উত্তর : কাজী নজরুল ইসলামের গ্রামের নাম চুরুলিয়া।
প্রশ্ন ২১। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে (২৯ আগস্ট) মৃত্যুবরণ করেন।
প্রশ্ন ২২। আত্মাকে চেনার সহজ উপায় কী?
উত্তর : আত্মাকে চেনার সহজ উপায় হলো নিজেকে চেনা।
প্রশ্ন ২৩। স্বাবলম্বন বা নিজের ওপর বিশ্বাস করতে কে শেখাচ্ছিলেন?
উত্তর : মহাত্মা গান্ধী
প্রশ্ন ২৪। “আমি আছি”- এ কথা না বলে আমরা কী বলতে লাগলাম?
উত্তর : গান্ধীজি আছেন।
প্রশ্ন ২৫। কারা অসাধ্য সাধন করতে পারবে?
উত্তর : যাদের তথাকথিত বা নিজের সত্যকে বড় মনে করার দম্ভ আছে তারাই অসাধ্য সাধন করতে পারবে।
প্রশ্ন ২৬। দেশের শত্রুকে দূর করতে কী প্রয়োজন?
উত্তর : ‘আগুনের সম্মার্জনা’।
প্রশ্ন ২৭। লেখক কখনো কাকে প্রশ্রয় দেবেন না?
উত্তর : লেখক কখনো মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবেন না ।
প্রশ্ন ২৮। লেখক কিসের থেকে সম্পূর্ণ মুক্ত?
উত্তর : লেখক দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত।
প্রশ্ন ২৯। মিথ্যা বিনয়ের চেয়ে কোনটি অনেক-অনেক ভালো?
উত্তর : অহংকারের পৌরুষ
আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন ৩০। কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?
উত্তর : যার নিজের ধর্মে বিশ্বাস আছে বা যে নিজ ধর্মের সত্য চিনেছে।
প্রশ্ন ৩১। লেখক কী লক্ষ্য করে পথে বের হন?
উত্তর : দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য তা-ই লক্ষ্য করে লেখক পথে বের হন।
আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন ৩২। কোনটি লেখককে বিপথে নিয়ে যেতে পারবে না?
উত্তর : রাজভয়-লোকভয় লেখককে বিপথে নিয়ে যেতে পারবে না।
প্রশ্ন ৩৩। কাকে ভয় দেখিয়ে পদানত করা যায় না?
উত্তর : যে নিজেকে চেনে, তাকে ভয় দেখিয়ে পদানত করা যায় না।
প্রশ্ন ৩৪। কোনটি মানুষকে ক্রমেই ছোট করে ফেলে?
উত্তর : অতিরিক্ত বিনয় মানুষকে ক্রমেই ছোট করে ফেলে।
প্রশ্ন ৩৫। কিসের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো?
উত্তর : মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো।
প্রশ্ন ৩৬। স্পষ্ট কথা বলায় একটা কিসের ভাব থাকে?
উত্তর : স্পষ্ট কথা বলায় একটা অবিনয়ের ভাব থাকে।
প্রশ্ন ৩৭। নিজের শক্তির ওপর অটুট বিশ্বাস কীভাবে আসে?
উত্তর : নিজেকে চিনলেই নিজের শক্তির ওপর অটুট বিশ্বাস আসে।
প্রশ্ন ৩৮ । মানুষের মধ্যে কখন সহনশীলতা বাড়ে? [উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]
উত্তর : সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে ।
এইচএসসি বাংলা ১ম পত্র আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন PDF Download . আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন