এইচএসসি বাংলা ১ম পত্র বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন PDF ফাইলে প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।
বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
প্রশ্ন ১। ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসিফুলের মতো- কে?
উত্তর : ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসিফুলের মতো- বিলাসী।
প্রশ্ন ২। বিলাসী’ গল্পের লেখকের নাম কী? [পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম]
উত্তর : ‘বিলাসী’ গল্পের লেখকের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
প্রশ্ন ৩। মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? [সকল বোর্ড ২০১৩]
উত্তর : মৃত্যুঞ্জয়ের আম-কাঁঠালের বাগান ছিল।
প্রশ্ন ৪। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাগিদে কোথায় গিয়েছিলেন?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাগিদে বর্মা (মিয়ানমার) গিয়েছিলেন।
প্রশ্ন ৫। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চব্বিশ বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন।
প্রশ্ন ৬। শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম কী?
উত্তর : শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম মন্দির।
প্রশ্ন ৭। শরৎচন্দ্র মন্দির গল্পের জন্য কী পুরস্কার পেয়েছিলেন? [কুমিল্লা সরকারি কলেজ; শেরপুর সরকারি কলেজ]
উত্তর : শরৎচন্দ্র মন্দির’ গল্পের জন্য কুন্তলীন’ পুরস্কার পেয়েছিলেন।
প্রশ্ন ৮। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি?
উত্তর : শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস শ্রীকান্ত’ I
প্রশ্ন ৯। রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না’- কে সমস্ত রাত খেতে পাবে না?
উত্তর : ‘মৃত্যুঞ্জয় সমস্ত রাত খেতে পাবে না।
বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর exam
প্রশ্ন ১০। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯৩৮ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
প্রশ্ন ১১। বিলাসী’ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : ‘বিলাসী’ গল্পটি ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়।
প্রশ্ন ১২। কলি যুগ কী?
উত্তর : কলি যুগ হল হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের শেষ যুগ।
প্রশ্ন ১৩। হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের প্রথম যুগ কোনটি?
উত্তর : হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের প্রথম যুগ সত্যযুগ।
প্রশ্ন ১৪। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর।
প্রশ্ন ১৫। মুঘল সম্রাট হুমায়ুনের পুত্রের নাম কী?
উত্তর : মুঘল সম্রাট হুমায়ুনের পুত্রের নাম আকবর।
প্রশ্ন ১৬। কলার ছড়াকে ‘বিলাসী’ গল্পে কী নামে উপস্থাপন করা হয়েছে
উত্তর : কলার ছড়াকে ‘বিলাসী’ গল্পে রম্ভার কাঁদি নামে উপস্থাপন করা
প্রশ্ন ১৭। বর্তমানের কোন শ্রেণিকে পূর্বে ফোর্থ ক্লাস বলা হত?
উত্তর : বর্তমানের সপ্তম শ্রেণিকে পূর্বে ফোর্থ ক্লাস বলা হত।
প্রশ্ন ১৮। মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কিসের বালাই নেই?
উত্তর : মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে প্রাচীরের বালাই নেই।
বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর PDF
প্রশ্ন ১৯। ন্যাড়া প্রায় কত মাস মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি?
উত্তর : ন্যাড়া প্রায় দুই মাস মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি।
প্রশ্ন ২০। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলায় জন্মগ্রহণ করেন।
আরো পড়ুন :
প্রশ্ন ২১। দেশের কতজন নরনারী ঐ পল্লিগ্রামেরই মানুষ?
উত্তর : দেশের নব্বই জন নরনারী ঐ পল্লিগ্রামেরই মানুষ।
প্রশ্ন ২২। কাকে অন্নপাপে দায়ী করা হয়েছে?
উত্তর : মৃত্যুঞ্জয়কে অন্নপাপে দায়ী করা হয়েছে।
প্রশ্ন ২৩। মৃত্যুঞ্জয়কে সাপে কাটলে কতজন দেবদেবীর দোহাই পড়া হয়
উত্তর : মৃত্যুঞ্জয়কে সাপে কাটলে তেত্রিশ কোটি দেবদেবীর দোহাই পড়া
প্রশ্ন ২৪। বিলাসী’ গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে?
উত্তর : “বিলাসী’ গল্পটি ন্যাড়ার জবানিতে বর্ণিত হয়েছে।
প্রশ্ন ২৫। বিলাসী’ গল্পের ন্যাড়া কয় ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত?
উত্তর : ‘বিলাসী’ গল্পের ন্যাড়া দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত।
প্রশ্ন ২৬। মৃত্যুঞ্জয়ের বাগানটা কত বিঘার ছিল?
উত্তর : মৃত্যুঞ্জয়ের বাগানটা কুড়ি-পঁচিশ বিঘার ছিল।
প্রশ্ন ২৭। প্রত্নতাত্ত্বিক অর্থ কী?
উত্তর : প্রত্নতাত্ত্বিক অর্থ পুরাতত্ত্ববিদ।
প্রশ্ন ২৮। সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছিল কে?
উত্তর : সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছিল ন্যাড়
প্রশ্ন ২৯। পৃথিবীর গভীরতম হ্রদের নাম কী?
উত্তর : পৃথিবীর গভীরতম হ্রদের নাম বৈকাল হ্রদ।
প্রশ্ন ৩০। ধুচুনি’ অর্থ কী?
উত্তর : ‘ধুচুনি’ অর্থ বহু ছিদ্রবিশিষ্ট বাঁশের ঝুড়ি।
বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf
প্রশ্ন ৩১। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসায় কোনটি?
উত্তর : সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসায় শিকড় বিক্রি করা
প্রশ্ন ৩২। শরৎচন্দ্রকে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করা হয়?
উত্তর : শরৎচন্দ্রকে ১৯৩৬ সালে ডি.লিট ডিগ্রি প্রদান করা হয়।
প্রশ্ন ৩৩। অমার্জনীয়’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘অমার্জনীয়’ শব্দটির অর্থ ক্ষমার অযোগ্য।
প্রশ্ন ৩৪। গোখরা সাপ ধরে পোষার শখ ছিল কার?
উত্তর : গোখরা সাপ ধরে পোষার শখ ছিল ন্যাড়ার।
প্রশ্ন ৩৫। মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে?
উত্তর : মৃত্যুঞ্জয় মিত্তির বংশের ছেলে।
প্রশ্ন ৩৬। মৃত্যুঞ্জয় কয় মাস শয্যাগত ছিল?
উত্তর : মৃত্যুঞ্জয় দেড় মাস শয্যাগত ছিল।
প্রশ্ন ৩৭। বিলাসী’ গল্পের মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত?
উত্তর : ‘বিলাসী’ গল্পের মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়ত।
প্রশ্ন ৩৮। এন্ট্রান্স বর্তমানে কোন পরীক্ষার সমতুল্য?
উত্তর : এন্ট্রান্স বর্তমানে মাধ্যমিক পরীক্ষার সমতুল্য।
প্রশ্ন ৩৯। সাপের দেবীর নাম কী?
উত্তর সাপের দেবীর নাম মনসা।
প্রশ্ন ৪০। এডেন কিসের জন্য বিখ্যাত?
উত্তর : এডেন সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত।
এইচএসসি বাংলা ১ম পত্র বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download.বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download