রক্ত ও সঞ্চালন

এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের ৪র্থ অধ্যায় রক্ত ও সঞ্চালনের নোট ২০২৫ PDF Download

Advertisements

এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের ৪র্থ অধ্যায় রক্ত ও সঞ্চালনের নোটটি এমন ভাবে সাজানো হয়েছে যার মাধ্যমে তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয় , মেডিকেল কলেজ পরিক্ষা ও ইন্জিনিয়ারিং পরিক্ষার প্রস্তুতি নিতে পারবে । এই লেকচারে অন্তর্ভুক্ত আছে রক্ত ও সঞ্চালন: মানুষের হৃৎপিণ্ডের গঠন, মানবদেহে রক্ত সংবহন, রক্তের উপাদান, সিস্টেমিক ও পালমোনারি সার্কুলেশন । তাই আর দেরি না করে আমাদের রক্ত ও সঞ্চালন লেকচার শীটটি পড়ে ফেলুন ।।

রক্ত ও সঞ্চালন

রক্ত (Blood)

রক্ত একটি তরল টিস্যু যা শরীরের বিভিন্ন অংশে পুষ্টি, অক্সিজেন, এবং হরমোন পরিবহন করে। এটি চারটি প্রধান উপাদানে বিভক্ত:

  • প্লাজমা (Plasma): রক্তের প্রধান তরল অংশ যা পানি, প্রোটিন (অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন), ইলেকট্রোলাইটস, এবং অন্যান্য দ্রবীভূত পদার্থ নিয়ে গঠিত।
  • লাল রক্তকণিকা (Erythrocytes): রক্তের সবচেয়ে সংখ্যাধিক কণিকা যা অক্সিজেন পরিবহন করে। এদের ভিতরে হিমোগ্লোবিন থাকে যা অক্সিজেনের সাথে যুক্ত হয়।
  • সাদা রক্তকণিকা (Leukocytes): রোগ প্রতিরোধী কণিকা যা শরীরকে বিভিন্ন জীবাণু এবং সংক্রমণ থেকে রক্ষা করে। এগুলো বিভিন্ন ধরনের যেমন নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট ইত্যাদি।
  • রক্তকণিকার অংশ (Platelets): এদের সাহায্যে রক্ত জমাট বাঁধে। এটি রক্তপাত বন্ধ করার জন্য গুরুত্বপূর্ণ।

সঞ্চালন

সঞ্চালন হচ্ছে রক্তের চলাচল এবং পরিবহনের প্রক্রিয়া যা শরীরের সব অংশে রক্ত পৌঁছে দেয়। এটি দুটি প্রধান ধরনের:

  • সিস্টেমিক সার্কুলেশন (Systemic Circulation): এতে হৃদয়ের বাম ভেন্ট্রিকল থেকে রক্ত শরীরের অন্যান্য অংশে প্রেরিত হয় এবং পরবর্তীতে হৃদয়ের ডান অ্যট্রিয়ামে ফিরে আসে।
  • পালমোনারি সার্কুলেশন (Pulmonary Circulation): এতে হৃদয়ের ডান ভেন্ট্রিকল থেকে রক্ত ফুসফুসে যায় অক্সিজেনের সাথে পরিমার্জিত হওয়ার জন্য এবং পরে হৃদয়ের বাম অ্যট্রিয়ামে ফিরে আসে।

হৃদয়ের গঠন (Structure of the Heart)

হৃদয় চারটি প্রধান অংশে বিভক্ত:

Advertisements
  1. ডান অ্যাট্রিয়াম (Right Atrium): শরীর থেকে আসা অক্সিজেনহীন রক্ত গ্রহণ করে।
  2. ডান ভেন্ট্রিকল (Right Ventricle): অক্সিজেনহীন রক্ত ফুসফুসে পাঠায়।
  3. বাম অ্যাট্রিয়াম (Left Atrium): ফুসফুস থেকে আসা অক্সিজেনসমৃদ্ধ রক্ত গ্রহণ করে।
  4. বাম ভেন্ট্রিকল (Left Ventricle): অক্সিজেনসমৃদ্ধ রক্ত শরীরের অন্যান্য অংশে পাঠায়।

আরো পড়ুন :

রক্তচাপ (Blood Pressure)

রক্তচাপ হলো রক্তের শক্তি যা রক্তনালীতে প্রবাহিত হয়। এটি দুই ধরনের:

  1. সিস্টোলিক প্রেসার: হৃদয়ের সঙ্কোচনের সময় রক্তচাপ।
  2. ডায়াস্টোলিক প্রেসার: হৃদয়ের বিশ্রামের সময় রক্তচাপ।

রক্তের গঠন এবং কাজ

  • অক্সিজেন পরিবহন: লাল রক্তকণিকা হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন পরিবহন করে।
  • পুষ্টি পরিবহন: প্লাজমা বিভিন্ন পুষ্টি উপাদান যেমন শর্করা, প্রোটিন, চর্বি পরিবহন করে।
  • অপসারণ: সাদা রক্তকণিকা এবং প্লেটলেটস শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণে সাহায্য করে।

এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের রক্ত ও সঞ্চালন লেকচার শীটটি ডাউনলোড করুন :

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top