রক্তে আমার অনাদি অস্থি

এইচএসসি রক্তে আমার অনাদি অস্থি কবিতার নোট ২০২৫ PDF Download

Advertisements

এইচএসসি রক্তে আমার অনাদি অস্থি কবিতার নোটটি এমন ভাবে সাজানো হয়েছে যার মাধ্যমে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে ।এই লেকচারে অন্তর্ভুক্ত আছে কবিতার ব্যাখ্যা, সৃজনশীল প্রশ্ন ও উত্তর, কবিতার মূলভাব, জ্ঞানমূলক ও mcq pdf । তাই আর দেরি না করে আমাদের রক্তে আমার অনাদি অস্থি কবিতার লেকচার শীটটি পড়ে ফেলুন ।।

রক্তে আমার অনাদি অস্থি

দিলওয়ার

কবি পরিচিতি সাহিত্যকর্ম

জন্ম পরিচয়:

পহেলা জানুয়ারি ১৯৩৭ সালে, ভার্থখলা, সিলেট। পিতা: মৌলভী মোহাম্মদ হাসান খান। মাতা: রহিমুন্নেসা।

পুরস্কার:

Advertisements

বাংলা একাডেমি পুরস্কার (১৯৮০), একুশে পদক।

মৃত্যুবরণ: ১০ অক্টোবর ২০১৩ সালে।

কাব্যগ্রন্থ:

জিজ্ঞাসা (১৯৫৩), ঐকতান, উদ্ভিন্ন উল্লাস, স্বনিষ্ঠ সনেট, রক্তে আমার অনাদি অস্থি, সপৃথিবী রইবো সজীব, দুই মেরু দুই ডানা, অনতীত পঙক্তিমালা।

প্রবন্ধগ্রন্থ: বাংলাদেশ জন্ম না নিলে।

ছড়াগ্রন্থ: দিলওয়ারের শতছড়া ছড়ায় অ আ ক খ।

রক্তে আমার অনাদি অস্থিকবিতা সম্পর্কিত তথ্যাবলি

★ ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কবির একই নামের কাব্যগ্রন্থের নাম কবিতা। ‘রক্তে আমার অনাদি অস্থি’ ১৯৮১ সালে সিলেট থেকে প্রথম প্রকাশিত হয় । সংকলিত কবিতাটি কবীর চৌধুরীর উদ্দেশ্যে উৎসর্গিত।

★ কবিতাটি ছয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

★ ‘হেম’ অর্থ- সুবর্ণ, সোনা।

★ ‘নিরবধি’ অর্থ সর্বদা, অনবরত, অনুক্ষণ ।

★ ‘ঘূর্ণি’ অর্থ- ঘূর্ণমান জলরাশি।

★ ‘অনাদি’ অর্থ- উৎপত্তিবিহীন।

★ ‘ডয়াল’ অর্থ- ভয়াবহ।

★ ‘অস্থি’ অর্থ- হাড়।

★ কবি পদ্মার কাছে যৌবন চেয়েছেন ।

★ কবি যমুনার কাছে প্রেম চেয়েছেন।

★ কবির মতে সুরমা নদীর পলিতে সোনা মেশানো।

★ ‘গণমানব’ বলতে বোঝায় প্রান্তিক জনগণ।

আরো পড়ুন :

★ ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় পদ্মা নদীর নাম ব্যবহৃত হয়েছে – ৩ বার।

★ ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় সুরমা নদী কাজল কালো।

★ কত বিচিত্র জীবনের রং বলতে বোঝায় জীবনের বহুমাত্রিকতা।

★ ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটিতে কবি তার স্বপ্নকে বঙ্গোপসাগরের কাছে আমানত রেখেছেন – আপন ক্রোধকে শক্তিমান করার জন্য।

* ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় উল্লেখকৃত নদীর নাম পদ্মা, যমুনা, সুরমা, মেঘনা, গঙ্গা, কর্ণফু

★ কবি বিদেশি নর পিশাচদের আখ্যায়িত করেছেন – নরদানব বলে।

★ আগ্রাসন দ্বারা বোঝায় – লটতরাজ।

* কবির মতে জীবনের রং – রঙিন তুলিতে আঁকা নানা বর্ণের মিশ্রণ।

★ ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে।

★ কবিতায় ‘রক্তে আমার অনাদি অস্থি’ বলতে বোঝায় জাতিসত্তার শোণিত অস্থি যা কবি নিজের অস্তিত্বে ধারণ করে আছেন।

★ কবির গণমানবের বুকে ক্রোধানল জ্বলে ওঠে যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে

★ দিলওয়ারের কবিতার মূল সুর – দেশ, মাটি ও মানুষের প্রতি আস্থা ও দায়বদ্ধতা।

★ ‘মুগ্ধ’ অর্থ- বিভোর, মোহগ্রস্ত।

আমাদের লেকচার শীটটি ডাউনলোড করুন :

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top