এইচএসসি রক্তে আমার অনাদি অস্থি কবিতার নোটটি এমন ভাবে সাজানো হয়েছে যার মাধ্যমে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে ।এই লেকচারে অন্তর্ভুক্ত আছে কবিতার ব্যাখ্যা, সৃজনশীল প্রশ্ন ও উত্তর, কবিতার মূলভাব, জ্ঞানমূলক ও mcq pdf । তাই আর দেরি না করে আমাদের রক্তে আমার অনাদি অস্থি কবিতার লেকচার শীটটি পড়ে ফেলুন ।।
রক্তে আমার অনাদি অস্থি
দিলওয়ার
কবি পরিচিতি ও সাহিত্যকর্ম
জন্ম পরিচয়:
পহেলা জানুয়ারি ১৯৩৭ সালে, ভার্থখলা, সিলেট। পিতা: মৌলভী মোহাম্মদ হাসান খান। মাতা: রহিমুন্নেসা।
পুরস্কার:
বাংলা একাডেমি পুরস্কার (১৯৮০), একুশে পদক।
মৃত্যুবরণ: ১০ অক্টোবর ২০১৩ সালে।
কাব্যগ্রন্থ:
জিজ্ঞাসা (১৯৫৩), ঐকতান, উদ্ভিন্ন উল্লাস, স্বনিষ্ঠ সনেট, রক্তে আমার অনাদি অস্থি, সপৃথিবী রইবো সজীব, দুই মেরু দুই ডানা, অনতীত পঙক্তিমালা।
প্রবন্ধগ্রন্থ: বাংলাদেশ জন্ম না নিলে।
ছড়াগ্রন্থ: দিলওয়ারের শতছড়া ছড়ায় অ আ ক খ।
‘রক্তে আমার অনাদি অস্থি‘ কবিতা সম্পর্কিত তথ্যাবলি
★ ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কবির একই নামের কাব্যগ্রন্থের নাম কবিতা। ‘রক্তে আমার অনাদি অস্থি’ ১৯৮১ সালে সিলেট থেকে প্রথম প্রকাশিত হয় । সংকলিত কবিতাটি কবীর চৌধুরীর উদ্দেশ্যে উৎসর্গিত।
★ কবিতাটি ছয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
★ ‘হেম’ অর্থ- সুবর্ণ, সোনা।
★ ‘নিরবধি’ অর্থ সর্বদা, অনবরত, অনুক্ষণ ।
★ ‘ঘূর্ণি’ অর্থ- ঘূর্ণমান জলরাশি।
★ ‘অনাদি’ অর্থ- উৎপত্তিবিহীন।
★ ‘ডয়াল’ অর্থ- ভয়াবহ।
★ ‘অস্থি’ অর্থ- হাড়।
★ কবি পদ্মার কাছে যৌবন চেয়েছেন ।
★ কবি যমুনার কাছে প্রেম চেয়েছেন।
★ কবির মতে সুরমা নদীর পলিতে সোনা মেশানো।
★ ‘গণমানব’ বলতে বোঝায় প্রান্তিক জনগণ।
আরো পড়ুন :
★ ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় পদ্মা নদীর নাম ব্যবহৃত হয়েছে – ৩ বার।
★ ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় সুরমা নদী কাজল কালো।
★ কত বিচিত্র জীবনের রং বলতে বোঝায় জীবনের বহুমাত্রিকতা।
★ ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটিতে কবি তার স্বপ্নকে বঙ্গোপসাগরের কাছে আমানত রেখেছেন – আপন ক্রোধকে শক্তিমান করার জন্য।
* ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় উল্লেখকৃত নদীর নাম পদ্মা, যমুনা, সুরমা, মেঘনা, গঙ্গা, কর্ণফু
★ কবি বিদেশি নর পিশাচদের আখ্যায়িত করেছেন – নরদানব বলে।
★ আগ্রাসন দ্বারা বোঝায় – লটতরাজ।
* কবির মতে জীবনের রং – রঙিন তুলিতে আঁকা নানা বর্ণের মিশ্রণ।
★ ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে।
★ কবিতায় ‘রক্তে আমার অনাদি অস্থি’ বলতে বোঝায় জাতিসত্তার শোণিত অস্থি যা কবি নিজের অস্তিত্বে ধারণ করে আছেন।
★ কবির গণমানবের বুকে ক্রোধানল জ্বলে ওঠে যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে
★ দিলওয়ারের কবিতার মূল সুর – দেশ, মাটি ও মানুষের প্রতি আস্থা ও দায়বদ্ধতা।
★ ‘মুগ্ধ’ অর্থ- বিভোর, মোহগ্রস্ত।
আমাদের লেকচার শীটটি ডাউনলোড করুন :