রেইনকোট গল্পের MCQ

এইচএসসি বাংলা ১ম পত্র রেইনকোট গল্পের MCQ PDF Download

Advertisements

এইচএসসি বাংলা ১ম পত্র রেইনকোট গল্পের MCQ PDF ফাইলে প্রতিটি MCQ প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ কারে দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ রেইনকোট গল্পের MCQ প্রশ্নের উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে আমাদের রেইনকোট গল্পের MCQ pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।

HSC রেইনকোট গল্পের MCQ প্রশ্ন ও উত্তর PDF

রেইনকোট গল্পের MCQ ( বহুনির্বাচনি প্রশ্ন)

১. ‘চিলেকোঠার সেপাই’ গ্রন্থটির লেখক কে?

ক) আনিসুজ্জামান

খ) আখতারুজ্জামান ইলিয়াস

Advertisements

গ) মানিক বন্দ্যোপাধ্যায়

ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন

সঠিক উত্তরঃ খ) আখতারুজ্জামান ইলিয়াস

ব্যাখ্যাঃ চিলেকোঠার সেপাই’ আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি উপন্যাস। তাঁর রচিত অন্য উপন্যাসটি হলো ‘খোয়াবনামা’।

২. আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম-

ক) ১৯৪২ সালের ১০ই জানুয়ারি

খ) ১৯৪৩ সালের ১২ই ফেব্রুয়ারি

গ) ১৯৪৪ সালের ১০ই মার্চ

ঘ) ১৯৪৫ সালের ১২ই এপ্রিল

সঠিক উত্তরঃ খ) ১৯৪৩ সালের ১২ই ফেব্রুয়ারি

৩. ‘রেইনকোট’ গল্পে নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে?

ক) পিওনকে

খ) স্ত্রীকে

গ) মিলিটারিকে

ঘ) প্রিন্সিপালকে

সঠিক উত্তরঃ ক) পিওনকে

৪. ‘রেইনকোট” গল্পে প্রিন্সিপাল কেন সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাতে মিলিটারির নিকট নিবেদন করেছিল?

ক) হিন্দুয়ানি চিহ্ন বলে

খ) মিলিটারিদের খুশি করতে

গ) আনুগত্য প্রকাশ করতে

ঘ) চেতনা বহন করত বলে

সঠিক উত্তরঃ ঘ) চেতনা বহন করত বলে

ব্যাখ্যাঃ রেইনকোর্ট’ গল্পে প্রিনসিপাল বাঙালির চেতনাকে ধ্বংস করতে সব স্কুল- কলেজ থেকে শহিদ মিনার হটাতে মিলিটারির নিকট নিবেদন করেছিল। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তবে সব স্কুল কলেজ থেকে শহিদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। কারণ শহিদ মিনার ছিল বাঙালি জাতীয়তাবাদী চেতনার উৎস। এই চেতনা ধারণ করেই বাঙালি জাতি পাকিস্তানের বৈষম্য ও অত্যাচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মূলত বাঙালি জাতীয়তাবাদের এই চেতনা ধ্বংস করতে প্রিনসিপাল আফাজ মিলিটারিদের শহিদ মিনার ধ্বংস করার পরামর্শ দেয়।

৫. পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহিদ মিনার হটাতে হবে, এ নিবেদনটি করেছেন

ক) মিন্টু

খ) ইসহাক

গ) প্রিনসিপ্যাল

ঘ) নুরুল হুদা

সঠিক উত্তরঃ গ) প্রিনসিপ্যাল

৬. মিসক্রিয়েন্টরা সব খতম’- এখানে ‘মিসক্রিয়েন্ট’ বলতে কাদের বোঝানো হয়েছে? [চ.বো.-১৬]

ক) মুক্তিফৌজ

খ) শান্তিবাহিনী

গ) পাকবাহিনী

ঘ) মিত্রবাহিনী

সঠিক উত্তরঃ ক) মুক্তিফৌজ

ব্যাখ্যাঃ মুক্তিযুদ্ধের সময় রেডিও, টেলিভিশন পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে ছিল। তাই এসকল প্রচার মাধ্যম সবসময় বলেছে, ‘সিচুয়েশন নর্মাল। পরিস্থিতি স্বাভাবিক । দুশমনকে সম্পূর্ণ কবজা করা গেছে। মিসক্রিয়েন্টরা সব খতম ।’ ‘মিসক্ৰিয়েন্ট’ বলতে মুক্তিফৌজদের বোঝানো হয়েছে।

৭. ‘রেইনকোট’ গল্পে রেইনকোটটি কার?

ক) মিন্টুর

খ) নুরুল হুদার

গ) আবদুস সাত্তারের

ঘ) ড. আফাজ আহমেদের

সঠিক উত্তরঃ ক) মিন্টুর

৮. একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে পাঁচটা খানসেনা খতম।’ তথ্যটি ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রের মাধ্যমে জানা যায়?

ক) লেখক

খ) নূরুল হুদা

গ) আসমা

ঘ) দোকানদার

সঠিক উত্তরঃ ঘ) দোকানদার

ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত তথ্যাটি ‘রেইনকোট’ গল্পের দোকানদার চরিত্রের মাধ্যমে জানা যায়। গল্পের অন্যতম চরিত্র নূরুল হুদা প্রিনসিপালের ডাক পেয়ে বৃষ্টির মধ্যে কলেজের উদ্দেশ্যে বাসস্ট্যান্ডে পৌছালে তখনই রাস্তার পাশের পান- বিড়ি সিগারেটের দোকানদার কর্তৃক ঘটনাটির অবতারণা হয়। দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের। বাসস্ট্যান্ডে তাকে দেখলেই ছোঁড়াটা বিড়বিড় করে, কাল শোনেন নাই? মিরপুরের বিল দিয়া দুই নৌকা বোঝাই কইরা আইছিল। একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে পাঁচটা খানসেনা খতম। বিবিসি কইছে, রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন

৯. রেইনকোট’ গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন?

ক) পদার্থ

খ) রসায়ন

গ) বাংলা

ঘ) ইংরেজি

সঠিক উত্তরঃ খ) রসায়ন

ব্যাখ্যাঃ ‘রেইনকোট’ গল্পের নুরুল হুদা পেশায় ছিলেন কলেজের শিক্ষক। তিনি রসায়ন (কেমিস্ট্রি) বিষয়ে শিক্ষকতা করতেন ।

১০. “প্রিনসিপালের কালো মুখ বেগুনি হয়”- কেন ?

ক) আনন্দে

খ) বেদনায়

গ) ভয়ে

ঘ) বিস্ময়ে

সঠিক উত্তরঃ গ) ভয়ে

ব্যাখ্যাঃ গেরিলা আক্রমণের তদন্ত করতে পাকিস্তান মিলিটারির উচ্চ পদের কেউ ঢাকা কলেজ ক্যাম্পাসে আসে। তাকে দেখেই প্রিনসিপালের কালো মুখ (ভয়ে) বেগুনী হয়।

১১. ‘রেইনকোট’ গল্পের কথক কে?

ক) নুরুল হুদা

খ) গল্পকার

গ) আবদুস সাত্তার

ঘ) মন্টু মিয়া

সঠিক উত্তরঃ ক) নুরুল হুদা

ব্যাখ্যাঃ নুরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে। বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র

১২. ‘রেইনকোট’ গল্পে ‘রেইনকোট’ বহন করছে-

ক) মুক্তিযুদ্ধের ইতিহাস

খ) মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট

গ) মুক্তিযুদ্ধের চেতনা

ঘ) ভাষা আন্দোলনের ঘটনা

সঠিক উত্তরঃ গ) মুক্তিযুদ্ধের চেতনা

ব্যাখ্যাঃ ‘রেইনকোট’ গল্পে রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার শরীরে এক অন্য রকম তেজ তৈরি হয় এবং তিনি সংগ্রামী চেতনায় উজ্জীবিত হন। তাই বলা যায়, রেইনকোট গল্পে রেইনকোট মুক্তিযুদ্ধের চেতনা বহন করেছে।

১৩. ‘রেইনকোট’ গল্পে রেইনকোটটির মাধ্যমে ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে—

ক) মুক্তিযুদ্ধ ও সংগ্রাম

খ) পাকবাহিনীর অত্যাচার

গ) উষ্ণতা, সাহস ও দেশপ্রেম

ঘ) মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ

সঠিক উত্তরঃ গ) উষ্ণতা, সাহস ও দেশপ্ৰেম

ব্যাখ্যাঃ ‘রেইনকোট’ গল্পে দেশপ্রেমের প্রতীক মুক্তিযোদ্ধা শ্যালকের ‘রেইনকোট’ গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম সঞ্চারিত হয়েছে তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে। এজন্য পাকিস্তানি সেনাদের নির্মম অত্যাচারের মুখেও তিনি তথ্য প্রকাশে বিরত ছিলেন। তাই বলা যায়, ‘রেইনকোট’ গল্পের প্রেক্ষাপটে নুরুল হুদার দেশপ্রেম বিষয়টির প্রতি লেখক বেশি সচেষ্ট ছিলেন ৷

১৪. ‘রেইনকোট’ গল্পের প্রেক্ষাপটে নিম্নোক্ত কোন বিষয়টির প্রতি লেখক বেশি সচেষ্ট ছিলেন?

ক) রাজাকারের দৌরাত্ম্য

খ) গেরিলাদের আক্রমণ

গ) নুরুল হুদার দেশপ্ৰেম

ঘ) হানাদারদের নিপীড়ন

সঠিক উত্তরঃ গ) নুরুল হুদার দেশপ্রেম

আরো পড়ুন :

১৫. ‘রেইনকোট’ গল্পে কোন বিষয়টি অধিক ব্যঞ্জনাময় হয়ে উঠেছে?

ক) গেরিলা আক্রমণ

খ) হানাদার বাহিনীর নিপীড়ন

গ) নুরুল হুদার দেশপ্ৰেম

ঘ) রাজাকারদের দৌরাত্ম্য

সঠিক উত্তরঃ গ) নুরুল হুদার দেশপ্রেম

১৬. রেইনকোট’ গল্পে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ—

ক) মিসক্রিয়েন্টদের ঠিকানা জানা

খ) সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম

গ) কুলিদের আস্তানা চেনা

ঘ) গেরিলাদের সঙ্গে আঁতাত

সঠিক উত্তরঃ খ) সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্ৰেম

রেইনকোট গল্পের MCQ (বহুপদী সমাপ্তিসূচক)

১৭. ‘রেইনকোট’ গল্পে রেইনকোটটি কীসের প্রতীক?

i. প্রতিহিংসার

ii. দেশপ্রেমের

iii. মুক্তিযুদ্ধের

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ গ) ii ও iii

ব্যাখ্যাঃ মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির কলেজ শিক্ষকের মাঝে সঞ্চারিত হয় উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাই পাকিস্তানিদের শত নির্যাতনের পরেও মুক্তিযোদ্ধা শ্যালক সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি নুরুল হুদা। তাই বলা যায়, ‘রেইনকোট’ গল্পে রেইনকোটটি দেশপ্রেমের ও মুক্তিযুদ্ধের প্রতীক। I

১৮. ‘রেইনকোট’ গল্পটি পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে-

i. মুক্তিযোদ্ধার স্বরূপ

ii. সাধারণ ব্যক্তির মুক্তিযুদ্ধের চেতনা

iii. পাকবাহিনীর বর্বরতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii

১৯. ‘রেইনকোট গল্পে ‘রেইনকোট’ মূলত—

i. মুক্তিযুদ্ধের প্রেরণার প্রতীক

ii. প্রতিবাদের ও সাহসের প্রতীক

iii. অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

গ) ii ও iii

খ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii

ব্যাখ্যাঃ ‘রেইনকোট’ গল্পে রেইনকোট মূলত মুক্তিযুদ্ধের প্রেরণা, সাহস ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। কেননা এই রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদার মতো ভীতু মানুষও পাকিস্তানিদের অত্যাচারে ভীত না হয়ে মুক্তিযোদ্ধাদের অনুসন্ধান না দেওয়ার মাধ্যমে নীরব প্রতিবাদ জানায়।

নিচের উদ্দীপকটি পড়ে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও: রেইনকোট গল্পের MCQ test

ইয়েস-নো-ভেরিগুড টাইপ ইংরেজি শিখে বাঙালি রামকানাই ইংরেজ নীলকরদের কাছে নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার জন্য নীলচাষীদের উপর অমানবিক নির্যাতনের উপায় বাতলে দেয়। নির্যাতন অসহনীয় হয়ে উঠলে প্রতিরোধ ছাড়া উপায় থাকে না বাঙালি চাষীদের।

২০. উদ্দীপকের রামকানাই ও ‘রেইনকোট’ গল্পের ইসহাক মিয়ার সাদৃশ্য-

i. ভাষা ব্যবহারে

ii. বিদেশি প্রীতিতে

iii. নির্যাতনে সহযোগিতায়

নিচের কোনটি সঠিক?

) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii

২১. উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পে যুগপৎ প্রকাশিত হয়েছে—

ক) বিদেশি ভাষার আগ্রাসন

খ) বিদেশি শাসক কর্তৃক সীমাহীন নির্যাতন

গ) দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের সম্মুখ গমন

ঘ) দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া

সঠিক উত্তরঃ খ) বিদেশি শাসক কর্তৃক সীমাহীন নির্যাতন

ব্যাখ্যাঃ উদ্দীপকে বাঙালি নীলচাষীদের ওপর ইংরেজদের শোষণ ও নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। ‘রেইনকোট’ গল্পেও দেখা যায়, পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালি জাতির ওপর নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞ চালায়। তাই বলা চলে, উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পে যুগপৎ প্রকাশিত হয়েছে— বিদেশি শাসক কর্তৃক সীমাহীন নির্যাতন।

নিচের উদ্দীপকটি পড়ে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও: raincoat golpo mcq pdf

“মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি”

২২. উদ্দীপকে ‘মোরা’ শব্দটি ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রকে প্রতিনিধিত্ব করে [সি.বো.-১৬]

ক) নুরুল হুদা

খ) মিন্টু

গ) প্রিন্সিপাল

ঘ) আকবর সাজিদ

সঠিক উত্তরঃ খ) মিন্টু

ব্যাখ্যাঃ উদ্দীপকে ‘মোরা’ শব্দটি ‘রেইনকোট’ গল্পের কথক নুরুল হুদার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টু চরিত্রকে প্রতিনিধিত্ব করে। কারণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মিন্টু বাঙালি জাতিকে পাকিস্তানি হানাদারমুক্ত করতে যুদ্ধ করে। উদ্দীপকের ভাবানুষঙ্গে মিন্টুর এই বিষয়টি প্রতিফলিত হয়েছে

২৩. উদ্দীপকের ভাবানুষঙ্গ ‘রেইনকোট’ গল্পের যে দিকটিকে প্রতিফলিত করে-

ক) সাবভার্সিব অ্যাকটিভিটিজ

খ) ধ্বংসযজ্ঞ ও গণহত্যা

গ) দেশপ্রেম

ঘ) মানবতাবোধ

সঠিক উত্তরঃ গ) দেশপ্ৰেম

নিচের উদ্দীপকটি পড়ে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও : রেইনকোট গল্পের MCQ

“দূরে কিংবা কখনো খুবই কাছে

যাচ্ছে শোনা ফুটফাট গুলির আওয়াজ, ত্রাসে

বুক কাঁপে, পারিনা শুধোতে কে কোথায় গেল মরে,

দম বন্ধ করে চুপ করে পড়ে থাকি ঘরের কবরে

২৪. উদ্দীপকের সাথে ‘রেইনকোট’ গল্পের সাদৃশ্য হল-

i. পঁচিশে মার্চের রাতের আক্রমণ

ii. মানুষদের ধরে ক্যাম্পে নিয়ে যাওয়া

iii. গুলির আওয়াজ শুনতে পাওয়া

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii

ব্যাখ্যাঃ ‘রেইনকোট’ গল্পে পাকিস্তানি সৈন্যরা যেমন নিরাপরাধ মানুষদের ধরে ক্যাম্পে নিয়ে বন্দি করে রাখত তেমনি উদ্দীপকেও ঘরের কবরে বন্দিদশার কথা বলা হয়েছে। , উদ্দীপকে যেমন দূরে কাছে ফুটফাট গুলির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল, ‘রেইনকোট গল্পেও দূরে কাছে গুলির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল। উল্লেখ্য, ত্রাসে অর্থ: আতংকে ।

২৫. উদ্দীপকের সাথে ‘রেইনকোট’ গল্পের যে প্রসঙ্গটি মিলে যায়-

i. মুক্তিযুদ্ধ চলাকালীন

ii. নির্বাচিত বাঙালি

iii. মুক্তিযুদ্ধে মানুষের আত্মত্যাগ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ খ) i ও iii

ব্যাখ্যাঃ উদ্দীপকে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর নিরীহ বাঙালির ওপর নির্যাতনের বিষয়টি পরিস্ফুটিত হয়েছে। তেমনিভাবে রেইনকোট গল্পটিও মুক্তিযুদ্ধের শেষ দিকের পাকবাহিনীর নৃসংশতা ও বর্বরতার কাহিনী বিবৃত হয়েছে নুরুল হুদার জবানিতে, এছাড়া উদ্দীপক ও রেইনকোট গল্পে মুক্তিযুদ্ধে নুরুল হুদার মতো মানুষের আত্মত্যাগের কাহিনী বর্ণিত হয়েছে।

২৬. নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনীর তলব করার কারণ-

i. মুক্তিযোদ্ধাদের সন্ধান পেতে

ii. মুক্তিযোদ্ধাদের সহযোগী সন্দেহে

iii. মুক্তিযোদ্ধা বলে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ ক) i ও ii

ব্যাখ্যাঃ ঢাকা কলেজের সামনে গেরিলা হামলা চালিয়ে মুক্তিযোদ্ধারা ট্রান্সফর্মার উড়িয়ে দিলে মুক্তিযোদ্ধাদের সন্ধান পেতে, তাদের সহযোগি সন্দেহে নুরুল হুদা ও আবদুস সাত্তার মৃধাকে ধরে নিয়ে যাওয়া হয়।

নিচের উদ্দীপকটি পড়ে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও: রেইনকোট গল্পের MCQ pdf download

১৯৭১ সাল, জুন-জুলাই মাসে প্রচণ্ড বর্ষা হচ্ছে। বৃষ্টির পানিতে রাস্তা- ঘাট ডুবে গেছে। এই বর্ষায় রাস্তার মধ্যে খাদ বুঝতে না পেরে পাকিস্তানি বাহিনীর একটি জিপ উল্টে যায়।

২৭. উদ্দীপকের প্রাকৃতিক অবস্থাকে ‘রেইনকোট” গল্পে কী নামে উপস্থাপন করা হয়েছে?

ক) জেনারেল সিজন

খ) জেনারেল মনসুন

গ) জেনারেল উইনটার

ঘ) জেনারেল রেইন

সঠিক উত্তরঃ খ) জেনারেল মনসুন

ব্যাখ্যাঃ উদ্দীপকের প্রাকৃতিক অবস্থাকে ‘রেইনকোট’ গল্পে জেনারেল মনসুন নামে উপস্থাপন করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীতের কবলে পড়ে হিটলারের বাহিনী রুশ বাহিনীর হাতে পর্যুদস্ত হয়েছিল। বাংলাদেশের প্রবল বর্ষায় তেমনি বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী। উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পে সেই বিষয়টিরই তুলনা করা হয়েছে। এ বিষয়টি ১৯৭১ সালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কারণ ভারী বর্ষণ পাকিস্তানিদের জন্য প্রতিকূল ছিল, এ বিষয়ে তাদের অনভ্যস্ততা তথা অজানা ছিল। প্রশ্নোক্ত বিষয়টি গল্পে এসেছিল এভাবে- স্টাফরুমে কে একজন একদিন না দুদিন ফিসফিস করছিল, বাংলার বর্ষা তো শালারা জানে না। রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন ।

২৮. এ বিষয়টি ১৯৭১ সালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কারণ-

i. পাকিস্তানিদের জন্য প্রতিকূল ছিল

ii. পাকিস্তানিরা এ বিষয়ে উদাসীন ছিল

iii. পাকিস্তানিরা এ বিষয়ে অনভ্যস্ত ছিল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ খ) i ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও: রেইনকোট গল্পের MCQ প্রশ্ন ও উত্তর

কলেজ থেকে ঘরে ফেরার পথে ছাত্র-পুলিশ সংঘর্ষের মধ্যে পড়ে যায় মাহমুদ। পুলিশের বেধড়ক লাঠিপেটায় সেদিন থেকেই সে হয়ে ওঠে ভাষা আন্দোলনের একনিষ্ঠ কর্মী I

২৯. উদ্দীপকের মাহমুদ ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়?

ক) কুলি

খ) নুরুল হুদা

গ) মিন্টু

ঘ) ড. আফাজ

সঠিক উত্তরঃ খ) নুরুল হুদা

ব্যাখ্যাঃ উদ্দীপকের মাহমুদ রেইনকোট গল্পের নুরুল হুদা চরিত্রের সাথে তুলনীয়। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানি হানাদারদের নির্মম অত্যাচারের কাছে মাথা নত করেনি। তেমনি উদ্দীপকের মাহমুদও ছাত্র-পুলিশ সংঘর্ষে পুলিশের বেধড়ক লাঠিপেটায় সেদিন থেকেই ভাষা আন্দোলনের একনিষ্ঠ কর্মী হয়ে ওঠে।

৩০. উদ্দীপকটি ‘রেইনকোট’ গল্পটিকে যে প্রেক্ষাপট থেকে প্রতিনিধিত্ব করে তা হল-

ক) ভাষা আন্দোলন

খ) ছাত্র-রাজনীতি

গ) স্বাধীনতা সংগ্রাম

ঘ) রাজনৈতিক চেতনা

সঠিক উত্তরঃ ঘ) রাজনৈতিক চেতনা

ব্যাখ্যাঃ রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদার মাঝে যে সাহস ও দেশপ্রেম তথা রাজনৈতিক চেতনার জন্ম হয় অনুরূপ চেতনা আমরা কলেজ ছাত্র মাহমুদের মাঝেও দেখতে পাই।

নিচের উদ্দীপকটি পড়ে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও: রেইনকোট গল্পের MCQ প্রশ্ন ও উত্তর

মেডিকেলের সামনে দিয়ে প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছিল সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি মঞ্জু, হঠাৎ মিছিল আর গুলির শব্দ। ভাষা আন্দোলনকারীদের সাথে মঞ্জুর ওপরও বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ বাহিনী। তারপর থেকে মঞ্জুও হয়ে ওঠে ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী।

৩১. উদ্দীপকের ‘পুলিশ বাহিনী’ ‘রেইনকোট’ গল্পে কাকে প্রতিনিধিত্ব করে।

ক) রাজাকার

খ) মিলিটারি

গ) পুলিশ

ঘ) মিসক্রিয়েন্ট

সঠিক উত্তরঃ খ) মিলিটারি

ব্যাখ্যাঃ উদ্দীপকে যেমন ভাষা আন্দোলনকারীদের সাথে মঞ্জুর ওপরও পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে তেমনিভাবে রেইনকোট গল্পে মিলিটারি বাহিনী মুক্তিযোদ্ধাদের পাশাপাশি নুরুল হুদার মতো নিরীহ মানুষদের ওপরও অত্যাচার চালায় ।

৩২. উদ্দীপকের মঞ্জু ও ‘রেইনকোট’ গল্পের নুরুল হুদার চারিত্রিক ঐক্য-

ক) কর্মে

খ) শিক্ষায়

গ) চেতনার পরিবর্তনে

ঘ) ভাষা চেতনায়

সঠিক উত্তরঃ গ) চেতনার পরিবর্তনে

ব্যাখ্যাঃ মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির কলেজ শিক্ষক নুরুল হুদার মাঝে সঞ্চারিত হয় সাহস ও দেশপ্রেম। যার ফলে নির্যাতনের মুখেও তিনি মুক্তিযোদ্ধাদের তথ্য প্রকাশে বিরত একজন একদিন না দুদিন ছিলেন। তেমনি উদ্দীপকের সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি মঞ্জু কর্মস্থলে যাওয়ার সময় ভাষা আন্দোলনকারীদের সাথে পুলিশ বাহিনীর বেধড়ক লাঠি চার্জের শিকার হয়। এর পর থেকে মঞ্জুও হয়ে ওঠে ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী। অতএব বলা যায়, উদ্দীপকের মঞ্জু ও রেইনকোট গল্পের নুরুল হুদার চারিত্রিক ঐক্য চেতনার পরিবর্তনে ।

নিচের উদ্দীপকটি পড়ে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও: রেইনকোট গল্পের MCQ প্রশ্ন pdf

পিতৃহীন সরল প্রকৃতির মৃদুলকে প্রভাবশালী মীর সাহেবের লোকেরা ধরে নিয়ে যায় এবং একটা মিথ্যা দলিলে স্বাক্ষর করতে বলে। মৃদুলের মনে পড়ে যায় বাবার শেষ উপদেশের কথা— ‘অন্যায়ের কাছে কখনো মাথা নত করো না।’ বিপদের সম্ভাবনা জেনেও মৃদুল তার সিদ্ধান্তে অটল থাকে।

৩৩. উদ্দীপকের মৃদুল ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

ক) ইসহাক

খ) আব্দুস সাত্তার

গ) আফজাল

ঘ) নুরুল হুদা

সঠিক উত্তরঃ ঘ) নুরুল হুদা

৩৪. উদ্দীপকের বিষয়ের সাথে ‘রেইনকোট’ গল্পের সাদৃশ্য কোথায়?

ক) প্রতীকী ব্যঞ্জনায়

খ) পটভূমিতে

গ) ঘটনায়

ঘ) সমাজচিত্রে

সঠিক উত্তরঃ ক) প্রতীকী ব্যঞ্জনায়

৩৫. চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেয়া হয়ে ওঠে না কেন?

ক) আঘাত সয়ে যাওয়ায়

খ) মৃত্যু নিশ্চিত জানায়

গ) শরীর অবশ হওয়ায়

ঘ) মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়

সঠিক উত্তরঃ ঘ) মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়

ব্যাখ্যাঃ পাকিস্তানি সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের সাথে গোপন আঁতাতের অভিযোগে কলেজ শিক্ষক নুরুল হুদাকে গ্রেফতার করে। তাকে চাবুক দিয়ে পিটিয়ে তথ্য বের করার চেষ্টা চালায় পাকিস্তানি সেনারা। কিন্তু পাকিস্তানি বাহিনীর নির্যাতনের ভয়ে নুরুল হুদা ভীত হননি। মুক্তিযোদ্ধাদের সাথে তার আঁতাতের অভিযোগ ও তাদের সাথে তার আঁতাত রাখার উত্তেজনায় অর্থাৎ নুরুল হুদার মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায় চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না।

৩৬. মিলিটারির চাবুকের আঘাত নূরুল হুদার কাছে কী বলে মনে হয়?

ক) অসহ্য যন্ত্রণা

খ) অত্যাচার

গ) অমানবিক কষ্ট

ঘ) স্রেফ উৎপাত

সঠিক উত্তরঃ ঘ) স্রেফ উৎপাত

ব্যাখ্যাঃ মুক্তিযোদ্ধাদের সাথে সম্পৃক্ততার অভিযোগে পাকিস্তানি সেনাবাহিনী নুরুল হুদাকে গ্রেফতার করে এবং চাবুক দিয়ে পিটিয়ে তথ্য বের করার চেষ্টা চালায়। কিন্তু নুরুল হুদার মাঝে তখন দেশপ্রেমের যে প্রেরণার সৃষ্টি হয়, তা যেন চাবুকের আঘাতকে ভুলিয়ে দিয়েছিল। এজন্য পাকিস্তানি সেনাদের চাবুকের বাড়ি তার কাছে স্রেফ উৎপাত বলে মনে হয় ৷

এইচএসসি বাংলা ১ম পত্র রেইনকোট গল্পের MCQ প্রশ্ন ও উত্তর PDF Download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top