লোক-লোকান্তর

এইচএসসি লোক-লোকান্তর কবিতার গুরুত্বপূর্ণ নোট ২০২৫ | কবিতার ব্যাখ্যা ও মূলভাব pdf

Advertisements

এইচএসসি লোক-লোকান্তর কবিতার নোটটি এমন ভাবে সাজানো হয়েছে যার মাধ্যমে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে ।এই লেকচারে অন্তর্ভুক্ত আছে কবিতার ব্যাখ্যা, সৃজনশীল প্রশ্ন ও উত্তর, কবিতার মূলভাব, জ্ঞানমূলক ও mcq pdf । তাই আর দেরি না করে আমাদের লেকচার শীটটি পড়ে ফেলুন ।।

লোকলোকান্তর

আল মাহমুদ

কবি পরিচিতি সাহিত্যকর্ম

জন্ম পরিচয়:

১১ জুলাই ১৯৩৬ খ্রিস্টাব্দ, ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রাম। প্রকৃত নাম: মির আবদুস শুকুর আল মাহমুদ। পিতা: আবদুর রব মির। মাতা: রওশন আরা মির। শিক্ষাজীবন: মাধ্যমিক – ব্রাহ্মণবাড়িয়া জর্জ সিক্সথ হাই স্কুল।

কর্মজীবন/পেশা :

Advertisements

সাংবাদিকতা চাকরি। পরিচালক একাডেমি। সম্পাদক – দৈনিক গণকণ্ঠ, দৈনিক কর্ণফুলী। বাংলাদেশ শিল্পকলা

পুরস্কার:

বাংলা একাডেমি পুরস্কার, জয় বাংলা সাহিত্য পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার, একুশে পদক, মোহাম্মদ নাসিরউদ্দিন স্বর্ণপদক, বাংলাদেশ লেখক সংঘ পুরস্কার প্রভৃতি। মৃত্যুবরণ: ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি, ধানমন্ডি, ঢাকা।

কাব্যগ্রন্থ:

লোক-লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, বখতিয়ারের ঘোড়া, মায়াবি পর্দা দুলে উঠো, অদৃষ্টবাদীদের রান্নাঘর, মিথ্যেবাদী রাখাল, দ্বিতীয় ভাঙন, নদীর ভিতরে নদী, আরব্য রজনীর রাজহাঁস ইত্যাদি।

উপন্যাস:

ডাহুকী, নিশিন্দা নারী, আগুণের মেয়ে, কবি ও কোলাহল, পুরুষ সুন্দর, উপমহাদেশ।

প্রবন্ধঃ

কবির আত্মবিশ্বাস, দিনযাপন, নারী নিগ্রহ ইত্যাদি।

গল্পগ্রন্থ:

পানকৌড়ির রক্ত, গন্ধবণিক, সৌরভের কাছে পরাজিত, প্রেমের গল্প, ময়ূরীর মুখ। শিশুতোষগ্রন্থ পাখির কাছে ফুলের কাছে (কাব্যগ্রন্থ)। জীবনী: যেভাবে বেড়ে উঠি।

লোকলোকান্তরকবিতা সম্পর্কিত তথ্যাবলি

* কবিতাটি আল মাহমুদের ‘লোক-লোকান্তর’ কাব্যের নাম কবিতা। এটি কবির আত্মপরিচয়মূলক কবিতা।

★ ‘লোক-লোকান্তর’ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত।

* কৰি স্বীয় অস্তিত্ব সাদা সত্যিকার পাখির ভেতর খুঁজে পান ।

★ সাদা পাখিটির ঠোঁট সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে।

★ পাখিটির চোখের কোটরে কাটা সুপারির রং।

★ পাখিটির পা সবুজ ও নখ তীব্র লাল।

★ চন্দনের ফুল ঝাল-মিষ্টি-লবঙ্গ।

★ বনচারী বাতাসে পানলতা দোলা দেয়।

আরো পড়ুন :

★ কবির চেতনা পাখির ঠোঁট আসলে কাব্যভাষা উপমা।

★ কবির অস্তিত্ব জুড়ে চিরায়ত গ্রামবাংলা বিরাজমান।

★ কবিতায় উল্লেখকৃত রঙের নাম – সবুজ, লাল, সাদা।

★ ‘লোক-লোকান্তর’ কবিতায় অরণ্য সবুজ।

★ কবিতায় একটি চন্দনের ডাল।

★ কবিতায় কবির চেতনা পাখির মতো।

★ কবিতায় চরণ সংখ্যা ১৪টি।

★ কবি সৃষ্টির আনন্দ উপভোগ করতে আগ্রহী।

★ কবির বিচ্ছিন্নতাবোধকে প্রশমিত করে সৃষ্টির বিজয় অবশ্যম্ভাবী। –

★ ‘লোক-লোকান্তর’ কবিতায় উজ্জ্বল চেতনার মণি ।

★ সৃষ্টির প্রেরণায় কবি অল মাহমুদ বিহ্বল হন।

★ কবিতায় কবি চিত্রকল্পের মালা গাঁথতে চান।

★ ‘লোক-লোকান্তর’ কোন সমাস – নিত্য সমাস ।

★ লোক থেকে লোকান্তরে কবি আল মাহমুদ স্তব্ধ হয়ে আহত কবির গান শোনেন ।

আর দেরি না করে আমাদের লেকচার শীটটি ডাউনলোড করুন :

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top