এইচএসসি বাংলা সহপাঠ সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর PDF ফাইলে প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।
সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর PDF Download
প্রশ্ন ১। রবার্ট ক্লাইভ কাকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন? [ঢা. বো. ১৯]
উত্তর : রবার্ট ক্লাইভ উমিচাঁদকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন ।
প্রশ্ন ২। সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কী? [ঢা. বো, ১৯; ব. বো. ১৭, ১৬, মি. ১৭; উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]
উত্তর : সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম মোহাম্মদি বেগ।
প্রশ্ন ৩। উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে? [রা. বো. ১৯]
উত্তর : উমিচাদ লাহোর থেকে বাংলাদেশে এসেছে।
প্রশ্ন ৪। “চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র।” – উক্তিটি কার? [রা. বো. ১৯]
উত্তর : “চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র”- উক্তিটি রায়দুর্লভের।
প্রশ্ন ৫। সিরাজের কোন সেনাপতি যুদ্ধে প্রথম মৃত্যুবরণ করে? [ব. বো. ১৯]
উত্তর : সিরাজের সেনাপতি মিরমদান যুদ্ধে প্রথম মৃত্যুবরণ করেন।
প্রশ্ন ৬। ঐতিহাসিক পলাশি কোন নদীর তীরে অবস্থিত? [য. বো. ১৯]
উত্তর : ঐতিহাসিক পলাশি গঙ্গা নদীর তীরে অবস্থিত।
প্রশ্ন ৭। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে শেষ সংলাপ কার? [কু. বো. ১৯; রা. বো. ১৭]
উত্তর : ‘সিরাজউদ্দৌলা’ নাটকে শেষ সংলাপ মোহাম্মদি বেগের।
সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর
প্রশ্ন ৮। নবাবের গোলন্দাজ বাহিনী কোন খাল পেরিয়ে ছুটে আসছে? [কু. বো. ১৯]
উত্তর : নবাবের গোলন্দাজ বাহিনি শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে ছুটে আসছে।
প্রশ্ন ৯। নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হন? [চ. বো. ১৯]
উত্তর : নবাব সিরাজউদ্দৌলা ভগবানগোলায় বন্দি হন।
প্রশ্ন ১০। “আমাদের কারও অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি।”- উক্তিটি কার? [চ. বো. ১৯; সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, গাজীপুর]
উত্তর : “আমাদের কারও অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি।”— উক্তিটি মিরজাফরের।
প্রশ্ন ১১। ‘সিরাজউদ্দৌলা’ নাটকের তৃতীয় অঙ্কের দৃশ্য সংখ্যা কত? [সি. বো. ১৯]
উত্তর : ‘সিরাজউদ্দৌলা’ নাটকের তৃতীয় অঙ্কে দৃশ্য সংখ্যা ৪টি।
প্রশ্ন ১২। সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কী? [ঢা. বো. ১৯]
উত্তর : সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম লুৎফুন্নেসা।
প্রশ্ন ১৩। ‘ভিক্টরি অর ডেথ, ভিক্টরি অর ডেথ’ – উক্তিটি কাদের প্রতি করা হয়েছিল? [ব. বো. ১৯; শেরপুর সরকারি কলেজ]
উত্তর : “ভিক্টরি আর ডেথ, ভিক্টরি অর ডেথ’- উক্তিটি ব্রিটিশ সৈনিকদের প্রতি করা হয়েছিল।
প্রশ্ন ১৭। কার নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়? [ঢা. বো. ১৮; য. বো. ১৮; সি. বো. ১৮; দিবো, ১৮]
উত্তর : ক্লাইভের ষড়যন্ত্রে বিশ্বাসঘাতক মিরজাফরের পুত্র মিরনের নির্দেশে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়।
প্রশ্ন ১৮। ইংরেজরা পরাজিত হয়ে কোন জাহাজে আশ্রয় নেয়? [রা. বো. ১৮; কু. বো. ১৮; চ. বো. ১৮; ব. বো. ১৮]
উত্তর : ইংরেজরা পরাজিত হয়ে ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেয় ।
প্রশ্ন ১৯। ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম সংলাপ কার? [রা. বো. ১৮; কু. বো. ১৮; চ. বো. ১৮; ব. রো, ‘১৮]
উত্তর : ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম সংলাপ ক্লেটনের।
সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর pdf download
প্রশ্ন ২০। সিরাজউদ্দৌলা কাকে কলকাতার দেওয়ান নিযুক্ত করেন? [ঢা বো. ১৭]
উত্তর : সিরাজউদ্দৌলা মানিকচাঁদকে কলকাতার দেওয়ান নিযুক্ত করেন ।
প্রশ্ন ২১। ‘ক্লাইভের গাধা’ কে? [রা. বো. ১৭]
উত্তর : ‘ক্লাইভের গাধা’ বলা হতো মিরজাফরকে।
আরো পড়ুন :
প্রশ্ন ২২। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কতটি অঙ্ক রয়েছে? [য. বো. ১৭; ব. বো, ‘১৭; চ. বো. ১৬]
উত্তর : ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ৪টি অঙ্ক রয়েছে।
প্রশ্ন ২৩। মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন? [কু. বো. ১৭]
উত্তর : মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সিকান্দার আবু জাফর ‘সাপ্তাহিক অভিযান’ পত্রিকা সম্পাদনা করেন।
প্রশ্ন ২৪। নবাব আলিবর্দি খাঁর প্রিয়পাত্র কে ছিলেন? [চ. বো. ১৭]
উত্তর : নবাব আলিবর্দি খাঁর প্রিয়পাত্র ছিলেন নবাব সিরাজউদ্দৌলা ।
সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর
প্রশ্ন ২৫। মোহনলালের তথ্যমতে, নবাব সিরাজউদ্দৌলার পক্ষে সৈন্য সংখ্যা কত? [সি. বো. ১৭]
উত্তর : মোহনলালের তথ্যমতে, নবাব সিরাজউদ্দৌলার পক্ষে সৈন্য সংখ্যা ৫০ হাজারের বেশি।
প্রশ্ন ২৬। নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম কী? [সি. বো. ১৭]
উত্তর : নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম ‘সিরাজউদ্দৌলা শাহকুলি খা মির্জা মুহম্মদ হায়বতজঙ্গ বাহাদুর’।
প্রশ্ন ২৭। “আত্মসমর্পণ করাই এখন যুক্তিসংগত”- উক্তিটি কার? [দি বো, ‘১৭]
উত্তর : “আত্মসমর্পণ করাই এখন যুক্তিসংগত”- উক্তিটি হলওয়েলের ।
প্রশ্ন ২৮। পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? [কু. বো. ১৬]
উত্তর : পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালে সংঘটিত হয়।
প্রশ্ন ২৯। সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কী? [য. বো. ১৬; সি. বো, ‘১৬]
উত্তর : সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম মুহম্মদ ইরিচ খাঁ।
প্রশ্ন ৩০। ‘সিরাজউদ্দৌলা’ নাটকের ১ম অঙ্কের ২য় দৃশ্য কত তারিখের ঘটনা? [নটর ডেম কলেজ, ঢাকা]
উত্তর : সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য হচ্ছে ১৭৫৬ সালের তেসরা জুলাই তারিখের ঘটনা।
প্রশ্ন ৩১। রবার্ট ক্লাইভ কাকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন? [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]
উত্তর : রবার্ট ক্লাইড উমিচাঁদকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন ।
প্রশ্ন ৩২। উমিচাঁদ কোন ধর্মের লোক ছিলেন? [মাইলস্টোন কলেজ, ঢাকা]
উত্তর : উমিচাঁদ শিখ ধর্মের লোক ছিলেন।
প্রশ্ন ৩৩। হলওয়েল কে? [মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ; ফেনী গার্লস ক্যাডেট কলেজ]
উত্তর : হলওয়েল হলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘুষখোর ডাক্তার ।
প্রশ্ন ৩৪। সিরাজউদ্দৌলার সেনাপতি কে ছিল? [ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ, সিলেট; সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর]
উত্তর : সিরাজউদ্দৌলার সেনাপতি মিরজাফর ।
সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর pdf
প্রশ্ন ৩৫। ‘আমি দওলতের পূজারি’- উক্তিটি কার? [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
উত্তর : ‘আমি দওলতের পূজারি’ – উক্তিটি উমিচাঁদ।
প্রশ্ন ৩৬। দুর্গের ভিতরে কাদের অবস্থা শোচনীয় ছিল? [মৌলভীবাজার সরকারি ঢাকা কমার্স কলেজ]
উত্তর : দুর্গের ভেতরে ইংরেজদের অবস্থা শোচনীয়।
প্রশ্ন ৩৭। ‘কামিয়াবি’ শব্দের অর্থ কী? [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
উত্তর : ‘কামিয়াবি’ শব্দের অর্থ সফলতা।
প্রশ্ন ৩৮। নবাব সিরাজউদ্দৌলার নানার নাম কী? [বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা; বৃন্দাবন সরকারি কলেজ, কলেজ, হবিগঞ্জ]
উত্তর : নবাব সিরাজউদ্দৌলার নানার নাম আলিবর্দি খাঁ।
প্রশ্ন ৪০। তামা, তুলসী, গঙ্গাজল ছুঁয়ে প্রথমে কে শপথ করেছিলেন? [উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]
উত্তর : তামা, তুলসী, গঙ্গাজল ছুঁয়ে প্রথমে রাজবল্লভ শপথ করেছিলেন।
প্রশ্ন ৪১। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে? [উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]
উত্তর : ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে।
প্রশ্ন ৪২। কে ক্ষুদ্র শক্তিধর? [সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, গাজীপুর]
উত্তর : রায়দুর্লভ ক্ষুদ্র শক্তিধর।
এইচএসসি বাংলা সহপাঠ সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর PDF Download