সেই অস্ত্র

এইচএসসি সেই অস্ত্র কবিতার গুরুত্বপূর্ণ নোট PDF Download | সৃজনশীল প্রশ্ন উত্তর

Advertisements

এইচএসসি সেই অস্ত্র কবিতার নোটটি এমন ভাবে সাজানো হয়েছে যার মাধ্যমে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে ।এই লেকচারে অন্তর্ভুক্ত আছে কবিতার ব্যাখ্যা, সৃজনশীল প্রশ্ন ও উত্তর, কবিতার মূলভাব, জ্ঞানমূলক ও mcq pdf । তাই আর দেরি না করে আমাদের লেকচার শীটটি পড়ে ফেলুন ।।

সেই অস্ত্র

আহসান হাবীব

কবি পরিচিতি সাহিত্যকর্ম

জন্ম পরিচয়:

২ জানুয়ারি ১৯১৭ সাল, শংকরপাশা, পিরোজপুর। পিতা: হামিজুদ্দিন হাওলাদার। মাতা: জমিলা খাতুন।

শিক্ষাজীবন:

Advertisements

আইএ, ব্রজমোহন কলেজ, বরিশাল।

কর্মজীবন:

সহকারী সম্পাদক দৈনিক তকবীর, মাসিক বুলবুল : ভারপ্রাপ্ত সম্পাদক মাসিক সওগাত।স্টাফ আর্টিস্ট আকাশবাণী, কলকাতা। সাহিত্য সম্পাদক – দৈনিক বিংলা

পুরস্কার সম্মাননা:

বাংলা একাডেমি পুরস্কার (১৯৬১), একুশে পদক (১৯৭৮), স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) ১৯৯৪ ।

মৃত্যুবরণ: ১০ জুলাই ১৯৮৫ খ্রিস্টাব্দ।

কাব্যগ্রন্থ:

রাত্রিশেষ (১৯৪৭), ছায়াহরিণ (১৯৬২), সারাদুপুর (১৯৬৪), আশায় বসতি (১৯৭৪), মেঘ বলে চৈত্রে যাবো, দু’হাতে দুই আদিম পাথর (১৯৮০), প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ (১৯৮৫)।

উপন্যাস:

অরণ্যে নীলিমা (১৯৬২), বৃষ্টি পড়ে টাপুর টুপুর (১৯৭৭), ছুটির দিন দুপুরে (১৯৭৮)।

শিশুতোষগ্রন্থ:

ছোটদের পাকিস্তান (১৯৫৪), জাফরানী রং পায়রা, রাণী খালের সাঁকো (১৯৬৫)।

কবি সম্পর্কিত তথ্যাবলি

★ ১৯৩৩ সালে ১২/১৩ বছর বয়সে স্কুল ম্যাগাজিনে কবি আহসান হাবীবের প্রকাশিত প্রবন্ধের নাম ধরম।

★ ১৯৩৪ সালে পিরোজপুর গভর্নমেন্ট স্কুল ম্যাগাজিনে ছাপানো তার প্রথম কবিতার নাম – মায়ের কবর পাড়ে কিশোর।

★ আহসান হাবীবের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম রাত্রিশেষ।

★ আহসান হাবীব কলকাতা ছেড়ে ঢাকা আসেন ১৯৫০ সালে।

★ তিনি কোন কোন পত্রিকায় সাংবাদিকতা করেন – দৈনিক আজাদ, মাসিক মোহাম্মদী, সাপ্তাহিক প্রবাহ, দৈনিক কৃষক, দৈনিক বাংলা।

★ কোন কলেজে পড়া অবস্থায় কবিকে ভাগ্যান্বেষণে কলকাতায় পাড়ি জমাতে হয়? ব্রজমোহন কলেজ, বরিশাল।

★ আহসান হাবীব আমৃত্যু যুক্ত ছিলেন – দৈনিক বাংলা পত্রিকার সঙ্গে।

★ আহসান হাবীবের বৈশিষ্ট্যের সঙ্গে খাপ খায় – স্বল্পভাষী, আত্মমগ্ন, স্পষ্টবাদী, মূলত মানবদরদি শিল্পী।

★ ‘সারাদুপুর’ কাব্যগ্রন্থটিতে কবিতার সংখ্যা ২৬টি।

★ ‘রাত্রিশেষ’ কাব্যগ্রন্থটির কবিতাগুলো চার ভাগে বিভক্ত। যথা: প্রহর, প্রান্তিক, প্রতিভাস, পদক্ষেপ ।

‘সেই অস্ত্র’ কবিতা সম্পর্কিত তথ্যাবলি

★ ‘অমোঘ’ অর্থ – অব্যর্থ, সার্থক ।

★ জাত্যভিমান কোনো যুক্তি ছাড়াই নিজ জাতিকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান করার অহংকারী মনোভাব।

★ ‘সভ্যতার সেই প্রতিশ্রুতি’ বলতে কবি বুঝিয়েছেন – ভালোবাসা ।

★ কবির আকাঙ্ক্ষিত অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না।

★ ‘সেই অস্ত্র’ কবিতায় ট্রয়নগরী’র উল্লেখ আছে।

আরো পড়ুন :

★ কবিতা অনুসারে কবির প্রত্যাশিত অস্ত্র অবিনাশী

★ সেই অস্ত্র মানুষকে সমাবিষ্ট করে।

★ ‘সেই অস্ত্র’ কবিতাটি আহসান হাবীবের ‘বিদীর্ণ দর্পণে মুখ’ কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।

★ ‘সেই অস্ত্র’ কবিতাটি অন্ত্যমিলহীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত।

★ কবিতায় ‘সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও’ শব্দটি ব্যবহৃত হয়েছে – ২ বার।

★ ‘সেই অস্ত্র’ কবিতাটি সাবলীল ভাষায় রচিত।

আমাদের লেকচার শীটটি ডাউনলোড করুন :

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top