সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

Advertisements

এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF ফাইলে প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্নের উত্তর pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।

সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF

প্রশ্ন ১। ‘ক্ষুরধারা’ শব্দের অর্থ কী? [শেরপুর সরকারি কলেজ]

উত্তর : ‘ক্ষুরধারা’ শব্দের অর্থ-ক্ষুরের মতো ধারাল যে প্রবাহ বা স্রোত।

প্রশ্ন ২। ‘সোনার তরী’ কবিতার পূর্ণ ও অপূর্ণ পর্ব কত?

Advertisements

উত্তর : ‘সোনার তরী’ কবিতার পূর্ণ ৮ ও অপূর্ণ পর্ব ৫।

প্রশ্ন ৩। ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের নাম কবিতা কী? [কুমিল্লা সরকারি কলেজ]

উত্তর : ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের নাম কবিতা ‘সোনার তরী’।

প্রশ্ন ৪। ‘শূন্য’ শব্দটি মাত্রাবৃত্ত ছন্দে কত মাত্রা? [পটিয়া সরকারি কলেজ]

উত্তর : ‘শূন্য’ শব্দটি মাত্রাবৃত্ত ছন্দে ৩ মাত্রা।

প্রশ্ন ৫। রবীন্দ্রনাথের প্রথম কাব্য ‘বনফুল’ কত বছর বয়সে প্রকাশিত হয়?

উত্তর : রবীন্দ্রনাথের প্রথম কাব্য ‘বনফুল’ পনের বছর বয়সে প্রকাশিত হয়।

প্রশ্ন ৬। ‘সোনার তরী’ কবিতাটি কী জাতীয় কবিতা? [ঝালকাঠি সরকারি কলেজ]

উত্তর : ‘সোনার তরী’ কবিতাটি রূপক কবিতা

প্রশ্ন ৭। ‘সোনার তরী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

উত্তর : ‘সোনার তরী’ কবিতাটি ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ৮। ‘সোনার তরী’ কবিতায় ‘নৌকা’ এবং ‘মাঝি’ কীসের প্রতীক?

উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ‘নৌকা’ এবং ‘মাঝি’ মহাকালের প্রতীক।

প্রশ্ন ৯। আপাতদৃষ্টিতে ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত বলে মনে হয়?

উত্তর : আপাতদৃষ্টিতে ‘সোনার তরী’ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত বলে মনে হয়।

প্রশ্ন ১০। ‘সোনার তরী’র নদীটির পরপারে কী দেখা যায়?

উত্তর : ‘সোনার তরী’র নদীটির পরপারে দেখা যায় তরুচ্ছায়া মসীমাখা গ্রামখানি ।

প্রশ্ন ১১। ‘সোনার তরী’ কবিতায় কয়টি চরিত্র পাওয়া যায়?

উত্তর : ‘সোনার তরী’ কবিতায় দুটি চরিত্র পাওয়া যায়।

প্রশ্ন ১২। ‘সোনার তরী’ কবিতায় ‘সোনার ধান’ বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ‘সোনার ধান’ বলতে জীবনের সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে।

প্রশ্ন ১৩। ‘সোনার তরী’ কবিতায় ‘বাঁকা জল’ কীসের প্রতীক?

উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ‘বাঁকা জল’ কালস্রোতের প্রতীক।

প্রশ্ন ১৪। ‘সোনার তরী’ কবিতায় গ্রামের অবস্থা কেমন ছিল?

উত্তর : ‘সোনার তরী’ কবিতায় গ্রামের অবস্থা মেঘে ঢাকা ছিল।

আরো পড়ুন :

প্রশ্ন ১৫। ‘সোনার তরী’ কবিতায় গান গেয়ে কে আসে?

উত্তর : ‘সোনার তরী’ কবিতায় গান গেয়ে মাঝি আসে।

প্রশ্ন ১৬। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

প্রশ্ন ১৭। ‘সোনার তরী’ কবিতায় ঢেউগুলো কী করে?

উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ঢেউগুলো ভাঙে দু’ধারে।

প্রশ্ন ১৮। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ১৯। ‘সোনার তরী’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর : ‘সোনার তরী’ নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF

প্রশ্ন ২০। কখন ‘সোনার তরী’ কবিতটি প্রকাশত হয়?

উত্তর : ‘সোনার তরী’ কবিতাটি ১৮৯৪ সালে সালে প্রকাশিত হয়।

প্রশ্ন ২১। ‘সোনার ধান’ বলতে কি বুঝানো হয়েছে?

উত্তর : ‘সোনার ধান’ বলতে বস্তু জাগতিক মহৎ সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে।

প্রশ্ন ২২। ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর : ‘সোনার তরী’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

প্রশ্ন ২৩। ‘খরপরশা’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘খরপরশা’ শব্দের অর্থ-শানিত বা ধারাল বর্ণা।

প্রশ্ন ২৪। ‘সোনার তরী’ কবিতায় কোন ঋতুর কথা আছে?

উত্তর : ‘সোনার তরী’ কবিতায় বর্ষা ঋতুর কথা আছে।

প্রশ্ন ২৫। ‘ভরসা’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘ভরসা’ শব্দের অর্থ- আশা।

এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top