এইচএসসি বাংলা ১ম পত্র বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন PDF ফাইলে প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।
বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
প্রশ্ন ১. নজরুল কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেন?
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধ এর সময়।
প্রশ্ন ২. ‘নবযুগ’ কী? [পটিয়া সরকারি কলেজ]
উত্তর: নজরুল রচিত সম্পাদিত পত্রিকা
প্রশ্ন ৩. কোনটি নজরুল রচিত কাব্য?
উত্তর: বিষের বাঁশি।
প্রশ্ন ৪. ‘সাম্যবাদী’ কোন ধরনের সাহিত্যকর্ম? [শেরপুর সরকারি কলেজ]
উত্তর: কাব্যগ্রন্থ।
প্রশ্ন ৫. ‘চির-উন্নত শির’- কথাটি কীসের পরিচায়ক? [ঝালকাঠি সরকারি কলেজ]
উত্তর: অন্যায়ের সামনে মাথা নত না করা।
প্রশ্ন ৬. ‘বিদ্রোহী’ কবিতায় কীসের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ ঘোষিত হয়েছে?
উত্তর: ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে।
প্রশ্ন ৭. ‘বিদ্রোহী’ কবিতার মূল শিক্ষা কী?
উত্তর: অন্যায়ের প্রতিবিধানে সর্বদা সোচ্চার হওয়া,
প্রশ্ন ৮. কবি অত্যাচারীর কোন জিনিস আর রণক্ষেত্রে দেখতে চান না?
উত্তর: খড়্গ-কৃপাণ ।
প্রশ্ন ৯. ‘বিদ্রোহী’ কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে?
উত্তর: অত্যাচারের অবসান।
প্রশ্ন ১০. বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তর: বাংলাদেশের জাতীয় কবি হলো কাজী নজরুল ইসলাম ।
প্রশ্ন ১১. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে পিতাকে হারান?
উত্তর: কাজী নজরুল ইসলাম আট বছর বছর বয়সে পিতাকে হারান।
বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১২. কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয় কেন?
উত্তর: কবির পিতার মৃত্যু হওয়ায়।
প্রশ্ন ১৩. কাজী নজরুল ইসলাম কোথায় শিক্ষকতা করেন?
উত্তর: গ্রামের মক্তবে।
প্রশ্ন ১৪. বারো বছর বয়সে কবি কোথায় যোগ দেন?
উত্তর: লেটোর দলে যোগ দেন।
প্রশ্ন ১৫. বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: বিদ্রোহী কবিতাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়।
প্রশ্ন ১৬. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হন?
উত্তর: ১৯৬০ সাল ।
প্রশ্ন ১৭. কাজী নজরুল ইসলাম কোন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন?
উত্তর: জগত্তারিণী স্বর্ণপদক।
প্রশ্ন ১৮. কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ সালে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন।
বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf
প্রশ্ন ১৯. ‘বিদ্রোহী’ কবিতার প্রথম চরণ কোনটি?
উত্তর: বিদ্রোহী’ কবিতার প্রথম চরণ ‘বল বীর’।
বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ২০. কবির শির দেখে কী নতশির হয়ে যায়?
উত্তর: হিমালয় শিখর।
প্রশ্ন ২১. “শির নেহারি’ আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!” – এখানে মূলত কী -প্রকাশ পেয়েছে?
উত্তর: তীব্র আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে।
প্রশ্ন ২২. কবি নিজেকে কীসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন?
উত্তর: কবি নিজেকে মহা-প্রলয়ের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন।
প্রশ্ন ২৩. বিদ্রোহী কবিতায় কবি সব ভেঙেচুরে চুরমান করেন কেন?
উত্তর: নতুনের আবাহনে।
প্রশ্ন ২৪. বিদ্রোহী কবিতায় যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলকে কবি কীভাবে অতিক্রম করেন?
উত্তর: দলে যান ।
প্রশ্ন ২৫. বিদ্রোহী কবিতায় কবি কী মানেন না?
উত্তর: কোন কোনো আইন মানেন না।
প্রশ্ন ২৬. বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন?
উত্তর: এলোকেশে।
আরো পড়ুন :
প্রশ্ন ২৭. বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?
উত্তর: বিশ্ব-বিধাতার।
প্রশ্ন ২৮.বিদ্রোহী কবিতায় ইদ্রাণী-সুতের হাতে কী?
উত্তর: চাঁদ।
প্রশ্ন ২৯. বিদ্রোহী কবিতায় “মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য” পক্তিতে কী বোঝানা হয়েছে?
উত্তর: প্রেম ও দ্রোহের যুগপৎ অবস্থান
প্রশ্ন ৩০. ‘একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য – এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে?
উত্তর: প্রেম ও দ্রোহ।
প্রশ্ন ৩১. কৰি নিজেকে বেদুইন বলেছেন কেন?
উত্তর: নিজেকে বেদুইনদের মতো যোদ্ধা মনে করায়।
প্রশ্ন ৩২. বিদ্রোহী কবিতায় কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?
উত্তর: আত্মমর্যাদাবোধসম্পন্ন বলে।
প্রশ্ন ৩৩. “বিদ্রোহী’ কবিতার কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় মেলে?
উত্তর: আমি অবমানিতের মরম বেদনা ।
বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর exam
প্রশ্ন ৩৪. বিদ্রোহী কবিতায় কবি কাকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না?
উত্তর: নিজেকে।
প্রশ্ন ৩৫. কবি নিজেকে কার ডমরু ত্রিশূল বলেছেন?
উত্তর: পিণাক-পাণির ।
প্রশ্ন ৩৬. বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন?
উত্তর: ধর্মরাজের।
প্রশ্ন ৩৭.’বিদ্রোহী’ কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?
উত্তর: ‘বিদ্রোহী’ কবিতায় দুর্বাসাকে ক্ষ্যাপা বলা হয়েছে।
প্রশ্ন ৩৮. নজরুল দাবানল হয়ে কী দাহন করবেন?
উত্তর: নজরুল দাবানল হয়ে বিশ্ব দাহন করবেন।
প্রশ্ন ৩৯. কবি নিজেকে কার উম্মন মন বলেছেন?
উত্তর: উদাসীর।
প্রশ্ন ৪০. “বিদ্রোহী’ কবিতায় কবি কার বুকের ক্রন্দন-শ্বাস?
উত্তর: বিধবার।
প্রশ্ন ৪১. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা?
উত্তর: গৃহহারা পথিকের।
প্রশ্ন ৪২. কবি নিজেকে কার বাঁশরীর সাথে তুলনা করেছেন?
উত্তর: অফিয়াসের
প্রশ্ন ৪৩. কবি ঘুম চুমু দিয়ে কী করেন?
উত্তর: নিখিল বিশ্বকে নিঝঝুম করেন।
প্রশ্ন ৪৪. “ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝঝুম” – চরণটিতে নজুলের কোন – মনোভাবটি প্রকাশ পেয়েছে?
উত্তর: শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা।
প্রশ্ন ৪৫. ‘আমি শ্যামের হাতের বাঁশরী’- এখানে ‘শ্যাম’ বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে।
প্রশ্ন ৪৬. কবি নিজেকে ‘বিদ্রোহ-বাহী’ বলেছেন কেন?
উত্তর: তিনি বিদ্রোহ ছড়িয়ে দেন বলে।
বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf
প্রশ্ন ৪৭. নজরুল নিজেকে কার কঠোর কুঠারের সাথে তুলনা করেছেন?
উত্তর: পরশুরামের।
প্রশ্ন ৪৮. কবি নিজেকে ‘চির-বিদ্রোহী’ বলেছেন কেন?
উত্তর: তাঁর বিদ্রোহ নিরন্তর বলে।
প্রশ্ন ৪৯. কবি বিশ্বকে নিঃক্ষত্রিয় করতে চান কেন?
উত্তর: পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য।
প্রশ্ন ৫০. কবি অধীন বিশ্বকে উপড়ে ফেলতে চেয়েছেন কেন?
উত্তর: নব সৃষ্টির মহানন্দ লাভ করতে।
প্রশ্ন ৫১. মহা-বিদ্রোহী রণ ক্লান্ত-এই রণ কীসের বিরুদ্ধে?
উত্তর: অন্যায়-অত্যাচার।
প্রশ্ন ৫২. কবি কার ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না বলে কামনা করেন?
উত্তর: উৎপীড়িতের।
এইচএসসি বাংলা ১ম পত্র বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download